দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester philosophy, Second Chapter
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই কার্যকারণ সম্বন্ধ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই কার্যকারণ সম্বন্ধ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায় কার্যকারণ সম্বন্ধ mcq
দ্বিতীয় অধ্যায় 2. কার্যকারণ সম্বন্ধসঠিক উত্তরটি নির্বাচন কর:
১. লৌকিক মতে কার্যকারণের মধ্যে কেমন সম্বন্ধ বর্তমান?
(ক) সম্ভাব্য
(খ) অবশ্যম্ভাবী
(গ) পরিমাণগত
(ঘ) যৌক্তিক
সঠিক উত্তর: (খ) অবশ্যম্ভাবী
২. বৈজ্ঞানিক দৃষ্টিতে কারণ ও কার্যের সম্বন্ধ কিরূপ?
(ক) অকালিক
(খ) পরিমাণগত
(গ) আধ্যাত্মিক
(ঘ) প্রসক্তিগত
সঠিক উত্তর: (খ) পরিমাণগত
৩. কোন মতবাদের ভিত্তিতে অনিবার্য সম্বন্ধবাদের উৎপত্তি হয়েছে?
(ক) বৈজ্ঞানিক মতবাদ
(খ) প্রসক্তিবাদ
(গ) লৌকিক মতবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) লৌকিক মতবাদ
৪. "কারণ হল কার্যের নিয়ামক, হেতু ও ব্যাখ্যা" এটি কার উক্তি?
(ক) অভিজ্ঞতাবাদী
(খ) বুদ্ধিবাদী
(গ) প্রসক্তিবাদী
(ঘ) সমালোচনাবাদী
সঠিক উত্তর: (খ) বুদ্ধিবাদী
৫. "কার্য সর্বদা কারণকে অনুগমন করে" এই বক্তব্য কোন মতের?
(ক) বৈজ্ঞানিক
(খ) প্রসক্তিবাদ
(গ) লৌকিক
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) লৌকিক
৬. "কারণ ও কার্যে সমান পরিমাণ শক্তি থাকে" এই মত কার?
(ক) লৌকিক মত
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (খ) বৈজ্ঞানিক মত
৭. কার্যকারণের অবশ্যম্ভাবী সম্বন্ধের মৌল ভিত্তি কী?
(ক) বৈজ্ঞানিক পরীক্ষা
(খ) লৌকিক বিশ্বাস
(গ) যৌক্তিক বিশ্লেষণ
(ঘ) প্রসক্তি সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) লৌকিক বিশ্বাস
৮. "কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে" এই বক্তব্য কার?
(ক) প্রসক্তিবাদীগণ
(খ) অভিজ্ঞতাবাদীগণ
(গ) লৌকিকবাদীগণ
(ঘ) বুদ্ধিবাদীগণ
সঠিক উত্তর: (গ) লৌকিকবাদীগণ
৯. বাহ্যবস্তু সম্পর্কে জ্ঞানলাভের মৌলিক প্রত্যয় কোনটি?
(ক) প্রসক্তি সম্পর্ক
(খ) কার্যকারণ সম্পর্ক
(গ) যৌক্তিক সম্পর্ক
(ঘ) আধ্যাত্মিক সম্পর্ক
সঠিক উত্তর: (খ) কার্যকারণ সম্পর্ক
১০. "কারণ একটি শক্তিবিশেষ" এই মতটি কোন দৃষ্টিভঙ্গির?
(ক) বৈজ্ঞানিক মত
(খ) প্রসক্তিবাদ
(গ) লৌকিক মত
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) লৌকিক মত
১১. বিজ্ঞানের অগ্রগতির অন্যতম কারণ কী?
(ক) প্রসক্তি সম্বন্ধ
(খ) কার্যকারণ আবশ্যিকতা
(গ) যৌক্তিক বিশ্লেষণ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (খ) কার্যকারণ আবশ্যিকতা
১২. "কারণ থেকে কার্য উৎপন্ন হওয়ার সময় শক্তি রূপান্তরিত হয়" এই মত কার?
(ক) লৌকিক মত
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (খ) বৈজ্ঞানিক মত
১৩. কার্য ও কারণ সম্পর্কে সাধারণ মানুষের মতকে কী বলা হয়?
(ক) বৈজ্ঞানিক মতবাদ
(খ) প্রসক্তিবাদ
(গ) লৌকিক মতবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) লৌকিক মতবাদ
১৪. কোন বাক্যটি লৌকিক মতের সঙ্গে অসঙ্গতিপূর্ণ?
(ক) কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে
(খ) কারণ থাকলে কার্য না থাকতেও পারে
(গ) কারণ কার্যের হেতু
(ঘ) কারণ একটি শক্তিবিশেষ
সঠিক উত্তর: (খ) কারণ থাকলে কার্য না থাকতেও পারে
১৫. লৌকিক মতে কারণকে কীরূপ শক্তি বলা হয়?
(ক) যা কার্যকে উৎপন্ন করে
(খ) যা কার্যকে অনুসরণ করে
(গ) যা কার্যের সাথে সম্পর্কহীন
(ঘ) যা কার্যের পরিমাণ নির্ধারণ করে
সঠিক উত্তর: (ক) যা কার্যকে উৎপন্ন করে
১৬. "গুণের দিক থেকে কারণ হল কার্যের অব্যবহিত ঘটনা"- এই মতটি কে প্রদান করেন?
(ক) হিউম
(খ) কার্ডেথ রিড
(গ) লক্
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) কার্ডেথ রিড
১৭. লৌকিক মতে কারণ ও কার্যের সম্পর্ক কিরূপ?
(ক) পরিমাণগত
(খ) অকালিক
(গ) যৌক্তিক
(ঘ) প্রসক্তিগত
সঠিক উত্তর: (খ) অকালিক
ৱ৮. কার্যকারণ সম্বন্ধ একপ্রকার নিয়ম এই মত কার?
(ক) লৌকিক মত
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (খ) বৈজ্ঞানিক মত
১৯. "কারণ ও কার্যের মধ্যে নিশ্চয়াত্মক সম্বন্ধ বিদ্যমান" এই মত কার?
(ক) প্রসক্তিবাদীগণ
(খ) অভিজ্ঞতাবাদীগণ
(গ) লৌকিকবাদীগণ
(ঘ) বুদ্ধিবাদীগণ
সঠিক উত্তর: (ঘ) বুদ্ধিবাদীগণ
২০. কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কী?
(ক) কারণ ও কার্যে শক্তির রূপান্তর ঘটে
(খ) কারণ হল একটি শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে
(গ) কারণ ও কার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই
(ঘ) কারণ ও কার্য স্বরূপত এক
সঠিক উত্তর: (খ) কারণ হল একটি শক্তিবিশেষ যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে
২১. নিচের কোনটি লৌকিক মতে কারণের বৈশিষ্ট্য নয়?
(ক) কারণ কার্যকে উৎপন্ন করে
(খ) কারণ সতত কার্যকে অনুসরণ করে
(গ) কারণ একটি শক্তিবিশেষ
(ঘ) কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে
সঠিক উত্তর: (খ) কারণ সতত কার্যকে অনুসরণ করে
২২. বৈজ্ঞানিক মতে শক্তি কাকে বলা হয়?
(ক) কারণ ও কার্য
(খ) কেবল কারণ
(গ) কেবল কার্য
(ঘ) প্রসক্তি সম্বন্ধ
সঠিক উত্তর: (ক) কারণ ও কার্য
২৩. "কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বাহ্য ও মন উভয় জগতে বর্তমান" এই বক্তব্য কোন মতের সঙ্গে সংগতিপূর্ণ?
(ক) লৌকিকবাদ
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) প্রসক্তিবাদ
২৪. "কারণ ও কার্য স্বরূপত ভিন্ন নয়, কারণ কার্যে পরিণত হয়" এই বক্তব্য কোন মতের?
(ক) লৌকিকবাদ
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (গ) প্রসক্তিবাদ
২৫. কোন দার্শনিক ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) বার্কলে
২৬. হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না এটি কোন সম্বন্ধ বোঝায়?
(ক) কার্যকারণ সম্বন্ধ
(খ) প্রসক্তি সম্বন্ধ
(গ) অকালিক সম্বন্ধ
(ঘ) পরিমাণগত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) প্রসক্তি সম্বন্ধ
২৭. "কারণ হল এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে" এটি কার বক্তব্য?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (খ) লক্
২৮. কার্যকারণ সম্বন্ধ বিষয়ে ইউয়িং-এর প্রন্থটির নাম কী?
(ক) The Fundamental Questions of Philosophy
(খ) An Introduction to Metaphysics
(গ) The Principles of Philosophy
(ঘ) Causality and Explanation
সঠিক উত্তর: (ক) The Fundamental Questions of Philosophy
২৯. "বৈধ অবরোহ অনুমানের সিদ্ধান্তের যৌক্তিক অনিবার্যতাকে কার্যকারণ বাক্যের নিজস্ব অনিবার্যতা বলে ভুল করি" এই উক্তি কার?
(ক) হিউম
(খ) হসপার্স
(গ) বার্কলে
(ঘ) ইউয়িং
সঠিক উত্তর: (খ) হসপার্স
৩০. যদি 'A', 'B'-এর কারণ হয় তবে 'A' ঘটলেও 'B' নাও ঘটতে পারে এটি কার মত?
(ক) লৌকিকবাদীদের
(খ) বৈজ্ঞানিক মত
(গ) প্রসক্তিবাদীদের
(ঘ) বুদ্ধিবাদীদের
সঠিক উত্তর: (গ) প্রসক্তিবাদীদের
৩১. "কারণ হল কার্যের হেতু" এই মত কারা দিয়েছেন?
(ক) লৌকিকবাদীরা
(খ) প্রসক্তিবাদীরা
(গ) অভিজ্ঞতাবাদীরা
(ঘ) বুদ্ধিবাদীরা
সঠিক উত্তর: (খ) প্রসক্তিবাদীরা
৩২. কোন অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্যকারণ বিষয়ে অনিবার্য সম্বন্ধ স্বীকার করেন?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (খ) লক্
৩৩. "দুটি বাক্যের মধ্যে যেমন প্রসক্তি সম্বন্ধ থাকতে পারে, তেমনি দুটি ঘটনার মধ্যেও থাকতে পারে" কার মত এটি?
(ক) লৌকিকবাদীদের
(খ) প্রসক্তিবাদীদের
(গ) বুদ্ধিবাদীদের
(ঘ) অভিজ্ঞতাবাদীদের
সঠিক উত্তর: (খ) প্রসক্তিবাদীদের
৩৪. "কারণ ও কার্যের অনিবার্যতা বলতে যৌক্তিক অনিবার্যতা" এই উক্তিটি কার?
(ক) হিউম
(খ) লক্
(গ) ইউয়িং
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (গ) ইউয়িং
৩৫. কারণকে মানসিক শক্তিরূপে কে গ্রহণ করেছেন?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) বার্কলে
৩৬. কোন বক্তব্যটি প্রসক্তিবাদের নয়, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ নেই?
(ক) কারণ কার্যের হেতু
(খ) কারণ ও কার্যের মধ্যে কালিক সম্বন্ধ আছে
(গ) কারণ ও কার্য স্বরূপত এক
(ঘ) কারণ কার্যে পরিণত হয়
সঠিক উত্তর: (খ) কারণ ও কার্যের মধ্যে কালিক সম্বন্ধ আছে
৩৭. অভিজ্ঞতাবাদীদের মতে, কারণ ও কার্যের মধ্যে কেমন সম্পর্ক রয়েছে?
(ক) অভ্যন্তরীণ সম্পর্ক
(খ) বাহ্যিক সম্পর্ক
(গ) যৌক্তিক সম্পর্ক
(ঘ) প্রসক্তিগত সম্পর্ক
সঠিক উত্তর: (খ) বাহ্যিক সম্পর্ক
৩৮. মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসেবে কে গ্রহণ করেছেন?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) বার্কলে
৩৯. "কার্যকারণ সম্বন্ধ হল বৈধ যুক্তির আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যেকার সম্বন্ধের মতো" এটি কার বক্তব্য?
(ক) হিউম
(খ) লক্
(গ) ইউয়িং
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (গ) ইউয়িং
৪০. প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝায়?
(ক) একটি বাক্য সত্য হলে অপরটিও সত্য হবে এমন দুটি বাক্য
(খ) কারণ ও কার্যের মধ্যে কালিক সম্পর্ক
(গ) শক্তির রূপান্তর
(ঘ) বাহ্যিক ঘটনার সম্পর্ক
সঠিক উত্তর: (ক) একটি বাক্য সত্য হলে অপরটিও সত্য হবে এমন দুটি বাক্য
৪১. প্রসক্তি তত্ত্বে হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ অস্বীকার করা হয়?
(ক) যৌক্তিক সম্বন্ধ
(খ) কালিক সম্বন্ধ
(গ) পরিমাণগত সম্বন্ধ
(ঘ) আবশ্যিক সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) কালিক সম্বন্ধ
৪২. "শক্তির ধারণা কাল্পনিক" এই মন্তব্য কার?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) হিউম
৪৩. "কার্যকারণ সম্পর্ক হল পৌনঃপুনিক সম্পর্ক" বলেছেন কে?
(ক) হিউম
(খ) লক্
(গ) বার্কলে
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) হিউম