একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-নাগরিকতা (তৃতীয় অধ্যায়) Class 11 Political Science Rastro Songa O boisistho Question And Answer | নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় | WBCHSE Class 11 Political Science 1st Semester Chapter 3 MCQ and Short Question Answers
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের তৃতীয় অধ্যায় — "নাগরিকতা" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।
তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।
এই অধ্যায়ের মাধ্যমে তোমরা নাগরিকতার একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় MCQ
একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর
১. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল-
(ক) নাগরিক
(খ) প্রজা
(গ) বন্ধুভাবাপন্ন বিদেশি
(ঘ) শত্রুভাবাপন্ন বিদেশি
উত্তর: (ক) নাগরিক
২. নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে-
(ক) গ্রিসে
(খ) আমেরিকায়
(গ) ইংল্যান্ডে
(ঘ) রোমে
উত্তর: (ক) গ্রিসে
৩. রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে?
(ক) নাগরিককে
(খ) বিদেশিকে
(গ) দেউলিয়াকে
(ঘ) উন্মাদকে
উত্তর: (খ) বিদেশিকে
৪. সমস্তরকম কর্তব্যপালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে-
(ক) বিদেশির কাছে
(খ) নাগরিকদের কাছে
(গ) নাগরিক ও বিদেশি উভয়ের কাছে
(ঘ) এদের কারও কাছেই নয়
উত্তর: (খ) নাগরিকদের কাছে
৫. রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা বলে পরিচিত-
(ক) বয়স্ক নাগরিকরা
(খ) পূর্ণ নাগরিকরা
(গ) অপূর্ণ নাগরিকরা
(ঘ) বিদেশিরা
উত্তর: (ঘ) বিদেশিরা
৬. ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন-
(ক) নাগরিক
(খ) বিদেশি
(গ) জাতীয়
(ঘ) রাষ্ট্রহীন
উত্তর: (খ) বিদেশি
৭. "রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে" - এ কথা কে বলেছেন?
(ক) বোদা
(খ) মিলার
(গ) ল্যাস্কি
(ঘ) বার্কার
উত্তর: (খ) মিলার
৮. একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে-
(ক) একটি দেশে
(খ) একাধিক দেশে
(গ) তিনটি দেশে
(ঘ) পাঁচটি দেশে
উত্তর: (ক) একটি দেশে
৯. অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি-
(ক) হতে পারেন
(খ) হতে পারেন না
(গ) সর্বদাই পারেন
(ঘ) কোনো কোনো সময় পারেন
উত্তর: (খ) হতে পারেন না
১০. 'Citizen' এটি কোন শব্দ?
(ক) গ্রীক
(খ) ফরাসি
(গ) লাতিন
(ঘ) ইংরেজি
উত্তর: (গ) লাতিন
১১. রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে-
(ক) নাগরিক
(খ) শুধুমাত্র সরকার
(গ) বিদেশি
(ঘ) সবগুলি
উত্তর: (ক) নাগরিক
১২. ভারতের 'প্রথম নাগরিক' কাকে বলা যায়?
(ক) সরকারকে
(খ) রাজ্যপালকে
(গ) প্রধানমন্ত্রীকে
(ঘ) রাষ্ট্রপতিকে
উত্তর: (ঘ) রাষ্ট্রপতিকে
১৩. ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যাবে ______ বছর বয়সে।
(ক) ১২ বছর
(খ) ১৮ বছর
(গ) ২১ বছর
(ঘ) ২৫ বছর
উত্তর: (খ) ১৮ বছর
১৪. নীচের কোন দেশে দ্বৈত নাগরিকত্ব দেখা যায়-
(ক) ভারতে
(খ) শ্রীলঙ্কায়
(গ) রাশিয়া
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর: (ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে
১৫. ভোটদানের অধিকার রয়েছে-
(ক) নির্দিষ্ট কোনো গোষ্ঠীর
(খ) কেবলমাত্র নাগরিকের
(গ) কেবলমাত্র সরকারের
(ঘ) সবগুলি ঠিক
উত্তর: (খ) কেবলমাত্র নাগরিকের
১৬. কীরূপ নাগরিক হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে কোনো নাগরিক-
(ক) স্থানান্তর সূত্রে
(খ) অনুমোদনসূত্রে
(গ) জন্মসূত্রে
(ঘ) সবগুলি ঠিক
উত্তর: (গ) জন্মসূত্রে
১৭. ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকতা সম্পর্কে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে-
(ক) ১১-১৫ নং ধারায়
(খ) ৫-১১ নং ধারায়
(গ) ২-৭ নং ধারায়
(ঘ) ৮-১০ নং ধারায়
উত্তর: (খ) ৫-১১ নং ধারায়
১৮. ভারতে বিদ্যমান রয়েছে-
(ক) ত্রি-নাগরিকত্ব
(খ) আংশিক-নাগরিকত্ব
(গ) দুই-নাগরিকত্ব
(ঘ) এক-নাগরিকত্ব
উত্তর: (ঘ) এক-নাগরিকত্ব
১৯. জন্মসূত্রে অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের ______ পদ্ধতি।
(ক) অস্বাভাবিক
(খ) স্বাভাবিক
(গ) কৃত্রিম
(ঘ) সবগুলি ভুল
উত্তর: (খ) স্বাভাবিক
২০. ভারতীয় নাগরিকত্ব আইনে ১৯৫৫ সালে মোট ধারার সংখ্যা ছিল-
(ক) ১৯ টি
(খ) ১৫ টি
(গ) ১৮ টি
(ঘ) ১০ টি
উত্তর: (ক) ১৯ টি
নাগরিকতা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় MCQ
২১. ভারতীয় নাগরিকত্ব আইনে ১৯৫৫ সালে মোট তপশিলের সংখ্যা ছিল-
(ক) ৮ টি
(খ) ৫ টি
(গ) ৪ টি
(ঘ) ১০ টি
উত্তর: (গ) ৪ টি
২২. নাগরিক বলতে কী বোঝো?
(ক) সরকারি চাকরি ব্যক্তিকে
(খ) কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি
(গ) স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তি
(ঘ) রাষ্ট্রের বিপক্ষে আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি
উত্তর: (খ) কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি
২৩. ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও ভারতে ভোট দিতে পারে না যে ব্যক্তি-
(ক) শিক্ষিত ব্যক্তি
(খ) সাধারণ ব্যক্তি
(গ) নাগরিক
(ঘ) গুরুতর অপরাধে দন্ডিত ব্যক্তি
উত্তর: (ঘ) গুরুতর অপরাধে দন্ডিত ব্যক্তি
২৪. ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকত্ব অর্জন, বিলেপ ইত্যাদি সম্পর্কিত উল্লেখ করেছেন-
(ক) ৮ নং ধারায়
(খ) ১১ নং ধারায়
(গ) ১০ নং ধারায়
(ঘ) ১৫ নং ধারায়
উত্তর: (খ) ১১ নং ধারায়
২৫. ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) ভারতীয় নাগরিকতা আইন প্রথম সংশোধিত হয় (ক) ২০১৯ খ্রিস্টাব্দে
(ii) ভারতে সর্বশেষ নাগরিকতা আইন সংশোধন (খ) ২০০৩ খ্রিস্টাব্দে
(iii) বর্তমানে যে আইনে ভারতের নাগরিকতার উল্লেখ আছে (গ) ১৯৫৭ খ্রিস্টাব্দে
(iv) ভারতীয় সংবিধানে প্রবাসী নাগরিকত্বের বিষয় উল্লেখ (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ক) (i)-(ক), (ii)-(খ), (iii)-(গ), (iv)-(ঘ)
(খ) (i)-(ক), (ii)-(গ), (iii)-(খ), (iv)-(ঘ)
(গ) (i)-(ঘ), (ii)-(খ), (iii)-(ক), (iv)-(গ)
(ঘ) (i)-(গ), (ii)-(ক), (iii)-(ঘ), (iv)-(খ)
উত্তর: (ঘ) (i)-(গ), (ii)-(ক), (iii)-(ঘ), (iv)-(খ)
২৬. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান নীতি রয়েছে-
(ক) একটি
(খ) দুটি
(গ) পাঁচটি
(ঘ) অসংখ্য
উত্তর: (খ) দুটি
২৭. নাগরিকতা সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক ছিলেন-
(ক) হবস
(খ) সক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (গ) অ্যারিস্টটল
২৮. 'নাগরিকত্ব' কাকে বলে?
(ক) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা
(খ) ভারতে বসবাসকারী ব্যক্তি
(গ) অন্যান্য রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তি
(ঘ) রাজনীতিতে অংশগ্রহণ করে যারা
উত্তর: (ক) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা
২৯. কেবলমাত্র নাগরিকদের ______ অধিকার আছে।
(ক) শিক্ষা গ্রহণ করার
(খ) ভোটদানের
(গ) রাজনীতি করার
(ঘ) ব্যবস্থা করার
উত্তর: (খ) ভোটদানের
৩০. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নীচের কোন দেশগুলিতে রক্তের সম্পর্কের নীতিটি অনুসৃত হয়-
(ক) ভারতে ও বাংলাদেশে
(খ) শ্রীলঙ্কায় ও আমেরিকায়
(গ) পাকিস্তান ও নেপালে
(ঘ) সুইটজারল্যান্ডে ও ফ্রান্সে
উত্তর: (ঘ) সুইটজারল্যান্ডে ও ফ্রান্সে
৩১. নাগরিকদের পক্ষে কোন দেশের ভোটদান বাধ্যতামূলক-
(ক) ভারতের
(খ) বাংলাদেশের
(গ) সুইটজারল্যান্ডের
(ঘ) পাকিস্তানের
উত্তর: (গ) সুইটজারল্যান্ডের
৩২. নীচের কোন দেশে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয়-
(ক) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে
(খ) ভারত ও পাকিস্তানে
(গ) সুইটজারল্যান্ড ও ফ্রান্সে
(ঘ) পাকিস্তান ও নেপালে
উত্তর: (ক) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে
৩৩. কোন্ শব্দ থেকে 'নাগরিক' কথাটির উৎপত্তি হয়েছে-
(ক) নাগ থেকে
(খ) নগরবাসী থেকে
(গ) নগর থেকে
(ঘ) নাগর থেকে
উত্তর: (গ) নগর থেকে
৩৪. "নাগরিকের সদাজাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষাকবচ।" - এই মন্তব্যটি করেছেন-
(ক) হবস
(খ) সক্রেটিস
(গ) অ্যারিস্টটল
(ঘ) লর্ড ব্রাইস
উত্তর: (ঘ) লর্ড ব্রাইস
৩৫. ___________ অর্জন করাই হল নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি।
(ক) জন্মসূত্রে
(খ) বিবাহসূত্রে
(গ) অনুমোদন সূত্রে
(ঘ) স্থানান্তর সূত্রে
উত্তর: (ক) জন্মসূত্রে
৩৬. ‘শাসন পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিরাই হলেন নাগরিক’ কথাটি বলেছেন-
(ক) হবস
(খ) অ্যারিস্টটল
(গ) ল্যাস্কি
(ঘ) মিলার
উত্তর: (খ) অ্যারিস্টটল
৩৭. অ্যারিস্টটল যে অর্থে নাগরিকের সংজ্ঞা দিয়েছেন-
(ক) বিস্তৃত
(খ) সংকীর্ণ
(গ) আধুনিক
(ঘ) ঐশ্বরিক
উত্তর: (খ) সংকীর্ণ
৩৮. রাষ্ট্র যাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে-
(ক) নাগরিক
(খ) বিদেশি
(গ) রাষ্ট্রহীন
(ঘ) সুনাগরিক
উত্তর: (খ) বিদেশি
৩৯. যে সকল নাগরিকরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন না-
(ক) পূর্ণ নাগরিক
(খ) অপূর্ণ নাগরিক
(গ) সসম্পূর্ণ নাগরিক
(ঘ) বিদেশি
উত্তর: (খ) অপূর্ণ নাগরিক
৪০. নাগরিক সম্পর্কে আধুনিক ধারণা প্রদান করেছেন-
(ক) অ্যারিস্টটল
(খ) ল্যাস্কি
(গ) হবস
(ঘ) মিলার
উত্তর: (খ) ল্যাস্কি
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-নাগরিকতা (তৃতীয় অধ্যায়) Class 11 Political Science Rastro Songa O boisistho Question And Answer
৪১. ‘নাগরিকতা হল সমাজের মঙ্গলসাধণের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা’ কথাটি বলেছেন-
(ক) অ্যারিস্টটল
(খ) ল্যাস্কি
(গ) মিলার
(ঘ) বার্কার
উত্তর: (খ) ল্যাস্কি
৪২. সুনাগরিকের অন্যতম গুণ হল-
(ক) অশিক্ষা
(খ) দেশপ্রেম
(গ) অসহযোগিতা
(ঘ) অহিংসা
উত্তর: (খ) দেশপ্রেম
৪৪. বিদেশিদের যে’কটি ভাগে বিভক্ত করা হয়-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুটি
৪৫. ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিল ব্রিটেনের-
(ক) নাগরিক
(খ) প্রজা
(গ) বিদেশি
(ঘ) রাষ্ট্রহীন
উত্তর: (খ) প্রজা
৪৬. দ্বিনাগরিকত্ব যে শাসনব্যবস্থার বৈশিষ্ট্য-
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) রাজতান্ত্রিক
উত্তর: (খ) যুক্তরাষ্ট্রীয়
৪৭. নাগরিকতা অর্জনের পদ্ধতি হল-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (খ) দুটি
৪৮. নাগরিকতা অর্জন করা যায়-
(ক) জন্মসূত্রে ও বিবাহসূত্রে
(খ) জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা
(গ) বিবাহসূত্রে ও স্থানান্তর সূত্রে
(ঘ) অনুমোদনের দ্বারা ও স্থানান্তর সূত্রে
উত্তর: (খ) জন্মসূত্রে ও অনুমোদনের দ্বারা
৪৯. জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয়-
(ক) কৃত্রিম নাগরিক
(খ) স্বাভাবিক নাগরিক
(গ) অস্থায়ী নাগরিক
(ঘ) সমষ্টিগত নাগরিক
উত্তর: (খ) স্বাভাবিক নাগরিক
৫০. ‘শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, সে তার পিতা-মাতার নাগরিকতা লাভ করবে’ এই নীতিটিকে বলা হয়-
(ক) জন্মস্থান নীতি
(খ) রক্তের সম্পর্ক নীতি
(গ) বিবাহ নীতি
(ঘ) অনুমোদন নীতি
উত্তর: (খ) রক্তের সম্পর্ক নীতি
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের উত্তর
৫১. গ্রেট ব্রিটেনে অনুমোদনসিদ্ধ নাগরিককে বলা হয়-
(ক) অস্থায়ী নাগরিক
(খ) পূর্ণ নাগরিক
(গ) অপূর্ণ নাগরিক
(ঘ) রাষ্ট্রহীন
উত্তর: (খ) পূর্ণ নাগরিক
৫২. যে দেশের মহিলাকে কোনো বিদেশি পুরুষ বিবাহ করলে তিনি সেই দেশের নাগরিকত্ব পান-
(ক) ভারত
(খ) জাপান
(গ) মার্কিন যুক্তরাষ্ট্র
(ঘ) ফ্রান্স
উত্তর: (খ) জাপান
৫৩. যে দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে-
(ক) ভারত
(খ) মার্কিন যুক্তরাষ্ট্র
(গ) শ্রীলঙ্কা
(ঘ) বাংলাদেশ
উত্তর: (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
৫৪. অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা হল-
(ক) স্বাভাবিক নাগরিকতা
(খ) কৃত্রিম নাগরিকতা
(গ) সমষ্টিগত নাগরিকতা
(ঘ) দ্বৈত নাগরিকতা
উত্তর: (খ) কৃত্রিম নাগরিকতা
৫৫. ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হল-
(ক) ১৮টি
(খ) ২০টি
(গ) ২২টি
(ঘ) ২৪টি
উত্তর: (গ) ২২টি
৫৬. ভারতের নাগরিক হতে হলে অন্তত সংবিধান স্বীকৃত যে’কটি ভাষা জানতে হয়-
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) ১টি
৫৭. সিকিমের ভারতভুক্তির পরে সেখানকার অধিবাসীদের যে পদ্ধতিতে নাগরিকতা প্রদান করা হয়-
(ক) জন্মসূত্রে
(খ) অনুমোদন সূত্রে
(গ) সমষ্টিগত নাগরিকতা
(ঘ) বিবাহ সূত্রে
উত্তর: (গ) সমষ্টিগত নাগরিকতা
৫৮. অপর কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন না করে যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের নাগরিকতা হারান, তখন তাকে বলা হয়-
(ক) সুনাগরিক
(খ) রাষ্ট্রহীন ব্যক্তি
(গ) অস্থায়ী নাগরিক
(ঘ) পূর্ণ নাগরিক
উত্তর: (খ) রাষ্ট্রহীন ব্যক্তি
৫৯. সমষ্টিগত নাগরিকতা অর্জনের ভিত্তি হল-
(ক) জন্ম
(খ) বিবাহ
(গ) চুক্তি
(ঘ) অনুমোদন
উত্তর: (গ) চুক্তি
৬০. বাংলাদেশের রাষ্ট্রহীন ব্যক্তি হলেন-
(ক) তসলিমা নাসরিন
(খ) শেখ হাসিনা
(গ) খালেদা জিয়া
(ঘ) কেউই নন
উত্তর: (ক) তসলিমা নাসরিন
নাগরিকতা | ক্লাস-11 প্রথম সেমিষ্টার তৃতীয় অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ
৬১. ভারতবাসী নাগরিকতা অর্জন করে-
(ক) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
(গ) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তর: (খ) ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬শে জানুয়ারি
৬২. ভারতীয় সংবিধানের যে অংশে নাগরিকতার বিষয়টি রয়েছে-
(ক) প্রথম অংশে
(খ) দ্বিতীয় অংশে
(গ) তৃতীয় অংশে
(ঘ) চতুর্থ অংশে
উত্তর: (খ) দ্বিতীয় অংশে
৬৩. ভারতে নাগরিকতা অর্জনের জন্য আবেদন করার পূর্বে আবেদনকারীকে অন্তত ভারতে বসবাস করতে হয়-
(ক) ৫ বছর
(খ) ৭ বছর
(গ) ১০ বছর
(ঘ) ১২ বছর
উত্তর: (গ) ১০ বছর
৬৪. ভারতের অর্জিত নাগরিক ছিলেন-
(ক) মাদার টেরেসা
(খ) জওহরলাল নেহরু
(গ) মহাত্মা গান্ধী
(ঘ) সরদার প্যাটেল
উত্তর: (ক) মাদার টেরেসা
৬৫. কোনো নাগরিক অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকতা-
(ক) অক্ষত থাকবে
(খ) বিলুপ্ত হতে পারে
(গ) স্থায়ী হবে
(ঘ) আংশিক থাকবে
উত্তর: (খ) বিলুপ্ত হতে পারে