ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 6 MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ (ষষ্ঠ অধ্যায়) Class 11 Political Science Question And Answer | ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের ষষ্ঠ অধ্যায়— "ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।

তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।

এই অধ্যায়ের মাধ্যমে তোমরা ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ

১. ভারতের মূল সংবিধানে মোট কতগুলি ধারা ছিল?
(ক) ৩৯৫টি
(খ) ৪৭০টি
(গ) ৩২৫ টি
(ঘ) ৩৬০ টি
উত্তর: ক

২. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট ধারার সংখ্যা হল -
(ক) ৩৯৫টি
(খ) ৪৭৬টি
(গ) ৪১০ টি
(ঘ) ৪৭০ টি
উত্তর: ঘ

৩. কোন্ দেশের সংবিধানকে 'Bag of Borrowings' বলা হয়?
(ক) ব্রিটেনের
(খ) দক্ষিণ আফ্রিকার
(গ) সুইটজারল্যান্ডের
(ঘ) ভারতের
উত্তর: ঘ

৪. ভারতের সংবিধান হল -
(ক) সুপরিবর্তনীয়
(খ) দুষ্পরিবর্তনীয়
(গ) শুধুমাত্র অংশত সুপরিবর্তনীয়
(ঘ) অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয়
উত্তর: ঘ

৫. লিখিত সংবিধানকে রক্ষা করার দায়িত্ব কার উপর ন্যস্ত?
(ক) আইন বিভাগ
(খ) শাসন বিভাগ
(গ) বিচার বিভাগ
(ঘ) সরকার
উত্তর: গ

৬. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বোঝায় -
(ক) একটি কেন্দ্রীয় সরকার
(খ) একটি আঞ্চলিক সরকার
(গ) একটি রাজ্য সরকার
(ঘ) কেন্দ্র ও রাজ্য উভয় সরকার
উত্তর: ঘ

৭. ক্ষমতা বণ্টনের ভারতীয় সংবিধানে তালিকা রয়েছে -
(ক) ৩টি
(খ) ২টি
(গ) ৪টি
(ঘ) ৫টি
উত্তর: ক

৮. বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা -
(ক) ২৫টি
(খ) ২৬টি
(গ) ২৮টি
(ঘ) ২৩টি
উত্তর: গ

৯. কোন্ দেশকে 'আধা-যুক্তরাষ্ট্র' বলা হয়?
(ক) ব্রিটেনকে
(খ) ভারতকে
(গ) বাংলাদেশকে
(ঘ) চিনকে
উত্তর: খ

১০. অধিকার ও কর্তব্য -
(ক) পরস্পর সম্পর্কযুক্ত
(খ) পরস্পর সম্পর্কযুক্ত নয়
(গ) আংশিক সম্পর্কযুক্ত
(ঘ) এদের মধ্যে কোনোটিই নয়
উত্তর: ক

১১. ভারতের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না কথাটি -
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) আংশিক সত্য
(ঘ) আংশিক মিথ্যা
উত্তর: ক

১২. ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে -
(ক) ২৯-৩০ নং ধারায়
(খ) ৩২-৩৫ নং ধারায়
(গ) ১৪-১৮ নং ধারায়
(ঘ) ১৬-১৯ নং ধারায়
উত্তর: গ

১৩. কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে?
(ক) ৬১ তম
(খ) ৭১ তম
(গ) ৭৬ তম
(ঘ) ৮৬ তম
উত্তর: ঘ

১৪. সংবিধান বিরোধী কোনো আইন -
(ক) বাতিলযোগ্য
(খ) বাতিল করা যায় না
(গ) আলোচনা-সাপেক্ষ
(ঘ) অনমনীয়
উত্তর: ক

১৫. সংবিধান-বিরোধী আইন বাতিল করতে পারে -
(ক) পার্লামেন্ট
(খ) সুপ্রিমকোর্ট
(গ) সরকার
(ঘ) জনগণ
উত্তর: খ

১৬. বর্তমানে 'শিক্ষা' বিষয়টি কোন্ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে -
(ক) যুগ্ম তালিকায়
(খ) কেন্দ্র তালিকায়
(গ) রাজ্য তালিকায়
(ঘ) সবগুলি ভুল
উত্তর: ক

১৭. "ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে।" - এই কথা বলেছিলেন -
(ক) কে সি হোয়ার
(খ) প্লেটো
(গ) ল্যাস্কি
(ঘ) আম্বেদকর
উত্তর: ক

১৮. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল ভারতের সংবিধানে -
(ক) ৮
(খ) ১০
(গ) ৫
(ঘ) ৬
উত্তর: ঘ

১৯. সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে -
(ক) বিচারপতির কাছে
(খ) মুখ্যমন্ত্রীর কাছে
(গ) আইনসভার কাছে
(ঘ) প্রধানমন্ত্রীর কাছে
উত্তর: গ

২০. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় ____ সংবিধান সংশোধনের দ্বারা -
(ক) ৪২ তম
(খ) ৭০ তম
(গ) ৪৫ তম
(ঘ) ৫২ তম
উত্তর: ক

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর

২১. ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স মূল সংবিধানে রয়েছে -
(ক) ২৫ বছর
(খ) ২০ বছর
(গ) ১৮ বছর
(ঘ) ২১ বছর
উত্তর: ঘ

২২. ভারতে ভোটদানের ন্যূনতম বয়স হল -
(ক) ২০ বছর
(খ) ১৮ বছর
(গ) ১৬ বছর
(ঘ) ২৫ বছর
উত্তর: খ

২৩. নিম্নলিখিত অধিকারগুলি কোন বিষয়ের অন্তর্ভুক্ত তা নির্বাচন করো: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার -
(ক) নাগরিকদের মৌলিক অধিকার
(খ) নাগরিকদের জন্মগত অধিকার
(গ) নাগরিকদের সামাজিক অধিকার
(ঘ) নাগরিকদের রাজনৈতিক অধিকার
উত্তর: ক

২৪. কত সালে ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয়েছিল -
(ক) ১৯৮৭ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৯৮৫ সালে
(ঘ) ১৯৫৪ সালে
উত্তর: গ

২৫. ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল -
(ক) ১১ টি
(খ) ১৫ টি
(গ) ১৬ টি
(ঘ) ১৮ টি
উত্তর: ক

২৬. ভারতীয় সংবিধানে ১৪ থেকে ১৮ নং ধারায় ______ অধিকার প্রদান করা হয়েছে?
(ক) স্বাধীনতার অধিকার
(খ) মৌলিক অধিকার
(গ) সাম্যের অধিকার
(ঘ) রাজনৈতিক অধিকার
উত্তর: গ

২৭. ভারতের সংবিধানে ১৯ নং ধারায় কয়টি স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে -
(ক) ৬ টি
(খ) ৩ টি
(গ) ৮ টি
(ঘ) ৯ টি
উত্তর: ক

২৮. বিবৃতি (i): ভারতের সংবিধান হল লিখিত সংবিধান।
বিবৃতি (ii): ভারতে লিখিত সংবিধানের ধারণাটি ব্রিটেনের থেকে গ্রহণ করা হয়েছে।
(ক) (i) সত্য (ii) সত্য
(খ) (i) সত্য (ii) মিথ্যা
(গ) (i) সত্য (ii) সত্য
(ঘ) (i) সত্য (ii) মিথ্যা
উত্তর: ঘ

২৯. ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রবর্তিত হয়েছিল -
(ক) ১৯৮৫ সালে
(খ) ১৯৬৪ সালে
(গ) ১৯৫২ সালে
(ঘ) ১৯৩৫ সালে
উত্তর: গ

৩০. ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি -
(ক) মৌলিক অধিকার
(খ) রাজনৈতিক অধিকার
(গ) সামাজিক অধিকার
(ঘ) সাম্যের অধিকার
উত্তর: ক

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ

৩১. বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে _______ বছর হওয়া উচিত -
(ক) ২৫ বছর
(খ) ২৯ বছর
(গ) ২৮ বছর
(ঘ) ৩০ বছর
উত্তর: ক

৩২. কোন্ ধারণার সঙ্গে নিম্নের বৈশিষ্ট্যগুলি সম্পর্কিত: (i) সব ধর্মের সমমর্যাদা, (ii) রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, (iii) বিশেষ ধর্মের প্রতি রাষ্ট্র আনুগত্য প্রদর্শন করবে না -
(ক) ধর্মনিরপেক্ষতা
(খ) ধর্মীয় সীমাবদ্ধতা
(গ) অধার্মিকতা
(ঘ) সর্বজনীন ধর্মীয় স্বাধীনতা
উত্তর: ক

৩৩. সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো?
(ক) রাজনৈতিক নেতাদের ভোটাধিকার
(খ) মহিলাদের ভোটাধিকার
(গ) পুরুষদের ভোটাধিকার
(ঘ) সকলের ভোটাধিকার
উত্তর: ঘ

৩৪. ভারতে নারীর ভোটাধিকার কত সালে স্বীকৃত হয় -
(ক) ১৯৮০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
উত্তর: খ

৩৫. কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে -
(ক) ৩২৬ নং ধারায়
(খ) ৩৮০ নং ধারায়
(গ) ৩৮৬ নং ধারায়
(ঘ) ৩০৯ নং ধারায়
উত্তর: ক

৩৬. ভারতীয় সংবিধানে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল -
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৭৬ খ্রিস্টাব্দে
উত্তর: ঘ

৩৭. ক-স্তম্ভ | খ-স্তম্ভ
(i) তপশিলি জাতির সংজ্ঞা | (a) ৩৩৮ নং ধারা
(ii) তপশিলি উপজাতির সংজ্ঞা | (b) ৩৩৮ বি নং ধারা
(iii) অনগ্রসর শ্রেণির জন্য জাতীয় কমিশন | (c) ৩৪২ নং ধারা
(iv) তপশিলি জাতির জন্য জাতীয় কমিশন | (d) ৩৪১ নং ধারা
উত্তর: (ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

৩৮. ভারতের কোন অঙ্গরাজ্যে পৃথক সংবিধান ছিল -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) হিমাচল প্রদেশ
(গ) জম্মু ও কাশ্মীর
(ঘ) ঝাড়খন্ড
উত্তর: গ

৩৯. ভারতের সংবিধান রচনা করেছিল –
উত্তর: গণপরিষদ

৪০. যে সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি ‘সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র’ বলে ঘোষণা করা হয় –
উত্তর: ৪২ তম

৪১. ভারত একটি –
উত্তর: ধর্মনিরপেক্ষ রাষ্ট্র

৪২. ভারতের সংবিধান –
উত্তর: প্রধানত লিখিত

৪৩. ভারতীয় সংবিধান –
উত্তর: আংশিকভাবে সুপরিবর্তনীয় এবং আংশিকভাবে দুষ্পরিবর্তনীয়

৪৪. ভারতের সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে –
উত্তর: সর্ববৃহৎ

৪৫. ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারা হল –
উত্তর: ৩৯৫ নং ধারা

৪৬. ভারতের সংবিধানে যেরূপ শাসনব্যবস্থা গৃহীত হয়েছে –
উত্তর: সংসদীয়

৪৭. ভারতের সংবিধানে বর্তমানে মোট ধারা ও তপশিল আছে –
উত্তর: ৪৭০টি ধারা ও ১২টি তপশিল

৪৮. লিখিত সংবিধানে প্রাধান্য থাকে –
উত্তর: বিচার বিভাগের

৪৯. সংবিধানের যে ধারা খুবই অনমনীয় –
উত্তর: ৩৬৮ নং ধারা

৫০. ভারতের সংবিধানের ‘প্রস্তাবনা’ সংশোধিত হয়েছে –
উত্তর: ১ বার

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ (ষষ্ঠ অধ্যায়) Class 11 Political Science Question And Answer

৫১. যে সংবিধান সংশোধনীতে ১১ তম মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত হয়েছে –
উত্তর: ৮৬ তম

৫২. যে দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে –
উত্তর: আয়ার্ল্যান্ডের

৫৩. সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতন্ত্র’ শব্দযুগল এসেছে –
উত্তর: ১৯৭৬ খ্রিস্টাব্দে

৫৪. ভারতের সংবিধানের জনক বলা হয় –
উত্তর: বি আর আম্বেদকরকে

৫৫. ভারতের সংবিধানে সংশোধনের পদ্ধতি আছে –
উত্তর: ৩টি

৫৬. যে সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় –
উত্তর: ৪২ তম

৫৭. ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য সংযুক্ত হয়েছে –
উত্তর: ১১টি

৫৮. ভারতীয় সংবিধান –
উত্তর: আংশিক অনমনীয়

৫৯. ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি আদালতে –
উত্তর: বিচারযোগ্য নয়

৬০. যে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করা হয় –
উত্তর: ৫২ তম

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের উত্তর

৬১. নির্দেশমূলক নীতিগুলি উল্লিখিত হয়েছে সংবিধানের যে অংশে –
উত্তর: চতুর্থ অংশে

৬২. মৌলিক অধিকারগুলি সংযোজিত হয়েছে সংবিধানের যে অংশে –
উত্তর: তৃতীয় অংশে

৬৩. ভারতে যেমন নাগরিকত্ব স্বীকৃত –
উত্তর: এক নাগরিকত্ব

৬৪. ‘ভারতীয় সংবিধান হল বুর্জোয়া জমিদারদের সংবিধান’ কথাটি বলেছেন –
উত্তর: এ আর দেশাই

৬৫. ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –
উত্তর: জওহরলাল নেহরু

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ | ক্লাস-11 প্রথম সেমিষ্টার ষষ্ঠ অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ

৬৬. স্বাধীন ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন –
উত্তর: জি ভি মভলঙ্কর

৬৭. ভারতের জন্য একটি খসড়া সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয় –
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট

৬৮. যে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলীন্য হারায় –
উত্তর: ১৯৭৮ খ্রিস্টাব্দে

৬৯. স্বাধীনতা লাভের পর ভারতে যে বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে –
উত্তর: অর্থনৈতিক

৭০. সংবিধানের যে অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে –
উত্তর: চতুর্থ-ক


ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 6 MCQ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.