দর্শন শব্দের অর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় । Class 11 1st semester philosophy First Chapter WBCHSE

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, First Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই দর্শন শব্দের অর্থ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দর্শন শব্দের অর্থ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।দর্শন শব্দের অর্থ অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় । Class 11 1st semester philosophy First Chapter WBCHSE

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় "দর্শন শব্দের অর্থ"  mcq প্রশ্ন উত্তর

১. “দর্শন” শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত কোন ধাতু থেকে?
(ক) দ্রু
(খ) দৃশ্
(গ) দৃষ্টি
(ঘ) দর্শ
সঠিক উত্তর: (খ) দৃশ্

২. “দর্শন” শব্দটি এসেছে কোন দুটি শব্দ যোগ করে?
(ক) দৃশ্+অনট্
(খ) দৃষ্টি+অন
(গ) দর্শ+অনট্
(ঘ) দৃশ্+অন
সঠিক উত্তর: (ক) দৃশ্+অনট্

৩. “দৃশ্” ধাতুর বাংলা অর্থ কী?
(ক) জানা
(খ) দেখা
(গ) শোনা
(ঘ) বোঝা
সঠিক উত্তর: (খ) দেখা

৪. “দর্শন” শব্দের বুৎপত্তিগত অর্থ কী?
(ক) জ্ঞানার্জন
(খ) দেখা বা প্রত্যক্ষ করা
(গ) চিন্তন
(ঘ) বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) দেখা বা প্রত্যক্ষ করা

৫. “দর্শন” শব্দের অর্থ কী?
(ক) সত্যদর্শন
(খ) জ্ঞানচর্চা
(গ) বিশ্লেষণ
(ঘ) কৌতূহল
সঠিক উত্তর: (ক) সত্যদর্শন

৬. “দর্শন” শব্দের আক্ষরিক অর্থ কী?
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) চোখ দিয়ে দেখা
(গ) আধ্যাত্মিক উপলব্ধি
(ঘ) তত্ত্বচর্চা
সঠিক উত্তর: (খ) চোখ দিয়ে দেখা

৭. “দর্শন” কথার ইংরেজি প্রতিশব্দ কী?
(ক) Science
(খ) Philosophy
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (খ) Philosophy

৮. ভারতীয় দর্শন অনুযায়ী দর্শন শব্দের অর্থ কী?
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) আত্মদর্শন যার অর্থ সত্য বা তত্ত্বের উপলব্ধি
(গ) বিশ্বজগতের বিশ্লেষণ
(ঘ) বৌদ্ধিক চর্চা
সঠিক উত্তর: (খ) আত্মদর্শন যার অর্থ সত্য বা তত্ত্বের উপলব্ধি

৯. ভারতীয় মতে “দর্শন” বলতে কী বোঝায়?
(ক) জ্ঞানের অনুসন্ধান
(খ) আত্মদর্শন অর্থাৎ আত্মাকে দেখা বা জানা
(গ) বিশ্বের রহস্য উন্মোচন
(ঘ) বৌদ্ধিক বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) আত্মদর্শন অর্থাৎ আত্মাকে দেখা বা জানা

১০. ভারতীয় দার্শনিকরা দর্শন বলতে কী বোঝেন?
(ক) সত্যের সাক্ষাৎ উপলব্ধি
(খ) জ্ঞানের প্রতি অনুরাগ
(গ) বিশ্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ
(ঘ) নৈতিক নিয়মের চর্চা
সঠিক উত্তর: (ক) সত্যের সাক্ষাৎ উপলব্ধি

১১. ভারতীয় দর্শনকে অন্য কী নামে অভিহিত করা হয়?
(ক) তত্ত্ববাদী দর্শন
(খ) মোক্ষবাদী দর্শন
(গ) জ্ঞানবাদী দর্শন
(ঘ) বিচারবাদী দর্শন
সঠিক উত্তর: (খ) মোক্ষবাদী দর্শন

১২. জগৎ ও জীবনকে যথার্থভাবে উপলব্ধি করা হল—
(ক) দর্শনের প্রকৃত অর্থ
(খ) দর্শনের বৌদ্ধিক অর্থ
(গ) দর্শনের লৌকিক অর্থ
(ঘ) দর্শনের তাত্ত্বিক অর্থ
সঠিক উত্তর: (ক) দর্শনের প্রকৃত অর্থ

১৩. দার্শনিক হলেন যিনি—
(ক) বিজ্ঞানী
(খ) সত্যদ্রষ্টা বা তত্ত্বজ্ঞানী
(গ) গণিতজ্ঞ
(ঘ) সমাজসংস্কারক
সঠিক উত্তর: (খ) সত্যদ্রষ্টা বা তত্ত্বজ্ঞানী

১৪. দর্শন জিজ্ঞাসা কী?
(ক) মানুষের কৌতূহল
(খ) মানুষের স্বভাবধর্ম
(গ) মানুষের বিশ্লেষণ ক্ষমতা
(ঘ) মানুষের বৌদ্ধিক ক্রিয়া
সঠিক উত্তর: (খ) মানুষের স্বভাবধর্ম

১৫. “দর্শন হলো আধ্যাত্মিক উপলব্ধি”—এ কথা কে বলেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান
(গ) স্বামী বিবেকানন্দ
(ঘ) মাধবাচার্য
সঠিক উত্তর: (খ) ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান

১৬. ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝায়?
(ক) সত্যদর্শন
(খ) জ্ঞানচর্চা
(গ) বিশ্লেষণ
(ঘ) বৌদ্ধিক অনুসন্ধান
সঠিক উত্তর: (ক) সত্যদর্শন

১৭. সাধারণ বা লৌকিক মতে দর্শন বলতে কী বোঝায়?
(ক) তত্ত্বচর্চা
(খ) ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখা
(গ) বৌদ্ধিক বিশ্লেষণ
(ঘ) জ্ঞানের প্রতি অনুরাগ
সঠিক উত্তর: (খ) ইন্দ্রিয় প্রত্যক্ষ বা দেখা

১৮. ভারতীয় “দর্শন” এবং পাশ্চাত্য “Philosophy” এই শব্দ দুটি কী সমার্থক?
(ক) হ্যাঁ, সমার্থক
(খ) সমার্থক শব্দ নয়
(গ) আংশিক সমার্থক
(ঘ) পুরোপুরি সমার্থক
সঠিক উত্তর: (খ) সমার্থক শব্দ নয়

১৯. “Philosophy” শব্দের বুৎপত্তিগত অর্থ কী?
(ক) সত্যদর্শন
(খ) জ্ঞানের প্রতি অনুরাগ
(গ) আধ্যাত্মিক উপলব্ধি
(ঘ) তত্ত্বচর্চা
সঠিক উত্তর: (খ) জ্ঞানের প্রতি অনুরাগ

২০. “দর্শন” এর প্রকৃত অর্থ কী?
(ক) পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা
(খ) জ্ঞানের প্রতি অনুরাগ
(গ) বৌদ্ধিক বিশ্লেষণ
(ঘ) বিশ্বের রহস্য উন্মোচন
সঠিক উত্তর: (ক) পরম সত্যকে দেখা বা উপলব্ধি করা

২১. “Philosophy” এবং “দর্শন” শব্দের উৎস কী এক?
(ক) হ্যাঁ, এক
(খ) উৎস এক নয়
(গ) আংশিকভাবে এক
(ঘ) সম্পূর্ণ এক
সঠিক উত্তর: (খ) উৎস এক নয়

২২. ভারতীয় দর্শনের উদ্দেশ্য কী?
(ক) জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা
(খ) সত্য বা তত্ত্বোপলব্ধি
(গ) বৌদ্ধিক চর্চা
(ঘ) বিশ্বজগতের বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) সত্য বা তত্ত্বোপলব্ধি

২৩. দর্শনে তত্ত্ব বলতে কী বোঝায়?
(ক) বিশ্বজগতের যথার্থ রূপ
(খ) জ্ঞানের প্রতি অনুরাগ
(গ) বৌদ্ধিক বিশ্লেষণ
(ঘ) নৈতিক নিয়ম
সঠিক উত্তর: (ক) বিশ্বজগতের যথার্থ রূপ

২৪. ভারতীয় দর্শনে তত্ত্ব উপলব্ধি কী?
(ক) বৌদ্ধিক চর্চা
(খ) আধ্যাত্মিক উপলব্ধি
(গ) বিজ্ঞানের বিশ্লেষণ
(ঘ) জ্ঞানতৃষ্ণা নিবৃত্তি
সঠিক উত্তর: (খ) আধ্যাত্মিক উপলব্ধি

২৫. ভারতীয় মতে “দর্শন” বলতে কী বোঝায়?
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) তত্ত্বদর্শন এবং তত্ত্বদর্শনের উপায়
(গ) বিশ্বজগতের বিশ্লেষণ
(ঘ) বৌদ্ধিক চর্চা
সঠিক উত্তর: (খ) তত্ত্বদর্শন এবং তত্ত্বদর্শনের উপায়

২৬. দর্শনের উৎপত্তি হয় কোথা থেকে?
(ক) বিস্ময় থেকে
(খ) কৌতূহল থেকে
(গ) ব্যবহারিক প্রয়োজন থেকে
(ঘ) ধর্মীয় বিশ্বাস থেকে
সঠিক উত্তর: (খ) কৌতূহল থেকে

২৭. ভারতীয় দর্শনের উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(ক) বিস্ময়বোধ থেকে
(খ) ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে
(গ) জ্ঞানতৃষ্ণা থেকে
(ঘ) ধর্মীয় চিন্তা থেকে
সঠিক উত্তর: (খ) ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে

২৮. ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন সমার্থক। একথাটি কী সত্য?
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) আংশিক সত্য
(ঘ) পুরোপুরি সত্য
সঠিক উত্তর: (খ) মিথ্যা

২৯. ভারতীয় দর্শনকে “হিন্দু দর্শন” কোন অর্থে বলা যেতে পারে?
(ক) ধর্মীয় অর্থে
(খ) ভৌগোলিক অর্থে
(গ) সাংস্কৃতিক অর্থে
(ঘ) বৌদ্ধিক অর্থে
সঠিক উত্তর: (খ) ভৌগোলিক অর্থে

৩০. ভারতীয় দর্শন বলতে কাদের বোঝায়?
(ক) হিন্দুদের দর্শন
(খ) ভারতের অধিবাসীদের দর্শন
(গ) বৌদ্ধদের দর্শন
(ঘ) জৈনদের দর্শন
সঠিক উত্তর: (খ) ভারতের অধিবাসীদের দর্শন

৩১. ভারতীয় দর্শনকে ভৌগোলিক অর্থে কোন দর্শন বলা চলে?
(ক) বৈদিক দর্শন
(খ) হিন্দু দর্শন
(গ) জৈন দর্শন
(ঘ) বৌদ্ধ দর্শন
সঠিক উত্তর: (খ) হিন্দু দর্শন

৩২. ভারতীয় দর্শনে সত্যের যে দিকের ওপর জোর দেওয়া হয় সেটি কোনটি?
(ক) বৌদ্ধিক অনুসন্ধান
(খ) ব্যবহারিক উপলব্ধি
(গ) বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ
(ঘ) ধর্মীয় বিশ্বাস
সঠিক উত্তর: (খ) ব্যবহারিক উপলব্ধি

৩৩. কোন দার্শনিক ভারতীয় দর্শন বলতে ভারতবর্ষীয় সকল দর্শন সম্প্রদায়কে বুঝিয়েছেন?
(ক) শঙ্করাচার্য
(খ) মাধবাচার্য
(গ) রামানুজ
(ঘ) সর্বপল্লী রাধাকৃষ্ণান
সঠিক উত্তর: (খ) মাধবাচার্য

৩৪. গ্রিক “Philos” শব্দের অর্থ কী?
(ক) জ্ঞান
(খ) অনুরাগ
(গ) বিশ্লেষণ
(ঘ) উপলব্ধি
সঠিক উত্তর: (খ) অনুরাগ

৩৫. “Sophia” শব্দটির অর্থ কী?
(ক) জ্ঞান
(খ) অনুরাগ
(গ) দর্শন
(ঘ) বিশ্লেষণ
সঠিক উত্তর: (ক) জ্ঞান

৩৬. “দর্শন” শব্দের সংকীর্ণ অর্থ কী?
(ক) সত্য উপলব্ধি
(খ) দেখা
(গ) জ্ঞানচর্চা
(ঘ) তত্ত্বদর্শন
সঠিক উত্তর: (খ) দেখা

৩৭. “দর্শন” শব্দটির ব্যাপক অর্থ কী?
(ক) দেখা
(খ) সত্য উপলব্ধি
(গ) জ্ঞানের প্রতি অনুরাগ
(ঘ) বৌদ্ধিক বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) সত্য উপলব্ধি

৩৮. ভারতীয় দর্শনের লক্ষ্য কী?
(ক) জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা
(খ) বিস্ময়কে নিরসন করা ও আচরণ নিয়ন্ত্রণ করা
(গ) বৌদ্ধিক চর্চা
(ঘ) বিশ্বের রহস্য উন্মোচন
সঠিক উত্তর: (খ) বিস্ময়কে নিরসন করা ও আচরণ নিয়ন্ত্রণ করা

৩৯. পাশ্চাত্য দর্শনের লক্ষ্য কী?
(ক) মোক্ষলাভ
(খ) জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা
(গ) আচরণ নিয়ন্ত্রণ
(ঘ) আধ্যাত্মিক উপলব্ধি
সঠিক উত্তর: (খ) জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা

৪০. পাশ্চাত্য দর্শনের সত্যের যে দিকের ওপর জোর দেওয়া হয় সেটি কোন দিক?
(ক) ব্যবহারিক উপলব্ধি
(খ) অনুসন্ধান
(গ) আধ্যাত্মিক উপলব্ধি
(ঘ) ধর্মীয় বিশ্বাস
সঠিক উত্তর: (খ) অনুসন্ধান

৪১. পাশ্চাত্য দর্শনের উৎপত্তি হয়েছে কোথা থেকে?
(ক) ব্যবহারিক প্রয়োজন থেকে
(খ) বিস্ময়বোধ থেকে
(গ) ধর্মীয় বিশ্বাস থেকে
(ঘ) আধ্যাত্মিক অশান্তি থেকে
সঠিক উত্তর: (খ) বিস্ময়বোধ থেকে

৪২. আধ্যাত্মিক অশান্তি এবং ব্যবহারিক প্রয়োজনবোধ থেকে কিসের উৎপত্তি হয়েছে?
(ক) পাশ্চাত্য দর্শন
(খ) ভারতীয় দর্শন
(গ) বৈদিক দর্শন
(ঘ) বৌদ্ধ দর্শন
সঠিক উত্তর: (খ) ভারতীয় দর্শন

৪৩. পাশ্চাত্য দর্শনের উদ্দেশ্য কী?
(ক) মোক্ষলাভ
(খ) তত্ত্বচর্চা
(গ) আচরণ নিয়ন্ত্রণ
(ঘ) দুঃখ নিবৃত্তি
সঠিক উত্তর: (খ) তত্ত্বচর্চা

৪৪. সত্য বা তত্ত্বের চর্চা ও চর্যা কোন দর্শনের উদ্দেশ্য?
(ক) পাশ্চাত্য দর্শন
(খ) ভারতীয় দর্শন
(গ) জৈন দর্শন
(ঘ) বৌদ্ধ দর্শন
সঠিক উত্তর: (খ) ভারতীয় দর্শন

৪৫. তত্ত্বের আলোচনাকে কী বলা হয়?
(ক) চর্যা
(খ) চর্চা
(গ) প্রমা
(ঘ) তত্ত্বোপলব্ধি
সঠিক উত্তর: (খ) চর্চা

৪৬. “চর্চা” কথার অর্থ কী?
(ক) করা
(খ) জানা
(গ) দেখা
(ঘ) উপলব্ধি করা
সঠিক উত্তর: (খ) জানা

৪৭. “চর্যা” কথার অর্থ কী?
(ক) জানা
(খ) করা
(গ) দেখা
(ঘ) বিশ্লেষণ করা
সঠিক উত্তর: (খ) করা

৪৮. “চর্যা” কী?
(ক) তত্ত্বলব্ধ জ্ঞান অনুসারে জীবন পরিচালনা করা
(খ) বৌদ্ধিক বিশ্লেষণ
(গ) জ্ঞানের প্রতি অনুরাগ
(ঘ) বিশ্বজগতের রহস্য উন্মোচন
সঠিক উত্তর: (ক) তত্ত্বলব্ধ জ্ঞান অনুসারে জীবন পরিচালনা করা

৪৯. পাশ্চাত্য দর্শনে চর্চার মূল উদ্দেশ্য কী?
(ক) মানবসত্তার উন্নতি
(খ) বৌদ্ধিক চর্চা
(গ) মোক্ষলাভ
(ঘ) আচরণ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (খ) বৌদ্ধিক চর্চা

৫০. ভারতীয় দর্শনচর্চার মূল উদ্দেশ্য কী?
(ক) বৌদ্ধিক চর্চা
(খ) মানবসত্তার সামগ্রিক উন্নতি সাধন
(গ) জ্ঞানতৃষ্ণা নিবৃত্তি
(ঘ) বিশ্বজগতের বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) মানবসত্তার সামগ্রিক উন্নতি সাধন

৫১. ভারতীয় মতে দর্শন বলতে কী বোঝায়?
(ক) জ্ঞানের প্রতি অনুরাগ
(খ) চর্চা ও চর্যার সমন্বয়
(গ) বিশ্বজগতের বিশ্লেষণ
(ঘ) বৌদ্ধিক অনুসন্ধান
সঠিক উত্তর: (খ) চর্চা ও চর্যার সমন্বয়

৫২. ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক দিয়ে?
(ক) তত্ত্বের প্রয়োগের দিক থেকে
(খ) জ্ঞানের উৎসের দিক থেকে
(গ) বিশ্লেষণ পদ্ধতির দিক থেকে
(ঘ) উদ্দেশ্যের দিক থেকে
সঠিক উত্তর: (ক) তত্ত্বের প্রয়োগের দিক থেকে

৫৩. ধর্মকে দর্শনের আওতায় আনা হয় কোন দর্শনে?
(ক) পাশ্চাত্য দর্শনে
(খ) ভারতীয় দর্শনে
(গ) বৌদ্ধ দর্শনে
(ঘ) জৈন দর্শনে
সঠিক উত্তর: (খ) ভারতীয় দর্শনে

৵৪. ধর্ম ও দর্শনের সম্পর্ক স্বীকার করে না কোন দর্শন?
(ক) ভারতীয় দর্শন
(খ) পাশ্চাত্য দর্শন
(গ) বৈদিক দর্শন
(ঘ) জৈন দর্শন
সঠিক উত্তর: (খ) পাশ্চাত্য দর্শন

৫৫. ভারতীয় দর্শনের মূল লক্ষ্য কী?
(ক) জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করা
(খ) মোক্ষলাভে সহায়তা করা
(গ) বৌদ্ধিক চর্চা
(ঘ) বিশ্বজগতের বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ) মোক্ষলাভে সহায়তা করা

৵৬. দুঃখ নিবৃত্তির উপায় অনুসন্ধান করেন কোন দার্শনিকরা?
(ক) পাশ্চাত্য দার্শনিকরা
(খ) ভারতীয় দার্শনিকরা
(গ) গ্রিক দার্শনিকরা
(ঘ) চীনা দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) ভারতীয় দার্শনিকরা

৵৭. বেদ শব্দের অর্থ কী?
(ক) জ্ঞান
(খ) ব্রহ্মজ্ঞান
(গ) তত্ত্ব
(ঘ) শাস্ত্র
সঠিক উত্তর: (খ) ব্রহ্মজ্ঞান

৵৮. বেদের অপর নাম কী?
(ক) স্মৃতি
(খ) শ্রুতি
(গ) পুরাণ
(ঘ) উপনিষদ
সঠিক উত্তর: (খ) শ্রুতি

৵৯. বেদ কয়টি ও কী কী?
(ক) তিনটি: ঋক, সাম, যজু
(খ) চারটি: ঋক, সাম, যজু, অথর্ব
(গ) পাঁচটি: ঋক, সাম, যজু, অথর্ব, আয়ুর্বেদ
(ঘ) দুটি: ঋক, সাম
সঠিক উত্তর: (খ) চারটি: ঋক, সাম, যজু, অথর্ব

৬০. বেদাঙ্গ কী?
(ক) বেদের শব্দ ও অর্থবোধের জন্য সৃষ্ট শাস্ত্র
(খ) বেদের ব্যাখ্যা গ্রন্থ
(গ) বেদের প্রধান অংশ
(ঘ) বেদের ধর্মীয় বিধান
সঠিক উত্তর: (ক) বেদের শব্দ ও অর্থবোধের জন্য সৃষ্ট শাস্ত্র

৬১. বেদাঙ্গ কয়টি ও কী কী?
(ক) পাঁচটি: শিক্ষা, ছন্দ, কল্প, নিরুক্ত, জ্যোতিষ
(খ) ছয়টি: শিক্ষা, ছন্দ, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ব্যাকরণ
(গ) চারটি: শিক্ষা, ছন্দ, কল্প, নিরুক্ত
(ঘ) সাতটি: শিক্ষা, ছন্দ, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ব্যাকরণ, ধর্মশাস্ত্র
সঠিক উত্তর: (খ) ছয়টি: শিক্ষা, ছন্দ, কল্প, নিরুক্ত, জ্যোতিষ, ব্যাকরণ

৬২. উপনিষদ শব্দটির অর্থ কী?
(ক) ব্রহ্মজ্ঞানলাভের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা
(খ) বেদের ব্যাখ্যা
(গ) ধর্মীয় বিধান
(ঘ) জ্ঞানচর্চা
সঠিক উত্তর: (ক) ব্রহ্মজ্ঞানলাভের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা

৬৩. উপনিষদের অপর নাম কী?
(ক) শ্রুতি
(খ) বেদান্ত
(গ) স্মৃতি
(ঘ) পুরাণ
সঠিক উত্তর: (খ) বেদান্ত

৬৪. উপনিষদ কয়টি ও কী কী?
(ক) ১০টি: ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতরেয়, তৈত্তিরীয়
(খ) ১২টি: ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতরেয়, তৈত্তিরীয়, কৌষীতকী, শ্বেতাশ্বতর
(গ) ৮টি: ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক
(ঘ) ১৪টি: ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতরেয়, তৈত্তিরীয়, কৌষীতকী, শ্বেতাশ্বতর, মৈত্রী, কৈবল্য
সঠিক উত্তর: (খ) ১২টি: ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐতরেয়, তৈত্তিরীয়, কৌষীতকী, শ্বেতাশ্বতর

৬৫. ভারতীয় দর্শনে মহাভূত কয়টি ও কী কী?
(ক) চারটি: ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ
(খ) পাঁচটি: ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম
(গ) তিনটি: ক্ষিতি, অপ্, তেজ
(ঘ) ছয়টি: ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম, আকাশ
সঠিক উত্তর: (খ) পাঁচটি: ক্ষিতি, অপ্, তেজ, মরুৎ, ব্যোম

৬৬. ভারতীয় দর্শনে পুরুষার্থ কাকে বলে?
(ক) মানুষের জীবনের প্রকৃত আদর্শকে যে মানবিক মূল্যবোধের দ্বারা উপলব্ধি করা যায়
(খ) বিশ্বজগতের সত্য
(গ) জ্ঞানের প্রতি অনুরাগ
(ঘ) বৌদ্ধিক বিশ্লেষণ
সঠিক উত্তর: (ক) মানুষের জীবনের প্রকৃত আদর্শকে যে মানবিক মূল্যবোধের দ্বারা উপলব্ধি করা যায়

৬৭. পুরুষার্থ কয়টি ও কী কী?
(ক) তিনটি: ধর্ম, অর্থ, কাম
(খ) চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
(গ) পাঁচটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জ্ঞান
(ঘ) দুটি: ধর্ম, মোক্ষ
সঠিক উত্তর: (খ) চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ

৬৮. ত্রিবর্গ কী?
(ক) ধর্ম, অর্থ, কাম
(খ) ধর্ম, কাম, মোক্ষ
(গ) অর্থ, কাম, মোক্ষ
(ঘ) ধর্ম, অর্থ, মোক্ষ
সঠিক উত্তর: (ক) ধর্ম, অর্থ, কাম

৬৯. ভারতীয় দর্শনে শ্রেষ্ঠ পুরুষার্থ কোনটি?
(ক) ধর্ম
(খ) অর্থ
(গ) কাম
(ঘ) মোক্ষ
সঠিক উত্তর: (ঘ) মোক্ষ

৭০. ভারতীয় দর্শনকে পরমপুরুষার্থ বলা হয় কেন?
(ক) এটি জ্ঞানতৃষ্ণা নিবৃত্ত করে
(খ) মোক্ষলাভ করলে মানুষের সমস্ত কামনা-বাসনার অবসান হয় এবং পুনর্জন্মের চক্র থেকে মানুষ মুক্তি পায়
(গ) এটি বিশ্বজগতের বিশ্লেষণ করে
(ঘ) এটি বৌদ্ধিক চর্চার প্রতি জোর দেয়
সঠিক উত্তর: (খ) মোক্ষলাভ করলে মানুষের সমস্ত কামনা-বাসনার অবসান হয় এবং পুনর্জন্মের চক্র থেকে মানুষ মুক্তি পায়

৭১. ত্রিবিধ দুঃখ কোনগুলি?
(ক) আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক
(খ) শারীরিক, মানসিক, আধ্যাত্মিক
(গ) আধিভৌতিক, আধিদৈবিক, বৈষয়িক
(ঘ) মানসিক, আধ্যাত্মিক, বৈষয়িক
সঠিক উত্তর: (ক) আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক

৭২. ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতির স্তর কয়টি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ) তিনটি

৭৩. দর্শন আলোচনার ত্রিস্তর কী কী?
(ক) পূর্বপক্ষ, খণ্ডন, উত্তরপক্ষ
(খ) পূর্বপক্ষ, বিশ্লেষণ, সমাধান
(গ) খণ্ডন, উত্তরপক্ষ, সিদ্ধান্ত
(ঘ) পূর্বপক্ষ, সমাধান, সিদ্ধান্ত
সঠিক উত্তর: (ক) পূর্বপক্ষ, খণ্ডন, উত্তরপক্ষ

৭৪. ভারতীয় দর্শনের মূল উৎস কী?
(ক) উপনিষদ
(খ) বেদ
(গ) পুরাণ
(ঘ) স্মৃতি
সঠিক উত্তর: (খ) বেদ

৭৫. ভারতীয় দর্শন চিন্তার ভিত্তি কী?
(ক) উপনিষদ
(খ) বেদ
(গ) পুরাণ
(ঘ) স্মৃতি
সঠিক উত্তর: (খ) বেদ

৭৬. যারা বেদে বিশ্বাস করে তাদের কী বলা হয়?
(ক) বৈদিক
(খ) অবৈদিক
(গ) নৈয়ায়িক
(ঘ) মীমাংসক
সঠিক উত্তর: (ক) বৈদিক

৭৭. “বিদ” কথাটির অর্থ কী?
(ক) দেখা
(খ) জ্ঞান
(গ) করা
(ঘ) উপলব্ধি
সঠিক উত্তর: (খ) জ্ঞান

৭৮. “বেদ” শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে?
(ক) “বিদ” ধাতুর সঙ্গে “ঘঞ” প্রত্যয় যোগ করে
(খ) “দৃশ্” ধাতুর সঙ্গে “অনট্” প্রত্যয় যোগ করে
(গ) “বিদ” ধাতুর সঙ্গে “ত” প্রত্যয় যোগ করে
(ঘ) “দৃশ্” ধাতুর সঙ্গে “ঘঞ” প্রত্যয় যোগ করে
সঠিক উত্তর: (ক) “বিদ” ধাতুর সঙ্গে “ঘঞ” প্রত্যয় যোগ করে

৭৯. “বেদ” শব্দের মুখ্য অর্থ কী?
(ক) ধর্মীয় বিধান
(খ) অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা
(গ) বৌদ্ধিক চর্চা
(ঘ) সাংস্কৃতিক ঐতিহ্য
সঠিক উত্তর: (খ) অতীন্দ্রিয় জ্ঞান বা প্রজ্ঞা

৮০. অপৌরুষেয় কাকে বলা হয়?
(ক) উপনিষদ
(খ) বেদ
(গ) পুরাণ
(ঘ) স্মৃতি
সঠিক উত্তর: (খ) বেদ

৮১. “অপৌরুষেয়” শব্দের অর্থ কী?
(ক) পুরুষের রচনা
(খ) পুরুষের রচনা নয়
(গ) ঐশ্বরিক জ্ঞান
(ঘ) বৈদিক জ্ঞান
সঠিক উত্তর: (খ) পুরুষের রচনা নয়

৮২. ভারতীয় দর্শন বলতে বোঝায় কোন শাস্ত্রকে?
(ক) নীতিশাস্ত্র
(খ) প্রমাণ শাস্ত্র
(গ) ধর্মশাস্ত্র
(ঘ) জ্ঞানশাস্ত্র
সঠিক উত্তর: (খ) প্রমাণ শাস্ত্র

৮৩. প্রমাণ শাস্ত্র বলতে কী বোঝো?
(ক) যে শাস্ত্রে ধর্মীয় বিধান নিয়ে আলোচনা করা হয়
(খ) যে শাস্ত্রে প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হয়
(গ) যে শাস্ত্রে জ্ঞানের উৎস নিয়ে আলোচনা করা হয়
(ঘ) যে শাস্ত্রে বিশ্বজগতের বিশ্লেষণ করা হয়
সঠিক উত্তর: (খ) যে শাস্ত্রে প্রত্যক্ষ, অনুমান প্রভৃতি বিভিন্ন প্রমাণ নিয়ে আলোচনা করা হয়

৮৪. ভারতীয় দার্শনিকগণ জ্ঞানকে কোন দুটি শ্রেণীতে ভাগ করেছেন?
(ক) প্রমা ও অপ্রমা
(খ) পরাজ্ঞান ও অপরাজ্ঞান
(গ) যথার্থ ও অযথার্থ
(ঘ) বৈদিক ও অবৈদিক
সঠিক উত্তর: (খ) পরাজ্ঞান ও অপরাজ্ঞান

৮৫. কোন জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়?
(ক) অপরাজ্ঞান
(খ) পরাজ্ঞান
(গ) প্রমা
(ঘ) অপ্রমা
সঠিক উত্তর: (খ) পরাজ্ঞান

৮৬. ভারতীয় দর্শন কী মূলক?
(ক) বিচারমূলক
(খ) ধর্মমূলক
(গ) বৌদ্ধিকমূলক
(ঘ) বিজ্ঞানমূলক
সঠিক উত্তর: (ক) বিচারমূলক

৮৭. ভারতীয় দর্শনকে বিচারমূলক বলার কারণ কী?
(ক) এটি ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে
(খ) এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে
(গ) এটি শুধু বেদের উপর নির্ভর করে
(ঘ) এটি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করে
সঠিক উত্তর: (খ) এই দর্শনে স্বাধীন চিন্তা ও যুক্তির স্থান আছে

৮৮. ভারতীয় দর্শনে কীসের প্রাধান্য লক্ষ্য করা যায়?
(ক) সুখের প্রাধান্য
(খ) দুঃখের প্রাধান্য
(গ) জ্ঞানের প্রাধান্য
(ঘ) ধর্মের প্রাধান্য
সঠিক উত্তর: (খ) দুঃখের প্রাধান্য

৮৯. ভারতীয় দর্শন নীতিশাস্ত্রকে অতিক্রম করে যায় তার কারণ কী?
(ক) এই দর্শন শুধু মানব সমাজ নিয়ে আলোচনা করে
(খ) এই দর্শনের আলোচ্য বিষয় শুধু মানব সমাজ নয়, সমগ্র জীবজগৎ
(গ) এটি শুধু ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে
(ঘ) এটি বৌদ্ধিক চর্চার উপর জোর দেয়
সঠিক উত্তর: (খ) এই দর্শনের আলোচ্য বিষয় শুধু মানব সমাজ নয়, সমগ্র জীবজগৎ

৯০. ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায় না তার কারণ কী?
(ক) এই দর্শনে দুঃখের কথা বলা হয়নি
(খ) এই দর্শনে দুঃখ থেকে মুক্তির উপায়ের কথা বলা হয়েছে, যা আশাবাদকে প্রতিষ্ঠা করে
(গ) এই দর্শন শুধু সুখের উপর জোর দেয়
(ঘ) এই দর্শন শুধু বৌদ্ধিক চর্চার উপর নির্ভর করে
সঠিক উত্তর: (খ) এই দর্শনে দুঃখ থেকে মুক্তির উপায়ের কথা বলা হয়েছে, যা আশাবাদকে প্রতিষ্ঠা করে

৯১. ভারতীয় দর্শনে “ঋত” বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়ম
(খ) ধর্মীয় বিধান
(গ) জ্ঞানের প্রতি অনুরাগ
(ঘ) বৌদ্ধিক বিশ্লেষণ
সঠিক উত্তর: (ক) বিশ্বজগতের এক শাশ্বত নৈতিক নিয়ম

৯২. ভারতীয় দর্শনে কয়টি কর্মের কথা বলা হয়েছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি

৯৩. কর্মবাদ অনুসারে দুই প্রকার কর্ম কী কী?
(ক) ধর্মীয় কর্ম ও অধর্মীয় কর্ম
(খ) সকাম কর্ম ও নিষ্কাম কর্ম
(গ) বৈদিক কর্ম ও অবৈদিক কর্ম
(ঘ) আধ্যাত্মিক কর্ম ও বৈষয়িক কর্ম
সঠিক উত্তর: (খ) সকাম কর্ম ও নিষ্কাম কর্ম

৯৪. ফল লাভের জন্য যে কর্ম করা হয় তাকে কী বলা হয়?
(ক) নিষ্কাম কর্ম
(খ) সকাম কর্ম
(গ) ধর্মীয় কর্ম
(ঘ) বৈদিক কর্ম
সঠিক উত্তর: (খ) সকাম কর্ম

৯৫. নিষ্কাম কর্ম কী?
(ক) ফল লাভের আশা করে করা কর্ম
(খ) ফল লাভের আশা না করে যে কর্ম করা হয়
(গ) ধর্মীয় উদ্দেশ্যে করা কর্ম
(ঘ) বৈষয়িক উদ্দেশ্যে করা কর্ম
সঠিক উত্তর: (খ) ফল লাভের আশা না করে যে কর্ম করা হয়

৯৬. ভারতীয় দর্শনে “জ্ঞান” শব্দের পরিবর্তে কোন শব্দটি ব্যবহৃত হয়?
(ক) প্রজ্ঞা
(খ) বুদ্ধি
(গ) প্রমা
(ঘ) তত্ত্ব
সঠিক উত্তর: (খ) বুদ্ধি

৯৭. ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান কোনটি?
(ক) অপ্রমা
(খ) প্রমা
(গ) স্মৃতি
(ঘ) অনুভব
সঠিক উত্তর: (খ) প্রমা

৯৮. “প্রমা” কথার অর্থ কী?
(ক) অযথার্থ জ্ঞান
(খ) প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান
(গ) সাধারণ জ্ঞান
(ঘ) বৈষয়িক জ্ঞান
সঠিক উত্তর: (খ) প্রকৃষ্ট বা উৎকৃষ্ট জ্ঞান

৯৯. যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট তাকে সেই ধর্ম বিশিষ্ট প্রমাণ করে জানাকে কী বলা হয়?
(ক) অপ্রমা
(খ) প্রমা
(গ) স্মৃতি
(ঘ) অনুভব
সঠিক উত্তর: (খ) প্রমা

১০০. সফল প্রবৃত্তির জনক কে?
(ক) অপ্রমা
(খ) প্রমা
(গ) স্মৃতি
(ঘ) অনুভব
সঠিক উত্তর: (খ) প্রমা

১০১. জ্ঞান কত প্রকার?
(ক) এক প্রকার
(খ) দুই প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (খ) দুই প্রকার

১০২. ভারতীয় দর্শনে কয়টি অযথার্থ অনুভব স্বীকার করা হয়?
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি

১০৩. “রজ্জুতে সর্পভ্রম”— এটি কিসের উদাহরণ?
(ক) প্রমা
(খ) অপ্রমা
(গ) স্মৃতি
(ঘ) যথার্থ অনুভব
সঠিক উত্তর: (খ) অপ্রমা

১০৪. “ঘটকে ঘটরূপে জানা”— এটি কিসের উদাহরণ?
(ক) অপ্রমা
(খ) যথার্থ অনুভব
(গ) স্মৃতি
(ঘ) অনুমান
সঠিক উত্তর: (খ) যথার্থ অনুভব

১০৫. যথার্থ জ্ঞানের প্রণালীকে কী বলা হয়?
(ক) প্রমা
(খ) প্রমাণ
(গ) অপ্রমা
(ঘ) অনুভব
সঠিক উত্তর: (খ) প্রমাণ

১০৬. ভারতীয় দর্শনে কয়টি প্রমাণের উল্লেখ আছে?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ) ছয়টি

১০৭. কোন দর্শন সম্প্রদায় একটি প্রমাণ স্বীকার করেছেন?
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) সাংখ্য
সঠিক উত্তর: (খ) চার্বাক

১০৮. চার্বাক মতে একমাত্র প্রমাণ কোনটি?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) শব্দ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (ক) প্রত্যক্ষ

১০৯. দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে কোন দর্শনে?
(ক) ন্যায় দর্শনে
(খ) বৌদ্ধ দর্শনে
(গ) সাংখ্য দর্শনে
(ঘ) জৈন দর্শনে
সঠিক উত্তর: (খ) বৌদ্ধ দর্শনে

১১০. বৌদ্ধ দর্শন অনুযায়ী কোনটি যথার্থ প্রমাণ?
(ক) প্রত্যক্ষ ও শব্দ
(খ) প্রত্যক্ষ ও অনুমান
(গ) অনুমান ও উপমান
(ঘ) শব্দ ও উপমান
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষ ও অনুমান

১১১. প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন কোন দার্শনিকগণ?
(ক) বৌদ্ধ দার্শনিকগণ
(খ) নৈয়ায়িকগণ
(গ) জৈন দার্শনিকগণ
(ঘ) সাংখ্য দার্শনিকগণ
সঠিক উত্তর: (খ) নৈয়ায়িকগণ

১১২. প্রত্যক্ষ ও অনুমান— এই দুটি প্রমাণ স্বীকার্য কোন দুটি দর্শনে?
(ক) ন্যায় ও সাংখ্য
(খ) বৌদ্ধ ও বৈশেষিক
(গ) জৈন ও যোগ
(ঘ) মীমাংসা ও বেদান্ত
সঠিক উত্তর: (খ) বৌদ্ধ ও বৈশেষিক

১১৩. জৈন, সাংখ্য ও যোগ মতে স্বীকৃত প্রমাণ কয়টি?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ) তিনটি

১১৪. পাঁচটি প্রমাণ স্বীকার করেছেন কোন সম্প্রদায়?
(ক) ভাট্ট মীমাংসক
(খ) প্রাভাকর মীমাংসক
(গ) বেদান্ত
(ঘ) ন্যায়
সঠিক উত্তর: (খ) প্রাভাকর মীমাংসক

১১৫. ছয়টি প্রমাণ স্বীকার করেন যে সকল দার্শনিক সম্প্রদায়, তাঁরা কারা?
(ক) নৈয়ায়িক ও বৈশেষিক
(খ) ভাট্ট মীমাংসক ও বেদান্ত
(গ) জৈন ও সাংখ্য
(ঘ) বৌদ্ধ ও যোগ
সঠিক উত্তর: (খ) ভাট্ট মীমাংসক ও বেদান্ত

১১৬. প্রাভাকর মীমাংসা যে প্রমাণটি অস্বীকার করেছেন সেটি কোনটি?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) অনুপলব্ধি
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (গ) অনুপলব্ধি

১১৭. অনুপলব্ধিকে প্রমাণ হিসেবে কারা মেনেছেন?
(ক) নৈয়ায়িক ও বৈশেষিক
(খ) ভাট্ট মীমাংসা ও বেদান্ত
(গ) জৈন ও সাংখ্য
(ঘ) বৌদ্ধ ও যোগ
সঠিক উত্তর: (খ) ভাট্ট মীমাংসা ও বেদান্ত

১১৮. প্রত্যক্ষ, অনুমান ও শব্দ এই তিনটি প্রমাণ স্বীকার করেছেন কোন দার্শনিক?
(ক) নৈয়ায়িক
(খ) সাংখ্য, যোগ ও জৈন
(গ) বৌদ্ধ
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) সাংখ্য, যোগ ও জৈন

১১৯. ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে কী বলা হয়?
(ক) প্রমা
(খ) প্রমেয়
(গ) প্রমাণ
(ঘ) অপ্রমা
সঠিক উত্তর: (খ) প্রমেয়

১২০. ন্যায় মতে প্রমেয় পদার্থ কয়টি?
(ক) নয়টি
(খ) দশটি
(গ) বারোটি
(ঘ) চৌদ্দটি
সঠিক উত্তর: (গ) বারোটি



একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় mcq

একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 

ক্লাস 11 দর্শন অধ্যায় 1 প্রশ্ন উত্তর

WBCHSE Class 11 philosophy New syllabus in bengali west bengal board

Class 11 1st semester philosophy New syllabus WB

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, প্রথম অধ্যায়, দর্শন শব্দের অর্থ প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ MCQ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Dorson Sobder Ortho



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.