শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 ইতিহাস প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় । Class 11 1st semester History Third Chapter WBCHSE Unit-3

একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Third Chapter Unit-3


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো । WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন   Bengali, English, History, Geogrpahy, Mathematics, Physical Science, Life Science, Political Science, Philosphy, Education, Nutrition, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।  
শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 ইতিহাস প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় । Class 11 1st semester History Third Chapter WBCHSE Unit-3

একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম সেমিস্টার তৃতীয় অধ্যায় "শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা" mcq Unit-3

১. ‘Politics’ গ্রন্থটির রচয়িতা কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) সক্রেটিস
(ঘ) থুকিডিডিস
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

২. ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) কার্ল মার্কস
(ঘ) হিপপোডামাস
সঠিক উত্তর: (খ) প্লেটো

৩. ‘আদিম সমাজ ছিল সাম্যবাদী’ কথাটি কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কার্ল মার্কস
(ঘ) থুকিডিডিস
সঠিক উত্তর: (গ) কার্ল মার্কস

৪. গ্রিক সভ্যতার উন্মেষের পূর্ববর্তী সময়ে ইজিয়ান সাগরের ক্লিট দ্বীপকে কেন্দ্র করে কোন সভ্যতার উদ্ভব হয়েছিল?
(ক) মাইসিনীয় সভ্যতা
(খ) ইজিয়ান সভ্যতা
(গ) মিনোয়ান সভ্যতা
(ঘ) হেলেনীয় সভ্যতা
সঠিক উত্তর: (খ) ইজিয়ান সভ্যতা

৫. মাইসিনীয় সভ্যতা কোন সভ্যতার রূপান্তর?
(ক) হেলেনীয় সভ্যতা
(খ) ইজিয়ান সভ্যতা
(গ) মিনোয়ান সভ্যতা
(ঘ) রোমান সভ্যতা
সঠিক উত্তর: (খ) ইজিয়ান সভ্যতা

৬. মাইসিনি নামক রাষ্ট্রে কে রাজত্ব করতেন?
(ক) আগামেমনন
(খ) মিনোস
(গ) পার্সিয়াস
(ঘ) হেক্টর
সঠিক উত্তর: (ক) আগামেমনন

৭. ‘হেলেনীয় সভ্যতা’ কোন সভ্যতাকে বলা হয়?
(ক) রোমান
(খ) গ্রিক
(গ) পারস্য
(ঘ) মেসোপটেমীয়
সঠিক উত্তর: (খ) গ্রিক

৮. ‘ম্যাগনাগ্রিসিয়া’ কাকে বলা হয়?
(ক) ক্ষুদ্র গ্রিক
(খ) বৃহত্তর গ্রিক
(গ) পশ্চিম গ্রিক
(ঘ) পূর্ব গ্রিক
সঠিক উত্তর: (খ) বৃহত্তর গ্রিক

৯. প্রাকৃতিক দিক দিয়ে ৩টি ভাগে বিভক্ত গ্রিসের মধ্যাঞ্চল কোন নামে পরিচিত ছিল?
(ক) এটিকা
(খ) পেলোপনেসাস
(গ) ডোরিস
(ঘ) থেসালি
সঠিক উত্তর: (গ) ডোরিস

১০. ডোরিস অঞ্চলের আদি বাসিন্দারা কোন নামে পরিচিত ছিল?
(ক) আয়োনিয়ান
(খ) ডোরীয়
(গ) এওলিয়ান
(ঘ) এথেনিয়ান
সঠিক উত্তর: (খ) ডোরীয়

১১. ডোরিয়ান বিজয়ের পরবর্তীকালে গ্রিসে বিভিন্ন নগরকে কেন্দ্র করে কী গড়ে উঠতে শুরু করেছিল?
(ক) সাম্রাজ্য
(খ) নগররাষ্ট্র
(গ) গ্রাম্য রাষ্ট্র
(ঘ) কেন্দ্রীয় রাষ্ট্র
সঠিক উত্তর: (খ) নগররাষ্ট্র

১২. ডোরিয়ান বিজয়ের দুই শতক পর থেকে গ্রিসে নগররাষ্ট্র গঠনের প্রক্রিয়া কত বছর চলেছিল?
(ক) প্রায় ১০০ বছর
(খ) প্রায় ২০০ বছর
(গ) প্রায় ৩০০ বছর
(ঘ) প্রায় ৪০০ বছর
সঠিক উত্তর: (গ) প্রায় ৩০০ বছর

১৩. খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতকের মধ্যে গ্রিসে উদ্ভূত ছোটো ছোটো রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় কী বলা হত?
(ক) কমিউনিটি
(খ) পলিস
(গ) সিটি
(ঘ) রিপাবলিক
সঠিক উত্তর: (খ) পলিস

১৪. খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ শতক গ্রিসের ইতিহাসে কোন নামে পরিচিত?
(ক) অন্ধকারময় যুগ
(খ) ধ্রুপদি যুগ
(গ) হেলেনীয় যুগ
(ঘ) প্রাচীন যুগ
সঠিক উত্তর: (খ) ধ্রুপদি যুগ

১৫. গ্রিক শব্দ ‘পলিস’ কথাটির অর্থ কী?
(ক) গ্রাম
(খ) নগররাষ্ট্র
(গ) সাম্রাজ্য
(ঘ) প্রদেশ
সঠিক উত্তর: (খ) নগররাষ্ট্র

১৬. প্রাচীন কালে পলিসের বিকাশ কোথায় ঘটে?
(ক) রোমে
(খ) গ্রিসে
(গ) মেসোপটেমিয়ায়
(ঘ) মিশরে
সঠিক উত্তর: (খ) গ্রিসে

১৭. গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, পলিসের উপাদান কয়টি?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ) ৪টি

১৮. প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ কোন যুগে ঘটেছিল?
(ক) অন্ধকারময় যুগে
(খ) ধ্রুপদি যুগে
(গ) হেলেনীয় যুগে
(ঘ) প্রাচীন যুগে
সঠিক উত্তর: (খ) ধ্রুপদি যুগে

১৯. অ্যারিস্টটলের মতে, পলিস উদ্ভবের প্রথম পর্যায় কী?
(ক) সামরিক সংগঠন
(খ) সম্প্রদায়গত বন্ধন
(গ) বাণিজ্যিক সম্পর্ক
(ঘ) ধর্মীয় সংগঠন
সঠিক উত্তর: (খ) সম্প্রদায়গত বন্ধন

২০. প্লেটোর মতে, আদর্শ পলিসের জনসংখ্যা কত হবে?
(ক) ১০০০ জন
(খ) ৫০০০ জন
(গ) ১০০০০ জন
(ঘ) ৫০০০০ জন
সঠিক উত্তর: (খ) ৫০০০ জন

২১. হিপপোডামাসের মতে, আদর্শ পলিসের জনসংখ্যা কত হবে?
(ক) ৫০০০ জন
(খ) ১০০০০ জন
(গ) ২০০০০ জন
(ঘ) ৫০০০০ জন
সঠিক উত্তর: (খ) ১০০০০ জন

২২. গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস কোনগুলি?
(ক) এথেন্স ও কিয়স
(খ) স্পার্টা ও থিবস
(গ) এথেন্স ও স্পার্টা
(ঘ) কিয়স ও থিবস
সঠিক উত্তর: (গ) এথেন্স ও স্পার্টা

২৩. ‘মানুষ হল এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে’ কথাটি কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) থুকিডিডিস
(ঘ) হিপপোডামাস
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

২৪. ‘Men are the Polis’ উক্তিটির বক্তা কে?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) থুকিডিডিস
(ঘ) সক্রেটিস
সঠিক উত্তর: (গ) থুকিডিডিস

২৫. গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
(ক) বৃহৎ আয়তন
(খ) ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা
(গ) কেন্দ্রীয় শাসন
(ঘ) সামরিক শক্তি
সঠিক উত্তর: (খ) ক্ষুদ্রত্ব ও অখণ্ডতা

২৬. গ্রিসের পলিসগুলির শাসনকাঠামো বা রাজনৈতিক সংগঠনগুলি কয়টি ভাগে বিভক্ত ছিল?
(ক) ২টি
(খ) ৩টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
সঠিক উত্তর: (গ) ৪টি

২৭. গ্রিক পলিসগুলিতে কত ধরনের শাসনব্যবস্থা প্রচলিত ছিল?
(ক) ২ ধরনের
(খ) ৩ ধরনের
(গ) ৪ ধরনের
(ঘ) ৫ ধরনের
সঠিক উত্তর: (খ) ৩ ধরনের

২৮. পলিসগুলির শাসন পরিচালনায় নাগরিকরা কীভাবে অংশগ্রহণ করত?
(ক) পরোক্ষভাবে
(খ) প্রত্যক্ষভাবে
(গ) প্রতিনিধির মাধ্যমে
(ঘ) ভোটের মাধ্যমে
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষভাবে

২৯. গণভোটের দ্বারা কোনো ব্যক্তিকে নির্বাসিত করা বা রাষ্ট্র থেকে বহিষ্কার করার প্রথা কোন নামে পরিচিত ছিল?
(ক) অস্ট্রাসিজম
(খ) এক্সাইল
(গ) ব্যানিশমেন্ট
(ঘ) ডিপোর্টেশন
সঠিক উত্তর: (ক) অস্ট্রাসিজম

৩০. গ্রিসের পলিসগুলিতে ম্যাজিস্ট্রেটদের প্রধান কাজ কী ছিল?
(ক) সামরিক নেতৃত্ব দেওয়া
(খ) বিচারকার্য সম্পাদন করা
(গ) বাণিজ্য নিয়ন্ত্রণ করা
(ঘ) ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা
সঠিক উত্তর: (খ) বিচারকার্য সম্পাদন করা

৩১. রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ এথেন্সকে বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হত?
(ক) স্পার্টান
(খ) এথেনিয়ান
(গ) ডোরীয়
(ঘ) আয়োনিয়ান
সঠিক উত্তর: (খ) এথেনিয়ান

৩২. প্রাথমিক পর্বে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি কেমন ছিল?
(ক) বৃহৎ
(খ) মাঝারি
(গ) ক্ষুদ্র
(ঘ) বিশাল
সঠিক উত্তর: (গ) ক্ষুদ্র

৩৩. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে পলিসের সংখ্যা প্রায় কত ছিল?
(ক) ৫০০টি
(খ) ১০০০টি
(গ) ১৫০০টি
(ঘ) ২০০০টি
সঠিক উত্তর: (গ) ১৫০০টি

৩৪. গ্রিসে কোন দ্বীপটি চারটি পলিসে বিভক্ত ছিল?
(ক) ক্রিট
(খ) কিয়স
(গ) রোডস
(ঘ) সাইপ্রাস
সঠিক উত্তর: (খ) কিয়স

৩৫. গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য আর জে হোপার সেগুলিকে কী বলেছেন?
(ক) ক্ষুদ্র ভূখণ্ড
(খ) অস্বাভাবিক রাষ্ট্র
(গ) স্বাধীন রাষ্ট্র
(ঘ) নগরকেন্দ্রিক রাষ্ট্র
সঠিক উত্তর: (খ) অস্বাভাবিক রাষ্ট্র

৩৬. গ্রিসের পলিসগুলির আয়তনের ক্ষুদ্রত্বের জন্য কে সেগুলিকে ক্ষুদ্র ভূখণ্ড বলে অভিহিত করেছেন?
(ক) আর জে হোপার
(খ) ভিক্টর এরেনবার্গ
(গ) অ্যারিস্টটল
(ঘ) প্লেটো
সঠিক উত্তর: (খ) ভিক্টর এরেনবার্গ

৩৭. ক্লিট দ্বীপে স্বাধীন পলিসের সংখ্যা কত ছিল?
(ক) ২০টির বেশি
(খ) ৩০টির বেশি
(গ) ৪০টির বেশি
(ঘ) ৫০টির বেশি
সঠিক উত্তর: (ঘ) ৫০টির বেশি

৩৮. প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে ‘A Perfect Community’ বলে কে অভিহিত করেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) থুকিডিডিস
(ঘ) হিপপোডামাস
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৩৯. ‘১০ জন নাগরিক নিয়ে যেমন পলিসের গঠন স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, ঠিক তেমনি ১ লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসও স্বয়ংসম্পূর্ণ হতে পারে না’ মন্তব্যটি কে করেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) থুকিডিডিস
(ঘ) হিপপোডামাস
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৪০. পেলোপনেসাস বলতে কী বোঝায়?
(ক) উত্তর গ্রিস
(খ) দক্ষিণ গ্রিস
(গ) পূর্ব গ্রিস
(ঘ) পশ্চিম গ্রিস
সঠিক উত্তর: (খ) দক্ষিণ গ্রিস


একাদশ শ্রেণীর ইতিহাস নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 

ক্লাস 11 ইতিহাস অধ্যায় 3 প্রশ্ন উত্তর

WBCHSE Class 11 History New syllabus in bengali west bengal board

Class 11 1st semester History New syllabus WB


একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, তৃতীয় অধ্যায়, শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা: তুলনামূলক গবেষণা MCQ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Sason Babosthar Dharona - Tulonamulok Gobesona Unit-3


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.