একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Second Chapter
একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার দ্বিতীয় অধ্যায় "ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণিবিভাগ" mcq প্রশ্ন উত্তর
১. ভারতীয় দর্শন কয় ভাগে বিভক্ত ও কী কী?
(ক) তিন ভাগে: আস্তিক, নাস্তিক, বৈদিক
(খ) দুই ভাগে: আস্তিক ও নাস্তিক
(গ) চার ভাগে: আস্তিক, নাস্তিক, বেদস্বতন্ত্র, বেদানুগত
(ঘ) এক ভাগে: বৈদিক
সঠিক উত্তর: (খ) দুই ভাগে: আস্তিক ও নাস্তিক
২. আস্তিক দর্শন কয় ভাগে বিভক্ত ও কী কী?
(ক) তিন ভাগে: বেদস্বতন্ত্র, বেদানুগত, বৈদিক
(খ) দুই ভাগে: বেদস্বতন্ত্র ও বেদানুগত
(গ) চার ভাগে: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক
(ঘ) এক ভাগে: বেদানুগত
সঠিক উত্তর: (খ) দুই ভাগে: বেদস্বতন্ত্র ও বেদানুগত
৩. ষড়্ দর্শন বলতে কী বোঝায়?
(ক) ভারতীয় দর্শনে ছয়টি নাস্তিক সম্প্রদায়
(খ) বেদের প্রামাণ্যে বিশ্বাসী ছয়টি দার্শনিক সম্প্রদায়: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত
(গ) বৌদ্ধ ও জৈন দর্শনের ছয়টি শাখা
(ঘ) ভারতীয় দর্শনের ছয়টি প্রধান গ্রন্থ
সঠিক উত্তর: (খ) বেদের প্রামাণ্যে বিশ্বাসী ছয়টি দার্শনিক সম্প্রদায়: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত
৪. নাস্তিক দর্শন কয় ভাগে বিভক্ত ও কী কী?
(ক) তিন ভাগে: চরমপন্থী, নরমপন্থী, মধ্যপন্থী
(খ) দুই ভাগে: চরমপন্থী ও নরমপন্থী
(গ) চার ভাগে: চার্বাক, বৌদ্ধ, জৈন, লোকায়ত
(ঘ) এক ভাগে: চরমপন্থী
সঠিক উত্তর: (খ) দুই ভাগে: চরমপন্থী ও নরমপন্থী
৫. ভারতীয় দর্শনে মোট দার্শনিক সম্প্রদায় কয়টি ও কী কী?
(ক) ছয়টি: সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত
(খ) নয়টি: চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বৈশেষিক, বেদান্ত
(গ) আটটি: চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা
(ঘ) দশটি: চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, লোকায়ত
সঠিক উত্তর: (খ) নয়টি: চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, ন্যায়, মীমাংসা, বৈশেষিক, বেদান্ত
৬. চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) গৌতম বুদ্ধ
(খ) মহাবীর
(গ) কপিলমুনি
(ঘ) চার্বাক ঋষি বা বৃহস্পতি
সঠিক উত্তর: (ঘ) চার্বাক ঋষি বা বৃহস্পতি
৭. বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) মহাবীর
(খ) গৌতম বুদ্ধ
(গ) কপিলমুনি
(ঘ) পতঞ্জলি
সঠিক উত্তর: (খ) গৌতম বুদ্ধ
৮. জৈন দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) গৌতম বুদ্ধ
(খ) মহাবীর
(গ) কপিলমুনি
(ঘ) জৈমিনি
সঠিক উত্তর: (খ) মহাবীর
৯. সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) পতঞ্জলি
(খ) কপিলমুনি
(গ) গৌতম
(ঘ) কণাদ
সঠিক উত্তর: (খ) কপিলমুনি
১০. যোগ দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) কপিলমুনি
(খ) মহর্ষি পতঞ্জলি
(গ) গৌতম
(ঘ) বাদরায়ণ
সঠিক উত্তর: (খ) মহর্ষি পতঞ্জলি
১১. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) মহর্ষি গৌতম
(খ) কণাদ
(গ) জৈমিনি
(ঘ) বাদরায়ণ
সঠিক উত্তর: (ক) মহর্ষি গৌতম
১২. বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) জৈমিনি
(খ) মহর্ষি কণাদ
(গ) বাদরায়ণ
(ঘ) পতঞ্জলি
সঠিক উত্তর: (খ) মহর্ষি কণাদ
১৩. মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) গৌতম
(খ) কণাদ
(গ) মহর্ষি জৈমিনি
(ঘ) বাদরায়ণ
সঠিক উত্তর: (গ) মহর্ষি জৈমিনি
১৪. বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতার নাম কী?
(ক) মহর্ষি বাদরায়ণ
(খ) জৈমিনি
(গ) কণাদ
(ঘ) পতঞ্জলি
সঠিক উত্তর: (ক) মহর্ষি বাদরায়ণ
১৫. ভারতীয় দর্শনে “আস্তিক” ও “নাস্তিক” শব্দটির অর্থ নির্ধারণের ভিত্তি কী?
(ক) ঈশ্বর
(খ) বেদ
(গ) ধর্ম
(ঘ) পুরুষার্থ
সঠিক উত্তর: (খ) বেদ
১৬. কোন আস্তিক দর্শন বেদে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না?
(ক) ন্যায় ও বৈশেষিক
(খ) সাংখ্য ও মীমাংসা
(গ) যোগ ও বেদান্ত
(ঘ) সাংখ্য ও যোগ
সঠিক উত্তর: (খ) সাংখ্য ও মীমাংসা
১৭. কোন আস্তিক দর্শন সরাসরি বেদের ওপর প্রতিষ্ঠিত?
(ক) সাংখ্য ও যোগ
(খ) ন্যায় ও বৈশেষিক
(গ) মীমাংসা ও বেদান্ত
(ঘ) সাংখ্য ও বৈশেষিক
সঠিক উত্তর: (গ) মীমাংসা ও বেদান্ত
১৮. ভারতীয় দর্শন সম্প্রদায়ের বিভাজনের ভিত্তি কী?
(ক) ঈশ্বরে বিশ্বাস
(খ) বেদে বিশ্বাস
(গ) ধর্মের প্রকৃতি
(ঘ) পুরুষার্থের প্রকৃতি
সঠিক উত্তর: (খ) বেদে বিশ্বাস
১৯. ভারতীয় দর্শনের কয়টি বিভাগ আছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি
২০. ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় সংখ্যা কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
সঠিক উত্তর: (ঘ) ছয়টি
২১. আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শনগুলি কোন দর্শন নামে পরিচিত?
(ক) ত্রিদর্শন
(খ) ষড়্ দর্শন
(গ) পঞ্চদর্শন
(ঘ) নবদর্শন
সঠিক উত্তর: (খ) ষড়্ দর্শন
২২. ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ভুক্ত কিসে বিশ্বাসী?
(ক) ঈশ্বরে
(খ) বেদে
(গ) ধর্মে
(ঘ) পুরুষার্থে
সঠিক উত্তর: (খ) বেদে
২৩. আস্তিক দর্শনে শব্দ প্রমাণ কোনটি?
(ক) উপনিষদ
(খ) বেদ
(গ) পুরাণ
(ঘ) স্মৃতি
সঠিক উত্তর: (খ) বেদ
২৪. একটি বেদবিরোধী দর্শনের উদাহরণ দাও।
(ক) সাংখ্য দর্শন
(খ) বৌদ্ধ দর্শন
(গ) ন্যায় দর্শন
(ঘ) বেদান্ত দর্শন
সঠিক উত্তর: (খ) বৌদ্ধ দর্শন
২৫. ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি
২৬. বেদের ওপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় কোনটি?
(ক) বেদানুগত
(খ) বেদস্বতন্ত্র
(গ) মীমাংসা
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) বেদস্বতন্ত্র
২৭. দুই প্রকার মুক্তির উদাহরণ দাও।
(ক) সকাম ও নিষ্কাম
(খ) জীবমুক্তি ও বিদেহমুক্তি
(গ) ধর্ম ও মোক্ষ
(ঘ) অর্থ ও কাম
সঠিক উত্তর: (খ) জীবমুক্তি ও বিদেহমুক্তি
২৮. ন্যায় দর্শন কী নামে পরিচিত?
(ক) অক্ষপাদ দর্শন বা প্রমাণ শাস্ত্র
(খ) প্রমেয় শাস্ত্র
(গ) জৈমিনি দর্শন
(ঘ) পাতঞ্জল দর্শন
সঠিক উত্তর: (ক) অক্ষপাদ দর্শন বা প্রমাণ শাস্ত্র
২৯. বৈশেষিক দর্শন কী নামে পরিচিত?
(ক) প্রমাণ শাস্ত্র
(খ) প্রমেয় শাস্ত্র
(গ) জৈমিনি দর্শন
(ঘ) পাতঞ্জল দর্শন
সঠিক উত্তর: (খ) প্রমেয় শাস্ত্র
৩০. ন্যায় দর্শনের দুটি শাখার উদাহরণ দাও।
(ক) প্রাচীন ন্যায় ও নব্য ন্যায়
(খ) প্রাভাকর ও ভাট্ট
(গ) হীনযান ও মহাযান
(ঘ) অদ্বৈত ও বিশিষ্টাদ্বৈত
সঠিক উত্তর: (ক) প্রাচীন ন্যায় ও নব্য ন্যায়
৩১. “ন্যায় ভাষ্য”-এর রচয়িতা কে?
(ক) বাৎসায়ন
(খ) শঙ্করাচার্য
(গ) রামানুজ
(ঘ) প্রশস্তপাদ
সঠিক উত্তর: (ক) বাৎসায়ন
৩২. ন্যায় দর্শনের মূল গ্রন্থ কোনটি?
(ক) ব্রহ্মসূত্র
(খ) ন্যায় সূত্র
(গ) যোগসূত্র
(ঘ) মীমাংসা সূত্র
সঠিক উত্তর: (খ) ন্যায় সূত্র
৩৩. “ন্যায় সূত্র”-গ্রন্থটির রচয়িতা কে?
(ক) মহর্ষি গৌতম
(খ) কপিলমুনি
(গ) জৈমিনি
(ঘ) বাদরায়ণ
সঠিক উত্তর: (ক) মহর্ষি গৌতম
৩৪. “ব্রহ্মসূত্র” গ্রন্থটির রচয়িতা কে?
(ক) জৈমিনি
(খ) মহর্ষি বাদরায়ণ
(গ) কণাদ
(ঘ) পতঞ্জলি
সঠিক উত্তর: (খ) মহর্ষি বাদরায়ণ
৩৫. “সর্বদর্শন সংগ্রহ” গ্রন্থের রচয়িতা কে?
(ক) শঙ্করাচার্য
(খ) রামানুজ
(গ) মাধবাচার্য
(ঘ) বাৎসায়ন
সঠিক উত্তর: (গ) মাধবাচার্য
৩৬. ভারতীয় দর্শনে নাস্তিক শিরোমণি কাদের বলা হয়?
(ক) বৌদ্ধদের
(খ) জৈনদের
(গ) চার্বাকদের
(ঘ) সাংখ্যদের
সঠিক উত্তর: (গ) চার্বাকদের
৩৭. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
(ক) মহাবীর
(খ) ঋষভদেব
(গ) গৌতম বুদ্ধ
(ঘ) পার্শ্বনাথ
সঠিক উত্তর: (খ) ঋষভদেব
৩৮. জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?
(ক) ঋষভদেব
(খ) মহাবীর
(গ) পার্শ্বনাথ
(ঘ) গৌতম বুদ্ধ
সঠিক উত্তর: (খ) মহাবীর
৩৯. বৌদ্ধ দর্শনে কার্যকারণ শৃঙ্খলকে কী বলা হয়?
(ক) প্রতীত্যসমুৎপাদবাদ
(খ) দ্বাদশনিদান বা ভবচক্র
(গ) নৈরাত্মবাদ
(ঘ) চত্বারি আর্যসত্তানি
সঠিক উত্তর: (খ) দ্বাদশনিদান বা ভবচক্র
৪০. দ্বাদশনিদান কী কী?
(ক) জরা-মরণ, জাতি, ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, ষড়ায়তন, নাম-রূপ, বিজ্ঞান, সংস্কার, অবিদ্যা
(খ) রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান
(গ) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
(ঘ) সত্ত্ব, রজঃ, তমঃ
সঠিক উত্তর: (ক) জরা-মরণ, জাতি, ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, ষড়ায়তন, নাম-রূপ, বিজ্ঞান, সংস্কার, অবিদ্যা
৪১. বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব কী নামে পরিচিত?
(ক) নৈরাত্মবাদ
(খ) প্রতীত্যসমুৎপাদবাদ
(গ) চত্বারি আর্যসত্তানি
(ঘ) পঞ্চস্কন্ধ
সঠিক উত্তর: (খ) প্রতীত্যসমুৎপাদবাদ
৪২. আর্য সত্য চতুষ্টয় মেনেছেন কারা?
(ক) জৈনরা
(খ) বৌদ্ধরা
(গ) সাংখ্যরা
(ঘ) নৈয়ায়িকরা
সঠিক উত্তর: (খ) বৌদ্ধরা
৪৩. বৌদ্ধদের আত্মা সম্পর্কে মতবাদ কী নামে পরিচিত?
(ক) প্রতীত্যসমুৎপাদবাদ
(খ) নৈরাত্মবাদ বা অনাত্মবাদ
(গ) চত্বারি আর্যসত্তানি
(ঘ) পঞ্চস্কন্ধ
সঠিক উত্তর: (খ) নৈরাত্মবাদ বা অনাত্মবাদ
৪৪. বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধের সমষ্টিকে কী বলা হয়?
(ক) জীব
(খ) আত্মা
(গ) ব্রহ্ম
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (খ) আত্মা
৪৫. বৌদ্ধমতে পঞ্চস্কন্ধ কী কী?
(ক) জরা-মরণ, জাতি, ভব, তৃষ্ণা, অবিদ্যা
(খ) রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান
(গ) সত্ত্ব, রজঃ, তমঃ
(ঘ) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
সঠিক উত্তর: (খ) রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান
৪৬. বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য কী কী?
(ক) জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে
(খ) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ
(গ) সত্ত্ব, রজঃ, তমঃ, প্রকৃতি
(ঘ) জীব, জগৎ, ঈশ্বর, মায়া
সঠিক উত্তর: (ক) জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে
৪৭. বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্যকে একত্রে কী বলা হয়?
(ক) প্রতীত্যসমুৎপাদবাদ
(খ) চত্বারি আর্যসত্তানি
(গ) নৈরাত্মবাদ
(ঘ) পঞ্চস্কন্ধ
সঠিক উত্তর: (খ) চত্বারি আর্যসত্তানি
৪৮. বৌদ্ধ ধর্মের কয়টি শাখা ও কী কী?
(ক) তিনটি: হীনযান, মহাযান, বজ্রযান
(খ) দুটি: হীনযান ও মহাযান
(গ) চারটি: বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক, যোগাচার
(ঘ) একটি: মহাযান
সঠিক উত্তর: (খ) দুটি: হীনযান ও মহাযান
৪৯. বৌদ্ধ সম্প্রদায় কয়টি ও কী কী?
(ক) দুটি: হীনযান, মহাযান
(খ) তিনটি: বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক
(গ) চারটি: বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক, যোগাচার
(ঘ) পাঁচটি: বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক, যোগাচার, হীনযান
সঠিক উত্তর: (গ) চারটি: বৈভাষিক, সৌতান্ত্রিক, মাধ্যমিক, যোগাচার
৫০. বৈশেষিক মতে পদার্থ কয়টি?
(ক) পাঁচটি
(খ) ছয়টি
(গ) সাতটি
(ঘ) নয়টি
সঠিক উত্তর: (গ) সাতটি
৫১. ন্যায় মতে গুণ কয়টি ও কী কী?
(ক) চব্বিশটি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, দ্রব্যত্ব, স্নেহত্ব, বুদ্ধি, ইচ্ছা, দ্বেষ, গুরুত্ব, ধর্ম, অধর্ম, সংস্কার, সুখ, দুঃখ
(খ) দশটি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ
(গ) পনেরোটি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, দ্রব্যত্ব, স্নেহত্ব, বুদ্ধি
(ঘ) সাতটি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ
সঠিক উত্তর: (ক) চব্বিশটি: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, দ্রব্যত্ব, স্নেহত্ব, বুদ্ধি, ইচ্ছা, দ্বেষ, গুরুত্ব, ধর্ম, অধর্ম, সংস্কার, সুখ, দুঃখ
৫২. আস্তিক কাদের বলা হয়?
(ক) যারা ঈশ্বরে বিশ্বাস করে
(খ) যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে
(গ) যারা ধর্মে বিশ্বাস করে
(ঘ) যারা মোক্ষে বিশ্বাস করে
সঠিক উত্তর: (খ) যারা বেদকে প্রামাণ্য গ্রন্থ বলে মনে করে
৫৩. একটি আস্তিক দর্শনের উদাহরণ দাও।
(ক) চার্বাক
(খ) বৌদ্ধ
(গ) জৈন
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (ঘ) বেদান্ত
৫৪. সাধারণ অর্থে যারা ঈশ্বর বিশ্বাসী নয় তাদের কী বলা হয়?
(ক) আস্তিক
(খ) নাস্তিক
(গ) বৈদিক
(ঘ) অবৈদিক
সঠিক উত্তর: (খ) নাস্তিক
৫৫. বেদবিরোধী দর্শনকে কী দর্শন বলা হয়?
(ক) আস্তিক দর্শন
(খ) নাস্তিক দর্শন
(গ) বৈদিক দর্শন
(ঘ) অবৈদিক দর্শন
সঠিক উত্তর: (খ) নাস্তিক দর্শন
৫৬. একটি বেদবিরোধী দর্শনের উদাহরণ দাও।
(ক) সাংখ্য
(খ) বৌদ্ধ
(গ) ন্যায়
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) বৌদ্ধ
৫৭. চরমপন্থী নাস্তিক দর্শন কোনটি?
(ক) বৌদ্ধ দর্শন
(খ) জৈন দর্শন
(গ) চার্বাক দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (গ) চার্বাক দর্শন
৫৮. আস্তিক দর্শনগুলির বিকাশ হয় কাদের কেন্দ্র করে?
(ক) পুরাণ ও স্মৃতি
(খ) বেদ ও উপনিষদ
(গ) বৌদ্ধ ও জৈন গ্রন্থ
(ঘ) ধর্মশাস্ত্র
সঠিক উত্তর: (খ) বেদ ও উপনিষদ
৫৯. ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় কাকে?
(ক) পুরাণ
(খ) স্মৃতি
(গ) উপনিষদ
(ঘ) ধর্মশাস্ত্র
সঠিক উত্তর: (গ) উপনিষদ
৬০. বেদের বিভাগ করেছেন কে?
(ক) ব্যাসদেব
(খ) শঙ্করাচার্য
(গ) রামানুজ
(ঘ) মাধবাচার্য
সঠিক উত্তর: (ক) ব্যাসদেব
৬১. ব্যাসদেবের অপর নাম কী?
(ক) বেদব্যাস
(খ) কৃষ্ণদ্বৈপায়ন
(গ) বাদরায়ণ
(ঘ) উভয়ই
সঠিক উত্তর: (ঘ) উভয়ই
৬২. বেদের প্রথম অংশের নাম কী?
(ক) ব্রাহ্মণ
(খ) আরণ্যক
(গ) সংহিতা
(ঘ) উপনিষদ
সঠিক উত্তর: (গ) সংহিতা
৬৩. বেদের শেষ অংশের নাম কী?
(ক) সংহিতা
(খ) ব্রাহ্মণ
(গ) আরণ্যক
(ঘ) উপনিষদ
সঠিক উত্তর: (ঘ) উপনিষদ
৬৪. উপনিষদকে কী বলা হয়?
(ক) কর্মকাণ্ড
(খ) জ্ঞানকাণ্ড
(গ) ব্রাহ্মণকাণ্ড
(ঘ) সংহিতাকাণ্ড
সঠিক উত্তর: (খ) জ্ঞানকাণ্ড
৬৫. বেদানুগত দর্শন কী?
(ক) বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলে স্বীকার করে
(খ) বেদের উপর নির্ভর করে না
(গ) বেদের আংশিক প্রামাণ্য স্বীকার করে
(ঘ) বেদবিরোধী দর্শন
সঠিক উত্তর: (ক) বেদকে সরাসরিভাবে প্রামাণ্য বলে স্বীকার করে
৬৬. বেদের উপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় কারা?
(ক) বেদানুগত
(খ) বেদস্বতন্ত্র
(গ) মীমাংসা
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) বেদস্বতন্ত্র
৬৭. সাংখ্য দর্শনের প্রধান ভাষ্যকার কে?
(ক) শঙ্করাচার্য
(খ) বাচস্পতি মিশ্র
(গ) রামানুজ
(ঘ) প্রশস্তপাদ
সঠিক উত্তর: (খ) বাচস্পতি মিশ্র
৬৮. সাংখ্য দর্শন কী নামে পরিচিত?
(ক) নিরীশ্বর সাংখ্য
(খ) সেশ্বর সাংখ্য
(গ) পাতঞ্জল দর্শন
(ঘ) প্রমেয় শাস্ত্র
সঠিক উত্তর: (ক) নিরীশ্বর সাংখ্য
৬৯. কোন দর্শন দ্বৈতবাদী দর্শন?
(ক) বেদান্ত
(খ) সাংখ্য
(গ) ন্যায়
(ঘ) মীমাংসা
সঠিক উত্তর: (খ) সাংখ্য
(ক) কারণ তারা ঈশ্বর ও জগৎ স্বীকার করে
(খ) কারণ তারা প্রকৃতি ও পুরুষ স্বীকার করে
(গ) কারণ তারা জীব ও জগৎ স্বীকার করে
(ঘ) কারণ তারা ব্রহ্ম ও মায়া স্বীকার করে
সঠিক উত্তর: (খ) কারণ তারা প্রকৃতি ও পুরুষ স্বীকার করে
৭১. পুরুষ ও প্রকৃতির মধ্যে পার্থক্য কী?
(ক) পুরুষ অচেতন, প্রকৃতি সচেতন
(খ) পুরুষ সচেতন, প্রকৃতি অচেতন
(গ) পুরুষ ও প্রকৃতি উভয়ই সচেতন
(ঘ) পুরুষ ও প্রকৃতি উভয়ই অচেতন
সঠিক উত্তর: (খ) পুরুষ সচেতন, প্রকৃতি অচেতন
৭২. সাংখ্য দর্শনে পুরুষ কী কী?
(ক) অস্থায়ী ও অচেতন
(খ) নিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
(গ) স্থায়ী ও বৈষয়িক
(ঘ) অস্থায়ী ও সচেতন
সঠিক উত্তর: (খ) নিত্য, শুদ্ধ ও মুক্তচৈতন্যস্বরূপ
৭৩. ত্রিগুণের সাম্যাবস্থা কী নামে পরিচিত?
(ক) পুরুষ
(খ) প্রকৃতি
(গ) ব্রহ্ম
(ঘ) মায়া
সঠিক উত্তর: (খ) প্রকৃতি
৭৪. ত্রিগুণ কী কী?
(ক) সত্ত্ব, রজঃ, তমঃ
(খ) ধর্ম, অর্থ, কাম
(গ) জ্ঞান, কর্ম, ভক্তি
(ঘ) রূপ, রস, গন্ধ
সঠিক উত্তর: (ক) সত্ত্ব, রজঃ, তমঃ
৭৫. সত্ত্ব গুণের বৈশিষ্ট্যগুলি কী কী?
(ক) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
(খ) সুখ উৎপাদক, লঘুতা ও প্রকাশক
(গ) ভারী ও আলস্যতা
(ঘ) মোহ ও অচেতনতা
সঠিক উত্তর: (খ) সুখ উৎপাদক, লঘুতা ও প্রকাশক
৭৬. রজঃগুণের বৈশিষ্ট্য কী কী?
(ক) সুখ উৎপাদক ও প্রকাশক
(খ) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
(গ) ভারী ও আলস্যতা
(ঘ) মোহ ও অচেতনতা
সঠিক উত্তর: (খ) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
৭৭. তমোগুণের প্রকাশক কী কী?
(ক) সুখ উৎপাদক ও প্রকাশক
(খ) দুঃখ উৎপাদক ও চঞ্চলতা
(গ) ভারী ও আলস্যতা
(ঘ) লঘুতা ও প্রকাশক
সঠিক উত্তর: (গ) ভারী ও আলস্যতা
৭৮. মোহের কারণ কী?
(ক) সত্ত্ব গুণ
(খ) রজঃ গুণ
(গ) তমঃ গুণ
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (গ) তমঃ গুণ
৭৯. পুরুষ বলতে কী বোঝায়?
(ক) অচেতন জগৎ
(খ) সচেতন আত্মা
(গ) বৈষয়িক শক্তি
(ঘ) প্রকৃতির বিবর্তন
সঠিক উত্তর: (খ) সচেতন আত্মা
৮০. সাংখ্য দর্শনে মোট স্বীকৃত তত্ত্ব কয়টি?
(ক) ২৩টি
(খ) ২৪টি
(গ) ২৫টি
(ঘ) ২৬টি
সঠিক উত্তর: (গ) ২৫টি
৮১. সৎকার্যবাদী দর্শন কাকে বলা হয়?
(ক) বৈশেষিক
(খ) সাংখ্য
(গ) যোগ
(ঘ) ন্যায়
সঠিক উত্তর: (খ) সাংখ্য
৮২. মুক্তিকে কৈবল্য বলা হয় কোন দর্শনে?
(ক) বৈশেষিক
(খ) সাংখ্য
(গ) ন্যায়
(ঘ) মীমাংসা
সঠিক উত্তর: (খ) সাংখ্য
৮৩. সাংখ্য দর্শনে কাকে প্রসবধর্মী বলা হয়?
(ক) পুরুষ
(খ) প্রকৃতি
(গ) ব্রহ্ম
(ঘ) মায়া
সঠিক উত্তর: (খ) প্রকৃতি
৮৪. কোন আস্তিক দর্শন বেদে বিশ্বাসী হয়েও সাক্ষাৎভাবে বেদের উপর প্রতিষ্ঠিত নয়?
(ক) মীমাংসা
(খ) বেদান্ত
(গ) যোগ
(ঘ) ন্যায়
সঠিক উত্তর: (গ) যোগ
৮৫. যোগ দর্শন অন্য কী নামে পরিচিত?
(ক) নিরীশ্বর সাংখ্য
(খ) সেশ্বর সাংখ্য
(গ) অক্ষপাদ দর্শন
(ঘ) প্রমেয় শাস্ত্র
সঠিক উত্তর: (খ) সেশ্বর সাংখ্য
৮৬. “পাতঞ্জল দর্শন” কোন দর্শনকে বলা হয়?
(ক) সাংখ্য দর্শন
(খ) যোগ দর্শন
(গ) ন্যায় দর্শন
(ঘ) বৈশেষিক দর্শন
সঠিক উত্তর: (খ) যোগ দর্শন
৮৭. যোগ দর্শনের প্রধান গ্রন্থ কোনটি?
(ক) ন্যায় সূত্র
(খ) ব্রহ্মসূত্র
(গ) যোগসূত্র
(ঘ) মীমাংসা সূত্র
সঠিক উত্তর: (গ) যোগসূত্র
৮৮. যোগ দর্শনের প্রধান ভাষ্যকার কে?
(ক) বাচস্পতি মিশ্র
(খ) বেদব্যাস
(গ) শঙ্করাচার্য
(ঘ) প্রশস্তপাদ
সঠিক উত্তর: (খ) বেদব্যাস
৮৯. বেদব্যাস রচিত ভাষ্যগ্রন্থ কোনটি?
(ক) ন্যায় ভাষ্য
(খ) ব্যাসভাষ্য
(গ) শ্রীভাষ্য
(ঘ) শারীরক ভাষ্য
সঠিক উত্তর: (খ) ব্যাসভাষ্য
৯০. যোগ দর্শনের সঙ্গে মিল লক্ষ্য করা যায় ভারতীয় কোন দর্শনের?
(ক) বৈশেষিক
(খ) সাংখ্য
(গ) মীমাংসা
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) সাংখ্য
৯১. যোগ দর্শনের লক্ষ্য কী?
(ক) জ্ঞানার্জন
(খ) চিত্ত বা মনের চাঞ্চল্য নিবৃত্তি
(গ) ধর্মপালন
(ঘ) মোক্ষলাভ
সঠিক উত্তর: (খ) চিত্ত বা মনের চাঞ্চল্য নিবৃত্তি
৯২. চিত্তবৃত্তি নিরোধ কোন দর্শনের লক্ষ্য?
(ক) সাংখ্য
(খ) যোগ
(গ) ন্যায়
(ঘ) বৈশেষিক
সঠিক উত্তর: (খ) যোগ
৯৩. যোগ সাধনা কোন দর্শনের উদ্দেশ্য?
(ক) সাংখ্য
(খ) যোগ
(গ) মীমাংসা
(ঘ) বেদান্ত
সঠিক উত্তর: (খ) যোগ
৯৪. অষ্টযোগাঙ্গ কোন দর্শনে স্বীকৃত?
(ক) সাংখ্য
(খ) যোগ
(গ) ন্যায়
(ঘ) বৈশেষিক
সঠিক উত্তর: (খ) যোগ
৯৫. যোগাঙ্গ কী?
(ক) পঞ্চ ক্লেশ
(খ) অষ্টাঙ্গ যোগ
(গ) ত্রিগুণ
(ঘ) পঞ্চস্কন্ধ
সঠিক উত্তর: (খ) অষ্টাঙ্গ যোগ
৯৬. পতঞ্জলির মতে যোগ কী?
(ক) জ্ঞানার্জন
(খ) চিত্তবৃত্তি নিরোধ
(গ) ধর্মপালন
(ঘ) মোক্ষলাভ
সঠিক উত্তর: (খ) চিত্তবৃত্তি নিরোধ
৯৭. যোগ মতে পঞ্চ ক্লেশ কী?
(ক) শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায়, ঈশ্বর-প্রাণিধান
(খ) অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ
(গ) রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান
(ঘ) সত্ত্ব, রজঃ, তমঃ
সঠিক উত্তর: (খ) অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ
৯৮. পঞ্চ নিয়ম কী কী?
(ক) অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ
(খ) শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায়, ঈশ্বর-প্রাণিধান
(গ) রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান
(ঘ) সত্ত্ব, রজঃ, তমঃ
সঠিক উত্তর: (খ) শৌচ, সন্তোষ, তপঃ, স্বাধ্যায়, ঈশ্বর-প্রাণিধান
৯৯. পঞ্চবিংশতিতত্ত্ব ছাড়াও যোগদর্শনে অতিরিক্ত কোন তত্ত্ব স্বীকৃত?
(ক) মায়া
(খ) ব্রহ্ম
(গ) ঈশ্বর
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (গ) ঈশ্বর
১০০. যোগ দর্শনের মতে মুক্তি কী?
(ক) ধর্মজ্ঞান
(খ) কৈবল্য
(গ) অপবর্গ
(ঘ) মোক্ষ
সঠিক উত্তর: (ক) ধর্মজ্ঞান
১০১. যোগ দর্শনে কোন প্রমাণ স্বীকৃত নয়?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) শব্দ
(ঘ) অনুপলব্ধি
সঠিক উত্তর: (ঘ) অনুপলব্ধি
১০২. কোন দর্শনকে অক্ষপাদ দর্শন বলা হয়?
(ক) সাংখ্য
(খ) যোগ
(গ) ন্যায়
(ঘ) বৈশেষিক
সঠিক উত্তর: (গ) ন্যায়
১০৩. ন্যায় দর্শনকে ন্যায় শাস্ত্র কেন বলা হয়?
(ক) ন্যায় সম্পর্কে আলোচনা করা হয় বলে
(খ) বৈদিক যজ্ঞ নিয়ে আলোচনা করা হয় বলে
(গ) জ্ঞানের উৎস নিয়ে আলোচনা করা হয় বলে
(ঘ) মোক্ষলাভের উপায় নিয়ে আলোচনা করা হয় বলে
সঠিক উত্তর: (ক) ন্যায় সম্পর্কে আলোচনা করা হয় বলে
১০৪. ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলার কারণ কী?
(ক) এই দর্শনে বৈষয়িক সুখের উপর জোর দেওয়া হয়
(খ) এই দর্শনে বস্তুর জ্ঞাননিরপেক্ষ সত্তা স্বীকার্য
(গ) এই দর্শনে ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা হয়
(ঘ) এই দর্শনে মায়ার উপর জোর দেওয়া হয়
সঠিক উত্তর: (খ) এই দর্শনে বস্তুর জ্ঞাননিরপেক্ষ সত্তা স্বীকার্য
১০৫. ন্যায়ের মতে প্রতিটি জ্ঞানের আবশ্যিক শর্তগুলি কী কী?
(ক) প্রমেয়, প্রমাতা, প্রমাণ
(খ) জীব, জগৎ, ঈশ্বর
(গ) ধর্ম, অর্থ, কাম
(ঘ) সত্ত্ব, রজঃ, তমঃ
সঠিক উত্তর: (ক) প্রমেয়, প্রমাতা, প্রমাণ
১০৬. ন্যায় মতে ঈশ্বর কী?
(ক) জগতের উপাদান কারণ
(খ) জগতের স্রষ্টা, রক্ষাকর্তা ও সংহারকর্তা
(গ) জগতের বিবর্তনশীল শক্তি
(ঘ) জগতের অচেতন তত্ত্ব
সঠিক উত্তর: (খ) জগতের স্রষ্টা, রক্ষাকর্তা ও সংহারকর্তা
১০৭. ন্যায় মতে মুক্তির অপর নাম কী?
(ক) কৈবল্য
(খ) অপবর্গ
(গ) ধর্মজ্ঞান
(ঘ) মোক্ষ
সঠিক উত্তর: (খ) অপবর্গ
ৱ০৮. ন্যায় মতে অপবর্গ মুক্তি কী?
(ক) জ্ঞানার্জন
(খ) দুঃখের আত্যন্তিক নিবৃত্তি
(গ) চিত্তবৃত্তি নিরোধ
(ঘ) ব্রহ্মোপলব্ধি
সঠিক উত্তর: (খ) দুঃখের আত্যন্তিক নিবৃত্তি
১০৯. দুঃখের মূল কারণ কী?
(ক) মিথ্যা জ্ঞান
(খ) সত্য জ্ঞান
(গ) ধর্মপালন
(ঘ) ঈশ্বরে অবিশ্বাস
সঠিক উত্তর: (ক) মিথ্যা জ্ঞান
১১০. “আত্মার প্রত্যক্ষ সম্ভব”—এই মত কাদের?
(ক) প্রাচীন ন্যায়ের
(খ) নব্য ন্যায়ের
(গ) বৈশেষিকের
(ঘ) সাংখ্যের
সঠিক উত্তর: (খ) নব্য ন্যায়ের
১১১. “আত্মার প্রত্যক্ষ সম্ভব নয়, তা অনুমানসিদ্ধ”—একথা বলেন কারা?
(ক) নব্য ন্যায়
(খ) প্রাচীন ন্যায়
(গ) বৈশেষিক
(ঘ) যোগ
সঠিক উত্তর: (খ) প্রাচীন ন্যায়
১১২. বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থের নাম কী?
(ক) ন্যায় সূত্র
(খ) যোগসূত্র
(গ) বৈশেষিক সূত্র
(ঘ) মীমাংসা সূত্র
সঠিক উত্তর: (গ) বৈশেষিক সূত্র
১১৩. বৈশেষিক দর্শনের প্রধান ভাষ্যকার কে?
(ক) বাচস্পতি মিশ্র
(খ) প্রশস্তপাদ
(গ) শঙ্করাচার্য
(ঘ) রামানুজ
সঠিক উত্তর: (খ) প্রশস্তপাদ
১১৪. প্রশস্তপাদ রচিত ভাষ্য গ্রন্থ কোনটি?
(ক) ন্যায় ভাষ্য
(খ) পদার্থ-ধর্ম-সংগ্রহ
(গ) শ্রীভাষ্য
(ঘ) ব্যাসভাষ্য
সঠিক উত্তর: (খ) পদার্থ-ধর্ম-সংগ্রহ
১১৫. সমানতন্ত্র দর্শন কোনটি?
(ক) সাংখ্য-যোগ
(খ) ন্যায়-বৈশেষিক
(গ) মীমাংসা-বেদান্ত
(ঘ) বৌদ্ধ-জৈন
সঠিক উত্তর: (খ) ন্যায়-বৈশেষিক
১১৬. ন্যায় ও বৈশেষিক দর্শনের মধ্যে একটি পার্থক্য লেখ।
(ক) ন্যায় দর্শন চারটি এবং বৈশেষিক দর্শন দুটি প্রমাণ স্বীকার করে
(খ) ন্যায় দর্শন ঈশ্বরে বিশ্বাস করে না, বৈশেষিক বিশ্বাস করে
(গ) ন্যায় দর্শন দ্বৈতবাদী, বৈশেষিক অদ্বৈতবাদী
(ঘ) ন্যায় দর্শন বেদানুগত, বৈশেষিক বেদস্বতন্ত্র
সঠিক উত্তর: (ক) ন্যায় দর্শন চারটি এবং বৈশেষিক দর্শন দুটি প্রমাণ স্বীকার করে
১১৭. কোন দর্শনকে “প্রমেয়শাস্ত্র” বলা হয়?
(ক) ন্যায় দর্শন
(খ) সাংখ্য দর্শন
(গ) বৈশেষিক দর্শন
(ঘ) যোগ দর্শন
সঠিক উত্তর: (গ) বৈশেষিক দর্শন
১১৮. বৈশেষিক মতে প্রমাণ কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি
১১৯. বৈশেষিক মতে সপ্তম পদার্থ কোনটি?
(ক) দ্রব্য
(খ) গুণ
(গ) অভাব
(ঘ) কর্ম
সঠিক উত্তর: (গ) অভাব
১২০. ভাব পদার্থ কয়টি?
(ক) পাঁচটি
(খ) ছয়টি
(গ) সাতটি
(ঘ) নয়টি
সঠিক উত্তর: (খ) ছয়টি
১২১. বৈশেষিক মতে দ্রব্য কত প্রকার?
(ক) পাঁচ প্রকার
(খ) সাত প্রকার
(গ) নয় প্রকার
(ঘ) দশ প্রকার
সঠিক উত্তর: (গ) নয় প্রকার
১২২. গুণ কী?
(ক) একটি অভাব পদার্থ
(খ) একটি ভাব পদার্থ
(গ) একটি প্রমাণ
(ঘ) একটি তত্ত্ব
সঠিক উত্তর: (খ) একটি ভাব পদার্থ
১২৩. বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কোনটি?
(ক) রূপ
(খ) রস
(গ) গন্ধ
(ঘ) স্পর্শ
সঠিক উত্তর: (গ) গন্ধ
১২৪. বৈশেষিক দর্শনের নাম বৈশেষিক হওয়ার কারণ কী?
(ক) ঈশ্বরের বিশেষত্বের উপর জোর দেওয়া হয় বলে
(খ) “বিশেষ” পদার্থ স্বীকৃত বলে
(গ) বেদের প্রামাণ্যতার উপর জোর দেওয়া হয় বলে
(ঘ) দ্রব্যের উপর জোর দেওয়া হয় বলে
সঠিক উত্তর: (খ) “বিশেষ” পদার্থ স্বীকৃত বলে
১২৫. কোন দার্শনিক অভাবকে পদার্থ রূপে স্বীকার করেন?
(ক) সাংখ্য-যোগ
(খ) ন্যায়-বৈশেষিক
(গ) মীমাংসা-বেদান্ত
(ঘ) বৌদ্ধ-জৈন
সঠিক উত্তর: (খ) ন্যায়-বৈশেষিক