রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ | WBCHSE Class 11 Political Science 1st Semester MCQ – রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রশ্ন ও উত্তর (Chapter 2) | Class 11 Political Science Rastro Songa O boisistho Question And Answer
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের দ্বিতীয় অধ্যায়— "রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WBCHSE একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় – রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য থেকে গুরুত্বপূর্ণ MCQ, এক কথায় উত্তর, ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে দেওয়া হলো পরীক্ষার প্রস্তুতির জন্য।
আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।
তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।
এই অধ্যায়ের মাধ্যমে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও তার বিস্তারের একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়: রাষ্ট্র – সংজ্ঞা ও বৈশিষ্ট্য পরিচিতি
একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য
সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ Type Questions)
রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য – গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য MCQ, WBCHSE Political Science Suggestion
১. রাষ্ট্রবিজ্ঞানের জন্মভূমি হল-
(ক) ইতালি
(খ) প্রাচীন গ্রিস
(গ) রোম
(ঘ) ফ্রান্স।
উত্তর: (খ) প্রাচীন গ্রিস
২. রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে সর্বপ্রথম কোন্ চিন্তাবিদ ব্যবহার করেন?
(ক) অ্যারিস্টট্ল
(খ) প্লেটো
(গ) সিসেরো
(ঘ) নিকোলো ম্যাকিয়াভেলি।
উত্তর: (ঘ) নিকোলো ম্যাকিয়াভেলি
৩. 'দ্য প্রিন্স' গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(ক) ১৫০০ খ্রিস্টাব্দে
(খ) ১৫১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৫২৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৫৪০ খ্রিস্টাব্দে।
উত্তর: (খ) ১৫১৩ খ্রিস্টাব্দে
৪. 'রাষ্ট্র' শব্দটির উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে?
(ক) পলি
(খ) পলিস
(গ) গিল্ড
(ঘ) ক্ল্যান।
উত্তর: (খ) পলিস
৫. 'পলিস' শব্দটি কোন্ ভাষা থেকে এসেছে?
(ক) লাতিন
(খ) ইংরেজি
(গ) গ্রিক
(ঘ) ফরাসি।
উত্তর: (গ) গ্রিক
৬. ইংরেজি 'State' শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(ক) স্ট্যাটাস (Status)
(খ) স্ট্যাটো (Stato)
(গ) এস্টেট
(ঘ) স্ট্যাটিও।
উত্তর: (ক) স্ট্যাটাস (Status)
৭. 'আমিই রাষ্ট্র' কথাটি কে ব্যবহার করেন?
(ক) প্রথম লুই
(খ) দ্বাদশ লুই
(গ) চতুর্দশ লুই
(ঘ) সপ্তদশ লুই।
উত্তর: (গ) চতুর্দশ লুই
৮. 'রাষ্ট্র মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল'- কে বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) অ্যারিস্টট্ল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) বার্জেস।
উত্তর: (ঘ) বার্জেস
৯. "রাষ্ট্র হল মর্ত্যে ঈশ্বরের পদচারণা" কে বলেছেন?
(ক) হেগেল
(খ) হস
(গ) গার্নার
(ঘ) কার্ল মার্কস।
উত্তর: (ক) হেগেল
১০. গার্নার রাষ্ট্রের মোট কটি উপাদানকে চিহ্নিত করেছিলেন?
(ক) ১টি
(খ) ২টি
(গ) ৩টি
(ঘ) ৪টি।
উত্তর: (ঘ) ৪টি
১১. বোদাঁর রচিত কোন্ গ্রন্থে রাষ্ট্রের সার্বভৌম চরিত্রটি সর্বপ্রথম পরিস্ফুট হয়?
(ক) সিক্স বুকস অফ কমনওয়েলথ
(খ) পলিটিকস
(গ) দ্য প্রিন্স
(ঘ) লেভিয়াথান।
উত্তর: (ক) সিক্স বুকস অফ কমনওয়েলথ
১২. এককেন্দ্রিক সরকার বর্তমান-
(ক) ব্রিটেনে
(খ) ভারতে
(গ) মার্কিন যুক্তরাষ্ট্রে
(ঘ) সুইটজারল্যান্ডে।
উত্তর: (ক) ব্রিটেনে
১৩. অ্যারিস্টট্লের মতে, রাষ্ট্রের উদ্ভব হয়েছে-
(ক) বিবর্তনের মাধ্যমে
(খ) চুক্তির মাধ্যমে
(গ) বলপ্রয়োগের মাধ্যমে
(ঘ) ধর্মের মাধ্যমে।
উত্তর: (ক) বিবর্তনের মাধ্যমে
১৪. রাষ্ট্রের বাহু কাকে বলা হয়?
(ক) নির্দিষ্ট ভূখণ্ডকে
(খ) সরকারকে
(গ) রাজকোষকে
(ঘ) জনসমষ্টিকে।
উত্তর: (ক) নির্দিষ্ট ভূখণ্ডকে
১৫. ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন-
(ক) ম্যাকিয়াভেলি
(খ) চতুর্দশ লুই
(গ) অ্যারিস্টট্ল
(ঘ) কৌটিল্য।
উত্তর: (গ) অ্যারিস্টট্ল
১৬. রাষ্ট্রের প্রধান উপাদান হল-
(ক) জনগণ
(খ) সরকার
(গ) জাতীয়তাবাদ
(ঘ) সার্বভৌমিকতা।
উত্তর: (ঘ) সার্বভৌমিকতা
১৭. 'রিপাব্লিক' গ্রন্থের লেখক হলেন-
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) ল্যাফি
(ঘ) গার্নার।
উত্তর: (খ) প্লেটো
১৮. সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হল-
বিবৃতি (i) হস্তান্তরযোগ্য ও বিভাজ্য
বিবৃতি (ii) সর্বজনীন ও সর্বব্যাপী
বিবৃতি (iii) চরম, চূডান্ত ও সীমাহীন
বিবৃতি (iv) অহস্তান্তরযোগ্য ও অবিভাজ্য
(ক) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(খ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(গ) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর: (ঘ) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
১৯. পোলিস কী?
(ক) ফ্রান্সের নগররাষ্ট্র
(খ) গ্রিসের নগররাষ্ট্র
(গ) রোমের নগররাষ্ট্র
(ঘ) ভারতীয় নগররাষ্ট্র।
উত্তর: (খ) গ্রিসের নগররাষ্ট্র
২০. রাষ্ট্রের অপরিহার্য উপাদান সার্বভৌমিকতা-
(ক) ভুল
(খ) ঠিক
(গ) হবে না
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) ঠিক
Class 11 Political Science Chapter 2 MCQ with Answers – State: Definition and Characteristics
Class 11 Political Science MCQ, State Definition and Features
২১. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন-
(ক) গার্নার
(খ) উইলসন
(গ) হেগেল
(ঘ) ল্যাঙ্কি।
উত্তর: (ক) গার্নার
২২. বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রে জনসংখ্যা সবথেকে বেশি-
(ক) রাশিয়া
(খ) আমেরিকা
(গ) চিন
(ঘ) ভারত।
উত্তর: (ঘ) ভারত
২৩. রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য হল-
(ক) স্থায়িত্ব
(খ) জনসমষ্টি
(গ) জাতীয়তাবাদ
(ঘ) অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি।
উত্তর: (খ) জনসমষ্টি
২৪. 'রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র'?- এই মতটি কাদের?
(ক) রাষ্ট্রবিজ্ঞানীদের
(খ) সাহিত্যিকদের
(গ) আচরণবাদীদের
(ঘ) মার্কসবাদীদের।
উত্তর: (ঘ) মার্কসবাদীদের
২৫. রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা ছিলেন-
(ক) রুশো
(খ) বোঁদা
(গ) উইলোবি
(ঘ) লেনিন।
উত্তর: (খ) বোঁদা
২৬. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হল-
(ক) বাংলাদেশ
(খ) গ্রিনল্যান্ড
(গ) ভ্যাটিকান সিটি
(ঘ) ভুটান।
উত্তর: (গ) ভ্যাটিকান সিটি
২৭. রাষ্ট্রের মস্তিষ্ক নীচের কোন উপাদানকে বলা হয়-
(ক) সরকারকে
(খ) ভূখন্ডকে
(গ) জনগণকে
(ঘ) সবকটি ভুল।
উত্তর: (ক) সরকারকে
২৮. 'রাষ্ট্র হল কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ'- একথা বলেছেন-
(ক) কার্ল মার্কস
(খ) ল্যাস্কি
(গ) গান্ধিজি
(ঘ) মন্তেস্কু।
উত্তর: (গ) গান্ধিজি
২৯. জনগণের সার্বভৌমিকতার কথা নীচের বলেছিলেন-
(ক) গার্নার
(খ) রুশো
(গ) লেনিন
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (খ) রুশো
৩০. রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম-
(ক) সার্বভৌমিকতা
(খ) জাতীয়তাবাদ
(গ) সরকার
(ঘ) নেই।
উত্তর: (ক) সার্বভৌমিকতা
৩১. ক-স্তম্ভ খ-স্তম্ভ
(ⅰ) ম্যাকিয়াভেলি (a) পলিস
(ⅰⅰ) গ্রিক (b) স্টেট
(ⅲ) রোমান (c) স্ট্য
(ⅳ) টিউটনগণ (d) সিভিটাস
(ক) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(খ) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(ঘ) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
উত্তর: (গ) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
৩২. 'সোশ্যাল কনট্রাক্ট' গ্রন্থের লেখক হলেন-
(ক) রুশো
(খ) ল্যাস্কি
(গ) হবস
(ঘ) প্লেটো।
উত্তর: (ক) রুশো
৩৩. 'সার্বভৌমিকতা' শব্দটির অর্থ হল-
(ক) সমানাধিকতা
(খ) স্বাধীন রাষ্ট্র
(গ) রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব
(ঘ) সর্বশ্রেষ্ঠ।
উত্তর: (গ) রাষ্ট্রের চূডান্ত কর্তৃত্ব
৩৪. সিভিটাস হল-
(ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র
(খ) প্রাচীন ভারতীয় নগররাষ্ট্র
(গ) প্রাচীন গ্রিক নগররাষ্ট্র
(ঘ) সবগুলি ভুল।
উত্তর: (ক) প্রাচীন রোমের নগররাষ্ট্র
৩৫. 'দুনিয়ার মজদুর এক হও'- উক্তিটি করেছেন-
(ক) ল্যাস্কি
(খ) কার্ল মার্কস
(গ) বার্জেস
(ঘ) ষোড়শ লুই।
উত্তর: (খ) কার্ল মার্কস
৩৬. সমাজের সর্বোচ্চ সংগঠন হল-
(ক) রাষ্ট্র
(খ) পরিবার
(গ) গোষ্ঠী
(ঘ) সমাজ।
উত্তর: (ক) রাষ্ট্র
৩৭. প্লেটো ও অ্যারিস্টটলের আমলে যে রাষ্ট্র ছিল তাকে বলা হত-
(ক) নগররাষ্ট্র
(খ) গ্রামীণ রাষ্ট্র
(গ) সিভিটাস
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (ক) নগররাষ্ট্র
৩৮. ‘The Prince’ গ্রন্থে ম্যাকিয়াভেলি State-এর পরিভাষা হিসেবে কোন শব্দটি ব্যবহার করেন?
(ক) স্ট্যাসিস
(খ) স্ট্যাটো
(গ) স্ট্যাসিও
(ঘ) স্ট্যাট।
উত্তর: (খ) স্ট্যাটো
৩৯. জার্মান শব্দ ‘ল্যান্ডটাগ’ (Landtag) শব্দটি কোন ধারণাকে ব্যক্ত করে?
(ক) নগররাষ্ট্র
(খ) ভূখণ্ড সম্বলিত রাষ্ট্র
(গ) আধুনিক রাষ্ট্র
(ঘ) জনগণ সংবলিত রাষ্ট্র।
উত্তর: (খ) ভূখণ্ড সম্বলিত রাষ্ট্র
WBCHSE Class 11 Political Science 1st Semester Suggestion – Chapter 2
WBCHSE Class 11 Political Science Suggestion
৪০. স্ট্যাটাস (Status)
শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
(ক) ইংরেজ
(খ) ফরাসি
(গ) লাতিন
(ঘ) গ্রিক।
উত্তর: (গ) লাটিন
৪১. বৃহৎ রাষ্ট্রের ধারণা সর্বপ্রথম কারা প্রবর্তন করেন?
(ক) গীকরা
(খ) রোমানরা
(গ) টিউটনরা
(ঘ) ফরাসিরা।
উত্তর: (গ) টিউটনরা
৪২. রাজার সমার্থক শব্দ হিসেবে ‘রাষ্ট্র’ কথাটি কোন রাষ্ট্রচিন্তাবিদ ব্যবহার করেন?
(ক) চতুর্দশ লুই
(খ) ম্যাকিয়াভেলি
(গ) প্লেটো
(ঘ) বেকন।
উত্তর: (ঘ) বেকন
৪৩. অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল-
(ক) মানবিক প্রতিষ্ঠান
(খ) সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান
(গ) জৈবিক প্রতিষ্ঠান
(ঘ) সংঘবদ্ধ প্রতিষ্ঠান।
উত্তর: (খ) সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান
৪৪. রাষ্ট্র হল পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি – উক্তিটি কার?
(ক) ডেভিড ইস্টন
(খ) সিসেরো
(গ) অ্যারিস্টটল
(ঘ) বোদা।
উত্তর: (গ) অ্যারিস্টটল
৪৫. রাষ্ট্র হল এমন একটি সমাজ যার বিপুল সংখ্যক জনসমষ্টি সমান অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের সাহায্যে সুযোগসুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে থাকে – উক্তিটি করেছেন-
(ক) জন লক
(খ) সিসেরো
(গ) টমাস হ
(ঘ) বোদা।
উত্তর: (খ) সিসেরো
৪৬. রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি – কে বলেছেন?
(ক) ম্যাকাইভার
(খ) সিসেরো
(গ) পলিবিয়াস
(ঘ) উড্রো উইলসন।
উত্তর: (ঘ) উড্রো উইলসন
৪৭. ব্লুন্টস্ক্লির মতে রাষ্ট্র হল –
(ক) মানবসমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল
(খ) নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ
(গ) জীবন্ত ব্যক্তিত্ব
(ঘ) মর্ত্যে ঈশ্বরের পদক্ষেপ।
উত্তর: (খ) নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ
৪৮. রাষ্ট্র হল একটি সামাজিক চুক্তি যা ব্যক্তিদের প্রাকৃতিক অবস্থা থেকে সরে আসার জন্য গঠিত হয় – উক্তিটি কার?
(ক) বার্কার
(খ) রুশো
(গ) হবস
(ঘ) লক।
উত্তর: (গ) হবস
৪৯. জন লক রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন –
(ক) রাষ্ট্র ব্যক্তিদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি-সহ বিভিন্ন প্রাকৃতিক অধিকার রক্ষার জন্য বিদ্যমান
(খ) জনগণের সাধারণ ইচ্ছার একটি অভিব্যক্তি হল রাষ্ট্র
(গ) রাষ্ট্র হল ক্রমবিবর্তনের ফল
(ঘ) রাষ্ট্র হল আইনানুসারে গঠিত একটি জনসমষ্টি।
উত্তর: (ক) রাষ্ট্র ব্যক্তিদের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি-সহ বিভিন্ন প্রাকৃতিক অধিকার রক্ষার জন্য বিদ্যমান
৫০. “জনগণের সাধারণ ইচ্ছার একটি অভিব্যক্তি হল রাষ্ট্র” – বক্তব্যটি করেছেন-
(ক) বোদা
(খ) রুশো
(গ) হবস
(ঘ) লক।
উত্তর: (গ) হবস
৫১. রাষ্ট্র হল একটি বিশেষ ধরনের সংগঠন যা প্রচলিত প্রথা ও প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে এবং বাধ্যতামূলক আইনব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত – রাষ্ট্র সম্পর্কে এই উক্তিটি করেছেন-
(ক) গার্নার
(খ) ম্যাকাইভার
(গ) হল্যান্ড
(ঘ) বার্কার।
উত্তর: (ক) গার্নার
৫২. রাষ্ট্র সম্পর্কিত আইনগত দৃষ্টিভঙ্গির একজন প্রবক্তার নাম-
(ক) গার্নার
(খ) ল্যাঙ্কি
(গ) রুশো
(ঘ) উড্রো উইলসন।
উত্তর: (ঘ) উড্রো উইলসন
৫৩. “রাষ্ট্র হল কতগুলি পরিবার ও তাদের যৌথ সম্পত্তির সমন্বয়ে গঠিত এমন একটি আইনসম্মত সরকার যা সার্বভৌম ক্ষমতার অধিকারী” – বলেছেন-
(ক) বোদা
(খ) হল
(গ) গ্রিন
(ঘ) হেগেল।
উত্তর: (ক) বোদা
৫৪. কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত একটি জনসমাজ হিসেবে উল্লেখ করেছেন?
(ক) বার্কার
(খ) হল
(গ) হল্যান্ড
(ঘ) কেউই নয়।
উত্তর: (খ) হল
৫৫. কে রাষ্ট্রকে একটি বলপ্রয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন?
(ক) হল্যান্ড
(খ) বার্জেস
(গ) ম্যাকাইভার
(ঘ) উইলসন।
উত্তর: (গ) ম্যাকাইভার
৫৬. “নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এক বৃহৎ জনসমষ্টি হল রাষ্ট্র” – উক্তিটি কার?
(ক) ওপেনহাইম
(খ) কিসিংগার
(গ) হ
(ঘ) হল্যান্ড।
উত্তর: (ঘ) হল্যান্ড
৫৭. “রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট ভূখণ্ডে শাসক ও শাসিতদের নিয়ে গঠিত এমন একটি জনসমষ্টি যা তার সীমানার মধ্যে অন্যান্য সমস্ত প্রতিষ্ঠানসমূহের উপরে কর্তৃত্বের দাবি করে” – উক্তিটি করেছেন-
(ক) জন রলস
(খ) হেগেল
(গ) ল্যাস্কি
(ঘ) র্যাফেল।
উত্তর: (গ) ল্যাস্কি
৫৮. কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্যে শান্তি ও নিরাপত্তা রক্ষাকারী একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেছেন?
(ক) বার্জেস
(খ) র্যাফেল
(গ) হল
(ঘ) গার্নার।
উত্তর: (খ) র্যাফেল
৫৯. “রাষ্ট্র হল সার্বভৌমত্বের অপর নাম” – উক্তিটি কার?
(ক) জন অস্টিন
(খ) জন লক
(গ) জাঁ জ্যাক রুশো
(ঘ) টি এইচ গ্রিন।
উত্তর: (ক) জন অস্টিন
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সাজেশন ও প্রশ্নোত্তর PDF
Class 11 Rastrabigyan Chapter 2 PDF
৬০. “একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক দিক থেকে সংঘটিত জনসমষ্টি হল রাষ্ট্র” – উক্তিটি কার?
(ক) হেগেল
(খ) বোসংকেত
(গ) ব্লুন্টলি
(ঘ) বার্জেস।
উত্তর: (গ) ব্লুন্টলি
৬১. কোন রাষ্ট্রবিজ্ঞানী সর্বপ্রথম রাষ্ট্রের আইনানুগ সংজ্ঞা প্রদান করেন?
(ক) অ্যারিস্টটল
(খ) মেটো
(গ) বোদাঁ
(ঘ) উড্রো উইলসন।
উত্তর: (গ) বোদাঁ
৬২. বোদাঁ কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন?
(ক) গ্রিস
(খ) ফ্রান্স
(গ) ব্রিটেন
(ঘ) জার্মানি।
উত্তর: (খ) ফ্রান্স
৬৩. রাষ্ট্র সম্পর্কিত একজন আদর্শবাদী তাত্ত্বিক হলেন-
(ক) জাঁ বোদাঁ
(খ) ডেভিড ইস্টন
(গ) লেনিন
(ঘ) হেগেল।
উত্তর: (ঘ) হেগেল
৬৪. “রাষ্ট্রের জন্য ব্যক্তি নয়, ব্যক্তির জন্যে রাষ্ট্র” — কাদের মতবাদ?
(ক) উদারনীতিবাদীদের
(খ) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীদের
(গ) মার্কসবাদীদের
(ঘ) রাজতান্ত্রিকদের।
উত্তর: (ক) উদারনীতিবাদীদের
৬৫. An Introduction to Politics গ্রন্থটির লেখক কে?
(ক) ল্যাস্কি
(খ) ওয়েবার
(গ) রাফায়েল
(ঘ) বার্কার।
উত্তর: (ক) ল্যাস্কি
৬৬. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের ধারণা প্রচার করেন-
(ক) আদর্শবাদীরা
(খ) উদারনীতিবাদীরা
(গ) আচরণবাদীরা
(ঘ) মার্কসবাদীরা।
উত্তর: (খ) উদারনীতিবাদীরা
৬৭. আদর্শবাদীরা রাষ্ট্রকে কীরূপ প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছিলেন?
(ক) সর্বাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান
(খ) কৃত্রিম প্রতিষ্ঠান
(গ) পরিকল্পিত প্রতিষ্ঠান
(ঘ) হিংসাত্মক প্রতিষ্ঠান।
উত্তর: (ক) সর্বাত্মক ও অভ্রান্ত প্রতিষ্ঠান
৬৮. রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে কে সম্বোধন করেছেন?
(ক) অধ্যাপক গার্নার
(খ) হেগেল
(গ) হারবার্ট স্পেনসার
(ঘ) ম্যাকাইভার।
উত্তর: (গ) হারবার্ট স্পেনসার
৬৯. কার মতে, “পেনসিল কাটার জন্য যেমন কুঠার অনুপযুক্ত, ঠিক তেমনি মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশে রাষ্ট্রও অনুপযুক্ত”?
(ক) বার্কার
(খ) ম্যাকাইভার
(গ) গ্রিন
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (খ) ম্যাকাইভার
৭০. কোন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রকে নেতিবাচক রূপে সংজ্ঞায়িত করেছেন?
(ক) কার্ল মার্কস
(খ) ডেভিড ইস্টন
(গ) হল
(ঘ) বার্জেস।
উত্তর: (ক) কার্ল মার্কস
৭১. কারা রাষ্ট্রের অবলুপ্তির কথা বলেন?
(ক) মার্কসবাদীরা
(খ) ভাববাদীরা
(গ) উদারবাদীরা
(ঘ) পুঁজিবাদীরা।
উত্তর: (ক) মার্কসবাদীরা
৭২. মার্কসবাদীদের মতে কখন রাষ্ট্রের বিলোপ ঘটে?
(ক) বস্তুবাদী সমাজে
(খ) ভাববাদী সমাজে
(গ) শ্রেণি সমাজে
(ঘ) শ্রেণিহীন সমাজে।
উত্তর: (ঘ) শ্রেণিহীন সমাজে
৭৩. কোন সমাজে রাষ্ট্র ছিল না বলে মার্কস মনে করেন?
(ক) পুঁজিবাদী
(খ) দাস
(গ) আদিম সাম্যবাদী
(ঘ) সামন্ত।
উত্তর: (গ) আদিম সাম্যবাদী
৭৪. কাদের মতে রাষ্ট্র শাশ্বত বা চিরন্তন প্রতিষ্ঠান নয়?
(ক) উদারবাদী
(খ) মার্কসবাদী
(গ) নৈরাজ্যবাদী
(ঘ) ভাববাদী।
উত্তর: (খ) মার্কসবাদী
৭৫. মার্কসবাদীদের মতে রাষ্ট্র হল—
(ক) উপরিকাঠামো
(খ) ভিত্তি
(গ) রাষ্ট্রের উপাদান
(ঘ) চূড়ান্ত প্রতিষ্ঠান।
উত্তর: (ক) উপরিকাঠামো
৭৬. গান্ধিজির রাষ্ট্রহীন সমাজের নাম কী?
(ক) রামরাজ্য
(খ) লক্ষণরাজ্য
(গ) নৈরাজ্য
(ঘ) শিবরাজ্য।
উত্তর: (ক) রামরাজ্য
৭৭. রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্র হল—
(ক) সমাজ
(খ) ব্যক্তি
(গ) রাষ্ট্র
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (গ) রাষ্ট্র
৭৮. “রাষ্ট্রকে কেন্দ্র করেই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি” — উক্তিটি কার?
(ক) অধ্যাপক গার্নার
(খ) ডেভিড ইস্টন
(গ) বার্কার
(ঘ) হ।
উত্তর: (ক) অধ্যাপক গার্নার
৭৯. কোন্ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে ঐশ্বরিক কর্তৃত্বসম্পন্ন নৈতিক প্রতিষ্ঠানরূপে অভিহিত করেছিলেন?
(ক) মার্কসবাদী
(খ) সামাজিক চুক্তিবাদীরা
(গ) চুক্তিবাদী
(ঘ) আদর্শবাদীরা।
উত্তর: (ঘ) আদর্শবাদীরা
Class 11 Political Science MCQ Chapter 2 | রাষ্ট্র: সংজ্ঞা ও বৈশিষ্ট্য | WBCHSE Suggestion
৮০. রাষ্ট্রকে চুক্তির ফল মনে করেন কারা?
(ক) ভাববাদীরা
(খ) সামাজিক চুক্তিবাদীরা
(গ) ঐশ্বরিকতাবাদীরা
(ঘ) উদারবাদী।
উত্তর: (খ) সামাজিক চুক্তিবাদীরা
৮১. “পশুশক্তি নয়, জনগণের সম্মতিই হল রাষ্ট্রের ভিত্তি” — উক্তিটি কার?
(ক) লক
(খ) কার্ল মার্কস
(গ) হেগেল
(ঘ) গ্রিন।
উত্তর: (ঘ) গ্রিন
৮২. কোন্ রাষ্ট্রবিজ্ঞানীরা ‘রাষ্ট্র’ শব্দটি গ্রহণে রাজি ছিলেন না?
(ক) ব্যক্তিস্বাতন্ত্র্যবাদীরা
(খ) আচরণবাদীরা
(গ) মার্কসবাদীরা
(ঘ) চুক্তিবাদীরা।
উত্তর: (খ) আচরণবাদীরা
৮৩. আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে কোন্ কথাটি প্রয়োগ করেছিলেন?
(ক) সামাজিক ব্যবস্থা
(খ) সমাজ ব্যবস্থা
(গ) রাজনৈতিক ব্যবস্থা
(ঘ) শ্রেণিব্যবস্থা।
উত্তর: (গ) রাজনৈতিক ব্যবস্থা
৮৪. কোন্ আচরণবাদী তাত্ত্বিক সর্বপ্রথম ‘রাজনৈতিক ব্যবস্থা’ শব্দটি ব্যবহার করেন?
(ক) ডেভিড ইস্টন
(খ) চার্লস মেরিয়াম
(গ) ল্যাসওয়েল
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (ক) ডেভিড ইস্টন
৮৫. “রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়” – বলেছেন?
(ক) হেগেল
(খ) লক
(গ) গান্ধিজি
(ঘ) লেনিন।
উত্তর: (ক) হেগেল
৮৬. রাষ্ট্রকে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়—
(ক) মার্কসবাদে
(খ) আদর্শবাদে
(গ) সামাজিক চুক্তি মতবাদে
(ঘ) গান্ধিবাদে।
উত্তর: (খ) আদর্শবাদে
৮৭. কে রাষ্ট্রকে এক শ্রেণির উপর অন্য একটি শ্রেণির উৎপীড়নের যন্ত্র বলে অভিহিত করেছেন?
(ক) লেনিন
(খ) বার্জেস
(গ) ব্লুন্টস্লি
(ঘ) কার্ল মার্কস।
উত্তর: (ক) লেনিন
৮৮. কারা রাষ্ট্রকে ‘সমষ্টিগত ইচ্ছার প্রতীকরূপে’ আখ্যায়িত করেছেন?
(ক) আচরণবাদীরা
(খ) আদর্শবাদীরা
(গ) মার্কসবাদীরা
(ঘ) কোনোটিই নয়।
উত্তর: (খ) আদর্শবাদীরা
৮৯. রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
(ক) জনসমষ্টি
(খ) সার্বভৌমিকতা
(গ) সরকার
(ঘ) ভূখণ্ড।
উত্তর: (খ) সার্বভৌমিকতা
৯০. আইনগত সার্বভৌমিকতার জনক হলেন-
(ক) রুশো
(খ) বোদাঁ
(গ) জন লক
(ঘ) হবস।
উত্তর: (খ) বোদাঁ
৯১. রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন-
(ক) রুশো
(খ) বোদাঁ
(গ) জন লক
(ঘ) হবস।
উত্তর: (গ) জন লক
৯২. সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন-
(ক) গেটেল
(খ) গার্নার
(গ) হেগেল
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (ক) গেটেল
৯৩. রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন-
(ক) হবস
(খ) রুশো
(গ) লক
(ঘ) গ্রিন।
উত্তর: (ক) হবস
৯৪. ‘সরকার হল রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র’ কথাটি বলেছেন-
(ক) গেটেল
(খ) গার্নার
(গ) হেগেল
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (ক) গেটেল
৯৫. সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায়-
(ক) শাসন বিভাগীয় ক্ষমতা
(খ) বিচার বিভাগীয় ক্ষমতা
(গ) আইন বিভাগীয় ক্ষমতা
(ঘ) সবগুলি।
উত্তর: (ক) শাসন বিভাগীয় ক্ষমতা
৯৬. ভারতে যে ধরণের সরকার দেখা যায়-
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) রাজতান্ত্রিক।
উত্তর: (খ) যুক্তরাষ্ট্রীয়
৯৭. চীন দেশে যে ধরণের সরকার দেখা যায়-
(ক) এককেন্দ্রিক
(খ) যুক্তরাষ্ট্রীয়
(গ) সমাজতান্ত্রিক
(ঘ) রাজতান্ত্রিক।
উত্তর: (গ) সমাজতান্ত্রিক
৯৮. আয়তনে সর্ববৃহৎ রাষ্ট্র হল-
(ক) রাশিয়া
(খ) চীন
(গ) ভারত
(ঘ) আমেরিকা।
উত্তর: (ক) রাশিয়া
৯৯. ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন-
(ক) মন্তেস্কু
(খ) ম্যাকিয়াভেলি
(গ) হেগেল
(ঘ) গার্নার।
উত্তর: (ক) মন্তেস্কু
১০০. ‘নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না’ কথাটি বলেছেন-
(ক) ব্লুন্টস্লি
(খ) গার্নার
(গ) হেগেল
(ঘ) ল্যাস্কি।
উত্তর: (ক) ব্লুন্টস্লি