সমাজ ও রাষ্ট্র দর্শন অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার অষ্টম অধ্যায় । Class 12 3rd semester philosophy Eight Chapter WBCHSE

দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, অষ্টম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester philosophy, Eight Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন নিয়ে। আশাকরি তোমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এই সমাজ ও রাষ্ট্র দর্শন অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে দ্বাদশ শ্রেণীর, তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই সমাজ ও রাষ্ট্র দর্শন অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । 
সমাজ ও রাষ্ট্র দর্শন অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 দর্শন তৃতীয় সেমিস্টার অষ্টম অধ্যায় । Class 12 3rd semester philosophy Eight Chapter WBCHSE


দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার অষ্টম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন mcq

অষ্টম অধ্যায় - সমাজ ও রাষ্ট্র দর্শন
সঠিক উত্তরটি নির্বাচন কর:


১. শিক্ষক সংগঠন কী?
(ক) প্রতিষ্ঠান
(খ) সমিতি
(গ) সম্প্রদায়
(ঘ) সংঘ
সঠিক উত্তর: (খ) সমিতি

২. 'Institution' শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত?
(ক) Institutum
(খ) Instituere
(গ) Institutio
(ঘ) Instaurare
সঠিক উত্তর: (গ) Institutio

৩. নাট্য সমিতি কী?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) প্রতিষ্ঠান
(ঘ) জনসমাবেশ
সঠিক উত্তর: (খ) সংঘ

৪. হাসপাতাল কীসের অন্তর্ভুক্ত?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) জনসমাবেশ
(ঘ) প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ) সংঘ

৫. সমবেতভাবে এক বা একাধিক বিশেষ স্বার্থ সাধনের জন্য সংগঠিত গোষ্ঠীকে কী বলা হয়?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) জনসমাবেশ
(ঘ) প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ) সংঘ

৬. 'সমিতি হল একটি মনুষ্যগোষ্ঠী যা কোনো বিশেষ বা কতকগুলি নির্দিষ্ট সীমার উদ্দেশ্য সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়' কে বলেছেন?
(ক) কিংসলে ডেভিস
(খ) পি গিসবার্ট
(গ) ম্যাক্স ওয়েবার
(ঘ) এমিল দ্যুরখেইম
সঠিক উত্তর: (খ) পি গিসবার্ট

৭. চার্চ বা গীর্জা যেমন ধর্মীয় সংগঠন, রাষ্ট্রও তেমনই এক রাজনৈতিক সংগঠন যুক্তিটি কী?
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) আংশিক সত্য
(ঘ) অস্পষ্ট
সঠিক উত্তর: (ক) সত্য

৮. শিশুর কাছে কোনটি প্রাথমিক সম্প্রদায় কী?
(ক) স্কুল
(খ) পরিবার
(গ) সমিতি
(ঘ) সংঘ
সঠিক উত্তর: (খ) পরিবার

৯. রাজনৈতিক সংগঠন কোনটির অন্তর্ভুক্ত কী?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) জনসমাবেশ
(ঘ) প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ) সংঘ

১০. ব্যবসায়িক সংগঠন কী?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) জনসমাবেশ
(ঘ) প্রতিষ্ঠান
সঠিক উত্তর: (খ) সংঘ

১১. "যখন মানুষ কোনো বাইরের চাপে পড়ে ঘটনাচক্রে একত্রিত হয় তখন তাকে জনসমাবেশ বলে" এই কথা কে বলেছেন?
(ক) পি গিসবার্ট
(খ) কিংসলে ডেভিস
(গ) ম্যাক্স ওয়েবার
(ঘ) এমিল দ্যুরখেইম
সঠিক উত্তর: (খ) কিংসলে ডেভিস

১২. এমন একটি সংগঠনের নাম বলো যা কোনো উদ্দেশ্য বা নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে তোলা হয়েছে একে কী বলে?
(ক) সম্প্রদায়
(খ) সংঘ
(গ) প্রতিষ্ঠান
(ঘ) জনসমাবেশ
সঠিক উত্তর: (গ) প্রতিষ্ঠান

১৩. 'Institutio' শব্দের অর্থ কী?
(ক) একত্রিত হওয়া
(খ) প্রতিষ্ঠা করা
(গ) সংগঠন করা
(ঘ) নিয়ন্ত্রণ করা
সঠিক উত্তর: (খ) প্রতিষ্ঠা করা

১৪. সংঘ সম্পর্কে কোনটি সঙ্গতিপূর্ণ নয়?
(ক) সংঘ হল একটি কর্মপদ্ধতি
(খ) সংঘ নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত
(গ) সংঘ স্বেচ্ছায় গঠিত হয়
(ঘ) সংঘের সদস্যরা ঐক্যবদ্ধ হয়
সঠিক উত্তর: (ক) সংঘ হল একটি কর্মপদ্ধতি

১৫. নিম্নের কোনটি সংঘ বা সমিতি নয়?
(ক) শিক্ষক সংগঠন
(খ) নাট্য সমিতি
(গ) বিবাহ
(ঘ) ব্যবসায়িক সংগঠন
সঠিক উত্তর: (গ) বিবাহ

১৬. আধুনিক রাষ্ট্র গঠন মূলত কীভাবে হয়ে থাকে?
(ক) সামরিক শক্তির মাধ্যমে
(খ) রাজনৈতিক ও সামাজিক চুক্তির মাধ্যমে
(গ) ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে
(ঘ) অর্থনৈতিক শক্তির মাধ্যমে
সঠিক উত্তর: (খ) রাজনৈতিক ও সামাজিক চুক্তির মাধ্যমে

১৭. রাষ্ট্রের চিহ্নিত বৈশিষ্ট্য কোনটি?
(ক) অর্থনৈতিক শক্তি
(খ) সরকার, জনগণ, ভূখণ্ড এবং স্বায়ত্তশাসন
(গ) ধর্মীয় ঐক্য
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: (খ) সরকার, জনগণ, ভূখণ্ড এবং স্বায়ত্তশাসন

১৮. আধুনিক রাষ্ট্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মূলত কোন প্রকার?
(ক) পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থা
(খ) সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা
(গ) কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা
(ঘ) সামরিক রাষ্ট্রব্যবস্থা
সঠিক উত্তর: (গ) কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা

১৯. 'গণতন্ত্র' রাষ্ট্র দর্শনের প্রধান আকর্ষণ কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) নাগরিকদের অধিকারের সুরক্ষা
(গ) সামরিক শক্তি
(ঘ) ধর্মীয় ঐক্য
সঠিক উত্তর: (খ) নাগরিকদের অধিকারের সুরক্ষা

২০. "রাষ্ট্র কর্তৃপক্ষ" কাকে বোঝায়?
(ক) রাষ্ট্রের আইনি শাসন
(খ) ধর্মীয় নেতৃত্ব
(গ) অর্থনৈতিক নিয়ন্ত্রণ
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: (ক) রাষ্ট্রের আইনি শাসন

২১. রাষ্ট্র দর্শনে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ভূমিকা কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) জনগণের অধিকার সুরক্ষা করা
(গ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা
(ঘ) সামরিক শক্তি বৃদ্ধি
সঠিক উত্তর: (খ) জনগণের অধিকার সুরক্ষা করা

২২. রাষ্ট্রের গঠন নিয়ে ম্যাক্স ওয়েবারের মতামত কী ছিল?
(ক) রাষ্ট্র ধর্মীয় ঐক্যের মাধ্যমে গঠিত
(খ) রাষ্ট্র একমাত্র আইন এবং বাহিনীর মাধ্যমে বৈধভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে
(গ) রাষ্ট্র অর্থনৈতিক শক্তির উপর নির্ভর করে
(ঘ) রাষ্ট্র সাংস্কৃতিক ঐতিহ্যের উপর গঠিত
সঠিক উত্তর: (খ) রাষ্ট্র একমাত্র আইন এবং বাহিনীর মাধ্যমে বৈধভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারে

২৩. রাষ্ট্রীয় অধিকার বিষয়ে জন লক কী মতামত প্রকাশ করেছিলেন?
(ক) রাষ্ট্রের অধিকার সর্বোচ্চ
(খ) জনগণের অধিকার সুরক্ষিত থাকা উচিত
(গ) ধর্মীয় অধিকার প্রাধান্য পায়
(ঘ) অর্থনৈতিক অধিকার সুরক্ষিত থাকা উচিত
সঠিক উত্তর: (খ) জনগণের অধিকার সুরক্ষিত থাকা উচিত

২৪. রাষ্ট্রের 'ক্ষমতার উৎস' নিয়ে আলোচনা কীভাবে বিশ্লেষিত হয়?
(ক) ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে
(খ) জনগণের সম্মতির ভিত্তিতে
(গ) অর্থনৈতিক শক্তির ভিত্তিতে
(ঘ) সামরিক শক্তির ভিত্তিতে
সঠিক উত্তর: (খ) জনগণের সম্মতির ভিত্তিতে

২৫. রাষ্ট্রীয় দর্শনের মধ্যে 'আইন' সম্পর্কিত আলোচনা কী বলে?
(ক) আইন হচ্ছে ধর্মীয় নীতির প্রতিফলন
(খ) আইন হচ্ছে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের প্রধান মাধ্যম
(গ) আইন হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণের মাধ্যম
(ঘ) আইন হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন
সঠিক উত্তর: (খ) আইন হচ্ছে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের প্রধান মাধ্যম

২৬. "রাষ্ট্রীয় শাসন" সম্পর্কিত শ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি কোনটি?
(ক) ধর্মীয় শাসন
(খ) জনগণের ক্ষমতা
(গ) অর্থনৈতিক শক্তি
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) জনগণের ক্ষমতা

২৭. আধুনিক রাষ্ট্রের প্রধান কাজ কী?
(ক) অর্থনৈতিক সমৃদ্ধি
(খ) জনগণের কল্যাণ বৃদ্ধি
(গ) সামরিক শক্তি বৃদ্ধি
(ঘ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা
সঠিক উত্তর: (খ) জনগণের কল্যাণ বৃদ্ধি

২৮. রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে "সমাজ চুক্তি" তত্ত্বের প্রধান বক্তব্য কী ছিল?
(ক) রাষ্ট্র ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে গঠিত
(খ) জনগণ নিজেদের স্বাধীনতা স্বীকার করে নিরাপত্তার জন্য রাষ্ট্র গঠন করে
(গ) রাষ্ট্র অর্থনৈতিক শক্তির ভিত্তিতে গঠিত
(ঘ) রাষ্ট্র সামরিক শক্তির ভিত্তিতে গঠিত
সঠিক উত্তর: (খ) জনগণ নিজেদের স্বাধীনতা স্বীকার করে নিরাপত্তার জন্য রাষ্ট্র গঠন করে

২৯. রাজনৈতিক রাষ্ট্র গঠনে "মার্কসবাদ" কীভাবে কাজ করেছে?
(ক) রাষ্ট্র ধর্মীয় ঐক্যের ফল
(খ) রাষ্ট্রের প্রতিষ্ঠা একটি শ্রেণী সংগ্রামের ফল
(গ) রাষ্ট্র অর্থনৈতিক সমৃদ্ধির ফল
(ঘ) রাষ্ট্র সাংস্কৃতিক ঐতিহ্যের ফল
সঠিক উত্তর: (খ) রাষ্ট্রের প্রতিষ্ঠা একটি শ্রেণী সংগ্রামের ফল

৩০. "রাষ্ট্রীয় রাজনীতি" তত্ত্বে সামাজিক চুক্তির ধারণা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল?
(ক) ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে
(খ) রাজনৈতিক প্রতিষ্ঠানে জনগণের সম্মতির মাধ্যমে
(গ) অর্থনৈতিক শক্তির মাধ্যমে
(ঘ) সামরিক শক্তির মাধ্যমে
সঠিক উত্তর: (খ) রাজনৈতিক প্রতিষ্ঠানে জনগণের সম্মতির মাধ্যমে

৩১. রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিসের আলোচনায় উঠে আসে?
(ক) অর্থনৈতিক উন্নয়নের আলোচনায়
(খ) রাষ্ট্রের আচার ও নীতি প্রতিষ্ঠার আলোচনায়
(গ) ধর্মীয় ঐক্যের আলোচনায়
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্যের আলোচনায়
সঠিক উত্তর: (খ) রাষ্ট্রের আচার ও নীতি প্রতিষ্ঠার আলোচনায়

৩২. রাষ্ট্রের উদ্দেশ্য কী?
(ক) অর্থনৈতিক সমৃদ্ধি
(খ) জনগণের কল্যাণ নিশ্চিত করা
(গ) সামরিক শক্তি বৃদ্ধি
(ঘ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা
সঠিক উত্তর: (খ) জনগণের কল্যাণ নিশ্চিত করা

৩৩. রাষ্ট্র দর্শনে রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস কী?
(ক) ধর্মীয় বিশ্বাস
(খ) জনগণের সম্মতি
(গ) অর্থনৈতিক শক্তি
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) জনগণের সম্মতি

৩৪. রাষ্ট্রীয় তত্ত্বের অন্তর্গত বিষয় হলো?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) রাষ্ট্রের শাসন কাঠামো
(গ) ধর্মীয় ঐক্য
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: (খ) রাষ্ট্রের শাসন কাঠামো

৩৫. রাষ্ট্রীয় আইনি ব্যবস্থা কে প্রতিষ্ঠিত করে?
(ক) ধর্মীয় নেতৃত্ব
(খ) রাষ্ট্রীয় আইন
(গ) অর্থনৈতিক নিয়ন্ত্রণ
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: (খ) রাষ্ট্রীয় আইন

৩৬. আধুনিক রাষ্ট্রের ভিত্তি কী?
(ক) ধর্মীয় বিশ্বাস
(খ) জনগণের অধিকার এবং স্বাধীনতা
(গ) অর্থনৈতিক শক্তি
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) জনগণের অধিকার এবং স্বাধীনতা

৩৭. রাজনৈতিক দর্শনের মধ্যে 'রাষ্ট্রীয় শাসন' সংক্রান্ত আলোচনা কীভাবে পরিবর্তিত হয়েছে?
(ক) ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে
(খ) আধুনিক গণতন্ত্রে জনগণের অংশগ্রহণের মাধ্যমে
(গ) অর্থনৈতিক শক্তির মাধ্যমে
(ঘ) সামরিক শক্তির মাধ্যমে
সঠিক উত্তর: (খ) আধুনিক গণতন্ত্রে জনগণের অংশগ্রহণের মাধ্যমে

৩৮. "রাষ্ট্রীয় শাসন" বিষয়ক আলোচনা কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
(ক) ধর্মীয় তত্ত্ব
(খ) জনগণের ক্ষমতার সঙ্গে
(গ) অর্থনৈতিক তত্ত্ব
(ঘ) সামরিক তত্ত্ব
সঠিক উত্তর: (খ) জনগণের ক্ষমতার সঙ্গে

৩৯. সম্প্রদায় দর্শন কী?
(ক) অর্থনৈতিক সমৃদ্ধির তত্ত্ব
(খ) মানুষের একে অপরের সাথে সম্পর্ক এবং আচার-আচরণের তত্ত্ব
(গ) ধর্মীয় ঐক্যের তত্ত্ব
(ঘ) সামরিক শক্তির তত্ত্ব
সঠিক উত্তর: (খ) মানুষের একে অপরের সাথে সম্পর্ক এবং আচার-আচরণের তত্ত্ব

৪০. সমাজের মধ্যে 'সমাজবাদী' তত্ত্ব কীভাবে কাজ করে?
(ক) শ্রেণী নিরপেক্ষ সমাজ গঠন
(খ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা
(গ) অর্থনৈতিক শক্তি বৃদ্ধি
(ঘ) সামরিক শক্তি বৃদ্ধি
সঠিক উত্তর: (ক) শ্রেণী নিরপেক্ষ সমাজ গঠন

৪১. সমাজের উন্নতি কীভাবে সৃজনশীলতার মাধ্যমে সম্ভব?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) নৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন
(গ) ধর্মীয় ঐক্য
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) নৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তন

৪২. 'ধর্মীয় বিশ্বাস' সমাজে কীভাবে কাজ করে?
(ক) সমাজের সকল সদস্যকে একত্রিত করে
(খ) অর্থনৈতিক উন্নয়ন বাড়ায়
(গ) সামরিক শক্তি বৃদ্ধি করে
(ঘ) শ্রেণী সংগ্রাম তৈরি করে
সঠিক উত্তর: (ক) সমাজের সকল সদস্যকে একত্রিত করে

৪৩. 'শ্রেণী সংগ্রাম' কীভাবে সমাজে ভূমিকা পালন করে?
(ক) সমাজের ঐক্য বৃদ্ধি করে
(খ) সমাজের ভিতরে বৈষম্য তৈরি করে
(গ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করে
(ঘ) অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ায়
সঠিক উত্তর: (খ) সমাজের ভিতরে বৈষম্য তৈরি করে

৪৪. 'পুনর্গঠন' তত্ত্বের প্রবক্তা কে?
(ক) জন লক
(খ) কার্ল মার্কস
(গ) এমিল দ্যুরখেইম
(ঘ) ম্যাক্স ওয়েবার
সঠিক উত্তর: (খ) কার্ল মার্কস

৪৫. 'জাতীয় পরিচয়' সমাজ দর্শনে কীভাবে ব্যাখ্যা করা হয়?
(ক) অর্থনৈতিক শক্তির ভিত্তিতে
(খ) জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে
(গ) ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে
(ঘ) সামরিক শক্তির ভিত্তিতে
সঠিক উত্তর: (খ) জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে

৪৬. 'সামাজিক অস্থিরতা' সম্পর্কে এমিল দ্যুরখেইম কী বলেছেন?
(ক) অস্থিরতা সমাজের উন্নতির জন্য উপকারী
(খ) অস্থিরতা সমাজের পরিপূর্ণতার জন্য ক্ষতিকর
(গ) অস্থিরতা অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয়
(ঘ) অস্থিরতা ধর্মীয় ঐক্যের জন্য প্রয়োজনীয়
সঠিক উত্তর: (খ) অস্থিরতা সমাজের পরিপূর্ণতার জন্য ক্ষতিকর

৪৭. 'সামাজিক শৃঙ্খলা' সম্পর্কে ম্যাক্স ওয়েবারের মতামত কী ছিল?
(ক) সমাজে ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করে
(খ) সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে
(গ) সমাজে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে
(ঘ) সমাজে সামরিক শক্তি বৃদ্ধি করে
সঠিক উত্তর: (খ) সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করে

৪৮. সমাজ দর্শনে 'তথ্য ও যোগাযোগ' মাধ্যমের ভূমিকা কী?
(ক) অর্থনৈতিক উন্নয়ন বাড়ানো
(খ) মানুষকে একে অপরের সাথে সংযুক্ত রাখা
(গ) ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা করা
(ঘ) সামরিক শক্তি বৃদ্ধি করা
সঠিক উত্তর: (খ) মানুষকে একে অপরের সাথে সংযুক্ত রাখা

৪৯. সমাজ দর্শন অনুসারে 'প্রতিষ্ঠান' কী?
(ক) অর্থনৈতিক সম্পদ
(খ) মানুষের জীবনযাত্রার মূল উপাদান
(গ) ধর্মীয় বিশ্বাস
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) মানুষের জীবনযাত্রার মূল উপাদান

৫০. 'পরিবর্তনশীল সমাজ' সমাজ দর্শনে কীভাবে উপস্থাপন করা হয়েছে?
(ক) অর্থনৈতিক শক্তির প্রভাব
(খ) সামাজিক সংস্কৃতির প্রভাব
(গ) ধর্মীয় বিশ্বাসের প্রভাব
(ঘ) সামরিক শক্তির প্রভাব
সঠিক উত্তর: (খ) সামাজিক সংস্কৃতির প্রভাব

৫১. সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কিসের উপর জোর দেওয়া হয়?
(ক) অর্থনৈতিক শক্তি
(খ) একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি
(গ) ধর্মীয় বিশ্বাস
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি

৫২. সম্প্রদায় দর্শন কিসের মধ্যে সম্পর্কিত?
(ক) অর্থনৈতিক উন্নয়ন
(খ) মানুষের নৈতিক মূল্যবোধ এবং আচরণ
(গ) ধর্মীয় বিশ্বাস
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) মানুষের নৈতিক মূল্যবোধ এবং আচরণ

৫৩. সম্প্রদায় দর্শনের প্রবক্তা কে?
(ক) জন লক
(খ) কার্ল মার্কস
(গ) এমিল দ্যুরখেইম
(ঘ) ম্যাক্স ওয়েবার
সঠিক উত্তর: (গ) এমিল দ্যুরখেইম

৫৪. 'সম্প্রদায়' এবং 'সমাজ' মধ্যে প্রধান পার্থক্য কী?
(ক) সম্প্রদায় বৃহত্তর এবং সমাজ ক্ষুদ্রতর
(খ) সম্প্রদায় স্থানীয় ও ঘনিষ্ঠ সম্পর্কের উপর ভিত্তি করে, সমাজ বৃহত্তর ও বিমূর্ত
(গ) সম্প্রদায় অর্থনৈতিক এবং সমাজ ধর্মীয়
(ঘ) সম্প্রদায় সামরিক এবং সমাজ সাংস্কৃতিক
সঠিক উত্তর: (খ) সম্প্রদায় স্থানীয় ও ঘনিষ্ঠ সম্পর্কের উপর ভিত্তি করে, সমাজ বৃহত্তর ও বিমূর্ত






দ্বাদশ শ্রেণীর দর্শন অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস তৃতীয় সেমিস্টার 

ক্লাস 11 দর্শন অধ্যায় 8 প্রশ্ন উত্তর

WBCHSE Class 12 philosophy New syllabus in bengali west bengal board

Class 12 3rd semester philosophy New syllabus WB


দ্বাদশ শ্রেণী দর্শন তৃতীয় সেমিস্টার, অষ্টম অধ্যায়, সমাজ ও রাষ্ট্র দর্শন অষ্টম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন MCQ প্রশ্ন উত্তর | Class 12, 3rd semester, Somaj O Rastro Dorshon


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.