সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 5 MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন (পঞ্চম অধ্যায়) Class 11 Political Science Question And Answer |  সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন | ক্লাস-11 প্রথম সেমিষ্টার পঞ্চম অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের পঞ্চম অধ্যায়— "সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।

তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।

এই অধ্যায়ের মাধ্যমে তোমরা সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন এর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় MCQ

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় MCQ

১. গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৯০০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তর: ক

২. ভারতের সংবিধান গৃহীত হয় -
(ক) গণপরিষদ দ্বারা
(খ) ক্যাবিনেট মিশন দ্বারা
(গ) ক্রিপস মিশন দ্বারা
(ঘ) কংগ্রেস দ্বারা
উত্তর: ক

৩. গণপরিষদ গঠিত হয়েছিল -
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর: ক

৪. কীরূপ নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়?
(ক) গণভোট
(খ) প্রত্যক্ষ
(গ) পরোক্ষ
(ঘ) কোনোটিই না
উত্তর: গ

৫. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন -
(ক) আম্বেদকর
(খ) জি ভি মভলঙ্কর
(গ) পট্টভি সীতারামাইয়া
(ঘ) সচ্চিদানন্দ সিংহ
উত্তর: খ

৬. ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন -
(ক) আম্বেদকর
(খ) বি এন রাও
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: ঘ

৭. "কংগ্রেস কখনোই গান্ধিবাদী ছিল না" এই মন্তব্যটি করেন -
(ক) জি ভি মভলঙ্কর
(খ) গ্রেনভিল অস্টিন
(গ) বি এন রাও
(ঘ) কে টি শাহ
উত্তর: খ

৮. ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা হলেন -
(ক) পার্লামেন্ট
(খ) প্রধানমন্ত্রী
(গ) রাষ্ট্রপতি
(ঘ) সুপ্রিমকোর্ট
উত্তর: ঘ

৯. লিখিত সংবিধান ও প্রস্তাবনার ধারণাটি ভারত কোন্ দেশের সংবিধান থেকে গ্রহণ করেছে?
(ক) ব্রিটেন
(খ) কানাডা
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) আয়ার্ল্যান্ড
উত্তর: গ

১০. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি অনুপ্রাণিত -
(ক) ফরাসি সংবিধান দ্বারা
(খ) কানাডার সংবিধান দ্বারা
(গ) আয়ার্ল্যান্ড সংবিধান দ্বারা
(ঘ) ব্রিটেনের সংবিধান দ্বারা
উত্তর: গ

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় MCQ

১১. ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্রে শক্তিশালী সরকারের উপস্থিতি কোন্ সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে?
(ক) রাশিয়া
(খ) সুইটজারল্যান্ড
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) কানাডা
উত্তর: ঘ

১২. সংবিধান প্রণয়নের ধারনাটি প্রথম প্রণয়ন করেছিলেন -
(ক) জওহরলাল নেহরু
(খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) গান্ধীজী
(ঘ) বি. আর আম্বেদকর
উত্তর: খ

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল গণপরিষদে -
(ক) ৩০৬ জন
(খ) ২১০ জন
(গ) ২০৫ জন
(ঘ) ২০৮ জন
উত্তর: ঘ

১৪. ভাবকীয় সংবিধানের রূপকার ছিলেন -
(ক) ড. বি আর আম্বেদকর
(খ) সচ্চিদানন্দ সিংহ
(গ) সর্দার বল্লভভাই প্যাটেল
(ঘ) মানবেন্দ্রনাথ রায়
উত্তর: ক

১৫. গণপরিষদে খসড়া কমিটির সভাপতি ছিলেন -
(ক) বি আর আম্বেদকর
(খ) রাজেন্দ্র প্রসাদ
(গ) সচ্চিদানন্দ সিংহ
(ঘ) কে কি রাও
উত্তর: ক

১৬. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল -
(ক) ১৯৫৬ সালের ৭ নভেম্বর
(খ) ১৯৪৬ সালের ৭ ডিসেম্বর
(গ) ১৯৪৮ সালের ৮ ডিসেম্বর
(ঘ) ১৯৩৮ সালের ৭ নভেম্বর
উত্তর: খ

১৭. নীচের কে গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন -
(ক) সচ্চিদানন্দ সিংহ
(খ) ড. বি আর আম্বেদকর
(গ) বি এন রাও
(ঘ) রাজেন্দ্র প্রসাদ
উত্তর: ক

১৮. গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসেছিল -
(ক) ১৯৫৪ সালের ২৮ জানুয়ারি
(খ) ১৯৫০ সালের ২৪ জানুয়ারি
(গ) ১৯৬৫ সালের ২৫ জানুয়ারি
(ঘ) ১৯৮৭ সালের ২৩ জানুয়ারি
উত্তর: খ

১৯. গণপরিষদের প্রধান কাজ ছিল -
(ক) আইন তৈরি করা
(খ) বিচার করা
(গ) ভারতকে উন্নত করা
(ঘ) ভারতীয় সংবিধান রচনা করা
উত্তর: ঘ

২০. ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল -
(ক) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(খ) ১৯৮৩ খ্রিস্টাব্দের ২৮ নভেম্বর
(গ) ১৯৫৩ খ্রিস্টাব্দের ৩৯ নভেম্বর
(ঘ) ১৯৮৪ খ্রিস্টাব্দের ২১ নভেম্বর
উত্তর: ক

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন (পঞ্চম অধ্যায়) Class 11 Political Science Question And Answer

২১. ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? -
(ক) ১৯৬০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(খ) ১৯১০ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি
(গ) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(ঘ) ১৯০৯ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি
উত্তর: গ

২২. ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল -
(ক) ১১ মাস ১৭ দিন ২ বছর
(খ) ১০ মাস ১২ দিন ২ বছর
(গ) ১৫ মাস ২১ দিন ২ বছর
(ঘ) ১২ মাস ১৬ দিন ২ বছর
উত্তর: ক

২৩. 'ধর্মনিরপেক্ষ' শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল -
(ক) ৫৪ তম সংশোধনে
(খ) ৫৫ তম সংশোধনে
(গ) ৩০ তম সংশোধনে
(ঘ) ৪২ তম সংশোধনে
উত্তর: ঘ

২৪. ভারতীয় সংবিধানে ৪২ তম সংশোধনে প্রস্তাবনায় সংযোজিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ হল -
(ক) সার্বভৌমিকতা ও গণতন্ত্র
(খ) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ
(গ) সাম্য ও স্বাধীনতা
(ঘ) আইন ও বিচার গণতন্ত্র
উত্তর: খ

২৫. গণপরিষদের গঠিত হয়েছিল ________ জন সদস্য নিয়ে -
(ক) ৩৮৯
(খ) ৩২১
(গ) ৩৫২
(ঘ) ৩৮০
উত্তর: ক

২৬. ভারতে 'ধর্মনিরপেক্ষতা' বলতে বোঝায় -
(ক) ভারতের নিজস্ব ধর্ম নিয়ে বিচার করতে পারবে
(খ) ভারতের ধর্ম আছে
(গ) ধর্ম বিরোধী জনগণ
(ঘ) ভারতের নিজস্ব কোনো ধর্ম থাকবে না
উত্তর: ঘ

২৭. ক-স্তম্ভ | খ-স্তম্ভ
(i) গণপরিষদের প্রথম অধিবেশন | (a) ১৯৪৭ সালের ২১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত
(ii) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন | (b) ১৯৪৭ সালের ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
(iii) গণপরিষদের তৃতীয় অধিবেশন | (c) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
(iv) গণপরিষদের চতুর্থ অধিবেশন | (d) ১৯৪৭ সালের ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত
উত্তর: (ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

২৮. ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস হল -
(ক) নির্দিষ্ট গোষ্ঠী
(খ) ভারতের জনগণ
(গ) ভারতের মন্ত্রীগণ
(ঘ) ভারতের রাজনৈতিক দল
উত্তর: খ

২৯. 'The Indian Constitution: Corner Stone of a Nation' বইটি লিখেছেন -
(ক) বি. আর আম্বেদকর
(খ) ধীরেন্দ্রনাথ সেন
(গ) কে সি হোয়ার
(ঘ) গ্রেনভিল অস্টিন
উত্তর: ঘ

৩০. গণপরিষদের অধিবেশন মোট হয়েছিল -
(ক) এগারোটি
(খ) পাঁচটি
(গ) পনেরোটি
(ঘ) আটটি
উত্তর: ক

৩১. সংবিধানের প্রধান কার্যাবলি গুলি নিম্নরূপ -
বিবৃতি (i) দেশের স্বরূপ ও জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা।
বিবৃতি (ii) রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রস্তুত করা।
বিবৃতি (iii) জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
বিবৃতি (iv) সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষমতা সুনির্দিষ্ট করে দেওয়া।
উত্তর: (গ) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য

৩২. ড. বি আর আম্বেদকর গণপরিষদের সভাপতি ছিলেন -
(ক) কার্যনির্বাহী কমিটি
(খ) খসড়া কমিটির
(গ) মৌলিক অধিকার সংক্রান্ত কমিটি
(ঘ) যুক্তরাষ্ট্রীয় কমিটি
উত্তর: খ

৩৩. ১৯৩৯ সালের ১৯ নভেম্বর গান্ধিজি ________ পত্রিকার মাধ্যমে গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেন -
(ক) ইন্ডিয়ান ওপিনিয়ন
(খ) নবজীবন
(গ) ইয়ং ইন্ডিয়া
(ঘ) হরিজন পত্রিকা
উত্তর: ঘ

৩৪. ভারতকে সার্বভৌম বলা হয়েছে তার কারণ হল –
(ক) অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী
(খ) ভারত ক্ষুদ্রতম রাষ্ট্র
(গ) অন্যান্য দেশের সাথে ভারতের সম্পর্ক
(ঘ) জোটনিরপেক্ষতার নীতি গ্রহণ
উত্তর: ক

৩৫. ভারতীয় সংবিধানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মোট -
(ক) ২৯ টি ভাষাকে
(খ) ২৬ টি ভাষাকে
(গ) ২২ টি ভাষাকে
(ঘ) ২৩ টি ভাষাকে
উত্তর: গ

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের উত্তর

সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন | ক্লাস-11 প্রথম সেমিষ্টার পঞ্চম অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ

৩৬. ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেছিলেন -
(ক) গান্ধিজী
(খ) নেহরু
(গ) ধীরেন্দ্রনাথ সেন
(ঘ) লাল বাহাদুর শাস্ত্রী
উত্তর: খ

৩৭. সংবিধান একটি দেশের কি ধরনের আইন -
(ক) বিশেষ
(খ) সাধারণ
(গ) মৌলিক
(ঘ) সবগুলি ভুল
উত্তর: গ

৩৮. ভারতের সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনা যুক্ত করা হয়, কারণ প্রস্তাবনা হল -
(ক) সাংবিধানের গুরুত্বপূর্ণ অংশ
(খ) সাংবিধানের চাবিকাঠি
(গ) সংবিধানের মূলমন্ত্র
(ঘ) সংবিধানের দর্পণ
উত্তর: ঘ

৩৯. সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান –
উত্তর: গান্ধিজী

৪০. সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় –
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে

৪১. গণপরিষদের উদ্দেশ্য ছিল –
উত্তর: সংবিধানের খসড়া প্রণয়ন

৪২. গণপরিষদের সহসভাপতি ছিলেন –
উত্তর: হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়

৪৩. সংবিধানের উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব সংবিধান সভার যে অধিবেশনে পেশ হয় –
উত্তর: প্রথম

৪৪. গণপরিষদে দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধি ছিল –
উত্তর: ৯৩ জন

৪৫. গণপরিষদে মুসলিম লিগের সদস্য ছিলেন –
উত্তর: ৭৩ জন

৪৬. গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল –
উত্তর: নতুন দিল্লির কনস্টিটিউশন হলে

৪৭. গণপরিষদের দ্বিতীয় অধিবেশন শুরু হয় –
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি

৪৮. ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতাসম্পন্ন সংস্থার মর্যাদা যে অধিবেশন থেকে লাভ করে –
উত্তর: পঞ্চম অধিবেশন

৪৯. গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে –
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর থেকে

৫০. ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশ বিভাগের পর গণপরিষদে মুসলিম লিগের সদস্যসংখ্যা ছিল –
উত্তর: ২৮ জন

৫১. ভারতীয় সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে –
উত্তর: তৃতীয়

৫২. পণ্ডিত ঠাকুরদাস ভার্গব সংবিধানের যে অংশকে সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে চিহ্নিত করেছেন –
উত্তর: প্রস্তাবনাকে

৫৩. বর্তমানে ভারতীয় সংবিধানে তপসিল আছে –
উত্তর: ১২ টি

৫৪. ভারতীয় সংবিধানের যে ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে –
উত্তর: ৫০ নং ধারায়

৫৫. ভারতীয় সংবিধানের ৪৪তম সংশোধন হয়েছিল –
উত্তর: ২০০২ সালে


সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 5 MCQ 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.