দর্শনের স্বরূপ ও শাখাসমূহ - অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার অষ্টম অধ্যায় । Class 11 1st semester philosophy Eight Chapter WBCHSE

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Eight Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই দর্শনের স্বরূপ ও শাখাসমূহ অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের অষ্টম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই দর্শনের স্বরূপ ও শাখাসমূহ অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।  WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন   Bengali, English, History, Geogrpahy, Mathematics, Physical Science, Life Science, Political Science, Philosphy, Education, Nutrition, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।  
দর্শনের স্বরূপ ও শাখাসমূহ - অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার অষ্টম অধ্যায় । Class 11 1st semester philosophy Eight Chapter WBCHSE

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার অষ্টম অধ্যায় "দর্শনের স্বরূপ ও শাখাসমূহ"  mcq প্রশ্ন উত্তর


১. “দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কিত জ্ঞান”- একথা কে বলেছেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) প্লেটো

২. “দর্শন হল নিত্যের এবং বস্তুর মূল স্বরূপের জ্ঞানলাভের অনুসন্ধান”- একথা কে বলেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) প্লেটো

৩. “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার বিচার বা সমালোচনা”- একথা কে বলেছেন?
(ক) ফিকতে
(খ) কোঁতে
(গ) কান্ট
(ঘ) হারবার্ট স্পেনসার
সঠিক উত্তর: (গ) কান্ট

৪. “দর্শন হল জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান”- কে বলেছেন?
(ক) ফিকতে
(খ) কোঁতে
(গ) প্লেটো
(ঘ) রাসেল
সঠিক উত্তর: (ক) ফিকতে

৫. “দর্শন হল সকল বিজ্ঞানের সেরা বিজ্ঞান”- উক্তিটি কার?
(ক) ফিকতে
(খ) কোঁতে
(গ) প্লেটো
(ঘ) রাসেল
সঠিক উত্তর: (খ) কোঁতে

৬. “দর্শন হল বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান”- কথাটি কে বলেছেন?
(ক) হারবার্ট স্পেনসার
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ক) হারবার্ট স্পেনসার

৭. “দর্শন হল সকল বৈজ্ঞানিক জ্ঞানের সমষ্টি”- কথাটি কার?
(ক) প্লেটো
(খ) অধ্যাপক পলসন
(গ) রাসেল
(ঘ) পেরি
সঠিক উত্তর: (খ) অধ্যাপক পলসন

৮. “দর্শন আকস্মিক নয়, অলৌকিক কিছু নয় বরং অনিবার্য ও স্বাভাবিক”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) পেরি
(গ) রাসেল
(ঘ) মারভিন
সঠিক উত্তর: (খ) পেরি

৯. “দর্শন হল বিজ্ঞানের মূল প্রত্যয়গুলির বিচারমূলক আলোচনা”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) কান্ট
(গ) রাসেল
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (গ) রাসেল

১০. “দর্শন হল সত্যের প্রতি অনুরাগ”- উক্তিটি কার?
(ক) মারভিন
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (ক) মারভিন

১১. “দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি”- কথাটি কারা বলেছেন?
(ক) পাশ্চাত্য দার্শনিক সম্প্রদায়
(খ) ভারতীয় দার্শনিক সম্প্রদায়
(গ) বিচারবাদী দার্শনিকরা
(ঘ) অস্তিত্ববাদী দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) ভারতীয় দার্শনিক সম্প্রদায়

১২. “দর্শন হল বিশুদ্ধ সত্তার জ্ঞান”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

১৩. “সংশয় হল দর্শনের জনক”/ “সংশয় থেকে দর্শনের সৃষ্টি” – উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) ডেকার্ট
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) ডেকার্ট

১৪. “বিস্ময় হল দর্শনের জনক”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ডেকার্ট
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) প্লেটো

১৫. “দর্শন হল ভাষার সমালোচনা”- কথাটি কে বলেছেন?
(ক) এ. জে. আয়ার
(খ) হেগেল
(গ) রাসেল
(ঘ) প্লেটো
সঠিক উত্তর: (ক) এ. জে. আয়ার

১৬. দর্শনের প্রধান শাখা গুলি কি কি?
(ক) অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, সমাজদর্শন, রাষ্ট্রদর্শন, মূল্যবিদ্যা, যুক্তিবিদ্যা
(খ) অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, ধর্মদর্শন
(গ) জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা
(ঘ) অধিবিদ্যা, নীতিবিদ্যা, সমাজদর্শন
সঠিক উত্তর: (ক) অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, নীতিবিদ্যা, সমাজদর্শন, রাষ্ট্রদর্শন, মূল্যবিদ্যা, যুক্তিবিদ্যা

১৭. অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
(ক) Epistemology
(খ) Metaphysics
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (খ) Metaphysics

১৮. “Metaphysics” শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে?
(ক) Meta ও physics
(খ) Ethos ও logike
(গ) Logos ও episteme
(ঘ) Meta ও ethos
সঠিক উত্তর: (ক) Meta ও physics

১৯. “Meta” শব্দের অর্থ কি?
(ক) দৃশ্যমান জগত
(খ) পরে বা অতিক্রান্ত হওয়া
(গ) চিন্তা বা ভাষা
(ঘ) আভাস বা রীতিনীতি
সঠিক উত্তর: (খ) পরে বা অতিক্রান্ত হওয়া

২০. “Physics” শব্দের অর্থ কি?
(ক) পরে বা অতিক্রান্ত হওয়া
(খ) দৃশ্যমান জগত
(গ) চিন্তা বা ভাষা
(ঘ) আভাস বা রীতিনীতি
সঠিক উত্তর: (খ) দৃশ্যমান জগত

২১. দৃশ্যমান জগতের অতীত আলোচনাকে কি বলা হয়?
(ক) জ্ঞানবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (খ) অধিবিদ্যা

২২. ইন্দ্রিয় গ্রাহ্য জগতের আড়ালে অতীন্দ্রিয় জগতের আলোচনা করে কে?
(ক) জ্ঞানবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (খ) অধিবিদ্যা

২৩. “দর্শন ও অধিবিদ্যা অভিন্ন”- কথাটি কে বলেছেন?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) প্লেটো

২৪. জ্ঞান বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
(ক) Metaphysics
(খ) Epistemology
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (খ) Epistemology

২৫. “Epistem” কথার অর্থ কি?
(ক) চিন্তা
(খ) জ্ঞান
(গ) আভাস
(ঘ) রীতিনীতি
সঠিক উত্তর: (খ) জ্ঞান

২৬. জ্ঞানের উৎস, জ্ঞানের শর্ত, সীমা, বৈধতা ইত্যাদি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় দর্শনের কোন শাখায়?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (খ) জ্ঞানবিদ্যা

২৭. “দর্শন ও জ্ঞান বিদ্যা অভিন্ন”- কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (গ) কান্ট

২৮. নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
(ক) Metaphysics
(খ) Epistemology
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (গ) Ethics

২৯. “Ethics” কোন শব্দ থেকে এসেছে?
(ক) গ্রিক শব্দ “ethica”
(খ) ল্যাটিন শব্দ “logos”
(গ) গ্রিক শব্দ “logike”
(ঘ) ল্যাটিন শব্দ “meta”
সঠিক উত্তর: (ক) গ্রিক শব্দ “ethica”

৩০. “Ethica” শব্দটি কোথা থেকে এসেছে?
(ক) গ্রিক শব্দ “logos”
(খ) ল্যাটিন শব্দ “ethos”
(গ) গ্রিক শব্দ “meta”
(ঘ) ল্যাটিন শব্দ “logike”
সঠিক উত্তর: (খ) ল্যাটিন শব্দ “ethos”

৩১. “Ethos” এর অর্থ কি?
(ক) চিন্তা বা ভাষা
(খ) আভাস, রীতিনীতি, আচার-আচরণ
(গ) পরে বা অতিক্রান্ত হওয়া
(ঘ) দৃশ্যমান জগত
সঠিক উত্তর: (খ) আভাস, রীতিনীতি, আচার-আচরণ

৩২. দর্শনের কোন শাখা মানুষের জীবনের নৈতিক চরিত্র, আচার-আচরণ, অভ্যাস, রীতিনীতি, ভালো-মন্দ ইত্যাদি দিক নিয়ে আলোচনা করে?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (গ) নীতিবিদ্যা

৩৩. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি?
(ক) Metaphysics
(খ) Epistemology
(গ) Ethics
(ঘ) Logic
সঠিক উত্তর: (ঘ) Logic

৩৪. “Logic” শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
(ক) গ্রিক শব্দ “ethica”
(খ) গ্রিক শব্দ “logike”
(গ) ল্যাটিন শব্দ “ethos”
(ঘ) গ্রিক শব্দ “meta”
সঠিক উত্তর: (খ) গ্রিক শব্দ “logike”

৩৫. “Logike” শব্দটি কোথা থেকে এসেছে?
(ক) গ্রিক শব্দ “ethica”
(খ) ল্যাটিন শব্দ “logos”
(গ) গ্রিক শব্দ “meta”
(ঘ) ল্যাটিন শব্দ “ethos”
সঠিক উত্তর: (খ) ল্যাটিন শব্দ “logos”

৩৬. “Logos” শব্দের অর্থ কি?
(ক) আভাস
(খ) চিন্তা বা ভাষা
(গ) দৃশ্যমান জগত
(ঘ) রীতিনীতি
সঠিক উত্তর: (খ) চিন্তা বা ভাষা

৩৭. ভাষায় প্রকাশিত চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয়?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (ঘ) যুক্তিবিদ্যা

৩৮. “জন্মগতভাবে প্রতিটি মানুষ দার্শনিক”- এটি কোন অর্থে বলা যায়?
(ক) সংকীর্ণ অর্থে
(খ) ব্যাপক অর্থে
(গ) আক্ষরিক অর্থে
(ঘ) রূপক অর্থে
সঠিক উত্তর: (খ) ব্যাপক অর্থে

৩৯. “Philosophy” শব্দের প্রথম উদ্ভাবক কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) পিথাগোরাস
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (গ) পিথাগোরাস

৪০. দর্শন কে “first philosophy” বলেছেন কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৪১. “জীবনের প্রয়োজনবোধ থেকেই দর্শনের উৎপত্তি”- উক্তিটি কার?
(ক) ক্যানিংহাম
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) রাসেল
সঠিক উত্তর: (ক) ক্যানিংহাম

৪২. দর্শনের আলোচ্য বিষয় কি?
(ক) সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা
(খ) কেবল জ্ঞানের উৎস
(গ) কেবল নৈতিক আচরণ
(ঘ) কেবল যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (ক) সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা

৪৩. “Theatetus” নামক গ্রন্থটির রচয়িতা কে?
(ক) অ্যারিস্টটল
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (খ) প্লেটো

৪৪. আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ডেকার্ট
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) ডেকার্ট

৪৫. কোন দেশকে পাশ্চাত্য দর্শনের আদি জননী বলা হয়?
(ক) রোম
(খ) গ্রীস
(গ) জার্মানি
(ঘ) ফ্রান্স
সঠিক উত্তর: (খ) গ্রীস

৪৬. দর্শন শাস্ত্রের আদি পুরুষ কে?
(ক) থেলস
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (ক) থেলস

৪৭. বিশ্ব জগতের মূল উপাদান কোনটি?
(ক) জল
(খ) আগুন
(গ) বায়ু
(ঘ) মাটি
সঠিক উত্তর: (ক) জল

৪৮. “জল হল জগতের মৌল উপাদান” কথাটি কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) থেলস
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (গ) থেলস

৪৯. “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি”- কথাটি কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ডেকার্ট
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) ডেকার্ট

৫০. “Metaphysics” শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৫১. “Introduction to logic” -গ্রন্থটির রচয়িতা কে?
(ক) কোপি
(খ) মিল
(গ) প্লেটো
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) কোপি

৫২. “A system of logic” গ্রন্থটির রচয়িতা কে?
(ক) কোপি
(খ) মিল
(গ) প্লেটো
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (খ) মিল

৫৩. “নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শ নিষ্ঠ বিজ্ঞান”- উক্তিটি কার?
(ক) লিলি
(খ) হেগেল
(গ) কান্ট
(ঘ) প্লেটো
সঠিক উত্তর: (ক) লিলি

৫৪. “সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থল”- উক্তিটি কার?
(ক) গিসবার্ট
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) গিসবার্ট

৫৫. “The republic” গ্রন্থটির রচয়িতা কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (ক) প্লেটো

৫৬. “The critique of pure reason”-গ্রন্থটির রচয়িতা কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) ডেকার্ট
সঠিক উত্তর: (গ) কান্ট

৫৭. “An essay concerning human understanding” গ্রন্থটির রচয়িতা কে?
(ক) লক
(খ) মিল
(গ) কোপি
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) লক

৫৮. “যা সত্তা, তা বৌদ্ধিক এবং যা বৌদ্ধিক তাই সত্তা”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) হেগেল
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) হেগেল

৫৯. “দর্শন হল শাশ্বত বিষয়ের জ্ঞান”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) হেগেল
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) হেগেল

৬০. “দর্শন হল জাগতিক বস্তুসমূহের সার্বিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টা”- একথা কে বলেছেন?
(ক) ওয়েবার
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) ওয়েবার

৬১. “দর্শনের কাজ হলো সংজ্ঞাকরণ”- এটি কে বলেছেন?
(ক) এয়ার
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) এয়ার

৬২. “দর্শন হলো ভাষাগত সমালোচনা”-উক্তিটি কার?
(ক) উইটগেনস্টাইন
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) উইটগেনস্টাইন

৬৩. দর্শন চিন্তার উৎপত্তি হয়েছে কোথা থেকে?
(ক) বিজ্ঞান থেকে
(খ) জীবনবোধ থেকে
(গ) ধর্ম থেকে
(ঘ) শিল্প থেকে
সঠিক উত্তর: (খ) জীবনবোধ থেকে

৬৪. ভারতীয় দর্শনে “দর্শন” শব্দটির অর্থ কি?
(ক) জ্ঞানবিদ্যা
(খ) আত্মদর্শন
(গ) নীতিবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (খ) আত্মদর্শন

৬৫. দর্শনকে কি শাস্ত্র বলা হয়?
(ক) সংকীর্ণ শাস্ত্র
(খ) সর্বব্যাপক শাস্ত্র
(গ) বিশেষায়িত শাস্ত্র
(ঘ) আকারগত শাস্ত্র
সঠিক উত্তর: (খ) সর্বব্যাপক শাস্ত্র

৬৬. দর্শনের আলোচ্য বিষয় কি?
(ক) কেবল বিজ্ঞান
(খ) সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা
(গ) কেবল নীতিবিদ্যা
(ঘ) কেবল যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (খ) সমগ্র বিশ্ব জগৎ, জীবন ও অভিজ্ঞতা

৬৭. “আমি চিন্তা করি সুতরাং আমি আছি”- উক্তিটি কার?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ডেকার্ট
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) ডেকার্ট

৬৮. কার্ল মার্কসের আদর্শ কি?
(ক) অস্তিত্ববাদ
(খ) সমভোগবাদ
(গ) দৃষ্টিবাদ
(ঘ) বস্তুবাদ
সঠিক উত্তর: (খ) সমভোগবাদ

৬৯. “সমভোগবাদ” ও “শ্রেণীহীন সমাজ”- একথাটি কার?
(ক) হেগেল
(খ) কার্ল মার্কস
(গ) প্লেটো
(ঘ) অ্যারিস্টটল
সঠিক উত্তর: (খ) কার্ল মার্কস

৭০. “আমি আছি বা অস্তিত্বশীল বলেই আমি চিন্তা করি”- উক্তিটি কার?
(ক) অস্তিত্ববাদীদের
(খ) কার্ল মার্কস
(গ) হেগেল
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (ক) অস্তিত্ববাদীদের

৭১. “বিজ্ঞান ছাড়া দর্শন হলো বিদেহী আত্মা, নিছক কবিতা” – কথাটি কে বলেছেন?
(ক) ওয়েবার
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) ওয়েবার

৭২. দর্শনের মূল ভিত্তিভূমি কোনটি?
(ক) ধর্ম
(খ) বিজ্ঞান
(গ) শিল্প
(ঘ) সাহিত্য
সঠিক উত্তর: (খ) বিজ্ঞান

৭৩. পরম সত্যকে কি বলা হয়?
(ক) তত্ত্ব
(খ) অবভাস
(গ) আদর্শ
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (ক) তত্ত্ব

৭৪. “দৃষ্টিবাদ” নামকরণ করেন কে?
(ক) প্লেটো
(খ) অগাস্ট কোঁৎ
(গ) অ্যারিস্টটল
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অগাস্ট কোঁৎ

৭৫. নব্য বস্তুবাদী একজন দার্শনিকের নাম বল।
(ক) মন্টেগু
(খ) প্লেটো
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) মন্টেগু

৭৬. নব্য বস্তুবাদের প্রবক্তা কে?
(ক) প্লেটো
(খ) পেরি
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) পেরি

৭৭. দর্শনের পরিভাষায় জগতের ইন্দ্রিয়গ্রাহ্য রূপকে কী বলা হয়?
(ক) তত্ত্ব
(খ) অবভাস
(গ) আদর্শ
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) অবভাস

৭৮. বস্তুর বাহ্যরূপকে কী বলা হয়?
(ক) তত্ত্ব
(খ) অবভাসিত রূপ
(গ) আদর্শ
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) অবভাসিত রূপ

৭৯. বস্তুর আন্তররূপটির অপর নাম কি?
(ক) তত্ত্ব
(খ) অবভাস
(গ) আদর্শ
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) অবভাস

৮০. “সত্যম্, শিবম্, সুন্দরম্” – এই তিনটি মানবজীবনের কি?
(ক) পরম আদর্শ
(খ) পরম সত্য
(গ) পরম বিশ্বাস
(ঘ) পরম জ্ঞান
সঠিক উত্তর: (ক) পরম আদর্শ

৮১. চিন্তার আদর্শ কোনটি?
(ক) শিব
(খ) সত্যতা
(গ) সুন্দর
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) সত্যতা

৮২. ইচ্ছার আদর্শ কোনটি?
(ক) সত্যতা
(খ) শিব বা কল্যাণ
(গ) সুন্দর
(ঘ) বিশ্বাস
সঠিক উত্তর: (খ) শিব বা কল্যাণ

৮৩. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
(ক) নীতিবিদ্যা
(খ) অধিবিদ্যা
(গ) অনুমান
(ঘ) সৌন্দর্যবিদ্যা
সঠিক উত্তর: (গ) অনুমান

৮৪. ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয়?
(ক) তত্ত্ব
(খ) যুক্তি
(গ) অবভাস
(ঘ) আদর্শ
সঠিক উত্তর: (খ) যুক্তি

৮৫. কোন দার্শনিক দুইপ্রকার যুক্তি পদ্ধতির কথা বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

৮৬. যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে?
(ক) আরোহ যুক্তি
(খ) অবরোহ যুক্তি
(গ) অবৈধ যুক্তি
(ঘ) সম্ভাব্য যুক্তি
সঠিক উত্তর: (খ) অবরোহ যুক্তি

৮৭. যে যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের মধ্যে নিহিত থাকে না তাকে কি যুক্তি বলে?
(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) অবৈধ যুক্তি
(ঘ) সম্ভাব্য যুক্তি
সঠিক উত্তর: (খ) আরোহ যুক্তি

৮৮. হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না কোন যুক্তিতে?
(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) অবৈধ যুক্তি
(ঘ) সম্ভাব্য যুক্তি
সঠিক উত্তর: (খ) আরোহ যুক্তি

৮৯. যে যুক্তির সিদ্ধান্ত সম্ভাব্য হয় সেটি কি যুক্তি?
(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) অবৈধ যুক্তি
(ঘ) তত্ত্বমূলক যুক্তি
সঠিক উত্তর: (খ) আরোহ যুক্তি

৯০. যে যুক্তিতে আশ্রয় বাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা তাকে কি বলে?
(ক) অবরোহ যুক্তি
(খ) আরোহ যুক্তি
(গ) অবৈধ যুক্তি
(ঘ) সম্ভাব্য যুক্তি
সঠিক উত্তর: (গ) অবৈধ যুক্তি

৯১. “নীতিবিদ্যা ভালো, সঠিক, উচিত ইত্যাদি শব্দের অর্থ নিয়ে আলোচনা করে”- কথাটি কে বলেছেন?
(ক) লিলি
(খ) হেগেল
(গ) কান্ট
(ঘ) প্লেটো
সঠিক উত্তর: (ক) লিলি

৯২. “নৈতিকতার জনক” কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) সক্রেটিস
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) সক্রেটিস

৯৩. নীতিবিদ্যা মানুষের কোন ধরনের আচরণের নৈতিক বিচার করে?
(ক) অনৈচ্ছিক ক্রিয়া
(খ) ঐচ্ছিক ক্রিয়া
(গ) স্বাভাবিক ক্রিয়া
(ঘ) যান্ত্রিক ক্রিয়া
সঠিক উত্তর: (খ) ঐচ্ছিক ক্রিয়া

৯৪. নীতিবিদ্যা ও সৌন্দর্যবিদ্যা কার অন্তর্গত?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) মূল্যবিদ্যা
(ঘ) যুক্তিবিদ্যা
সঠিক উত্তর: (গ) মূল্যবিদ্যা

৯৫. “নীতিশাস্ত্র হল একটি বিজ্ঞান বা মানুষের অন্তর্নিহিত আদর্শের সাধারণ আলোচনা”- উক্তিটি কার?
(ক) ম্যাকেঞ্জি
(খ) হেগেল
(গ) কান্ট
(ঘ) প্লেটো
সঠিক উত্তর: (ক) ম্যাকেঞ্জি

৯৬. “নীতিবিদ্যা অধিবিদ্যার উপর প্রতিষ্ঠিত”- কথাটি কে বলেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) হেগেল
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) হেগেল

৯৭. “নন্দন” শব্দটির অর্থ কি?
(ক) জ্ঞান দান করা
(খ) আনন্দ দান করা
(গ) বিশ্বাস দান করা
(ঘ) চিন্তা দান করা
সঠিক উত্তর: (খ) আনন্দ দান করা

৯৮. “এই দুর্গটি সাদা রঙের”- এটি কি ধরনের অবধারণ?
(ক) মূল্যগত অবধারণ
(খ) বস্তুগত অবধারণ
(গ) নৈতিক অবধারণ
(ঘ) তত্ত্বগত অবধারণ
সঠিক উত্তর: (খ) বস্তুগত অবধারণ

৯৯. “এই দুর্গটি সুন্দর”- এটি কি ধরনের অবধারণ?
(ক) বস্তুগত অবধারণ
(খ) মূল্যগত অবধারণ
(গ) নৈতিক অবধারণ
(ঘ) তত্ত্বগত অবধারণ
সঠিক উত্তর: (খ) মূল্যগত অবধারণ

১০০. সৌন্দর্য, শিল্প, সৌন্দর্য সৃষ্টি এবং উপভোগ নিয়ে আলোচনা করা হয় কোথায়?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) নন্দনতত্ত্ব
(ঘ) নীতিবিদ্যা
সঠিক উত্তর: (গ) নন্দনতত্ত্ব

১০১. “যে মানুষ সমাজে বাস করে না, সে হয় পশু, নয়তো দেবতা”- উক্তিটি কে করেছেন?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

১০২. সমাজের উৎপত্তি, গঠন, অগ্রগতি, বিকাশ নিয়ে দর্শনের কোন শাখা আলোচনা করে?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) সমাজদর্শন
(ঘ) নীতিবিদ্যা
সঠিক উত্তর: (গ) সমাজদর্শন

১০৩. “সমাজদর্শন হল সমাজবিজ্ঞান এবং দর্শনের মিলনস্থল”- কথাটি কে বলেছেন?
(ক) গিসবার্ট
(খ) প্লেটো
(গ) অ্যারিস্টটল
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (ক) গিসবার্ট

১০৪. একজন সমাজতাত্ত্বিক দার্শনিকের নাম বল।
(ক) প্লেটো
(খ) গিসবার্ট
(গ) কান্ট
(ঘ) হেগেল
সঠিক উত্তর: (খ) গিসবার্ট

১০৫. রাষ্ট্রদর্শনের আলোচনার প্রথম ও প্রধান প্রবক্তা কে?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) কান্ট
(ঘ) ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর: (খ) অ্যারিস্টটল

১০৬. বর্ণনামূলক আলোচনা কিসের আলোচনা?
(ক) অধিবিদ্যা
(খ) জ্ঞানবিদ্যা
(গ) রাষ্ট্রবিজ্ঞান
(ঘ) নীতিবিদ্যা
সঠিক উত্তর: (গ) রাষ্ট্রবিজ্ঞান

১০৭. প্লেটো তাঁর কোন গ্রন্থে বলেছেন, “ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রই হচ্ছে আদর্শ রাষ্ট্র”?
(ক) Theatetus
(খ) The Republic
(গ) The Critique of Pure Reason
(ঘ) An Essay Concerning Human Understanding
সঠিক উত্তর: (খ) The Republic

১০৮. কে রাষ্ট্রদর্শন সম্পর্কিত আধুনিক আলোচনার প্রবক্তা?
(ক) প্লেটো
(খ) অ্যারিস্টটল
(গ) ম্যাকিয়াভেলি
(ঘ) কান্ট
সঠিক উত্তর: (গ) ম্যাকিয়াভেলি

১০৯. তত্ত্বমূলক কাজ, সমালোচনামূলক কাজ এবং সমন্বয়মূলক এই তিনটি কি ধরনের কাজের উদাহরণ?
(ক) অধিবিদ্যার কাজ
(খ) জ্ঞানবিদ্যার কাজ
(গ) রাষ্ট্রদর্শনের কাজ
(ঘ) নীতিবিদ্যার কাজ
সঠিক উত্তর: (গ) রাষ্ট্রদর্শনের কাজ

১১০. রাষ্ট্র সম্পর্কিত মৌলিক ধারণা এবং নীতি নিয়ে আলোচনা করা কি ধরনের কাজ?
(ক) সমালোচনামূলক কাজ
(খ) তত্ত্বমূলক কাজ
(গ) সমন্বয়মূলক কাজ
(ঘ) বর্ণনামূলক কাজ
সঠিক উত্তর: (খ) তত্ত্বমূলক কাজ



একাদশ শ্রেণীর দর্শন অষ্টম অধ্যায় প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার অষ্টম অধ্যায় mcq

একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 

ক্লাস 11 দর্শন অধ্যায় 8 প্রশ্ন উত্তর

WBCHSE Class 11 philosophy New syllabus in bengali west bengal board

Class 11 1st semester philosophy New syllabus WB


একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, অষ্টম অধ্যায়, দর্শনের স্বরূপ ও শাখাসমূহ অষ্টম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ MCQ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Dorsoner Swarup O Sakha Somuho



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.