পরিবেশ নীতিবিদ্যা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার সপ্তম অধ্যায় । Class 12 3rd semester philosophy Seventh Chapter WBCHSE

দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, সপ্তম অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester philosophy, Seventh Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই পরিবেশ নীতিবিদ্যা অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই পরিবেশ নীতিবিদ্যা অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
পরিবেশ নীতিবিদ্যা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার সপ্তম অধ্যায় । Class 12 3rd semester philosophy Seventh Chapter WBCHSE

দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার সপ্তম অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা mcq

পরিবেশ নীতিবিদ্যা:

সঠিক উত্তরটি নির্বাচন কর:


১. 'Environ' শব্দের অর্থ হল কী?
(ক) প্রাকৃতিক সম্পদ
(খ) পারিপার্শ্বিক অবস্থা
(গ) মানুষের ক্রিয়াকলাপ
(ঘ) জীববৈচিত্র্য
সঠিক উত্তর: (খ) পারিপার্শ্বিক অবস্থা

২. পরিবেশ নীতিবিদ্যায় 'পরিবেশ' শব্দটি কোন অর্থে গৃহীত হয়েছে?
(ক) সংকীর্ণ অর্থে
(খ) ব্যাপক অর্থে
(গ) ধর্মীয় অর্থে
(ঘ) অর্থনৈতিক অর্থে
সঠিক উত্তর: (খ) ব্যাপক অর্থে

৩. 'পরিবেশ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) যা সৃষ্টি করে
(খ) যা পরিবৃত করে
(গ) যা ধ্বংস করে
(ঘ) যা রক্ষা করে
সঠিক উত্তর: (খ) যা পরিবৃত করে

৪. পরিবেশের প্রতি সচেতন মনোভাব কাদের জন্য প্রয়োজনীয়?
(ক) বর্তমান প্রজন্মের জন্য
(খ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য
(গ) শিল্পপতিদের জন্য
(ঘ) বিজ্ঞানীদের জন্য
সঠিক উত্তর: (খ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য

৫. পরিবেশকে কয়ভাগে ভাগ করা যায়?
(ক) এক ভাগে
(খ) দুই ভাগে
(গ) তিন ভাগে
(ঘ) চার ভাগে
সঠিক উত্তর: (খ) দুই ভাগে

৬. ব্যাপক অর্থে পরিবেশ বলতে কী বোঝায়?
(ক) শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ
(খ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
(গ) শুধুমাত্র মনুষ্যসৃষ্ট পরিবেশ
(ঘ) শুধুমাত্র জীববৈচিত্র্য
সঠিক উত্তর: (খ) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ

৭. 'Environ' শব্দটি কোন ভাষার শব্দ?
(ক) ল্যাটিন
(খ) ফরাসি
(গ) গ্রিক
(ঘ) ইংরেজি
সঠিক উত্তর: (খ) ফরাসি

৮. একটি পরিবেশের ক্ষেত্রে লক্ষণীয় তিনটি বিষয় কী কী?
(ক) জৈব উপাদান, অজৈব উপাদান ও সীমানা
(খ) জল, বায়ু ও মাটি
(গ) উদ্ভিদ, প্রাণী ও মানুষ
(ঘ) শক্তি, সম্পদ ও প্রযুক্তি
সঠিক উত্তর: (ক) জৈব উপাদান, অজৈব উপাদান ও সীমানা

৯. পরিবেশের কয়টি দিক বর্তমান?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুটি

১০. সংকীর্ণ অর্থে পরিবেশ বলতে কী বোঝায়?
(ক) মানুষের তৈরি পরিবেশ
(খ) অ-মানুষী প্রকৃতি
(গ) শহুরে পরিবেশ
(ঘ) শিল্প পরিবেশ
সঠিক উত্তর: (খ) অ-মানুষী প্রকৃতি

১১. 'পরিবেশ' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
(ক) Ecosystem
(খ) Environment
(গ) Nature
(ঘ) Surroundings
সঠিক উত্তর: (খ) Environment

১২. উদ্ভিদ ও প্রাণী-সহ সমগ্র অ-মানুষী প্রকৃতি কী বোঝায়?
(ক) ব্যাপক অর্থে পরিবেশ
(খ) সংকীর্ণ অর্থে পরিবেশ
(গ) মনুষ্যসৃষ্ট পরিবেশ
(ঘ) জীববৈচিত্র্য
সঠিক উত্তর: (খ) সংকীর্ণ অর্থে পরিবেশ

১৩. পরিবেশ নৈতিকতা কোন প্রেক্ষিতে উঠে আসে?
(ক) মানুষের অর্থনৈতিক উন্নয়ন
(খ) পরিবেশের ওপর মানুষের প্রভাব
(গ) প্রযুক্তির উন্নতি
(ঘ) ধর্মীয় বিশ্বাস
সঠিক উত্তর: (খ) পরিবেশের ওপর মানুষের প্রভাব

১৪. 'বিশ্ব পরিবেশ দিবস' কবে উদযাপিত হয়?
(ক) ৫ জুন
(খ) ২২ এপ্রিল
(গ) ১৫ মার্চ
(ঘ) ১০ জুলাই
সঠিক উত্তর: (ক) ৫ জুন

১৫. যে ধারণা অনুযায়ী "প্রকৃতি মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি", তাকে কী বলা হয়?
(ক) প্রকৃতি কেন্দ্রিকতা
(খ) নৃ-কেন্দ্রিকতা
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) নৃ-কেন্দ্রিকতা

১৬. পরিবেশ নৈতিকতার ইতিহাসের শুরু কী সময় থেকে?
(ক) ১৯৪০-এর দশক
(খ) ১৯৬০-এর দশক
(গ) ১৯৮০-এর দশক
(ঘ) ১৯২০-এর দশক
সঠিক উত্তর: (খ) ১৯৬০-এর দশক

১৭. পরিবেশ নৈতিকতায় মানুষের ও পরিবেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি কী?
(ক) প্রকৃতি ও পরিবেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা
(খ) অর্থনৈতিক লাভ
(গ) প্রযুক্তির ব্যবহার
(ঘ) মানুষের আধিপত্য
সঠিক উত্তর: (ক) প্রকৃতি ও পরিবেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা

১৮. 'পৃথিবী মায়ের অধিকার' এই ধারণা কোন পরিবেশ নৈতিক তত্ত্বের অন্তর্গত?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) প্রকৃতি কেন্দ্রিকতা
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) অ্যানিমাল রাইটস
সঠিক উত্তর: (খ) প্রকৃতি কেন্দ্রিকতা

১৯. পরিবেশ নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক কী?
(ক) শিল্প উন্নয়ন
(খ) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা
(গ) অর্থনৈতিক লাভ
(ঘ) প্রযুক্তির প্রসার
সঠিক উত্তর: (খ) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা

২০. পরিবেশ নৈতিকতার মধ্যে কোনটি জীবনের সর্বজনীন মূল্য হিসেবে গ্রহণ করে?
(ক) শুধুমাত্র মানুষের অধিকার
(খ) পরিবেশ ও জীবজন্তুর সমান অধিকার
(গ) অর্থনৈতিক উন্নয়ন
(ঘ) প্রযুক্তির ব্যবহার
সঠিক উত্তর: (খ) পরিবেশ ও জীবজন্তুর সমান অধিকার

২১. "যতটুকু সম্ভব পরিবেশের ক্ষতি কমানো" এই নীতি কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) সাসটেইনেবিলিটি এথিক্স
(গ) প্রকৃতি কেন্দ্রিকতা
(ঘ) অ্যানিমাল রাইটস
সঠিক উত্তর: (খ) সাসটেইনেবিলিটি এথিক্স

২২. পরিবেশ নৈতিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) পরিবেশ সংরক্ষণ
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির ব্যবহার
সঠিক উত্তর: (খ) পরিবেশ সংরক্ষণ

২৩. পরিবেশ নৈতিকতার কোন তত্ত্বটি জীবজন্তুদেরও নৈতিক অধিকার প্রদান করে?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) প্রকৃতি কেন্দ্রিকতা
(গ) অ্যানিমাল রাইটস
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (গ) অ্যানিমাল রাইটস

২৪. পরিবেশ নৈতিকতা কীভাবে 'পৃথিবী গ্রহের অধিকার' ধারণার প্রতি গুরুত্ব আরোপ করে?
(ক) পৃথিবীকে মানুষের সম্পত্তি হিসেবে বিবেচনা করে
(খ) পৃথিবী ও প্রাকৃতিক সম্পদের একটি স্বাধীন সত্তা হিসেবে বিবেচনা করা
(গ) পৃথিবীকে অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করে
(ঘ) পৃথিবীকে শুধুমাত্র মানুষের ব্যবহারের জন্য বিবেচনা করে
সঠিক উত্তর: (খ) পৃথিবী ও প্রাকৃতিক সম্পদের একটি স্বাধীন সত্তা হিসেবে বিবেচনা করা

২৫. 'পরিবেশবাদী নৈতিকতা' বলতে কী বোঝায়?
(ক) শুধুমাত্র মানুষের প্রতি দায়িত্ব
(খ) পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ব ও কৃতজ্ঞতা
(গ) অর্থনৈতিক উন্নয়নের প্রতি দায়িত্ব
(ঘ) প্রযুক্তির প্রতি দায়িত্ব
সঠিক উত্তর: (খ) পরিবেশের প্রতি নৈতিক দায়িত্ব ও কৃতজ্ঞতা

২৬. "ধরিত্রী এবং প্রাণীর প্রতি মানুষ কর্তৃক সঠিক আচরণ" কোন তত্ত্বের অন্তর্গত?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) জীবকেন্দ্রিকতা
(গ) প্রকৃতি কেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) জীবকেন্দ্রিকতা

২৭. পরিবেশ নৈতিকতা কীভাবে 'ভূত ও ভবিষ্যৎ প্রজন্ম'-এর প্রতি দায়িত্বের কথা উল্লেখ করে?
(ক) শুধুমাত্র বর্তমান প্রজন্মের স্বার্থ রক্ষা করে
(খ) বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ রক্ষা করা
(গ) অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবেশ ব্যবহার
(ঘ) প্রযুক্তির প্রসারের জন্য পরিবেশ ব্যবহার
সঠিক উত্তর: (খ) বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশ রক্ষা করা

২৮. পরিবেশ নৈতিকতার যে তত্ত্ব অনুযায়ী প্রকৃতির নিজস্ব মূল্য রয়েছে এবং এটি মানুষের বাইরে গুরুত্বপূর্ণ, তাকে কী বলা হয়?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) প্রকৃতি কেন্দ্রিকতা
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) অ্যানিমাল রাইটস
সঠিক উত্তর: (খ) প্রকৃতি কেন্দ্রিকতা

২৯. পৃথিবীকে সুরক্ষিত রাখার জন্য পরিবেশ নৈতিকতার গুরুত্ব কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির প্রসার
সঠিক উত্তর: (খ) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার

৩০. প্রকৃতির প্রতি পরিবেশ নৈতিকতার দৃষ্টিভঙ্গি কী?
(ক) প্রকৃতি শুধুমাত্র মানুষের ব্যবহারের জন্য
(খ) প্রকৃতির নিজস্ব মূল্য রয়েছে এবং পরিবেশকে সুরক্ষিত রাখা দরকার
(গ) প্রকৃতি অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচিত
(ঘ) প্রকৃতি প্রযুক্তির উন্নয়নের জন্য ব্যবহৃত
সঠিক উত্তর: (খ) প্রকৃতির নিজস্ব মূল্য রয়েছে এবং পরিবেশকে সুরক্ষিত রাখা দরকার

৩১. পরিবেশ নৈতিকতার মধ্যে কী প্রধান লক্ষ্য?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) জীববৈচিত্র্য ও প্রকৃতির সুরক্ষা
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির ব্যবহার
সঠিক উত্তর: (খ) জীববৈচিত্র্য ও প্রকৃতির সুরক্ষা

৩২. পরিবেশ নৈতিকতা কোন তত্ত্বের অধীনে পৃথিবীকে একটি স্বাধীন সত্তা হিসেবে গণ্য করা হয়?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) পৃথিবী গ্রহের অধিকার তত্ত্ব
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) পৃথিবী গ্রহের অধিকার তত্ত্ব

৩৩. পরিবেশের দুটি প্রকার কী কী?
(ক) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ
(খ) জৈব ও অজৈব পরিবেশ
(গ) শহুরে ও গ্রামীণ পরিবেশ
(ঘ) স্থল ও জলজ পরিবেশ
সঠিক উত্তর: (ক) প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট পরিবেশ

৩৪. কোন দার্শনিকের মতে জগতের মৌল উপাদান জল?
(ক) হেরাক্লিটাস
(খ) থ্যালেস
(গ) অ্যারিস্টটল
(ঘ) দেকার্ত
সঠিক উত্তর: (খ) থ্যালেস

৩৫. জগতের নিয়ত পরিবর্তনশীলতার তত্ত্বটি কে ব্যাখ্যা করেছেন?
(ক) থ্যালেস
(খ) হেরাক্লিটাস
(গ) অ্যারিস্টটল
(ঘ) দেকার্ত
সঠিক উত্তর: (খ) হেরাক্লিটাস

৩৬. আধুনিক কালের কোন তত্ত্বে প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) নন্দনতত্ত্ব
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) নন্দনতত্ত্ব

৩৭. বিংশ শতাব্দীর কোন সময় থেকে পরিবেশগত সমস্যা নিয়ে দর্শন আলোচনায় সচেতনতা লক্ষ করা যায়?
(ক) পঞ্চাশের দশক
(খ) সত্তরের দশক
(গ) নব্বইয়ের দশক
(ঘ) ষাটের দশক
সঠিক উত্তর: (খ) সত্তরের দশক

৩৮. পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গটি প্রথম উপস্থাপিত করেন কে?
(ক) হোম্স রলস্টন
(খ) রিচার্ড রটি
(গ) পিটার সিঙ্গার
(ঘ) ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর: (খ) রিচার্ড রটি

৩৯. পরিবেশ নীতিবিদ্যার আলোচনাটি প্রথম কোথায় প্রতিস্থাপিত হয়?
(ক) বিশ্ব দর্শন কংগ্রেসে
(খ) বিশ্ব পরিবেশ সম্মেলনে
(গ) জাতিসংঘের সভায়
(ঘ) আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে
সঠিক উত্তর: (ক) বিশ্ব দর্শন কংগ্রেসে

৪০. ১৯৭৫ সালে হোম্স রলস্টন কোন পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার আলোচনা করেন?
(ক) Nature
(খ) Ethics
(গ) Environmental Ethics
(ঘ) Philosophy Today
সঠিক উত্তর: (খ) Ethics

৪১. পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কিত প্রথম আন্তর্জাতিক পত্রিকাটি কী?
(ক) Nature
(খ) Environmental Ethics
(গ) Ethics
(ঘ) Philosophy Today
সঠিক উত্তর: (খ) Environmental Ethics

৪২. কোন ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিতে পরিবেশের প্রভাব সর্বাধিক লক্ষণীয়?
(ক) বৌদ্ধ ও জৈন দর্শন
(খ) বেদান্ত ও সাংখ্য দর্শন
(গ) ন্যায় ও বৈশেষিক দর্শন
(ঘ) মীমাংসা ও যোগ দর্শন
সঠিক উত্তর: (ক) বৌদ্ধ ও জৈন দর্শন

৪৩. মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে কোন তত্ত্ব আলোচনা করে?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) পরিবেশ নীতিবিদ্যা
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) পরিবেশ নীতিবিদ্যা

৪৪. হোম্স রলস্টন তাঁর কোন গ্রন্থে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন?
(ক) Environmental Ethics
(খ) Ethics
(গ) Nature and Morality
(ঘ) Philosophy of Environment
সঠিক উত্তর: (ক) Environmental Ethics

৪৫. রলস্টনের মতে পরিবেশ নীতিবিদ্যার সংজ্ঞা কী?
(ক) মানুষের অর্থনৈতিক উন্নয়নের আলোচনা
(খ) মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া এবং তার পটভূমি ও ফলাফল কেন্দ্র করে উদ্ধৃত নীতিসূত্রের আলোচনা
(গ) প্রযুক্তির ব্যবহারের নীতি
(ঘ) ধর্মীয় বিশ্বাসের নীতি
সঠিক উত্তর: (খ) মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া-প্রতিক্রিয়া এবং তার পটভূমি ও ফলাফল কেন্দ্র করে উদ্ধৃত নীতিসূত্রের আলোচনা

৪৬. 'এথিক্যাল কনজাম্পশন' কী বোঝায়?
(ক) পরিবেশের ক্ষতি না করে খরচ করা
(খ) অর্থনৈতিক লাভের জন্য খরচ করা
(গ) শিল্প উন্নয়নের জন্য খরচ করা
(ঘ) প্রযুক্তির ব্যবহারের জন্য খরচ করা
সঠিক উত্তর: (ক) পরিবেশের ক্ষতি না করে খরচ করা

৪৭. পরিবেশ নৈতিকতায় "নতুন নৈতিক দায়িত্ব" অন্তর্ভুক্ত নয়:
(ক) জীববৈচিত্র্য রক্ষা
(খ) পরিবেশে ব্যবসায়িক সুবিধা
(গ) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
(ঘ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর: (খ) পরিবেশে ব্যবসায়িক সুবিধা

৪৮. পরিবেশ নৈতিকতার মূল উদ্দেশ্য কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) জীববৈচিত্র্য, পরিবেশ রক্ষা, এবং নৈতিক দায়িত্ব
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির প্রসার
সঠিক উত্তর: (খ) জীববৈচিত্র্য, পরিবেশ রক্ষা, এবং নৈতিক দায়িত্ব

৪৯. পরিবেশ নৈতিকতায় 'নির্বাচিত ব্যবহারের অধিকার' কে অনুমোদন করে?
(ক) শুধুমাত্র বর্তমান প্রজন্মের প্রয়োজন
(খ) পরবর্তী প্রজন্মের প্রয়োজন পূরণের জন্য সম্পদের ন্যায্য বণ্টন
(গ) শিল্পের প্রয়োজন
(ঘ) অর্থনৈতিক লাভের জন্য সম্পদের ব্যবহার
সঠিক উত্তর: (খ) পরবর্তী প্রজন্মের প্রয়োজন পূরণের জন্য সম্পদের ন্যায্য বণ্টন

৫০. "সব জীবের অধিকার" সমর্থন করে কোন তত্ত্ব?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) জীবকেন্দ্রিকতা
(গ) প্রকৃতি কেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) জীবকেন্দ্রিকতা

৫১. পরিবেশ নৈতিকতার দৃষ্টিকোণ অনুসারে "পৃথিবীর অধিকার" ব্যাখ্যা করা হয় কীভাবে?
(ক) পৃথিবী মানুষের সম্পত্তি হিসেবে বিবেচিত
(খ) পৃথিবী নিজেই অধিকারসম্পন্ন সত্তা হিসেবে বিবেচিত হয়
(গ) পৃথিবী শুধুমাত্র অর্থনৈতিক সম্পদ
(ঘ) পৃথিবী শুধুমাত্র মানুষের ব্যবহারের জন্য
সঠিক উত্তর: (খ) পৃথিবী নিজেই অধিকারসম্পন্ন সত্তা হিসেবে বিবেচিত হয়

৫২. পরিবেশ নৈতিকতায় টেকসই উন্নয়ন কীভাবে ব্যাখ্যা করা হয়?
(ক) শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন
(খ) বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশের সুরক্ষা
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির ব্যবহার
সঠিক উত্তর: (খ) বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পরিবেশের সুরক্ষা

৫৩. 'পরিবেশের মূল্য' ধারণা কোন দৃষ্টিকোণ থেকে আসে?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) সব জীবের জন্য সুরক্ষা
(গ) অর্থনৈতিক দৃষ্টিকোণ
(ঘ) প্রযুক্তির দৃষ্টিকোণ
সঠিক উত্তর: (খ) সব জীবের জন্য সুরক্ষা

৫৪. পরিবেশবান্ধব জীবনযাপন কীভাবে করা উচিত?
(ক) প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার
(খ) প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর সীমাবদ্ধতা
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার
সঠিক উত্তর: (খ) প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর সীমাবদ্ধতা

৫৫. পরিবেশ নৈতিকতায় 'প্রাকৃতিক অধিকার' কী বোঝায়?
(ক) মানুষের অধিকার
(খ) প্রকৃতির নিজের অধিকার এবং মানবজাতির প্রতি দায়িত্ব
(গ) অর্থনৈতিক সম্পদের অধিকার
(ঘ) প্রযুক্তির অধিকার
সঠিক উত্তর: (খ) প্রকৃতির নিজের অধিকার এবং মানবজাতির প্রতি দায়িত্ব

৫৬. পরিবেশ নৈতিকতায় 'অন্তর্দৃষ্টি' কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়?
(ক) অর্থনৈতিক লাভের জন্য
(খ) পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব ও আচরণের সচেতনতা
(গ) শিল্প উন্নয়নের জন্য
(ঘ) প্রযুক্তির প্রসারের জন্য
সঠিক উত্তর: (খ) পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব ও আচরণের সচেতনতা

৫৭. পরিবেশ নৈতিকতায় জীবজন্তুদের অধিকার কীভাবে সংজ্ঞায়িত হয়?
(ক) তারা মানুষের সম্পত্তি হিসেবে বিবেচিত
(খ) তারা স্বাধীন সত্তা হিসেবে তাদের অধিকার রাখে
(গ) তারা শুধুমাত্র অর্থনৈতিক সম্পদ
(ঘ) তারা শুধুমাত্র মানুষের ব্যবহারের জন্য
সঠিক উত্তর: (খ) তারা স্বাধীন সত্তা হিসেবে তাদের অধিকার রাখে

৫৮. কোন তত্ত্ব অনুযায়ী মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) প্রকৃতি কেন্দ্রিকতা
(গ) জীবকেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) প্রকৃতি কেন্দ্রিকতা

৫৯. পরিবেশ নৈতিকতায় কেমন প্রকৃতির প্রতি দায়িত্ব থাকতে পারে?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা
(গ) শিল্প সম্প্রসারণ
(ঘ) প্রযুক্তির প্রসার
সঠিক উত্তর: (খ) জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা

৬০. 'এথিক্যাল কনজাম্পশন'-এ কী অন্তর্ভুক্ত?
(ক) অর্থনৈতিক লাভ
(খ) ন্যায্যতা এবং পরিবেশের প্রতি দায়িত্ব
(গ) শিল্প উন্নয়ন
(ঘ) প্রযুক্তির ব্যবহার
সঠিক উত্তর: (খ) ন্যায্যতা এবং পরিবেশের প্রতি দায়িত্ব

৬১. পরিবেশ নৈতিকতায় কেমন সমাজ গঠনে সহায়ক?
(ক) অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সমাজ
(খ) সমাজের মধ্যে পরিবেশের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব
(গ) শিল্পভিত্তিক সমাজ
(ঘ) প্রযুক্তিভিত্তিক সমাজ
সঠিক উত্তর: (খ) সমাজের মধ্যে পরিবেশের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ব

৬২. পরিবেশ নৈতিকতার নীতি অনুযায়ী 'মানবজাতির দায়' কীভাবে ব্যাখ্যা করা হয়?
(ক) অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া
(খ) পরিবেশের সুরক্ষা এবং তার নির্দিষ্ট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া
(গ) শিল্প সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া
(ঘ) প্রযুক্তির প্রসারের উপর গুরুত্ব দেওয়া
সঠিক উত্তর: (খ) পরিবেশের সুরক্ষা এবং তার নির্দিষ্ট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া

৬৩. পরিবেশ নৈতিকতার আওতায় কোনটি অন্তর্ভুক্ত নয়?
(ক) জীববৈচিত্র্য রক্ষা
(খ) পরিবেশ দূষণ
(গ) প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার
(ঘ) ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ
সঠিক উত্তর: (খ) পরিবেশ দূষণ

৬৪. পরিবেশ নৈতিকতায় "সব জীবের অধিকার" কোন তত্ত্বের অন্তর্গত?
(ক) নৃ-কেন্দ্রিকতা
(খ) জীবকেন্দ্রিকতা
(গ) প্রকৃতি কেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) জীবকেন্দ্রিকতা

৬৫. মানবকেন্দ্রিক মতবাদ অনুসারে পরতমূল্য কিসের আছে?
(ক) মানুষের
(খ) প্রকৃতির
(গ) প্রযুক্তির
(ঘ) অর্থনীতির
সঠিক উত্তর: (খ) প্রকৃতির

৬৬. পরিবেশ সম্পর্কিত কোন প্রকার নৈতিক দৃষ্টিভঙ্গিতে ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার কথা বলা হয়?
(ক) প্রকৃতি কেন্দ্রিক
(খ) নৃ-কেন্দ্রিক
(গ) জীবকেন্দ্রিক
(ঘ) অ্যানিমাল রাইটস
সঠিক উত্তর: (খ) নৃ-কেন্দ্রিক

৬৭. পিটার সিঙ্গারের মতে মানবকেন্দ্রিক মতবাদের উৎস কী?
(ক) আধুনিক বিজ্ঞান
(খ) বাইবেল-সহ কিছু ধর্মীয় গ্রন্থ
(গ) প্রাচীন দর্শন
(ঘ) প্রযুক্তির উন্নয়ন
সঠিক উত্তর: (খ) বাইবেল-সহ কিছু ধর্মীয় গ্রন্থ

৬৮. দার্শনিক অ্যারিস্টটল কোন প্রকার পরিবেশ নৈতিক মতবাদের সমর্থক ছিলেন?
(ক) প্রকৃতি কেন্দ্রিক মতবাদ
(খ) জীবকেন্দ্রিক মতবাদ
(গ) মানবকেন্দ্রিক মতবাদ
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (গ) মানবকেন্দ্রিক মতবাদ

৬৯. "মানুষের ভোগের জন্যই প্রাকৃতিক জগতে সকল প্রাণীর সৃষ্টি হয়েছে"-এই অভিমত কার?
(ক) ইমানুয়েল কান্ট
(খ) অ্যারিস্টটল
(গ) পিটার সিঙ্গার
(ঘ) দেকার্ত
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৭০. নিচের কোন দার্শনিক মানবকেন্দ্রিক মতবাদের সমর্থক?
(ক) পিটার সিঙ্গার
(খ) অ্যারিস্টটল, ইমানুয়েল কান্ট, সেন্ট অ্যাকুইনাস
(গ) হোম্স রলস্টন
(ঘ) রিচার্ড রটি
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল, ইমানুয়েল কান্ট, সেন্ট অ্যাকুইনাস

৭১. সেন্ট অ্যাকুইনাস পরিবেশের কোন মূল্য স্বীকার করেছেন?
(ক) স্বাধীন মূল্য
(খ) পরতমূল্য
(গ) অর্থনৈতিক মূল্য
(ঘ) প্রযুক্তিগত মূল্য
সঠিক উত্তর: (খ) পরতমূল্য

৭২. "মানুষ যেহেতু চেতন প্রাণী তাই তারই কেবলমাত্র নৈতিক মর্যাদা আছে"-এই মতের সমর্থক কে?
(ক) অ্যারিস্টটল
(খ) দেকার্ত
(গ) পিটার সিঙ্গার
(ঘ) হোম্স রলস্টন
সঠিক উত্তর: (খ) দেকার্ত

৭৩. কোন দার্শনিকের মতে মনুষ্যেতর প্রাণীর চিন্তাশক্তি না থাকায় তারা মানুষের তুলনায় নিকৃষ্টতর?
(ক) অ্যারিস্টটল
(খ) দেকার্ত
(গ) ইমানুয়েল কান্ট
(ঘ) সেন্ট অ্যাকুইনাস
সঠিক উত্তর: (খ) দেকার্ত

৭৪. কোন দার্শনিকের মতে মানুষকে হত্যা করা নৈতিক বিবেচনার বিষয় হলেও উদ্ভিদ ও মনুষ্যেতর প্রাণীর হত্যা নৈতিক বিবেচনার বিষয় নয়?
(ক) পিটার সিঙ্গার
(খ) ইমানুয়েল কান্ট
(গ) হোম্স রলস্টন
(ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (খ) ইমানুয়েল কান্ট

৭৫. ডোনাল্ড গ্রাফট-এর মতে মানবকেন্দ্রিক মতবাদের মূল ভিত্তি কী?
(ক) জীববৈচিত্র্য
(খ) প্রজাতিবাদ
(গ) প্রকৃতি কেন্দ্রিকতা
(ঘ) সাসটেইনেবিলিটি এথিক্স
সঠিক উত্তর: (খ) প্রজাতিবাদ

৭৬. প্রজাতিবাদের মূল বক্তব্য কী?
(ক) সকল প্রজাতির সমান অধিকার
(খ) মানুষের প্রজাতি অন্যান্য সকল প্রজাতি থেকে আলাদা, তাই মানুষের আচরণ তাদের প্রতি বৈষম্যমূলক হবে
(গ) প্রকৃতির সকল উপাদানের সমান মূল্য
(ঘ) পরিবেশের সুরক্ষার জন্য প্রজাতির ঐক্য
সঠিক উত্তর: (খ) মানুষের প্রজাতি অন্যান্য সকল প্রজাতি থেকে আলাদা, তাই মানুষের আচরণ তাদের প্রতি বৈষম্যমূলক হবে

৭৭. প্রজাতিবাদ অনুসারে কোনটি সঠিক?
(ক) সকল প্রজাতির সমান নৈতিক মর্যাদা রয়েছে
(খ) মানুষের প্রজাতিকে অন্যান্য প্রজাতির তুলনায় উচ্চতর মনে করা হয়
(গ) প্রকৃতির সকল উপাদানের সমান মূল্য
(ঘ) জীববৈচিত্র্য রক্ষার জন্য প্রজাতিবাদ বিরোধী
সঠিক উত্তর: (খ) মানুষের প্রজাতিকে অন্যান্য প্রজাতির তুলনায় উচ্চতর মনে করা হয়





দ্বাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস তৃতীয় সেমিস্টার 

ক্লাস 11 দর্শন অধ্যায় 7 প্রশ্ন উত্তর

WBCHSE Class 12 philosophy New syllabus in bengali west bengal board

Class 12 3rd semester philosophy New syllabus WB


দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, সপ্তম অধ্যায়, পরিবেশ নীতিবিদ্যা সপ্তম অধ্যায় পরিবেশ নীতিবিদ্যা MCQ প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester, Poribesh Nitibidya



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.