দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, প্রথম অধ্যায় দ্রব্য প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester philosophy, First Chapter | Unit 1
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দ্রব্য নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই দ্রব্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দ্রব্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দ্রব্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায় দ্রব্য mcq
প্রথম অধ্যায়: দ্রব্য।সঠিক উত্তরটি নির্বাচন কর:
১. "যা স্বয়ম্ভু ও স্ববেদ্য তাই হল দ্রব্য।"- এ কথা বলেছেন-
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
২. "জড় ও মন পরস্পর নিরপেক্ষ দ্রব্য।" এ কথা বলেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) হেগেল
(ঘ) লাইবনিজ
সঠিক উত্তর: (ক) দেকার্ত
৩. দেকার্তের মতে আপেক্ষিক দ্রব্য হল-
(ক) ঈশ্বর
(খ) দেহ ও মন
(গ) প্রাকৃতিক শক্তি
(ঘ) জড়দ্রব্য
সঠিক উত্তর: (খ) দেহ ও মন
৪. দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতকে বলা হয়-
(ক) অদ্বৈতবাদ
(খ) দ্বৈতবাদ
(গ) বহুত্ববাদ
(ঘ) প্রাকৃতিক দর্শন
সঠিক উত্তর: (ক) অদ্বৈতবাদ
৫. "দেহ-মন পরস্পর মিথস্ক্রিয়া করে।"- এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) দেকার্ত
৬. দেকার্তের মতে চেতনা মনের-
(ক) মুখ্যগুণ
(খ) বিকার
(গ) প্রাকৃতিক ধর্ম
(ঘ) অন্তর্নিহিত শক্তি
সঠিক উত্তর: (ক) মুখ্যগুণ
৭. দেকার্তের মতে ঈশ্বর-
(ক) মুখ্য দ্রব্য
(খ) সৃষ্টিকর্তা
(গ) আধাস্বরূপ
(ঘ) প্রকৃতির শক্তি
সঠিক উত্তর: (ক) মুখ্য দ্রব্য
৮. দেকার্তের মতবাদের পরিণতি হল-
(ক) দ্বৈতবাদ
(খ) অদ্বৈতবাদ
(গ) মেটাফিজিক্যাল দর্শন
(ঘ) দর্শনের পুনর্গঠন
সঠিক উত্তর: (ক) দ্বৈতবাদ
৯. দেকার্ত গৌণগুণগুলিকে দ্রব্যের কীরূপ ধর্ম বলেছেন?
(ক) বিকার
(খ) স্বরূপগত ধর্ম
(গ) আধ্যাত্মিক
(ঘ) সৃষ্টির ধর্ম
সঠিক উত্তর: (ক) বিকার
১০. দেকার্তের মতে প্রাথমিক দ্রব্য হল-
(ক) জড়দ্রব্য
(খ) ঈশ্বর
(গ) মন
(ঘ) শক্তি
সঠিক উত্তর: (খ) ঈশ্বর
১১. সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) দেকার্ত
১২. "ঈশ্বরই একমাত্র দ্রব্য।"- এ কথা বলেছেন-
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
১৩. বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন?
(ক) একমাত্র একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) অসীম সংখ্যা
সঠিক উত্তর: (ক) একমাত্র একটি
১৪. দ্রব্যের ধারণায় একত্ববাদী বলা হয়-
(ক) স্পিনোজাকে
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজাকে
১৫. "জড়দ্রব্য ও আত্মাকে দ্রব্য বলেই স্বীকার করেন না যে দার্শনিক তিনি হলেন-
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
১৬. জড়দ্রব্যের সাধারণ ধর্ম কী?
(ক) চেতনা
(খ) বিস্তৃতি
(গ) মন
(ঘ) আবেগ
সঠিক উত্তর: (খ) বিস্তৃতি
১৭. "জড়দ্রব্য ও মন উভয়ই ঈশ্বর সৃষ্ট দ্রব্য।"- এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) দেকার্ত
১৮. "দ্রব্য হল এক, অসীম, স্বাধীন।"- এটি কার উক্তি?
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
১৯. "দ্রব্য এক ও শাশ্বত।" এ কথা বলেছেন-
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
২০. "দ্রব্যের মধ্যে অসীম সংখ্যক গুণ আছে।" এ কথা বলেছেন-
(ক) স্পিনোজা
(খ) দেকার্ত
(গ) লাইবনিজ
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) স্পিনোজা
২১. দেকার্তের মতে চেতনা যার স্বরূপগত ধর্ম সেটি হল-
(ক) মন
(খ) ঈশ্বর
(গ) জড়দ্রব্য
(ঘ) শরীর
সঠিক উত্তর: (ক) মন
২২. দেকার্তের মতে দ্রব্যের অপরিহার্য ধর্ম হল-
(ক) শক্তি
(খ) গতি
(গ) মুখ্যগুণ
(ঘ) বিস্তৃতি
সঠিক উত্তর: (গ) মুখ্যগুণ
২৩. দেকার্তের মতে মুখ্যগুণগুলি দ্রব্যের কীরূপ ধর্ম?
(ক) স্বরূপগত ধর্ম
(খ) বিকার
(গ) অতিরিক্ত গুণ
(ঘ) সাপেক্ষ ধর্ম
সঠিক উত্তর: (ক) স্বরূপগত ধর্ম
২৪. "মনাড একমাত্র দ্রব্য।" এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ
২৫. "দ্রব্য এক নয় বহু।" এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ
২৬. "দ্রব্য নিজ শক্তিতে ক্রিয়া করতে পারে।"- এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ
২৭. "দ্রব্য হল অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন।" এ কথা কে বলেছেন?
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ
২৮. লাইবনিজের মতে মনাডগুলি হল-
(ক) শক্তিকেন্দ্র
(খ) ঈশ্বর
(গ) জড়দ্রব্য
(ঘ) জীবন্ত প্রাণী
সঠিক উত্তর: (ক) শক্তিকেন্দ্র
২৯. "দ্রব্য হল স্বয়ংসক্রিয় আধ্যাত্মিক একক।" এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ
৩০. "দ্রব্য কোনো যৌগিক বস্তু হতে পারে না।" এ কথা মনে করেন-
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হেগেল
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ক) লাইবনিজ