সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 4 MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ (চতুর্থ অধ্যায়) Class 11 Political Science Rastro Songa O boisistho Question And Answer | সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 4 MCQ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের চতুর্থ অধ্যায়— "সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।

তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।

এই অধ্যায়ের মাধ্যমে তোমরা সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ এর সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ

সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ

১. 'Constitution' শব্দটির উদ্ভব হয় কোন্ শব্দ থেকে?
(ক) Constituere
(খ) Constant
(গ) Constitute
(ঘ) Constious
উত্তর: ক

২. কোনো রাষ্ট্রের সংবিধান বলতে সেইসব লিখিত ও অলিখিত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায় যা সর্বোচ্চ শাসন পরিচালকদের গুরুত্বপূর্ণ অধিকার এবং শাসিতদের সর্বাপেক্ষা অত্যাবশ্যক সুযোগ-সুবিধা নিয়ন্ত্রণ করে- কে বলেছেন?
(ক) স্যার জেমস ম্যাকিনটস
(খ) হারম্যান ফাইনার
(গ) অধ্যাপক হোয়ার
(ঘ) অধ্যাপক গার্নার
উত্তর: ক

৩. 'শাসনতন্ত্র হল বিশেষভাবে পবিত্র নিয়মসম্বলিত সেই সকল মৌলিক আইন যাদের দ্বারা শাসনব্যবস্থার কাঠামো স্থিরীকৃক্ত হয়' - একথা বলেছেন-
(ক) লর্ড ব্রাইস
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং
উত্তর: খ

৪. "শাসনতন্ত্র বলতে সরকারের গঠনতন্ত্র, সার্বভৌম কর্তৃপক্ষের অস্তিত্ব ও ক্ষমতা প্রয়োগসংক্রান্ত মৌলিক আইনের সমষ্টিকে বোঝায়" - এই উক্তিটি দিয়েছেন-
(ক) রাষ্ট্রবিজ্ঞানী কুলি
(খ) অগ ও জিঙ্ক
(গ) অস্টিন রেনি
(ঘ) সি এফ স্ট্রং
উত্তর: ক

৫. সংবিধানকে "ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী" বলে কোন্ রাষ্ট্রবিদ চিহ্নিত করেছেন?
(ক) কে সি হোয়ার
(খ) ফাইনার
(গ) লোয়েনস্টাইন
(ঘ) জেলিনেক
উত্তর: খ

৬. 'লিখিত বা অলিখিত, বিধিসম্মত বা বিধিবহির্ভূত, সকল মৌলিক নিয়মকানুন যা দেশের শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তাই হল শাসনতন্ত্র' - এটি কার উক্তি?
(ক) রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন রেনি
(খ) অধ্যাপক কে সি হোয়ার
(গ) গান্ধিজি
(ঘ) নেহরু
উত্তর: ক

৭. সংবিধানকে লিখিত দলিলরূপে কে বর্ণনা করেছেন?
(ক) বেঞ্জামিন অ্যাকজিন
(খ) লর্ড ব্রাইস
(গ) কুলি
(ঘ) অস্টিন রেনি
উত্তর: ক

৮. সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(ক) দুইটি
(খ) চারটি
(গ) ছয়টি
(ঘ) দশটি
উত্তর: ক

৯. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন্ গণতান্ত্রিক দেশে লক্ষ করা যায়?
(ক) ভারতবর্ষ
(খ) ব্রিটেন
(গ) কোরিয়া
(ঘ) জাপান
উত্তর: ক

১০. নিউজিল্যান্ড এবং আয়ার্ল্যান্ডের সংবিধান কী?
(ক) সুপরিবর্তনীয় সংবিধান
(খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(গ) লিখিত দুষ্পরিবর্তনীয় সংবিধান
(ঘ) লিখিত সুপরিবর্তনীয় সংবিধান
উত্তর: গ

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর

সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ

১১. ম্যাগনাকার্টা আইন কত খ্রিস্টাব্দের আইন?
(ক) ১২১৫
(খ) ১৯৪৯
(গ) ১৬৮০
(ঘ) ১৯১১
উত্তর: ক

১২. যে সংবিধান রাজনৈতিক ক্ষমতাপ্রয়োগের পদ্ধতি সম্পর্কে সৃজনশীল উপায়ে একটি কার্যকরী পন্থা নির্ধারণ করে সেই সংবিধানকে বলা হয় -
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) নীতিনিরপেক্ষ সংবিধান
উত্তর: ক

১৩. যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয়-
(ক) মৌলিক সংবিধান
(খ) মৌলিকতাবিহীন সংবিধান
(গ) নীতিসংবদ্ধ সংবিধান
(ঘ) নিয়মনিষ্ঠ সংবিধান
উত্তর: ঘ

১৪. সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে?
(ক) আইনসভা
(খ) লোকসভা
(গ) রাজ্যসভা
(ঘ) বিধানসভা
উত্তর: ক

১৫. মার্কসবাদীরা সংবিধানকে কোন রাষ্ট্রের শ্রেণীবৈষম্য মূলক সমাজ ব্যবস্থার বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষাকারী নিয়ম কানুনের সমষ্টি বলে মনে করেন?
(ক) সমাজতান্ত্রিক
(খ) ধনতান্ত্রিক
(গ) সামন্ততান্ত্রিক
(ঘ) প্রজাতান্ত্রিক
উত্তর: খ

১৬. কোন শব্দ থেকে 'Constitution' শব্দটি এসেছে -
(ক) লাতিন শব্দ থেকে
(খ) ইংরেজি শব্দ থেকে
(গ) হিন্দি শব্দ থেকে
(ঘ) গ্রিক শব্দ থেকে
উত্তর: ক

১৭. পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান যে রাষ্ট্রের -
(ক) ভারতের
(খ) রাশিয়ার
(গ) সুইজারল্যান্ডের
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের
উত্তর: ঘ

১৮. সংবিধান হল -
(ক) সংবিধানের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়
(খ) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়মকানুন সমূহের সমষ্টি
(গ) কতকগুলি আইনের সমষ্টি
(ঘ) অনেকগুলি মৌলিক অধিকারসমূহ
উত্তর: খ

১৯. অলিখিত সংবিধান রয়েছে যে দেশে তা হল -
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) সুইটজারল্যান্ড
(গ) ভারত
(ঘ) সুইডেন
উত্তর: ঘ

২০. ক-স্তম্ভ | খ-স্তম্ভ
(i) লিখিত সংবিধানের দোষ | (a) স্থায়িত্ব
(ii) লিখিত সংবিধানের গুণ | (b) জরুরি অবস্থার উপযোগী
(iii) অলিখিত সংবিধানের দোষ | (c) বিচার বিভাগের প্রাধান্য
(iv) অলিখিত সংবিধানের গুণ | (d) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার উপযোগী নয়
উত্তর: (ঘ) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

২১. রাষ্ট্রের দর্পন কাকে বলা হয় -
(ক) জনগণকে
(খ) আদালতকে
(গ) সংবিধানকে
(ঘ) আইনকে
উত্তর: গ

২২. 'Our Constitution' গ্রন্থটির রচয়িতা হলেন -
(ক) প্লেটো
(খ) কুলি
(গ) এস সি কাশ্যপ
(ঘ) আম্বেদকর
উত্তর: গ

২৩. সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছিলেন -
(ক) হবস
(খ) আম্বেদকর
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) কুলি
উত্তর: ঘ

২৪. 'Freedom's Law' গ্রন্থটির রচয়িতা হল -
(ক) কুলি
(খ) ডোয়ার্কিন
(গ) প্লেটো
(ঘ) জওহরলাল নেহরু
উত্তর: খ

২৫. সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ -
বিবৃতি: (i) শাসনতন্ত্র সরকার ও জনগণকে নিয়ন্ত্রণ করে
বিবৃতি: (ii) শাসনতন্ত্র বিশেষ শ্রেণির স্বার্থকে রূপায়ন করে
বিবৃতি: (iii) এটি একটি আইনগত ধারণা
বিবৃতি: (iv) এটি একটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন
উত্তর: (ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

২৬. 'সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ'- এই কথাটি বলেছিলেন -
(ক) জন লক
(খ) ল্যাস্কি
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: ঘ

২৭. সুইটজারল্যান্ডের সংবিধান হল কীরূপ সংবিধান -
(ক) অলিখিত
(খ) লিখিত
(গ) রাজতান্ত্রিক
(ঘ) উপরের সবগুলি ভুল
উত্তর: খ

২৮. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হল -
(ক) গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ভারত ও পাকিস্তান
(গ) বাংলাদেশ ও জাপান
(ঘ) রাশিয়া ও আমেরিকা
উত্তর: ক

২৯. "সংবিধান হল কতকগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়।"- একথা বলেছেন -
(ক) লর্ড ব্রাইস
(খ) অস্টিন
(গ) বেঞ্জামিন অ্যাকজিন
(ঘ) অ্যারিস্টটল
উত্তর: ক

৩০. সংবিধানকে রাষ্ট্রের দলিল বলেছিলেন -
(ক) অ্যারিস্টটল
(খ) লর্ড ব্রাইস
(গ) বেঞ্জামিন অ্যাকজিন
(ঘ) অস্টিন
উত্তর: গ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ (চতুর্থ অধ্যায়) Class 11 Political Science Rastro Songa O boisistho Question And Answer

৩১. লিখিত সংবিধানের গুণ - স্থায়িত্ব, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট, বিচার বিভাগের পক্ষে সুবিধাজনক, ?
(ক) জটিলতা
(খ) সহজলভ্যতা
(গ) মৌলিক অধিকারের সংরক্ষক
(ঘ) সংকীর্ণতা
উত্তর: গ

৩২. লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান দুটি পার্থক্য হল -
(ক) সহজলভ্য এবং স্থায়িত্ব
(খ) অনমনীয়-নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য
(গ) প্রথাভিত্তিক এবং বৃহদায়তন
(ঘ) সবকটি ভুল
উত্তর: খ

৩৩. ভারতের সংবিধান হল _________ সংবিধান।
(ক) লিখিত
(খ) পৃথিবীর ছোটো
(গ) অলিখিত
(ঘ) রাজতান্ত্রিক
উত্তর: ক

৩৪. ক-স্তম্ভ | খ-স্তম্ভ
(i) সুপরিবর্তনীয় সংবিধানের দোষ | (a) জরুরি অবস্থার অনুপযোগী
(ii) সুপরিবর্তনীয় সংবিধানের গুণ | (b) অগণতান্ত্রিক
(iii) দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ | (c) গণতন্ত্রের সাফল্য আনে
(iv) দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ | (d) যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী
উত্তর: (খ) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)

৩৫. সুপরিবর্তনীয় সংবিধান গুলিতে –
(ক) জটিল পদ্ধতির দ্বারা পরিবর্তন হয়।
(খ) সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়।
(গ) আইন প্রণয়নের পদ্ধতি নেই।
(ঘ) সহজে পরিবর্তন হবে না।
উত্তর: খ

৩৬. দুষ্পরিবর্তনীয় সংবিধান গুলিতে -
(ক) সহজে পরিবর্তন করা যায় না।
(খ) স্থির থাকে না।
(গ) জটিল পদ্ধতি অবলম্বন করতে হয় না।
(ঘ) নির্দিষ্ট সময়ে রচিত হয় না।
উত্তর: ক

৩৭. বিবৃতি (A): সংবিধান হল রাষ্ট্র পরিচালনার এক পুরুত্বপূর্ণ উপাদান।
কারণ (R): সংবিধান একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য।
(ক) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়
(খ) (A) ও (R) উভয়ই সঠিক
(গ) (A) ও (R) উভয়ই ভুল
(ঘ) (A) ঠিক ও (R) ভুল
উত্তর: খ

৩৮. লিখিত সংবিধানের দুটি গুণ হল –
(ক) জন স্বার্থের অনুকূল
(খ) গণতন্ত্রের স্বরূপ রক্ষা ও স্থায়িত্ব
(গ) গণবিক্ষোভের সম্ভাবনা কম
(ঘ) প্রবল কঠিন ও অসম্পূর্ণ
উত্তর: খ

৩৯. লিখিত সংবিধানের সুবিধাগুলি হল -
বিবৃতি (i): যুক্তরাষ্ট্রে এটি অপরিহার্য।
বিবৃতি (ii): এটি সরকারের পতিকে রোধ করে।
বিবৃতি (iii): এটি একটি স্থায়ী, নির্দিষ্ট সংবিধান।
বিবৃতি (iv): সরকারের স্বৈরাচারিতাকে প্রশ্রয় দেয়।
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(গ) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(ঘ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর: ঘ

৪০. নিম্নলিখিত তথ্যগুলি কোন সংবিধানের দোষ? -
(i) অগণতান্ত্রিক (ii) অস্থিতিশীলতা, (iii) জনগণের আত্মাহীনতা, (iv) মৌলিক কাঠামোর পরিবর্তন
(ক) লিখিত সংবিধান
(খ) অলিখিত সংবিধান
(গ) সুপরিবর্তনীয় সংবিধান
(ঘ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
উত্তর: গ

সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ | ক্লাস-11 প্রথম সেমিষ্টার চতুর্থ অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ

৪১. নীচে উল্লেখিত তথ্যগুলি কোন সংবিধানের গুণ হবে -
(i) জনবিক্ষোভের সম্ভাবনা কম (ii) যুগোপযোগী (iii) গণতান্ত্রিক সাফল্যের পক্ষে জরুরি (iv) সংকটকালীন পরিস্থিতির উপযোগী।
(ক) লিখিত সংবিধান
(খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(গ) অলিখিত সংবিধান
(ঘ) সুপরিবর্তনীয় সংবিধান
উত্তর: ঘ

৪২. রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকগণের সম্পর্ক নির্ধারিত হয় -
(ক) সংবিধানের দ্বারা
(খ) আলোচনার দ্বারা
(গ) প্রধানমন্ত্রীর দ্বারা
(ঘ) রাজ্যপালের দ্বারা
উত্তর: ক

৪৩. সুপরিবর্তনীয় সংবিধানে সাংবিধানিক আইনের সাথে যে আইনের পার্থক্য করা হয় না –
উত্তর: সাধারণ আইন

৪৪. দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের যে বিভাগের প্রাধান্য পরিলক্ষিত হয় –
উত্তর: বিচার বিভাগ

৪৫. ব্রিটেনের সংবিধান যেরূপ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ –
উত্তর: অলিখিত

৪৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান যেরূপ সংবিধানের উদাহরণ –
উত্তর: দুষ্পরিবর্তনীয়

৪৭. প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার-অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় –
উত্তর: অলিখিত সংবিধান

৪৮. যে পদ্ধতিতে আইনসভা সাধারণ আইন পাস করে সেই পদ্ধতিতে সংবিধান সংশোধিত হলে তাকে বলা হয় -
উত্তর: সুপরিবর্তনীয় সংবিধান

৪৯. আইনসভার সাধারণ আইন পাসের পদ্ধতিতে যে সংবিধানকে সংশোধন করা যায় না, তাকে বলা হয় –
উত্তর: দুষ্পরিবর্তনীয় সংবিধান

৫০. যে দেশে সাধারণত আইন পাসের পদ্ধতিতেই সংবিধান পরিবর্তন করা যায়, তার নাম হল –
উত্তর: গ্রেট ব্রিটেন

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের উত্তর


সংবিধান: সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 4 MCQ


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.