দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, তৃতীয় অধ্যায় দেহ-মন সমস্যা প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester philosophy, Third Chapter
শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের তৃতীয় অধ্যায় দেহ-মন সমস্যা নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই দেহ-মন সমস্যা অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের তৃতীয় অধ্যায় দেহ-মন সমস্যা এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দেহ-মন সমস্যা অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।
দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায় দেহ-মন সমস্যা mcq
অধ্যায় ৩ - দেহ-মন সমস্যাসঠিক উত্তরটি নির্বাচন কর:
১. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন-
(ক) সক্রেটিস
(খ) প্লেটো
(গ) রেনে দেকার্ত
(ঘ) আরিস্টটল
সঠিক উত্তর: (গ) রেনে দেকার্ত
২. দেকার্তের মতে দ্রব্য হল-
(ক) স্বনির্ভর
(খ) একক
(গ) চেতনাধর্মী
(ঘ) আবেগময়
সঠিক উত্তর: (ক) স্বনির্ভর
৩. দেকার্তের মতে জগতের সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত-
(ক) দেহ ও মন
(খ) জড় ও আত্মা
(গ) 'ক' ও 'খ' উভয়ই
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ) 'ক' ও 'খ' উভয়ই
৪. দেকার্ত কোন গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন?
(ক) Meditations
(খ) Passions of the Soul
(গ) Principles of Philosophy
(ঘ) The World
সঠিক উত্তর: (ক) Meditations
৫. দেকার্তের মতে দেহ ও মন হল পরস্পর-
(ক) একে অপরের সহায়ক
(খ) নিরপেক্ষ দ্রব্য
(গ) অভিন্ন
(ঘ) চেতনধর্মী
সঠিক উত্তর: (খ) নিরপেক্ষ দ্রব্য
৬. দেকার্তের মতে দ্রব্য হল-
(ক) ঈশ্বর
(খ) দেহ
(গ) মন
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
৭. "The Passions of the Soul" গ্রন্থটি কার লেখা?
(ক) সক্রেটিস
(খ) দেকার্ত
(গ) প্লেটো
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (খ) দেকার্ত
৮. দেকার্তের দেহ ও মনের সম্পর্ককেন্দ্রিক মতবাদটি পাশ্চাত্য দর্শনে কী নামে পরিচিত?
(ক) দ্বৈতবাদ
(খ) একত্ববাদ
(গ) বস্তুবাদ
(ঘ) নিঃসঙ্গবাদ
সঠিক উত্তর: (ক) দ্বৈতবাদ
৯. মানুষের কয়টি সত্তা আছে?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুটি
১০. মানুষের কোন কোন সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয়?
(ক) দেহ ও মন
(খ) দেহ ও আত্মা
(গ) মন ও আত্মা
(ঘ) মন ও ঈশ্বর
সঠিক উত্তর: (ক) দেহ ও মন
১১. দেহ হল-
(ক) চিন্তাশক্তি
(খ) জড়ধর্মী
(গ) চেতনধর্মী
(ঘ) অজ্ঞান
সঠিক উত্তর: (খ) জড়ধর্মী
১২. মন হল-
(ক) চিন্তাশক্তি
(খ) জড়ধর্মী
(গ) চেতনধর্মী
(ঘ) অজ্ঞান
সঠিক উত্তর: (গ) চেতনধর্মী
১৩. দেহ ও মন পরস্পর-
(ক) একে অপরের সহায়ক
(খ) বিপরীতধর্মী
(গ) সমন্বিত
(ঘ) অভিন্ন
সঠিক উত্তর: (খ) বিপরীতধর্মী
১৪. মানুষের মাথায় আঘাত লাগলে কী লুপ্ত হয়?
(ক) চিন্তাশক্তি
(খ) অনুভূতি
(গ) চেতনা
(ঘ) স্মৃতি
সঠিক উত্তর: (গ) চেতনা
১৫. মাদকদ্রব্য সেবন করলে মানুষের কী হ্রাস পায়?
(ক) চিন্তাশক্তি
(খ) অনুভূতি
(গ) আবেগ
(ঘ) সকল দিকই
সঠিক উত্তর: (ক) চিন্তাশক্তি
১৬. দেহ-মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হল-
(ক) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(খ) সমান্তরালবাদ
(গ) অভিন্নতাবাদ
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
১৭. "The Passions of the Soul" গ্রন্থটি কার লেখা?
(ক) সক্রেটিস
(খ) দেকার্ত
(গ) প্লেটো
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (খ) দেকার্ত
১৮. দেকার্ত দ্রব্যের কয়টি লক্ষণ দিয়েছেন?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুটি
১৯. দেকার্তের মতে দ্রব্য হল-
(ক) স্বনির্ভর
(খ) একক
(গ) চেতনাধর্মী
(ঘ) আবেগময়
সঠিক উত্তর: (ক) স্বনির্ভর
২০. জড়দ্রব্যে থাকে-
(ক) আকার
(খ) আয়তন
(গ) অবস্থান
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
২১. মনে থাকে-
(ক) চিন্তা
(খ) অনুভূতি
(গ) আবেগ
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
২২. "দেহ ও মন হল ঈশ্বরের দুটি দিক।" এ কথা বলেছেন-
(ক) লাইবনিজ
(খ) হসপার্স
(গ) দেকার্ত
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ঘ) স্পিনোজা
২৩. স্পিনোজার মতে দেহ-মনের সম্পর্ক হল-
(ক) কার্যকারণ সম্পর্ক
(খ) ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পর্ক
(গ) অভিন্নতার সম্পর্ক
(ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (ঘ) কোনোটিই নয়
২৪. লাইবনিজের মতে সর্বনিম্ন চিদনু হল-
(ক) মন
(খ) চেতনা
(গ) মনাড
(ঘ) আত্মা
সঠিক উত্তর: (গ) মনাড
২৫. স্পিনোজা দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার জন্য যে উপমা ব্যবহার করেন তা হলো-
(ক) আয়না
(খ) জলরেখা
(গ) বক্র কাচ
(ঘ) ঘূর্ণাবর্ত
সঠিক উত্তর: (গ) বক্র কাচ
২৬. কার মতে দৈহিক গুণের প্রত্যেকটি বিকারের পাশাপাশি মানসিক গুণের একটি করে বিকার থাকে?
(ক) লাইবনিজ
(খ) দেকার্ত
(গ) হসপার্স
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ঘ) স্পিনোজা
২৭. "ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে।" এ কথা বলেছেন-
(ক) দেকার্ত
(খ) হসপার্স
(গ) লাইবনিজ
(ঘ) স্পিনোজা
সঠিক উত্তর: (ঘ) স্পিনোজা
২৮. লাইবনিজের মতে বিশুদ্ধ চিৎপরমাণু হল-
(ক) আত্মা
(খ) ঈশ্বর
(গ) চেতনা
(ঘ) ইচ্ছা
সঠিক উত্তর: (খ) ঈশ্বর
২৯. স্পিনোজার মতে দ্রব্যতত্ত্বের সারকথা হল-
(ক) মন-চেতনা-আত্মা
(খ) দ্রব্য-ঈশ্বর-প্রকৃতি
(গ) মন ও আত্মা
(ঘ) দেহ ও আত্মা
সঠিক উত্তর: (খ) দ্রব্য-ঈশ্বর-প্রকৃতি
৩০. লাইবনিজের মতে দেহ-মনের সম্পর্কের মূলে রয়েছে-
(ক) অভিন্ন সত্তা
(খ) চেতনা-আত্মা
(গ) পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম
(ঘ) ঈশ্বরের ইচ্ছা
সঠিক উত্তর: (গ) পূর্বপ্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম
৩১. মিথস্ক্রিয়াবাদ কী বোঝায়?
(ক) মন ও দেহের পৃথক বিকাশ
(খ) মন ও দেহের সমান্তরাল বিকাশ
(গ) মন ও দেহের পারস্পরিক প্রভাব
(ঘ) শুধুই দেহ কার্যকর
সঠিক উত্তর: (গ) মন ও দেহের পারস্পরিক প্রভাব
৩২. মন-দেহ সমস্যার মূল প্রশ্ন কোনটি?
(ক) মন ও দেহ এক কি ভিন্ন?
(খ) মন দেহকে কীভাবে প্রভাবিত করে?
(গ) দেহই কি কেবল বাস্তব?
(ঘ) সবগুলোই সঠিক
সঠিক উত্তর: (ঘ) সবগুলোই সঠিক
৩৩. স্পিনোজা কোন গ্রন্থে দেহ ও মন গুণের সমান্তরালতার কথা বলেছেন?
(ক) Tractatus
(খ) Treatise
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (গ) Ethics
৩৪. লাইবনিজের দেহ-মন সম্পর্কিত মতবাদ কোনটি?
(ক) মনাডতত্ত্ব
(খ) দ্রব্যতত্ত্ব
(গ) চিদনুতত্ত্ব
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
৩৫. স্পিনোজার মূল বক্তব্য "যেখানে দেহ সেখানেই মন বা চেতনা" কোন মতবাদের দিকে ইঙ্গিত করে?
(ক) সর্বমনবাদ
(খ) মন্ময়বাদ
(গ) সর্বাত্মবাদ
(ঘ) সবকটি ঠিক
সঠিক উত্তর: (ঘ) সবকটি ঠিক
৩৬. দেহ-মন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গিবাদ বলে উল্লেখ করেছেন-
(ক) দেকার্ত
(খ) লাইবনিজ
(গ) হসপার্স
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (গ) হসপার্স
৩৭. দ্বিভঙ্গিবাদের অপর নাম-
(ক) একপার্থক্যবাদ
(খ) দ্বিপার্শ্ববাদ
(গ) সমসত্ত্ববাদ
(ঘ) অভিন্নবাদ
সঠিক উত্তর: (খ) দ্বিপার্শ্ববাদ
৩৮. দেকার্তের দেহ-মন সম্পর্কিত ক্রিয়া-প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করতে স্পিনোজা যে মত প্রতিষ্ঠা করেন তা হলো-
(ক) মিথস্ক্রিয়াবাদ
(খ) সমান্তরালবাদ
(গ) দ্বিপার্শ্ববাদ
(ঘ) মনাডতত্ত্ব
সঠিক উত্তর: (খ) সমান্তরালবাদ
৩৯. লাইবনিজের মতে, পূর্বনির্ধারিত সমতা কার দ্বারা নির্ধারিত?
(ক) ঈশ্বর
(খ) মন
(গ) দেহ
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (ক) ঈশ্বর