একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, নবম অধ্যায় জ্ঞানের উৎসমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Nine Chapter WBCHSE
একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার নবম অধ্যায় "জ্ঞানের উৎসমূহ" mcq প্রশ্ন উত্তর
১. ‘জ্ঞান’ শব্দটির সমার্থক শব্দ?
(ক) বিশ্বাস
(খ) জানা
(গ) ধারণা
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (খ) জানা
২. জ্ঞানের উৎসকে কি বলা হয়?
(ক) প্রমাণ
(খ) বিশ্বাস
(গ) সত্যতা
(ঘ) ধারণা
সঠিক উত্তর: (ক) প্রমাণ
৩. যথার্থ জ্ঞান কে ভারতীয় দর্শনে বলা হয়?
(ক) প্রমা
(খ) বিশ্বাস
(গ) সংশয়
(ঘ) ধারণা
সঠিক উত্তর: (ক) প্রমা
৪. জ্ঞানের স্বরূপ কী?
(ক) প্রকাশধর্মী
(খ) গোপনীয়
(গ) সংশয়মূলক
(ঘ) কাল্পনিক
সঠিক উত্তর: (ক) প্রকাশধর্মী
৫. যা জ্ঞানরুপে গণ্য, তা সবসময়?
(ক) মিথ্যা হবে
(খ) সত্য হবে
(গ) সংশয়মূলক হবে
(ঘ) কাল্পনিক হবে
সঠিক উত্তর: (খ) সত্য হবে
৬. ‘জানা’ ক্রিয়াপদের অর্থ হল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি
৭. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কর্মকৌশল অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) আমি তাকে জানি
(খ) আমি সাঁতার কাটতে জানি
(গ) আমি জানি সে আসবে
(ঘ) আমি জানি তিনি সৎ
সঠিক উত্তর: (খ) আমি সাঁতার কাটতে জানি
৮. ‘জানা’ শব্দের সরল অর্থ কী?
(ক) যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না
(খ) যে জ্ঞান সংশয়মূলক
(গ) যে জ্ঞান কাল্পনিক
(ঘ) যে জ্ঞান পরিবর্তনশীল
সঠিক উত্তর: (ক) যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না
৯. বচনে পদের সংখ্যা হল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি
১০. জ্ঞানের কি কোনো বিষয় থাকে?
(ক) থাকে না
(খ) থাকে
(গ) কখনো থাকে না
(ঘ) সবসময় থাকে না
সঠিক উত্তর: (খ) থাকে
১১. ‘জানা’ শব্দটি কোন শব্দের পরিপূরক?
(ক) বিশ্বাস
(খ) সংশয়
(গ) জ্ঞান
(ঘ) ধারণা
সঠিক উত্তর: (গ) জ্ঞান
১২. ‘আমি জানি যে, রাম সাইকেল চালাতে জানে’ – এখানে ‘জানা’ ক্রিয়াপদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পরিচয় অর্থে
(খ) কর্মদক্ষতা অর্থে
(গ) বাচনিক অর্থে
(ঘ) সংশয় অর্থে
সঠিক উত্তর: (গ) বাচনিক অর্থে
১৩. ‘সে সাইকেল চালাতে জানে’ এখানে ‘জানা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) পরিচয় অর্থে
(খ) কর্মদক্ষতা
(গ) বাচনিক অর্থে
(ঘ) সংশয় অর্থে
সঠিক উত্তর: (খ) কর্মদক্ষতা
১৪. জ্ঞানের শর্ত কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি
১৫. জ্ঞানের প্রথম শর্তটি হল?
(ক) বিশ্বাস
(খ) সত্যতা
(গ) বিশ্বাসযোগ্যতা
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (খ) সত্যতা
১৬. জ্ঞানের দ্বিতীয় শর্তটি হল?
(ক) সত্যতা
(খ) বিশ্বাস
(গ) বিশ্বাসযোগ্যতা
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (খ) বিশ্বাস
১৭. জ্ঞানের তৃতীয় শর্তটি হল?
(ক) সত্যতা
(খ) বিশ্বাস
(গ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (গ) বিশ্বাসের সপক্ষে যুক্তি
১৮. বিশ্বাস কেন জ্ঞান নয়?
(ক) সর্বজনীনতা নেই
(খ) সত্যতা নেই
(গ) বিশ্বাসযোগ্যতা নেই
(ঘ) ধারণা নেই
সঠিক উত্তর: (ক) সর্বজনীনতা নেই
১৯. বাচনিক জ্ঞানের _________ আবশ্যিক শর্ত আছে।
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি
২০. ‘সত্যবিশ্বাস ও জ্ঞানের মধ্যে কোনো তফাত নেই।’ একথা হল?
(ক) সত্য
(খ) মিথ্যা
(গ) আংশিক সত্য
(ঘ) কাল্পনিক
সঠিক উত্তর: (খ) মিথ্যা
২১. বিশ্বাসের মধ্যে যার অভাব থাকে, তাহলো?
(ক) সত্যতা
(খ) নিশ্চয়তা
(গ) ধারণা
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (খ) নিশ্চয়তা
২২. একটি আবশ্যিক বচন হল?
(ক) স্ববিরোধী
(খ) স্ববিরোধীহীন
(গ) কাল্পনিক
(ঘ) সংশয়মূলক
সঠিক উত্তর: (খ) স্ববিরোধীহীন
২৩. বুদ্ধিবাদের মৌল উৎস?
(ক) ইন্দ্রিয়
(খ) বুদ্ধি
(গ) অভিজ্ঞতা
(ঘ) সংশয়
সঠিক উত্তর: (খ) বুদ্ধি
২৪. বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ জ্ঞানের কোন ধরনের মতবাদ?
(ক) বিষয় সম্পর্কিত
(খ) উৎস সম্পর্কিত
(গ) শর্ত সম্পর্কিত
(ঘ) ফলাফল সম্পর্কিত
সঠিক উত্তর: (খ) উৎস সম্পর্কিত
২৫. পারমিনাইডিস কোন ধরনের দার্শনিক?
(ক) চরম বুদ্ধিবাদী
(খ) অভিজ্ঞতাবাদী
(গ) সংশয়বাদী
(ঘ) বিচারবাদী
সঠিক উত্তর: (ক) চরম বুদ্ধিবাদী
২৬. ‘ধারণা বস্তুর ওপর প্রতিফলিত হয়।’ এ কথা কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) সোফিস্ট
(গ) ডেকার্ত
(ঘ) লক
সঠিক উত্তর: (খ) সোফিস্ট
২৭. ‘আমাদের সকল ধারনাই সহজাত’ – কার অভিমত?
(ক) ডেকার্ত
(খ) লাইবনিজ
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (খ) লাইবনিজ
২৮. ‘আমাদের কোনো কোনো ধারণা সহজাত’ – কার অভিমত?
(ক) ডেকার্ত
(খ) লাইবনিজ
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (ক) ডেকার্ত
২৯. চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন?
(ক) প্লেটো
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ক) প্লেটো
৩০. লকের মতে ধারণা কয় প্রকারের?
(ক) এক প্রকার
(খ) দুই প্রকার
(গ) তিন প্রকার
(ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (খ) দুই প্রকার
৩১. জ্ঞানের ক্ষেত্রে নতুনত্ব আসে?
(ক) বুদ্ধি থেকে
(খ) অভিজ্ঞতা থেকে
(গ) সংশয় থেকে
(ঘ) বিশ্বাস থেকে
সঠিক উত্তর: (খ) অভিজ্ঞতা থেকে
৩২. জন লক হলেন একজন?
(ক) ব্রিটিশ অভিজ্ঞতাবাদী
(খ) জার্মান বুদ্ধিবাদী
(গ) ফরাসি সংশয়বাদী
(ঘ) গ্রিক দার্শনিক
সঠিক উত্তর: (ক) ব্রিটিশ অভিজ্ঞতাবাদী
৩৩. বার্কলে হলেন একজন?
(ক) বুদ্ধিবাদী
(খ) অভিজ্ঞতাবাদী
(গ) সংশয়বাদী
(ঘ) বিচারবাদী
সঠিক উত্তর: (খ) অভিজ্ঞতাবাদী
৩৪. হিউম হলেন একজন?
(ক) বুদ্ধিবাদী
(খ) অভিজ্ঞতাবাদী
(গ) সংশয়বাদী
(ঘ) বিচারবাদী
সঠিক উত্তর: (গ) সংশয়বাদী
৩৫. সংশয়বাদী বলা হয়?
(ক) লককে
(খ) হিউমকে
(গ) বার্কলেকে
(ঘ) ডেকার্তকে
সঠিক উত্তর: (খ) হিউমকে
৩৬. লকের মতে জটিল ধারণা গঠনের প্রক্রিয়া হল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (গ) তিনটি
৩৭. আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন?
(ক) লক
(খ) বেকন
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ক) লক
৩৮. ‘বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না’ – এ কথা বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৩৯. পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত হলেন?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৪০. জ্ঞান কী?
(ক) কোনো বিষয় সম্পর্কে তার স্পষ্ট উপলব্ধি বা ধারণাকেই জ্ঞান বলে।
(খ) কোনো বিষয় সম্পর্কে সংশয়।
(গ) কোনো বিষয় সম্পর্কে বিশ্বাস।
(ঘ) কোনো বিষয় সম্পর্কে কল্পনা।
সঠিক উত্তর: (ক) কোনো বিষয় সম্পর্কে তার স্পষ্ট উপলব্ধি বা ধারণাকেই জ্ঞান বলে।
৪১. কোনো কিছু জানাকে কি বলে?
(ক) বিশ্বাস বলে
(খ) জ্ঞান বলে
(গ) সংশয় বলে
(ঘ) ধারণা বলে
সঠিক উত্তর: (খ) জ্ঞান বলে
৪২. “জানা” ক্রিয়াপদটি কয়টি অর্থে ব্যবহৃত হয় ও কি কি?
(ক) দুইটি: পরিচয় অর্থে, বাচনিক অর্থে
(খ) তিনটি: পরিচয় অর্থে, কর্মদক্ষতা অর্থে, বাচনিক অর্থে
(গ) চারটি: পরিচয়, কর্মদক্ষতা, বাচনিক, সংশয় অর্থে
(ঘ) একটি: পরিচয় অর্থে
সঠিক উত্তর: (খ) তিনটি: পরিচয় অর্থে, কর্মদক্ষতা অর্থে, বাচনিক অর্থে
৪৩. কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সাক্ষাৎ পরিচয় ঘটলে সেই জানাকে কি বলা হয়?
(ক) বাচনিক অর্থে জানা
(খ) কর্মদক্ষতা অর্থে জানা
(গ) পরিচয় অর্থে জানা
(ঘ) সংশয় অর্থে জানা
সঠিক উত্তর: (গ) পরিচয় অর্থে জানা
৪৪. কোনো কাজ করতে পারার দক্ষতা বা ক্ষমতাকে কি অর্থে জানা বলে?
(ক) বাচনিক অর্থে জানা
(খ) কর্মদক্ষতা বা কর্মকৌশল অর্থে জানা
(গ) পরিচয় অর্থে জানা
(ঘ) সংশয় অর্থে জানা
সঠিক উত্তর: (খ) কর্মদক্ষতা বা কর্মকৌশল অর্থে জানা
৪৫. কোনো জানা বিষয়টি বচনের মাধ্যমে প্রকাশ করাকে কী অর্থে জানা বলে?
(ক) পরিচয় অর্থে জানা
(খ) কর্মদক্ষতা অর্থে জানা
(গ) বাচনিক অর্থে জানা
(ঘ) সংশয় অর্থে জানা
সঠিক উত্তর: (গ) বাচনিক অর্থে জানা
৪৬. বাচনিক জ্ঞান কাকে বলে?
(ক) কোনো বিষয় সম্পর্কে সংশয় করা
(খ) কোনো জ্ঞানের বিষয়কে বচনের মাধ্যমে প্রকাশ করা
(গ) কোনো কাজে দক্ষতা অর্জন করা
(ঘ) কোনো ব্যক্তির সাথে পরিচিত হওয়া
সঠিক উত্তর: (খ) কোনো জ্ঞানের বিষয়কে বচনের মাধ্যমে প্রকাশ করা
৪৭. বাচনিক জ্ঞানের কয়টি শর্ত ও কি কি?
(ক) দুইটি: সত্যতা, বিশ্বাস
(খ) তিনটি: আবশ্যিক, পর্যাপ্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত
(গ) চারটি: সত্যতা, বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা, সংশয়
(ঘ) একটি: সত্যতা
সঠিক উত্তর: (খ) তিনটি: আবশ্যিক, পর্যাপ্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত
৪৮. আবশ্যিক শর্ত কয়টি ও কি কি?
(ক) দুইটি: সত্যতা, বিশ্বাস
(খ) তিনটি: সত্যতা, বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা
(গ) চারটি: সত্যতা, বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা, সংশয়
(ঘ) একটি: সত্যতা
সঠিক উত্তর: (খ) তিনটি: সত্যতা, বিশ্বাস, বিশ্বাসযোগ্যতা
৪৯. সত্যতা বলতে কী বোঝো?
(ক) জ্ঞাত বচনটি অবশ্যই সত্য হতে হবে
(খ) জ্ঞাত বচনটি সংশয়মূলক হতে হবে
(গ) জ্ঞাত বচনটি কাল্পনিক হতে হবে
(ঘ) জ্ঞাত বচনটি বিশ্বাসযোগ্য হতে হবে
সঠিক উত্তর: (ক) জ্ঞাত বচনটি অবশ্যই সত্য হতে হবে
৫০. বিশ্বাস বলতে কি বোঝো?
(ক) জ্ঞাত বচনটি সংশয়মূলক হওয়া
(খ) জ্ঞাত বচনটি যে সত্য তার প্রতি বিশ্বাস থাকা
(গ) জ্ঞাত বচনটি কাল্পনিক হওয়া
(ঘ) জ্ঞাত বচনটি পরিবর্তনশীল হওয়া
সঠিক উত্তর: (খ) জ্ঞাত বচনটি যে সত্য তার প্রতি বিশ্বাস থাকা
৫১. বিশ্বাসযোগ্যতা কি? বা যথার্থ বাচনিক জ্ঞান কাকে বলা যায়?
(ক) জ্ঞাত বচনটি সত্য হবে, তার প্রতি বিশ্বাস থাকবে এবং বিশ্বাসের পক্ষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকবে
(খ) জ্ঞাত বচনটি সংশয়মূলক হবে
(গ) জ্ঞাত বচনটি কাল্পনিক হবে
(ঘ) জ্ঞাত বচনটি বিশ্বাসের প্রয়োজন ছাড়া সত্য হবে
সঠিক উত্তর: (ক) জ্ঞাত বচনটি সত্য হবে, তার প্রতি বিশ্বাস থাকবে এবং বিশ্বাসের পক্ষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকবে
৫২. সংশ্লেষক বাক্য কাকে বলে?
(ক) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয় না
(খ) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয়
(গ) যে বাক্য স্ববিরোধী হয়
(ঘ) যে বাক্য কাল্পনিক হয়
সঠিক উত্তর: (খ) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয়
৫৩. বিশ্লেষক বাক্য কাকে বলে?
(ক) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয়
(খ) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয় না
(গ) যে বাক্য সংশয়মূলক হয়
(ঘ) যে বাক্য কাল্পনিক হয়
সঠিক উত্তর: (খ) যে বাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো নতুন তথ্য দেয় না
৫৪. উদ্দেশ্য পদের পুনরাবৃত্তি দ্বারা কোন বাক্যকে বোঝা যায়?
(ক) সংশ্লেষক বাক্য
(খ) বিশ্লেষক বাক্য
(গ) সংশয়মূলক বাক্য
(ঘ) কাল্পনিক বাক্য
সঠিক উত্তর: (খ) বিশ্লেষক বাক্য
৫৫. জ্ঞানের উৎস সম্পর্কীয় মতবাদ কয়টি ও কি কি?
(ক) তিনটি: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, সংশয়বাদ
(খ) চারটি: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, স্বজ্ঞাবাদ
(গ) দুইটি: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ
(ঘ) পাঁচটি: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, স্বজ্ঞাবাদ, সংশয়বাদ
সঠিক উত্তর: (খ) চারটি: বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, স্বজ্ঞাবাদ
৫৬. যে মতবাদে বুদ্ধি বা প্রজ্ঞাকে যথার্থ জ্ঞানের উৎস বলা হয় তাকে কি বলে?
(ক) অভিজ্ঞতাবাদ
(খ) বুদ্ধিবাদ
(গ) বিচারবাদ
(ঘ) স্বজ্ঞাবাদ
সঠিক উত্তর: (খ) বুদ্ধিবাদ
৫৭. কয়েকজন প্রাচীন বুদ্ধিবাদী দার্শনিকের নাম বলো।
(ক) লক, বার্কলে, হিউম
(খ) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
(গ) ডেকার্ত, লাইবনিজ, স্পিনোজা
(ঘ) কান্ট, হেগেল, মার্কস
সঠিক উত্তর: (খ) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
৫৮. আধুনিক বুদ্ধিবাদী দার্শনিকের উদাহরণ দাও।
(ক) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
(খ) লক, বার্কলে, হিউম
(গ) ডেকার্ত, লাইবনিজ, স্পিনোজা
(ঘ) কান্ট, হেগেল, মার্কস
সঠিক উত্তর: (গ) ডেকার্ত, লাইবনিজ, স্পিনোজা
৫৯. ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কি কি?
(ক) দুই প্রকার: সরল ধারণা, জটিল ধারণা
(খ) তিন প্রকার: আগন্তুক ধারণা, কৃত্রিম বা কাল্পনিক ধারণা, সহজাত ধারণা
(গ) চার প্রকার: আগন্তুক, কৃত্রিম, সহজাত, বিশ্লেষক ধারণা
(ঘ) এক প্রকার: সহজাত ধারণা
সঠিক উত্তর: (খ) তিন প্রকার: আগন্তুক ধারণা, কৃত্রিম বা কাল্পনিক ধারণা, সহজাত ধারণা
৬০. যে ধারণাগুলি বাহ্য ইন্দ্রিয় দ্বারা বাহ্য জগৎ থেকে পাওয়া যায় তাকে কি ধারণা বলে?
(ক) কৃত্রিম ধারণা
(খ) সহজাত ধারণা
(গ) আগন্তুক ধারণা
(ঘ) বিশ্লেষক ধারণা
সঠিক উত্তর: (গ) আগন্তুক ধারণা
৬১. যে ধারণাগুলি মন সৃষ্টি করে তাকে কি ধারণা বলে?
(ক) আগন্তুক ধারণা
(খ) কৃত্রিম বা কাল্পনিক ধারণা
(গ) সহজাত ধারণা
(ঘ) বিশ্লেষক ধারণা
সঠিক উত্তর: (খ) কৃত্রিম বা কাল্পনিক ধারণা
৬২. যে ধারণাগুলি জন্ম মুহূর্তে ঈশ্বর আমাদের মনে গেঁথে দেয় সেগুলিকে কি বলে?
(ক) আগন্তুক ধারণা
(খ) কৃত্রিম ধারণা
(গ) সহজাত ধারণা
(ঘ) বিশ্লেষক ধারণা
সঠিক উত্তর: (গ) সহজাত ধারণা
৬৩. ডেকার্তের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ কে বলেছেন?
(ক) লক
(খ) পলসন
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) পলসন
৬৪. “গণিতের জ্ঞানই হলো আদর্শ জ্ঞান”- কে বলেছেন?
(ক) লক
(খ) ডেকার্ত
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) ডেকার্ত
৬৫. “বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস”- উক্তিটি কাদের?
(ক) অভিজ্ঞতাবাদীদের
(খ) বুদ্ধিবাদীদের
(গ) সংশয়বাদীদের
(ঘ) বিচারবাদীদের
সঠিক উত্তর: (খ) বুদ্ধিবাদীদের
৬৬. “কোনো কোনো ধারণা সহজাত”- উক্তিটি কার?
(ক) লক
(খ) ডেকার্ত
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) ডেকার্ত
৬৭. “আমি চিন্তা করি অর্থাৎ আমি আছি” / “Cogito Ergo Sum” – উক্তিটি কার?
(ক) লক
(খ) ডেকার্ত
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) ডেকার্ত
৬৮. একজন দ্বৈতবাদী দার্শনিকের উদাহরণ দাও।
(ক) লক
(খ) ডেকার্ত
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) ডেকার্ত
৬৯. “ঈশ্বর একমাত্র দ্রব্য”- কথাটি কে বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (খ) স্পিনোজা
৭০. “দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি” – কে বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (খ) স্পিনোজা
৭১. ঈশ্বরের নেশায় পাগল কাকে বলা হয়?
(ক) ডেকার্ত
(খ) স্পিনোজা
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (খ) স্পিনোজা
৭২. স্পিনোজা কি ধরনের দার্শনিক?
(ক) দ্বৈতবাদী
(খ) অদ্বৈতবাদী
(গ) সংশয়বাদী
(ঘ) অভিজ্ঞতাবাদী
সঠিক উত্তর: (খ) অদ্বৈতবাদী
৭৩. “সব ধারণা সহজাত”- কথাটি কে বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) লাইবনিজ
(গ) লক
(ঘ) হিউম
সঠিক উত্তর: (খ) লাইবনিজ
৭৪. লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ মনাড কী?
(ক) মানুষ
(খ) ঈশ্বর
(গ) প্রকৃতি
(ঘ) জ্ঞান
সঠিক উত্তর: (খ) ঈশ্বর
৭৫. অভিজ্ঞতাবাদের জনক কে?
(ক) লক
(খ) বেকন
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) বেকন
৭৬. কয়েকজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের উদাহরণ দাও। বা আধুনিক অভিজ্ঞতাবাদী দার্শনিক কারা?
(ক) সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল
(খ) লক, বার্কলে, হিউম
(গ) ডেকার্ত, লাইবনিজ, স্পিনোজা
(ঘ) কান্ট, হেগেল, মার্কস
সঠিক উত্তর: (খ) লক, বার্কলে, হিউম
৭৭. পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞতাবাদের পুরোহিত কে?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৭৮. লকের মতে ধারণা কয় প্রকার ও কি কি?
(ক) তিন প্রকার: আগন্তুক, কৃত্রিম, সহজাত
(খ) দুই প্রকার: সরল ধারণা, জটিল ধারণা
(গ) চার প্রকার: সরল, জটিল, আগন্তুক, সহজাত
(ঘ) এক প্রকার: সরল ধারণা
সঠিক উত্তর: (খ) দুই প্রকার: সরল ধারণা, জটিল ধারণা
৭৯. লকের মতে জ্ঞানলাভের উপায় কি?
(ক) বুদ্ধি
(খ) অভিজ্ঞতা
(গ) সংশয়
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) অভিজ্ঞতা
৮০. অভিজ্ঞতার কয়টি পদ থাকে ও কি কি?
(ক) একটি: সংবেদন
(খ) দুইটি: সংবেদন, অন্তর্দর্শন
(গ) তিনটি: সংবেদন, অন্তর্দর্শন, বিশ্বাস
(ঘ) চারটি: সংবেদন, অন্তর্দর্শন, বিশ্বাস, সংশয়
সঠিক উত্তর: (খ) দুইটি: সংবেদন, অন্তর্দর্শন
৮১. লক কয় প্রকার দ্রব্য স্বীকার করেছেন ও কি কি?
(ক) দুই প্রকার: জড়দ্রব্য, আত্মা দ্রব্য
(খ) তিন প্রকার: জড়দ্রব্য, আত্মা দ্রব্য, ঈশ্বর দ্রব্য
(গ) চার প্রকার: জড়দ্রব্য, আত্মা দ্রব্য, ঈশ্বর দ্রব্য, প্রকৃতি দ্রব্য
(ঘ) এক প্রকার: জড়দ্রব্য
সঠিক উত্তর: (খ) তিন প্রকার: জড়দ্রব্য, আত্মা দ্রব্য, ঈশ্বর দ্রব্য
৮২. লকের মতে দ্রব্যের গুণ কয় প্রকার ও কি কি?
(ক) এক প্রকার: মোক্ষ গুণ
(খ) দুই প্রকার: মোক্ষ গুণ, গৌণ গুণ
(গ) তিন প্রকার: মোক্ষ গুণ, গৌণ গুণ, সহজাত গুণ
(ঘ) চার প্রকার: মোক্ষ গুণ, গৌণ গুণ, সহজাত গুণ, কৃত্রিম গুণ
সঠিক উত্তর: (খ) দুই প্রকার: মোক্ষ গুণ, গৌণ গুণ
৮৩. লকের মতে আকার, ওজন, আয়তন, গতি, বিস্তৃতি ইত্যাদি কি ধরনের গুণ?
(ক) গৌণ গুণ
(খ) মোক্ষ গুণ
(গ) সহজাত গুণ
(ঘ) কৃত্রিম গুণ
সঠিক উত্তর: (খ) মোক্ষ গুণ
৮৪. বর্ণ, স্বাদ-গন্ধ, স্পর্শ ইত্যাদি কি গুণের উদাহরণ?
(ক) মোক্ষ গুণ
(খ) গৌণ গুণ
(গ) সহজাত গুণ
(ঘ) কৃত্রিম গুণ
সঠিক উত্তর: (খ) গৌণ গুণ
৮৫. লকের মতে মোক্ষগুণ গুলি কি?
(ক) পরিবর্তনশীল
(খ) অপরিবর্তনশীল
(গ) কাল্পনিক
(ঘ) সংশয়মূলক
সঠিক উত্তর: (খ) অপরিবর্তনশীল
৮৬. লকের মতে গৌণ গুণগুলি কেমন?
(ক) অপরিবর্তনশীল
(খ) পরিবর্তনশীল
(গ) সহজাত
(ঘ) কৃত্রিম
সঠিক উত্তর: (খ) পরিবর্তনশীল
৮৭. “জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজের মতো”- কথাটি কে বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৮৮. লকের মতে জ্ঞান কি?
(ক) দুটি ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ করাই হল জ্ঞান
(খ) ধারণার সংশ্লেষণ
(গ) ধারণার বিশ্লেষণ
(ঘ) ধারণার সংশয়
সঠিক উত্তর: (ক) দুটি ধারণার মধ্যে মিল ও অমিল প্রত্যক্ষ করাই হল জ্ঞান
৮৯. “বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না”- কথাটি কে বলেছেন?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৯০. “দ্রব্য হল জ্ঞাত গুণের অজ্ঞাত আধার”- উক্তিটি কার?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (খ) লক
৯১. “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর”- উক্তিটি কার?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ঘ) বার্কলে
৯২. বিমূর্ত সামান্য ধারণা খন্ডন করেছেন কে?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ঘ) বার্কলে
৯৩. মোক্ষ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন কে?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ঘ) বার্কলে
৯৪. বার্কলের দর্শনের চরম পরিণতি কি?
(ক) বুদ্ধিবাদ
(খ) অহংসর্বস্ববাদ
(গ) সংশয়বাদ
(ঘ) অভিজ্ঞতাবাদ
সঠিক উত্তর: (খ) অহংসর্বস্ববাদ
৯৫. অহংসর্বস্ববাদ বা আত্মকেন্দ্রিকতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরকে টেনে এনেছেন কে?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (ঘ) বার্কলে
৯৬. একজন নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিকের উদাহরণ দাও।
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (গ) হিউম
৯৭. হিউম রচিত গ্রন্থটির নাম কি?
(ক) The Republic
(খ) A Treatise of Human
(গ) An Essay Concerning Human Understanding
(ঘ) The Critique of Pure Reason
সঠিক উত্তর: (খ) A Treatise of Human
৯৮. কার মতে জ্ঞানের উৎস হল মুদ্রণ ও ধারণা?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (গ) হিউম
৯৯. “জ্ঞান হল ধারণার অনুষঙ্গ”- উক্তিটি কার?
(ক) ডেকার্ত
(খ) লক
(গ) হিউম
(ঘ) বার্কলে
সঠিক উত্তর: (গ) হিউম
১০০. অনুষঙ্গ নিয়ম কয়টি ও কি কি?
(ক) দুইটি: সাদৃশ্য, সান্নিধ্য
(খ) তিনটি: সাদৃশ্য, সান্নিধ্য, কার্যকারণ সম্বন্ধ
(গ) চারটি: সাদৃশ্য, সান্নিধ্য, কার্যকারণ, বিশ্বাস
(ঘ) একটি: সাদৃশ্য
সঠিক উত্তর: (খ) তিনটি: সাদৃশ্য, সান্নিধ্য, কার্যকারণ সম্বন্ধ