একাদশ শ্রেণী ইতিহাস প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester History, Second Chapter Unit-2
১. মানবসভ্যতার বিকাশের প্রথম পর্যায়ে ২ হাজার বছর কোন যুগের মধ্যে পড়ে?
(ক) প্রাচীন প্রস্তর যুগ
(খ) তাম্র-প্রস্তর ও ব্রোঞ্জ যুগ
(গ) মধ্য প্রস্তর যুগ
(ঘ) নব্য প্রস্তর যুগ
সঠিক উত্তর: (খ) তাম্র-প্রস্তর ও ব্রোঞ্জ যুগ
২. জার্মান, পারসিক, ল্যাটিন, গ্রিক, সংস্কৃত ইত্যাদি ভাষায় কথা বলা লোকেরা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত ছিলেন?
(ক) দ্রাবিড়
(খ) ইন্দো-ইউরোপীয়
(গ) সেমিটিক
(ঘ) সিনো-তিব্বতীয়
সঠিক উত্তর: (খ) ইন্দো-ইউরোপীয়
৩. অ্যাসিরীয়, হিট্রাইট ও মিটারি সাম্রাজ্যের সূচনা কোথায় হয়েছিল?
(ক) আফ্রিকায়
(খ) এশিয়ায়
(গ) ইউরোপে
(ঘ) আমেরিকায়
সঠিক উত্তর: (খ) এশিয়ায়
৪. তিন মহাদেশব্যাপী এক বিশাল সাম্রাজ্য হিসেবে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল?
(ক) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(খ) রোমান সাম্রাজ্য
(গ) অ্যাসিরীয় সাম্রাজ্য
(ঘ) পারস্য সাম্রাজ্য
সঠিক উত্তর: (খ) রোমান সাম্রাজ্য
৫. ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী দুটির দোয়াব অঞ্চলের দেশ কোনটি?
(ক) মিশর
(খ) মেসোপটেমিয়া
(গ) সিন্ধু উপত্যকা
(ঘ) চীন
সঠিক উত্তর: (খ) মেসোপটেমিয়া
৬. কার নেতৃত্বে ব্যাবিলন অতি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে?
(ক) সারগন
(খ) হামুরাবি
(গ) নেবুচাদনেজার
(ঘ) আশুরবানিপাল
সঠিক উত্তর: (খ) হামুরাবি
৭. নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
(ক) প্রথম আশুরনাসিরপাল
(খ) দ্বিতীয় আশুরনাসিরপাল
(গ) সারগন দ্বিতীয়
(ঘ) নেবুচাদনেজার
সঠিক উত্তর: (খ) দ্বিতীয় আশুরনাসিরপাল
৮. প্রাচীন কালের পারস্য দেশ বর্তমানে কোন নামে পরিচিত?
(ক) ইরাক
(খ) ইরান
(গ) সিরিয়া
(ঘ) তুরস্ক
সঠিক উত্তর: (খ) ইরান
৯. অ্যাকামিনিড বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) দারিয়াস প্রথম
(খ) সাইরাস দ্য গ্রেট
(গ) জেরক্সেস
(ঘ) ক্যাম্বাইসিস
সঠিক উত্তর: (খ) সাইরাস দ্য গ্রেট
১০. প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য কোনটি ছিল?
(ক) ম্যাসিডনিয়া
(খ) ব্যাবিলনীয়
(গ) হিট্রাইট
(ঘ) মিটারি
সঠিক উত্তর: (ক) ম্যাসিডনিয়া
১১. গ্রিসের ইতিহাসে কোন সময়কাল অন্ধকারময় যুগ নামে পরিচিত?
(ক) খ্রিঃপূঃ ১৫০০ থেকে ১২০০ অব্দ
(খ) খ্রিঃপূঃ ১২০০ থেকে ৮০০ অব্দ
(গ) খ্রিঃপূঃ ৮০০ থেকে ৫০০ অব্দ
(ঘ) খ্রিঃপূঃ ৫০০ থেকে ৩০০ অব্দ
সঠিক উত্তর: (খ) খ্রিঃপূঃ ১২০০ থেকে ৮০০ অব্দ
১২. কোন ম্যাসিডনীয় সম্রাট একের পর এক দুর্বল গ্রিক নগররাষ্ট্রগুলিকে বশীভূত করেন?
(ক) প্রথম ফিলিপ
(খ) দ্বিতীয় ফিলিপ
(গ) তৃতীয় আলেকজান্ডার
(ঘ) সাইরাস
সঠিক উত্তর: (খ) দ্বিতীয় ফিলিপ
১৩. চেরোনিয়ার যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৩৫০ খ্রিঃপূঃ
(খ) ৩৩৮ খ্রিঃপূঃ
(গ) ৩২৬ খ্রিঃপূঃ
(ঘ) ৩২৩ খ্রিঃপূঃ
সঠিক উত্তর: (খ) ৩৩৮ খ্রিঃপূঃ
১৪. দ্বিতীয় ফিলিপের পুত্র কে ছিলেন?
(ক) সাইরাস
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) পুরু
(ঘ) হামুরাবি
সঠিক উত্তর: (খ) তৃতীয় আলেকজান্ডার
১৫. আলেকজান্ডার দ্য গ্রেট বলে কে পরিচিত?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) তৃতীয় আলেকজান্ডার
(গ) সাইরাস দ্য গ্রেট
(ঘ) জুলিয়াস সিজার
সঠিক উত্তর: (খ) তৃতীয় আলেকজান্ডার
১৬. কার নেতৃত্বে ম্যাসিডনীয় বাহিনী বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) সাইরাস দ্য গ্রেট
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) হামুরাবি
সঠিক উত্তর: (গ) আলেকজান্ডার দ্য গ্রেট
১৭. পৌরব রাজ্যের রাজা কে ছিলেন?
(ক) চন্দ্রগুপ্ত
(খ) পুরু
(গ) অশোক
(ঘ) ধননন্দ
সঠিক উত্তর: (খ) পুরু
১৮. হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল?
(ক) ৩৩৮ খ্রিঃপূঃ
(খ) ৩২৬ খ্রিঃপূঃ
(গ) ৩২৩ খ্রিঃপূঃ
(ঘ) ৩৫০ খ্রিঃপূঃ
সঠিক উত্তর: (খ) ৩২৬ খ্রিঃপূঃ
১৯. হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
(ক) পুরু ও দ্বিতীয় ফিলিপ
(খ) পুরু ও তৃতীয় আলেকজান্ডার
(গ) সাইরাস ও হামুরাবি
(ঘ) অশোক ও চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর: (খ) পুরু ও তৃতীয় আলেকজান্ডার
২০. আলেকজান্ডারের মৃত্যু কবে হয়েছিল?
(ক) ৩৩৮ খ্রিঃপূঃ
(খ) ৩২৬ খ্রিঃপূঃ
(গ) ৩২৩ খ্রিঃপূঃ
(ঘ) ৩৫০ খ্রিঃপূঃ
সঠিক উত্তর: (গ) ৩২৩ খ্রিঃপূঃ
২১. তৃতীয় আলেকজান্ডার কোথায় দেহত্যাগ করেন?
(ক) মেসোপটেমিয়া
(খ) ব্যাবিলন
(গ) আলেকজান্দ্রিয়া
(ঘ) রোম
সঠিক উত্তর: (খ) ব্যাবিলন
২২. গ্রিকদের কোন অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল?
(ক) কৃষি পদ্ধতি
(খ) জাহাজ নির্মাণ
(গ) ধাতু শিল্প
(ঘ) মৃৎশিল্প
সঠিক উত্তর: (খ) জাহাজ নির্মাণ
২৩. আলেকজান্দ্রিয়া শহর কোথায় ছিল?
(ক) ইউফ্রেটিস নদীর তীরে
(খ) নীলনদের অববাহিকায়
(গ) সিন্ধু নদীর তীরে
(ঘ) টাইগ্রিস নদীর তীরে
সঠিক উত্তর: (খ) নীলনদের অববাহিকায়
২৪. আলেকজান্দ্রিয়া শহর কে নির্মাণ করেন?
(ক) দ্বিতীয় ফিলিপ
(খ) সাইরাস দ্য গ্রেট
(গ) আলেকজান্ডার দ্য গ্রেট
(ঘ) হামুরাবি
সঠিক উত্তর: (গ) আলেকজান্ডার দ্য গ্রেট
২৫. মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম কী ছিল?
(ক) প্যাপিরাস
(খ) বাঁশ
(গ) তাল
(ঘ) খেজুর
সঠিক উত্তর: (ক) প্যাপিরাস
২৬. গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান কী?
(ক) কাগজ
(খ) পের্গামেনোস
(গ) প্যাপিরাস
(ঘ) তালপাতা
সঠিক উত্তর: (খ) পের্গামেনোস
২৭. পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য কোনটি ছিল?
(ক) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(খ) পারস্য সাম্রাজ্য
(গ) রোমান সাম্রাজ্য
(ঘ) অ্যাসিরীয় সাম্রাজ্য
সঠিক উত্তর: (গ) রোমান সাম্রাজ্য
২৮. আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল?
(ক) রোম
(খ) আলেকজান্দ্রিয়া
(গ) ব্যাবিলন
(ঘ) এথেন্স
সঠিক উত্তর: (ক) রোম
২৯. রোম নগরীকে রোমানরা কী ধরণের নগরী বলে বিশ্বাস করত?
(ক) পবিত্র নগরী
(খ) শাশ্বত নগরী
(গ) বাণিজ্যিক নগরী
(ঘ) সামরিক নগরী
সঠিক উত্তর: (খ) শাশ্বত নগরী
৩০. কাকে হত্যা করে রোমুলাস রোমের রাজা হন?
(ক) রেমাস
(খ) সারভিয়াস
(গ) জুলিয়াস সিজার
(ঘ) নুমা পম্পিলিয়াস
সঠিক উত্তর: (ক) রেমাস
৩১. কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন?
(ক) ৫ জন
(খ) ৭ জন
(গ) ৯ জন
(ঘ) ১০ জন
সঠিক উত্তর: (খ) ৭ জন
৩২. প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রাব্যবস্থার প্রচলন ঘটান?
(ক) রোমুলাস
(খ) নুমা পম্পিলিয়াস
(গ) সারভিয়াস টিউলিয়াস
(ঘ) টারকুইনিয়াস
সঠিক উত্তর: (গ) সারভিয়াস টিউলিয়াস
৩৩. সিনেটের সদস্যপদের সময়কাল কত ছিল?
(ক) ৫ বছর
(খ) ১০ বছর
(গ) আজীবন
(ঘ) ২ বছর
সঠিক উত্তর: (গ) আজীবন
৩৪. রোমান অর্থনীতি বহুলাংশে কী নির্ভর ছিল?
(ক) কৃষি
(খ) বাণিজ্য
(গ) দাস শ্রমনির্ভর
(ঘ) শিল্প
সঠিক উত্তর: (গ) দাস শ্রমনির্ভর
৩৫. কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন?
(ক) অগাস্টাস
(খ) জুলিয়াস সিজার
(গ) নিরো
(ঘ) কনস্টান্টাইন
সঠিক উত্তর: (খ) জুলিয়াস সিজার
৩৬. আদি রোমান সাম্রাজ্যের পতন কবে হয়েছিল?
(ক) ৩৭৬ খ্রিঃ
(খ) ৪৭৬ খ্রিঃ
(গ) ৫৭৬ খ্রিঃ
(ঘ) ৬৭৬ খ্রিঃ
সঠিক উত্তর: (খ) ৪৭৬ খ্রিঃ
৩৭. পৃথিবীর ইতিহাসে আধুনিক সভ্যতার ভিত্তিভূমি কোন সভ্যতা বলে পরিচিত?
(ক) রোমান সভ্যতা
(খ) গ্রিক সভ্যতা
(গ) মেসোপটেমীয় সভ্যতা
(ঘ) সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর: (খ) গ্রিক সভ্যতা
৩৮. সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র কোথায় ছিল?
(ক) আলেকজান্দ্রিয়া
(খ) ব্যাবিলন
(গ) রোম
(ঘ) এথেন্স
সঠিক উত্তর: (গ) রোম
৩৯. প্রাচীন রোমে রাজতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকেছিল?
(ক) ১৪৪ বছর
(খ) ২৪৪ বছর
(গ) ৩৪৪ বছর
(ঘ) ৪৪৪ বছর
সঠিক উত্তর: (খ) ২৪৪ বছর
৪০. প্রাচীন রোমে প্রজাতন্ত্রের যুগ আনুমানিক কত বছর টিকেছিল?
(ক) ২৮২ বছর
(খ) ৩৮২ বছর
(গ) ৪৮২ বছর
(ঘ) ৫৮২ বছর
সঠিক উত্তর: (গ) ৪৮২ বছর
৪১. প্রাচীন রোমান ইতিহাস জানার মূল উপাদান কী?
(ক) শিলালেখ
(খ) কিংবদন্তি ও উপকথা
(গ) তাম্রশাসন
(ঘ) পুঁথি
সঠিক উত্তর: (খ) কিংবদন্তি ও উপকথা
৪২. রোমে খ্রিঃপূঃ তৃতীয় শতকের শেষদিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে?
(ক) সংস্কৃত
(খ) গ্রিক
(গ) ল্যাটিন
(ঘ) প্রাকৃত
সঠিক উত্তর: (গ) ল্যাটিন
৪৩. ক্যাটো দ্য এল্ডারের লেখা গ্রন্থের নাম কী?
(ক) ডি রিপাবলিকা
(খ) অরিজিনস
(গ) ইনিড
(ঘ) মুদ্রারাক্ষস
সঠিক উত্তর: (খ) অরিজিনস
৪৪. কার লেখা থেকে রোমে রাজতন্ত্র ও পরবর্তীকালের ইতিহাস জানা যায়?
(ক) সিসেরো
(খ) ক্যাটো দ্য এল্ডার
(গ) ভার্জিল
(ঘ) লিভি
সঠিক উত্তর: (ক) সিসেরো
৪৫. ‘De Republica’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) ক্যাটো দ্য এল্ডার
(খ) সিসেরো
(গ) ভার্জিল
(ঘ) লিভি
সঠিক উত্তর: (খ) সিসেরো
৪৬. রোমান অর্থনীতির বিকাশ ও উত্থান-পতনের পরিচয়বাহী কী ছিল?
(ক) শিলালেখ
(খ) মুদ্রা
(গ) পুঁথি
(ঘ) তাম্রশাসন
সঠিক উত্তর: (খ) মুদ্রা
৪৭. প্রাচীন প্রজাতান্ত্রিক রোমে শাসনব্যবস্থা কে নিয়ন্ত্রণ করত?
(ক) সম্রাট
(খ) সিনেট
(গ) জনগণ
(ঘ) সেনাপতি
সঠিক উত্তর: (খ) সিনেট
৪৮. রোমান প্রজাতন্ত্রের পতনের জন্য বিশেষভাবে কী দায়ী ছিল?
(ক) সামাজিক যুদ্ধ
(খ) বাণিজ্যিক সংকট
(গ) ধর্মীয় বিবাদ
(ঘ) প্রাকৃতিক দুর্যোগ
সঠিক উত্তর: (ক) সামাজিক যুদ্ধ
৪৯. ইতালিয় সংঘ কবে গঠিত হয়েছিল?
(ক) ১০০ খ্রিঃপূঃ
(খ) ৯০ খ্রিঃপূঃ
(গ) ৮০ খ্রিঃপূঃ
(ঘ) ৭০ খ্রিঃপূঃ
সঠিক উত্তর: (খ) ৯০ খ্রিঃপূঃ
৫০. ইতালীয় সংঘের রাজধানী কোথায় ছিল?
(ক) রোম
(খ) করফিনিয়াম
(গ) এথেন্স
(ঘ) আলেকজান্দ্রিয়া
সঠিক উত্তর: (খ) করফিনিয়াম