WBCHSE Class 11 Political Science 1st Semester MCQ – রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি প্রশ্ন ও উত্তর | Class 11 Political Science Rastrabigyaner Prakriti O Poridhi Question And Answer

Class 11 Political Science Rastrabigyaner Prakriti O Poridhi Question And Answer | WBCHSE Class 11 Political Science 1st Semester MCQ – রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি প্রশ্ন ও উত্তর


প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আজকের এই আলোচনায় আমরা তোমাদের জন্য এনেছি WBCHSE Class 11 Semester 1 Political Science বিষয়ের প্রথম অধ্যায়— "রাষ্ট্রবিজ্ঞান: প্রকৃতি ও পরিধি" এর উপরে একটি সুন্দর ও তথ্যসমৃদ্ধ সাজেশন। এই অধ্যায়টি West Bengal Board Class 11th 1st Semester Political Science Question Answer এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এখানে অধ্যায়টির প্রতিটি অংশকে সহজভাবে উপস্থাপন করেছি— যেমন MCQ, SAQ, Fill in the blanks, One-word answer, এবং Short Notes। এই নোটগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং আশা করা যায়, এখান থেকে বহু common questions পেয়ে যাবে।

তোমরা যদি এই অধ্যায়টি পড়তে গিয়ে কোথাও অসুবিধায় পড়ো, তাহলে আমাদের Telegram, WhatsApp, অথবা YouTube channel-এ যুক্ত হতে পারো। আমরা সেখানে নিয়মিত আপডেট, সাজেশন এবং সহায়তা দিয়ে থাকি।

এই অধ্যায়ের মাধ্যমে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও তার বিস্তারের একটি পরিষ্কার ধারণা পাবে, যা তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।
WBCHSE Class 11 Political Science 1st Semester MCQ – রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি প্রশ্ন ও উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ Type Questions)

একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়: রাষ্ট্রবিজ্ঞান – প্রকৃতি ও পরিধি পরিচিতি

শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি – গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর


১. সফিস্টরা মূলত বিশ্বাসী ছিলেন—  
(ক) সামাজিক বৈষম্যে  
(খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়  
(গ) ক্রীতদাস প্রথায়  
(ঘ) স্বৈরাচারিতায়  
উত্তর: (খ) ব্যক্তিস্বাধীনতা ও সমতায়

২. নিম্নলিখিত কে সক্রেটিসের শিষ্য হিসেবে পরিচিতি লাভ করেছেন?  
(ক) অ্যারিস্টটল  
(খ) সিসেরো  
(গ) পলিবিয়াস  
(ঘ) প্লেটো  
উত্তর: (ঘ) প্লেটো

৩. প্লেটো রাষ্ট্রশাসক হিসেবে কাকে প্রাধান্য দিয়েছিলেন?  
(ক) দার্শনিক রাজা  
(খ) সাধারণ মানুষ  
(গ) বলবান রাজা  
(ঘ) কর্মঠ শ্রমজীবী মানুষ  
উত্তর: (ক) দার্শনিক রাজা

৪. মধ্যযুগের রাষ্ট্রচিন্তা আবর্তিত হয়েছিল—  
(ক) বাস্তববাদ দ্বারা  
(খ) ধর্মীয় চিন্তা দ্বারা  
(গ) কূটনীতি দ্বারা  
(ঘ) যুক্তিবাদী আইন দ্বারা  
উত্তর: (খ) ধর্মীয় চিন্তা দ্বারা

৫. রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে, এ কথা—  
(ক) সত্য  
(খ) অসত্য  
(গ) কল্পনা  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (ক) সত্য

৬. বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয়েছে—  
(ক) ইংল্যান্ডে  
(খ) রোমে  
(গ) গ্রিসে  
(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে  
উত্তর: (গ) গ্রিসে

৭. ‘রাষ্ট্রবিজ্ঞান’ কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক প্রথম ব্যবহার করেন?  
(ক) লাইবনিজ  
(খ) অ্যারিস্টটল  
(গ) প্লেটো  
(ঘ) রুশো  
উত্তর: (ক) লাইবনিজ

৮. অ্যারিস্টটল তাঁর ‘পলিটিক্স’ গ্রন্থে কটি পলিস বা নগররাষ্ট্রের কথা বলেছেন?  
(ক) ১৫০টি  
(খ) ১৫২টি  
(গ) ১৫৮টি  
(ঘ) ১৬০টি  
উত্তর: (গ) ১৫৮টি

৯. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন—  
(ক) অ্যারিস্টটল  
(খ) রবসন  
(গ) গ্রিন  
(ঘ) রবার্ট ডাল  
উত্তর: (ক) অ্যারিস্টটল

১০. রাষ্ট্রবিজ্ঞান একটি—  
(ক) গতিশীল শাস্ত্র  
(খ) স্থিতিশীল শাস্ত্র  
(গ) নিষ্ক্রিয় শাস্ত্র  
(ঘ) অপ-রাসায়নিক শাস্ত্র  
উত্তর: (ক) গতিশীল শাস্ত্র

১১. আচরণবাদের উদ্ভব হয়—  
(ক) উনিশ শতকে  
(খ) বিশ শতকে  
(গ) খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে  
(ঘ) ষোড়শ শতকে  
উত্তর: (খ) বিশ শতকে

১২. আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন—  
(ক) নিকোলো ম্যাকিয়াভেলি  
(খ) রবসন  
(গ) রবার্ট ডাল  
(ঘ) গার্নার  
উত্তর: (গ) রবার্ট ডাল

১৩. রাষ্ট্রবিজ্ঞান নীচের কোন বিজ্ঞানের শাখা—  
(ক) সামাজিক  
(খ) অর্থনৈতিক  
(গ) প্রাকৃতিক  
(ঘ) জীব  
উত্তর: (ক) সামাজিক

১৪. অ্যারিস্টটল ছিলেন একজন—  
(ক) ভারতীয় দার্শনিক  
(খ) প্রাচীন দার্শনিক  
(গ) জার্মান দার্শনিক  
(ঘ) গ্রিক দার্শনিক  
উত্তর: (ঘ) গ্রিক দার্শনিক

১৫. ‘পলিটিক্স’ গ্রন্থের লেখক হলেন—  
(ক) প্লেটো  
(খ) অ্যারিস্টটল  
(গ) আলেকজান্ডার  
(ঘ) সক্রেটিস  
উত্তর: (খ) অ্যারিস্টটল

১৬. ‘পলিটিক্স’ কথাটি এসেছে কোন গ্রিক শব্দ থেকে—  
(ক) পোল  
(খ) পেলিও  
(গ) পোলিস  
(ঘ) সিটি  
উত্তর: (গ) পোলিস

১৭. ‘নবজাগরণের সন্তান’ বা ‘নবজাগরণের শিশু’ বলা হয়—  
(ক) ম্যাকিয়াভেলিকে  
(খ) প্লেটোকে  
(গ) সক্রেটিসকে  
(ঘ) অ্যারিস্টটলকে  
উত্তর: (ক) ম্যাকিয়াভেলিকে

১৮. ‘এ গ্রামার অফ পলিটিক্স’ গ্রন্থের রচয়িতার নাম হল—  
(ক) সক্রেটিস  
(খ) রবার্ট ডাল  
(গ) ল্যাস্কি  
(ঘ) আলেকজান্ডার  
উত্তর: (গ) ল্যাস্কি

১৯. ‘আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক’ বলা হয়—  
(ক) কার্ল মার্কসকে  
(খ) সক্রেটিসকে  
(গ) ম্যাকিয়াভেলিকে  
(ঘ) প্লেটোকে  
উত্তর: (গ) ম্যাকিয়াভেলিকে

রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় – WBCHSE Class 11 1st Semester Political Science Suggestion
WBCHSE Class 11 Political Science Suggestion, 1st Semester Rastrabigyan


২০. “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই।” — একথা বলেছেন—  
(ক) গার্নার  
(খ) লেনিন  
(গ) সক্রেটিস  
(ঘ) প্লেটো  
উত্তর: (ক) গার্নার

২১. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থের রচয়িতা হলেন—  
(ক) কালিদাস  
(খ) কৌটিল্য  
(গ) তুলসী দাশ  
(ঘ) কার্ল মার্কস  
উত্তর: (খ) কৌটিল্য

২২. প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—  
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে  
(খ) ১৯২৫ খ্রিস্টাব্দে  
(গ) ১৯০০ খ্রিস্টাব্দে  
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে  
উত্তর: (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে

২৩. “রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান।” — একথা বলেছেন—  
(ক) জন হক  
(খ) ব্রাইস  
(গ) লেনিন  
(ঘ) সক্রেটিস  
উত্তর: (খ) ব্রাইস

২৪. কমিউনিস্ট ম্যানিফেস্টো-এর রচয়িতা ছিলেন—  
(ক) সক্রেটিস  
(খ) গার্নার ও গেটেল  
(গ) ম্যাকিয়াভেলি  
(ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস  
উত্তর: (ঘ) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঞ্জেলস

২৫. “মানুষ রাজনৈতিক জীব।” — এই কথাটি বলেছিলেন—  
(ক) গার্নার  
(খ) অ্যারিস্টটল  
(গ) ফ্রেডরিখ এঞ্জেলস  
(ঘ) ল্যাস্কি  
উত্তর: (খ) অ্যারিস্টটল

২৬. রাষ্ট্রচিন্তার প্রথম বিকাশ ঘটে কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের হাত ধরে?  
(ক) প্রাচীন ভারতের  
(খ) প্রাচীন রোমের  
(গ) প্রাচীন গ্রিসের  
(ঘ) প্রাচীন ইতালির  
উত্তর: (গ) প্রাচীন গ্রিসের

২৭. সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে বোঝায়—  
(ক) মানবজীবনের ও মানবসমাজের ক্রিয়াকলাপ  
(খ) রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল  
(গ) মানব আচরণ  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (খ) রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশল

২৮. প্রাচীন গ্রিসে রাজনীতিকে বোঝার ঐতিহ্যবাহী শিক্ষার সূত্রপাত ঘটিয়েছিলেন—  
(ক) প্লেটো  
(খ) সক্রেটিস  
(গ) সফিস্ট দার্শনিকগণ  
(ঘ) অ্যারিস্টটল  
উত্তর: (গ) সফিস্ট দার্শনিকগণ

২৯. সক্রেটিস রাষ্ট্রশাসনের ক্ষেত্রে কোন বিষয়টিকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন?  
(ক) জ্ঞান ও সত্যতা  
(খ) কর্তৃত্ব  
(গ) বুদ্ধিমত্তা  
(ঘ) কূটনীতি  
উত্তর: (ক) জ্ঞান ও সত্যতা

৩০. সক্রেটিসের মতে কারা রাষ্ট্রশাসনের উপযুক্ত?  
(ক) স্বৈরাচারী রাজা  
(খ) প্রজাদরদি রাজা  
(গ) জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে  
(ঘ) স্বার্থপর ব্যক্তি  
উত্তর: (গ) জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সত্যকে উপলব্ধি করতে পারে

৩১. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম ছিল—  
(ক) অ্যাকাডেমি  
(খ) লিসিয়াম  
(গ) সফিস্ট স্কুল  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (ক) অ্যাকাডেমি

৩২. প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’-এ কোন ধরনের আলোচনা পদ্ধতির উত্থাপন করেন?  
(ক) আরোহী পদ্ধতি  
(খ) অবরোহ পদ্ধতি  
(গ) বিশ্লেষণাত্মক পদ্ধতি  
(ঘ) বর্ণনামূলক পদ্ধতি  
উত্তর: (খ) অবরোহ পদ্ধতি

৩৩. প্লেটো কীরূপ রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন?  
(ক) বৈষম্যমূলক রাষ্ট্র  
(খ) শ্রেণিভিত্তিক রাষ্ট্র  
(গ) ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র  
(ঘ) বস্তুগত রাষ্ট্র  
উত্তর: (গ) ন্যায়নির্ভর আদর্শ রাষ্ট্র

৩৪. শাসকের লক্ষ্য হিসেবে প্লেটো ব্যক্তিস্বার্থকে নস্যাৎ করে কোন বিষয়কে সবার ঊর্ধ্বে স্থান দিতে চেয়েছিলেন?  
(ক) রাজার স্বার্থ  
(খ) যোদ্ধাশ্রেণির স্বার্থ  
(গ) ব্যক্তিগত কল্যাণ  
(ঘ) জনকল্যাণ  
উত্তর: (ঘ) জনকল্যাণ

৩৫. সিসেরো ছিলেন একজন—  
(ক) গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ  
(খ) রোমান রাষ্ট্রচিন্তাবিদ  
(গ) ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ  
(ঘ) ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ  
উত্তর: (খ) রোমান রাষ্ট্রচিন্তাবিদ

৩৬. সিসেরোর বিখ্যাত গ্রন্থ হল—  
(ক) দ্য প্রিন্স  
(খ) দ্য স্পিরিট অফ লজ  
(গ) ডি রিপাবলিকা (De Republica)  
(ঘ) পলিটিক্স  
উত্তর: (গ) ডি রিপাবলিকা (De Republica)

৩৭. মধ্যযুগের বিখ্যাত দু’জন চিন্তাবিদ হলেন—  
(ক) সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস  
(খ) ম্যাকিয়াভেলি ও জন লক  
(গ) হক্স ও বেন্থাম  
(ঘ) হেগেল ও গ্রিন  
উত্তর: (ক) সেন্ট অগাস্টাইন ও টমাস অ্যাকুইনাস

৩৮. দ্বৈত তরবারি তত্ত্বের (Two Sword Theory) অবতারণা করেন—  
(ক) অ্যাকুইনাস  
(খ) পেরিক্লিস  
(গ) প্লেটো  
(ঘ) সক্রেটিস  
উত্তর: (ক) অ্যাকুইনাস

৩৯. ‘City of God’ লিখেছেন—  
(ক) ভলতেয়ার  
(খ) সেন্ট অগাস্টাইন  
(গ) গেটেল  
(ঘ) গ্রিন  
উত্তর: (খ) সেন্ট অগাস্টাইন

৪০. কাকে ‘মধ্যযুগের অ্যারিস্টটল’ বলা হয়ে থাকে?  
(ক) সেন্ট অগাস্টাইন  
(খ) সেন্ট টমাস অ্যাকুইনাস  
(গ) পাদুয়ার মার্সিলিও  
(ঘ) সিসেরো  
উত্তর: (খ) সেন্ট টমাস অ্যাকুইনাস

Class 11 Political Science MCQ | WBCHSE Rastrabigyan Chapter 1 Nature and Scope
WBCHSE একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ও সাজেশন এখানে দেওয়া হলো।


৪১. ‘রাজনীতি হল এক ধরনের কার্যকলাপ, কোনো নৈতিক নির্দেশ নয়।’ — বলেছেন—  
(ক) ম্যাকেঞ্জি  
(খ) সিসেরো  
(গ) রবার্ট ডাল  
(ঘ) অ্যালান বল  
উত্তর: (ঘ) অ্যালান বল

৪২. রাষ্ট্রচিন্তার বিষয়টিকে একটি বিজ্ঞানসম্মত রূপ দেন—  
(ক) প্লেটো  
(খ) অ্যারিস্টটল  
(গ) সক্রেটিস  
(ঘ) অ্যাকুইনাস  
উত্তর: (খ) অ্যারিস্টটল

৪৩. ‘রাজনীতি হল রাষ্ট্রগুলির মধ্যে বা রাষ্ট্রীয় গোষ্ঠীগুলির মধ্যে ক্ষমতা বণ্টনকে প্রভাবিত করার ক্ষমতা।’ বলেছেন—  
(ক) ম্যাক্স ওয়েবার  
(খ) ডেভিড ইস্টন  
(গ) অ্যালান বল  
(ঘ) হবস  
উত্তর: (ক) ম্যাক্স ওয়েবার

৪৪. ‘রাষ্ট্রবিজ্ঞানের নিউটন’ বলা হয়—  
(ক) ম্যাকিয়াভেলিকে  
(খ) সক্রেটিসকে  
(গ) অ্যারিস্টটলকে  
(ঘ) সিসেরোকে  
উত্তর: (ক) ম্যাকিয়াভেলিকে

৪৫. ‘রাষ্ট্রবিজ্ঞান’ শব্দটির প্রথম প্রয়োগ ঘটে—  
(ক) ১৭০২ খ্রিস্টাব্দে  
(খ) ১৭০১ খ্রিস্টাব্দে  
(গ) ১৬৮০ খ্রিস্টাব্দে  
(ঘ) ১৬৯০ খ্রিস্টাব্দে  
উত্তর: (খ) ১৭০১ খ্রিস্টাব্দে

৪৬. রাষ্ট্রবিজ্ঞানকে অসম্পূর্ণ বিজ্ঞান বলে অভিহিত করেছেন—  
(ক) হেগেল  
(খ) গেটেল  
(গ) রুশো  
(ঘ) লর্ড ব্রাইস  
উত্তর: (ঘ) লর্ড ব্রাইস

৪৭. রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, তিনি হলেন—  
(ক) হ্যারল্ড ল্যাসওয়েল  
(খ) ফ্রান্সিস লাইবার  
(গ) অ্যাডাম স্মিথ  
(ঘ) লর্ড ব্রাইস  
উত্তর: (খ) ফ্রান্সিস লাইবার

৪৮. গ্রিক শব্দ ‘পলিস’ এর অর্থ কী?  
(ক) নগর  
(খ) জনকল্যাণকর রাষ্ট্র  
(গ) নগররাষ্ট্র  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (গ) নগররাষ্ট্র

৪৯. প্রাচীন গ্রিসের দু’জন দার্শনিকের নাম হল—  
(ক) লক ও রুশো  
(খ) প্লেটো ও অ্যারিস্টটল  
(গ) লেকি ও মিল  
(ঘ) ল্যাস্কি ও ফিলমার  
উত্তর: (খ) প্লেটো ও অ্যারিস্টটল

৫০. রাষ্ট্রবিজ্ঞান হল একটি গতিশীল—  
(ক) নৃবিজ্ঞান  
(খ) অর্থনৈতিক বিজ্ঞান  
(গ) প্রাকৃতিক বিজ্ঞান  
(ঘ) সামাজিক বিজ্ঞান  
উত্তর: (ঘ) সামাজিক বিজ্ঞান

৫১. ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতার নাম হল—  
(ক) হক্স  
(খ) প্লেটো  
(গ) অ্যারিস্টটল  
(ঘ) লক  
উত্তর: (খ) প্লেটো

৫২. ম্যাক্সি প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছিলেন—  
(ক) প্লেটোকে  
(খ) ম্যাকিয়াভেলিকে  
(গ) হক্সকে  
(ঘ) অ্যারিস্টটলকে  
উত্তর: (খ) ম্যাকিয়াভেলিকে

৫৩. প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ছিল?  
(ক) দাসরাষ্ট্র  
(খ) নগররাষ্ট্র  
(গ) সামন্তরাষ্ট্র  
(ঘ) জনকল্যাণকর রাষ্ট্র  
উত্তর: (খ) নগররাষ্ট্র

৫৪. ‘A Grammar of Politics’ গ্রন্থটির লেখক—  
(ক) বার্কার  
(খ) ল্যাস্কি  
(গ) হবহাউস  
(ঘ) গ্রিন  
উত্তর: (ক) বার্কার

৫৫. ‘The Elements of Politics’ গ্রন্থটির প্রণেতা—  
(ক) ল্যাঙ্কি  
(খ) বাকার  
(গ) সিজউইক  
(ঘ) লর্ড ব্রাইস  
উত্তর: (গ) সিজউইক

৫৬. রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা— এই অর্থে বিচার করেছেন—  
(ক) গ্রিক দার্শনিকগণ  
(খ) উদারনীতিবাদীগণ  
(গ) ফ্যাসিবাদীগণ  
(ঘ) মার্কসবাদীগণ  
উত্তর: (ক) গ্রিক দার্শনিকগণ

৫৭. ‘Modern Politics and Government’ গ্রন্থটির রচয়িতা—  
(ক) অ্যালান বল  
(খ) ডেভিড ইস্টন  
(গ) রবার্ট নোজিক  
(ঘ) গেটেল  
উত্তর: (ক) অ্যালান বল

৫৮. প্লেটো রচিত নিম্নলিখিত একটি গ্রন্থ হল—  
(ক) লেভিয়াথান  
(খ) স্টেটসম্যান  
(গ) পলিটিক্স  
(ঘ) দ্য স্টেট  
উত্তর: (খ) স্টেটসম্যান

৫৯. ‘The Founder of Scientific Politics’ বা বৈজ্ঞানিক রাজনীতির জনক বলা হয়—  
(ক) ম্যাকিয়াভেলিকে  
(খ) টমাস হবসকে  
(গ) জন লককে  
(ঘ) কার্ল মার্কসকে  
উত্তর: (খ) টমাস হবসকে

৬০. রাজনৈতিক চিন্তা সম্পর্কিত হক্সের বিখ্যাত গ্রন্থটি হল—  
(ক) স্যোসাল কন্ট্রাক্ট  
(খ) দ্য প্রিন্স  
(গ) দ্য রিপাবলিক  
(ঘ) লেভিয়াথান  
উত্তর: (ঘ) লেভিয়াথান

৬১. ‘দ্য প্রিন্স’ বইটির লেখক—  
(ক) ম্যাকিয়াভেলি  
(খ) হবস  
(গ) লক  
(ঘ) রুশো  
উত্তর: (ক) ম্যাকিয়াভেলি

৬২. হবস কোন ধরনের শাসনব্যবস্থার সমর্থক ছিলেন?  
(ক) গণতন্ত্র  
(খ) রাজতন্ত্র  
(গ) অভিজাততন্ত্র  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (খ) রাজতন্ত্র

৬৩. লক কোন অধিকারগুলিকে ব্যক্তির স্বাভাবিক অধিকার বলে চিহ্নিত করেছিলেন?  
(ক) জীবন  
(খ) স্বাধীনতা  
(গ) সম্পত্তি  
(ঘ) সবকটিই ঠিক  
উত্তর: (ঘ) সবকটিই ঠিক

৬৪. উদারনীতিবাদের জনক হলেন—  
(ক) হেগেল  
(খ) কার্ল মার্কস  
(গ) জন লক  
(ঘ) প্লেটো  
উত্তর: (গ) জন লক

৬৫. ‘Social Contract’ গ্রন্থের রচয়িতা হলেন—  
(ক) হবস  
(খ) লক  
(গ) রুশো  
(ঘ) প্লেটো  
উত্তর: (গ) রুশো

৬৬. ‘সাধারণ ইচ্ছা’ (General Will)-র ধারণাকে উপস্থাপিত করেছিলেন—  
(ক) ম্যাকেঞ্জি  
(খ) রুশো  
(গ) টমাস হবস  
(ঘ) জন লক  
উত্তর: (খ) রুশো

৬৭. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন—  
(ক) মন্তেস্কু  
(খ) বুশো  
(গ) ম্যাকিয়াভেলি  
(ঘ) জন লক  
উত্তর: (ক) মন্তেস্কু

৬৮. মন্তেস্কু-র বিখ্যাত গ্রন্থের নাম—  
(ক) লেভিয়াথান  
(খ) পলিটিক্স  
(গ) দ্য প্রিন্স  
(ঘ) দ্য স্পিরিট অফ লজ  
উত্তর: (ঘ) দ্য স্পিরিট অফ লজ

৬৯. The Six Books of Commonwealth গ্রন্থটির রচয়িতা হলেন—  
(ক) হেগেল  
(খ) বোদাঁ  
(গ) হবস  
(ঘ) রুশো  
উত্তর: (খ) বোদাঁ

৭০. বোদাঁ-র মতে রাষ্ট্র কিসের বৃহত্তর রূপ?  
(ক) সমাজ  
(খ) গোষ্ঠী  
(গ) পরিবার সংগঠন  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (গ) পরিবার সংগঠন

৭১. রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে মার্কস ও এঙ্গেলস-এর মত কী নামে পরিচিত?  
(ক) উদারনীতিবাদ  
(খ) ভাববাদ  
(গ) মার্কসবাদ  
(ঘ) লেনিনবাদ  
উত্তর: (গ) মার্কসবাদ

৭২. মানবসমাজ ও রাষ্ট্র বিবর্তনের ধারায় মার্কস কোন উপাদানের উপর গুরুত্ব আরোপ করেছিলেন?  
(ক) অর্থনৈতিক  
(খ) রাজনৈতিক  
(গ) নৈতিক  
(ঘ) ধর্মীয়  
উত্তর: (ক) অর্থনৈতিক

৭৩. রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলি সম্পর্কিত বিজ্ঞান — কে বলেছেন?  
(ক) অ্যারিস্টটল  
(খ) প্লেটো  
(গ) গার্নার  
(ঘ) ব্লুন্টস্ট্সি  
উত্তর: (গ) গার্নার

৭৪. নিচের কোন রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশ করেননি?  
(ক) ব্রাইস  
(খ) সিলি  
(গ) অ্যালান বল  
(ঘ) বার্জেস  
উত্তর: (ক) ব্রাইস

৭৫. প্রাচীন রোমের একজন বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ হলেন—  
(ক) পলিবিয়াস  
(খ) ম্যাকিয়াভেলি  
(গ) বার্কার  
(ঘ) হেগেল  
উত্তর: (ক) পলিবিয়াস

৭৬. রাষ্ট্রবিজ্ঞানে অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন—  
(ক) গার্নার  
(খ) ডেভিড ইস্টন  
(গ) বেথাম  
(ঘ) নোজিক  
উত্তর: (খ) ডেভিড ইস্টন

৭৭. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন—  
(ক) গেটেল  
(খ) ম্যাকাইভার  
(গ) ল্যাস্কি  
(ঘ) মিল  
উত্তর: (ক) গেটেল

৭৮. The Nature of Politics গ্রন্থের রচয়িতা হলেন—  
(ক) ক্রিক  
(খ) মিলার  
(গ) ল্যাসওয়েল  
(ঘ) হক্স  
উত্তর: (খ) মিলার

৭৯. Politics and Social Science গ্রন্থটির রচয়িতা হলেন—  
(ক) গার্নার  
(খ) লিপম্যান  
(গ) ম্যাকেঞ্জি  
(ঘ) হ্যারল্ড ল্যাস্কি  
উত্তর: (গ) ম্যাকেঞ্জি

৮০. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী—  
(ক) বাকল  
(খ) কোঁত  
(গ) মেইটল্যান্ড  
(ঘ) অ্যারিস্টটল  
উত্তর: (খ) কোঁত

শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ


৮১. “রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান তো বলাই চলে না, এমনকি কলাশাস্ত্রের মধ্যেও এ অনুবর্ত” — এ কথা বলেছেন—  
(ক) মেইটল্যান্ড  
(খ) বাকল  
(গ) বার্কার  
(ঘ) ব্রাইস  
উত্তর: (খ) বাকল

৮২. কার মতে, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে—  
(ক) ল্যাসওয়েল  
(খ) গেটেল  
(গ) পল জানে  
(ঘ) গার্নার  
উত্তর: (খ) গেটেল

৮৩. “রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজ্ঞান” — কথাটি বলেছেন—  
(ক) লিঙ্ক  
(খ) সিলি  
(গ) ক্যাটলিন  
(ঘ) বার্জেস  
উত্তর: (ঘ) বার্জেস

৮৪. “রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে” — বলেছেন—  
(ক) অ্যালান বল  
(খ) পল জানে  
(গ) ডেভিড ইস্টন  
(ঘ) লেনিন  
উত্তর: (খ) পল জানে

৮৫. “রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সুসংবদ্ধ ও শিক্ষা প্রদানযোগ্য” — কথাটি বলেছেন—  
(ক) ল্যাসওয়েল  
(খ) রবসন  
(গ) ব্রাইস  
(ঘ) বার্কার  
উত্তর: (খ) রবসন

৮৬. “সার্বভৌম রাষ্ট্র পলিস-এর সম্পর্কে অনুশীলনকারী শাস্ত্রই হল রাষ্ট্রবিজ্ঞান” — বলেছেন—  
(ক) অ্যারিস্টটল  
(খ) প্লেটো  
(গ) গার্নার  
(ঘ) গেটেল  
উত্তর: (ক) অ্যারিস্টটল

৮৭. “রাষ্ট্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বিজ্ঞান হল রাষ্ট্রবিজ্ঞান” — বলেছেন—  
(ক) রাফায়েল  
(খ) গার্নার  
(গ) ব্লুন্টস্লি  
(ঘ) গেটেল  
উত্তর: (গ) ব্লুন্টস্লি

৮৮. ক্ষমতাকে রাজনীতির মূল বিষয়বস্তু হিসেবে চিহ্নিত করেছেন—  
(ক) পাওয়েল  
(খ) গার্নার  
(গ) রবার্ট ডাল  
(ঘ) হ্যারল্ড ল্যাসওয়েল  
উত্তর: (গ) রবার্ট ডাল

৮৯. “রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও সরকার” — বলেছেন—  
(ক) গিলক্রিস্ট  
(খ) জেলিনেক  
(গ) ওয়াসবি  
(ঘ) ব্লুন্টস্ট্সি  
উত্তর: (ক) গিলক্রিস্ট

৯০. “রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র সরকারকে নিয়ে আলোচনা করে” — এ কথা কে বলেছেন?  
(ক) স্টিফেন লিক  
(খ) ডেভিড ইস্টন  
(গ) গ্রাহাম ওয়ালাস  
(ঘ) আর্থার বেন্টলি  
উত্তর: (ক) স্টিফেন লিক

৯১. রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন—  
(ক) অ্যারিস্টটল  
(খ) সিসেরো  
(গ) গার্নার  
(ঘ) বার্কার  
উত্তর: (গ) গার্নার

৯২. রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি—  
(ক) মূল্যমান নিরপেক্ষ  
(খ) মূল্যমান নিরপেক্ষ নয়  
(গ) উভয়ই সঠিক  
(ঘ) কোনোটিই নয়  
উত্তর: (খ) মূল্যমান নিরপেক্ষ নয়

৯৩. স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন—  
(ক) রুশো  
(খ) লক  
(গ) হবস  
(ঘ) মিল  
উত্তর: (খ) লক

৯৪. রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দু’টি বিষয়বস্তু হলো—  
(ক) রাষ্ট্র ও জনগণ  
(খ) রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা  
(গ) রাষ্ট্র ও সরকার  
(ঘ) রাষ্ট্র ও গণতন্ত্র  
উত্তর: (গ) রাষ্ট্র ও সরকার

৯৫. ‘The Political System’ গ্রন্থটি লিখেছেন—  
(ক) গার্নার  
(খ) বুন্টলি  
(গ) ডেভিড ইস্টন  
(ঘ) অ্যারিস্টটল  
উত্তর: (গ) ডেভিড ইস্টন

৯৬. রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন—  
(ক) রুশো  
(খ) হবস  
(গ) লক  
(ঘ) বোদাঁ  
উত্তর: (গ) লক

৯৭. আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন—  
(ক) বোদাঁ  
(খ) লক  
(গ) রুশো  
(ঘ) হবস  
উত্তর: (ঘ) হবস

৯৮. বল নয়, জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি। উক্তিটি করেন—  
(ক) লক  
(খ) টি. এইচ. গ্রিন  
(গ) হবস  
(ঘ) মন্তেস্কু  
উত্তর: (খ) টি. এইচ. গ্রিন

৯৯. ডেভিড ইস্টন ছিলেন—  
(ক) মার্কসবাদী  
(খ) আচরণবাদী  
(গ) দৃষ্টিহীন  
(ঘ) উদারবাদী  
উত্তর: (খ) আচরণবাদী

১০০. বিবৃতি (A): ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়।  
কারণ (R): তিনিই প্রথম ধর্ম ও নৈতিকভাবে রাজনীতি থেকে পৃথক করে এক ধর্মনিরপেক্ষ ও মূল্যনিরপেক্ষ রাজনীতির সূত্রপাত ঘটান।  
(ক) (A) সঠিক কিন্তু (R) যথার্থ নয়  
(খ) (A) ও (R) উভয়ই ঠিক  
(গ) (A) ও (R) উভয়ই ভুল  
(ঘ) (A) ঠিক ও (R) ভুল  
উত্তর: (খ) (A) ও (R) উভয়ই ঠিক


একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান-রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি (প্রথম অধ্যায়) Class 11 Political Science Rastrabigyaner Prakriti O Poridhi Question And Answer

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নের উত্তর

রাষ্ট্রবিজ্ঞান : প্রকৃতি ও পরিধি | ক্লাস-11 প্রথম সেমিষ্টার প্রথম অধ্যায় MCQ | Class 11 1st Semester MCQ




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.