ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য - অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার সপ্তম অধ্যায় । Class 11 1st semester philosophy Seventh Chapter WBCHSE

একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Seventh Chapter


শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য নিয়ে। আশাকরি তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অধ্যায়টি থেকে যেসব প্রশ্ন দেওয়া আছে তা কমন পেয়ে যাবে। আমরা এখানে একাদশ শ্রেণীর, প্রথম সেমিস্টারের দর্শন বিষয়ের সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এর MCQ, SAQ, শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত নোট এগুলি দিয়েছি। এর পরেও তোমাদের এই ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য অধ্যায়টি থেকে কোন অসুবিধা থাকলে, তোমরা আমাদের টেলিগ্রাম, হোয়াটসাপ , ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ।  WBBSE এবং WBCHSE এর সকল বিষয় যেমন   Bengali, English, History, Geogrpahy, Mathematics, Physical Science, Life Science, Political Science, Philosphy, Education, Nutrition, Environmental Science, Sanskrit এর সহজ সমাধান ও সাজেশন এই ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি তে তোমরা পেয়ে যাবে।  
ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য - অধ্যায়ের MCQ প্রশ্ন উত্তর ক্লাস 11 দর্শন প্রথম সেমিস্টার সপ্তম অধ্যায় । Class 11 1st semester philosophy Seventh Chapter WBCHSE

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার সপ্তম অধ্যায় "ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য"  mcq প্রশ্ন উত্তর

১. ব্যাপ্তি কাকে বলে?
(ক) হেতু ও সাধ্যের নিয়ত ও সাহচর্য নিয়ম
(খ) পক্ষ ও সাধ্যের সম্বন্ধ
(গ) বিশেষণ ও বিশেষ্যের সম্বন্ধ
(ঘ) প্রতিজ্ঞা ও নিগমনের সম্বন্ধ
সঠিক উত্তর: (ক) হেতু ও সাধ্যের নিয়ত ও সাহচর্য নিয়ম

২. ব্যাপ্য ও ব্যাপক কি?
(ক) ব্যাপ্তি সম্বন্ধে দুটি পদার্থ, একটি ব্যাপ্য ও অন্যটি ব্যাপক
(খ) পক্ষ ও হেতুর সম্বন্ধ
(গ) প্রতিজ্ঞা ও উদাহরণের সম্বন্ধ
(ঘ) সাধ্য ও নিগমনের সম্বন্ধ
সঠিক উত্তর: (ক) ব্যাপ্তি সম্বন্ধে দুটি পদার্থ, একটি ব্যাপ্য ও অন্যটি ব্যাপক

৩. “ব্যাপ্তি হল উপাধিহীন, নিয়ত ও অব্যাহিচারী সম্বন্ধ”-এখানে “উপাধি”, “নিয়ত” ও “অব্যাহিচারী” শব্দের অর্থ কি?
(ক) শর্ত, অস্থির, ব্যতিক্রমযুক্ত
(খ) শর্ত, সতত, ব্যতিক্রমহীন
(গ) সম্বন্ধ, সতত, ব্যতিক্রমযুক্ত
(ঘ) শর্ত, অস্থির, ব্যতিক্রমহীন
সঠিক উত্তর: (খ) শর্ত, সতত, ব্যতিক্রমহীন

৪. বৌদ্ধমতে ব্যাপ্তিজ্ঞান কয়টি নীতির উপর নির্ভরশীল?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (খ) দুইটি

৫. ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার ও কি কি?
(ক) এক প্রকার-সমব্যাপ্তি
(খ) দুই প্রকার-সমব্যাপ্তি ও বিষম ব্যাপ্তি
(গ) তিন প্রকার-সমব্যাপ্তি, বিষম ব্যাপ্তি, উপাধিযুক্ত
(ঘ) চার প্রকার-অন্বয়, ব্যতিরেক, উপাধি, তর্ক
সঠিক উত্তর: (খ) দুই প্রকার-সমব্যাপ্তি ও বিষম ব্যাপ্তি

৬. সমব্যাপ্তি কাকে বলে?
(ক) ব্যাপ্য ও ব্যাপকের অসমান সম্বন্ধ
(খ) ব্যাপ্য ও ব্যাপকের সমান সম্বন্ধ
(গ) হেতু ও সাধ্যের শর্তযুক্ত সম্বন্ধ
(ঘ) পক্ষ ও সাধ্যের সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) ব্যাপ্য ও ব্যাপকের সমান সম্বন্ধ

৭. বিষম ব্যাপ্তি কাকে বলে?
(ক) ব্যাপ্য ও ব্যাপকের সমান সম্বন্ধ
(খ) ব্যাপ্য ও ব্যাপকের অসমান সম্বন্ধ
(গ) হেতু ও সাধ্যের শর্তযুক্ত সম্বন্ধ
(ঘ) পক্ষ ও হেতুর সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) ব্যাপ্য ও ব্যাপকের অসমান সম্বন্ধ

৮. ব্যাপ্তি প্রতিষ্ঠার বিভিন্ন স্তরগুলি কি কি?
(ক) তিন প্রকার-অন্বয়, ব্যতিরেক, তর্ক
(খ) চার প্রকার-অন্বয়, ব্যতিরেক, উপাধি, তর্ক
(গ) পাঁচ প্রকার-অন্বয়, ব্যতিরেক, তর্ক, উপাধি, সামান্য লক্ষণ
(ঘ) ছয় প্রকার-অন্বয়, ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাস, তর্ক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ
সঠিক উত্তর: (ঘ) ছয় প্রকার-অন্বয়, ব্যতিরেক, ব্যভিচারাগ্রহ, উপাধি নিরাস, তর্ক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ

৯. অন্বয় কাকে বলে?
(ক) দুটি বিষয়ের একত্র অনুপস্থিতির মিল
(খ) দুটি বিষয়ের একত্র উপস্থিতির মিল
(গ) দুটি বিষয়ের বিপরীত দৃষ্টান্ত
(ঘ) দুটি বিষয়ের শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) দুটি বিষয়ের একত্র উপস্থিতির মিল

১০. অন্বয় কথার অর্থ কি?
(ক) ব্যতীত
(খ) মিল বা সাদৃশ্য
(গ) শর্ত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) মিল বা সাদৃশ্য

১১. ব্যতিরেক কথার অর্থ কি?
(ক) মিল বা সাদৃশ্য
(খ) ব্যতীত বা ছাড়া
(গ) শর্ত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) ব্যতীত বা ছাড়া

১২. ব্যতিরেক কাকে বলে?
(ক) দুটি বিষয়ের একত্র উপস্থিতির মিল
(খ) দুটি বিষয়ের একত্র অনুপস্থিতির মিল
(গ) দুটি বিষয়ের বিপরীত দৃষ্টান্ত
(ঘ) দুটি বিষয়ের শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) দুটি বিষয়ের একত্র অনুপস্থিতির মিল

১৩. ব্যভিচারাগ্রহ কাকে বলে?
(ক) দুটি বিষয়ের একত্র উপস্থিতির মিল
(খ) দুটি বিষয়ের একত্র অনুপস্থিতির মিল
(গ) দুটি বিষয়ের মধ্যে বিপরীত দৃষ্টান্ত না দেখা
(ঘ) দুটি বিষয়ের শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (গ) দুটি বিষয়ের মধ্যে বিপরীত দৃষ্টান্ত না দেখা

১৪. ব্যভিচার কথার অর্থ কি?
(ক) মিল বা সাদৃশ্য
(খ) বিপরীত দৃষ্টান্ত
(গ) শর্ত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) বিপরীত দৃষ্টান্ত

১৫. আগ্রহ কথার অর্থ কি?
(ক) মিল বা সাদৃশ্য
(খ) অদর্শন বা না দেখা
(গ) শর্ত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) অদর্শন বা না দেখা

১৬. উপাধি নিরাস বলতে কী বোঝো?
(ক) শর্তযুক্ত সম্বন্ধ
(খ) শর্তহীন ব্যাপ্তি সম্বন্ধ
(গ) বিপরীত দৃষ্টান্ত
(ঘ) একত্র উপস্থিতির মিল
সঠিক উত্তর: (খ) শর্তহীন ব্যাপ্তি সম্বন্ধ

১৭. উপাধি কথার অর্থ কি?
(ক) মিল
(খ) শর্ত
(গ) নিরসন
(ঘ) ব্যতীত
সঠিক উত্তর: (খ) শর্ত

১৮. নিরাস কথার অর্থ কি?
(ক) মিল
(খ) শর্ত
(গ) নিরসন
(ঘ) ব্যতীত
সঠিক উত্তর: (গ) নিরসন

১৯. উপাধি নিরাস কি?
(ক) শর্ত থাকা
(খ) শর্ত না থাকা
(গ) বিপরীত দৃষ্টান্ত
(ঘ) একত্র উপস্থিতি
সঠিক উত্তর: (খ) শর্ত না থাকা

২০. ভূয়ো দর্শন কাকে বলে?
(ক) দুটি বিষয়ের একত্র উপস্থিতি ও অনুপস্থিতির মিল বারবার দেখা
(খ) দুটি বিষয়ের বিপরীত দৃষ্টান্ত
(গ) শর্তযুক্ত সম্বন্ধ
(ঘ) সাধ্য ও হেতুর সম্বন্ধ
সঠিক উত্তর: (ক) দুটি বিষয়ের একত্র উপস্থিতি ও অনুপস্থিতির মিল বারবার দেখা

২১. তর্ক কি?
(ক) মূল বচনের সত্যতা প্রতিষ্ঠার পদ্ধতি
(খ) বিপরীত দৃষ্টান্ত
(গ) শর্তযুক্ত সম্বন্ধ
(ঘ) একত্র উপস্থিতির মিল
সঠিক উত্তর: (ক) মূল বচনের সত্যতা প্রতিষ্ঠার পদ্ধতি

২২. সামান্য লক্ষণ প্রত্যক্ষ কাকে বলে?
(ক) বস্তু দেখে তার জাতির প্রত্যক্ষণ
(খ) বিপরীত দৃষ্টান্ত
(গ) শর্তযুক্ত সম্বন্ধ
(ঘ) একত্র উপস্থিতির মিল
সঠিক উত্তর: (ক) বস্তু দেখে তার জাতির প্রত্যক্ষণ

২৩. সামান্য কথার অর্থ কি?
(ক) শর্ত
(খ) সমগ্র জাতি
(গ) নিরসন
(ঘ) ব্যতীত
সঠিক উত্তর: (খ) সমগ্র জাতি

২৪. ন্যায় মতে অনুমান কয় প্রকার ও কি কি?
(ক) এক প্রকার-স্বার্থানুমান
(খ) দুই প্রকার-স্বার্থানুমান ও পরার্থানুমান
(গ) তিন প্রকার-স্বার্থানুমান, পরার্থানুমান, তর্ক
(ঘ) চার প্রকার-অন্বয়, ব্যতিরেক, তর্ক, উপাধি
সঠিক উত্তর: (খ) দুই প্রকার-স্বার্থানুমান ও পরার্থানুমান

২৫. স্বার্থানুমান কাকে বলে?
(ক) অন্যকে বোঝানোর জন্য অনুমান
(খ) নিজ জ্ঞানলাভের জন্য অনুমান
(গ) বিপরীত দৃষ্টান্ত
(ঘ) শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) নিজ জ্ঞানলাভের জন্য অনুমান

২৬. স্বার্থানুমানের কয়টি অবয়ব বা অংশ থাকে?
(ক) দুটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (খ) তিনটি

২৭. ত্রিঅবয়বী ন্যায় কাকে বলে?
(ক) পরার্থানুমান
(খ) স্বার্থানুমান
(গ) তর্ক
(ঘ) উপাধি
সঠিক উত্তর: (খ) স্বার্থানুমান

২৮. পরার্থানুমান কাকে বলে?
(ক) নিজ জ্ঞানলাভের জন্য অনুমান
(খ) অন্যকে বোঝানোর জন্য অনুমান
(গ) বিপরীত দৃষ্টান্ত
(ঘ) শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) অন্যকে বোঝানোর জন্য অনুমান

২৯. পরার্থানুমানের কয়টি অবয়ব থাকে ও কি কি?
(ক) তিনটি-প্রতিজ্ঞা, হেতু, নিগমন
(খ) চারটি-প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়
(গ) পাঁচটি-প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন
(ঘ) দুটি-প্রতিজ্ঞা, নিগমন
সঠিক উত্তর: (গ) পাঁচটি-প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন

৩০. প্রতিজ্ঞা বাক্যের উদাহরণ দাও।
(ক) পর্বতটি হয় ধূমবান
(খ) পর্বতটি হয় বহ্নিমান
(গ) ধূম হয় বহ্নিব্যাপ্য
(ঘ) পর্বতটি হয় শর্তযুক্ত
সঠিক উত্তর: (খ) পর্বতটি হয় বহ্নিমান

৩১. হেতু বাক্যের উদাহরণ দাও।
(ক) পর্বতটি হয় বহ্নিমান
(খ) পর্বতটি হয় ধূমবান
(গ) ধূম হয় বহ্নিব্যাপ্য
(ঘ) পর্বতটি হয় শর্তযুক্ত
সঠিক উত্তর: (খ) পর্বতটি হয় ধূমবান

৩২. ন্যায় দর্শন অনুযায়ী “মান” কথার অর্থ কি?
(ক) শর্ত
(খ) জ্ঞান
(গ) ব্যতীত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) জ্ঞান

৩৩. ন্যায় দর্শন অনুযায়ী “অনু” শব্দের অর্থ কি?
(ক) পূর্ববর্তী
(খ) পরবর্তী
(গ) শর্ত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) পরবর্তী

৩৪. ন্যায় দর্শন অনুযায়ী “মিতি” শব্দের অর্থ কি?
(ক) শর্ত
(খ) জ্ঞান
(গ) ব্যতীত
(ঘ) নিরসন
সঠিক উত্তর: (খ) জ্ঞান

৩৫. অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ কি?
(ক) পূর্ববর্তী জ্ঞান
(খ) পশ্চাদ্বর্তী জ্ঞান
(গ) শর্তযুক্ত জ্ঞান
(ঘ) বিপরীত জ্ঞান
সঠিক উত্তর: (খ) পশ্চাদ্বর্তী জ্ঞান

৩৬. ব্যাপ্তি জ্ঞান যে জ্ঞানের করণ তাকে কি বলে?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমিতি
(গ) উপমান
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ) অনুমিতি

৩৭. অন্য জ্ঞানের মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে কি বলা হয়?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমিতি
(গ) উপমান
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ) অনুমিতি

৩৮. “দূরে পাহাড়ে ধূম আছে, সুতরাং সেখানে আগুন আছে”- এটি কি জ্ঞান?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ) অনুমান

৩৯. পক্ষ কাকে বলে?
(ক) যে পদার্থে হেতুর উপস্থিতি থাকে
(খ) যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে
(গ) যে পদার্থে ব্যাপ্তি থাকে
(ঘ) যে পদার্থে শর্ত থাকে
সঠিক উত্তর: (খ) যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে

৪০. কোনো কিছুর অনুমান করা হয় কোন অধিকরণে?
(ক) হেতু
(খ) সাধ্য
(গ) পক্ষ
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (গ) পক্ষ

৪১. যেখানে সাধ্যের সিদ্ধি করা হয় সেটি কি?
(ক) হেতু
(খ) সাধ্য
(গ) পক্ষ
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (গ) পক্ষ

৪২. সাধ্য কাকে বলে?
(ক) যে পদার্থের দ্বারা পক্ষে হেতুকে অনুমান করা হয়
(খ) যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়
(গ) যে পদার্থে ব্যাপ্তি থাকে
(ঘ) যে পদার্থে শর্ত থাকে
সঠিক উত্তর: (খ) যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়

৪৩. “সন্দিগ্ধসাধ্য” কথার অর্থ কি?
(ক) সংশয়হীন সাধ্য
(খ) যে সাধ্য সংশয়ের বিষয়
(গ) শর্তযুক্ত সাধ্য
(ঘ) বিপরীত সাধ্য
সঠিক উত্তর: (খ) যে সাধ্য সংশয়ের বিষয়

৪৪. যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে কি বলে?
(ক) পক্ষ
(খ) হেতু
(গ) উদাহরণ
(ঘ) নিগমন
সঠিক উত্তর: (খ) হেতু

৪৫. হেতুর অপর নাম কি?
(ক) পক্ষ
(খ) লিঙ্গ
(গ) সাধ্য
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (খ) লিঙ্গ

৪৬. অনুমানের কোন পদকে সাধন বলা হয়?
(ক) পক্ষ
(খ) হেতু
(গ) সাধ্য
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (খ) হেতু

৪৭. হেতু কাকে বলে?
(ক) যে পদার্থে সাধ্যের উপস্থিতি থাকে
(খ) যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়
(গ) যে পদার্থে ব্যাপ্তি থাকে
(ঘ) যে পদার্থে শর্ত থাকে
সঠিক উত্তর: (খ) যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয়

৪৮. পক্ষসত্ত্ব কি?
(ক) পক্ষে সাধ্যের উপস্থিতি
(খ) পক্ষে হেতুর উপস্থিতি
(গ) পক্ষে ব্যাপ্তির উপস্থিতি
(ঘ) পক্ষে শর্তের উপস্থিতি
সঠিক উত্তর: (খ) পক্ষে হেতুর উপস্থিতি

৪৯. ন্যায় দর্শন অনুযায়ী যেখানে সাধ্যের নিশ্চিত জ্ঞান থাকে তাকে কি বলা হয়?
(ক) বিপক্ষ
(খ) স্বপক্ষ
(গ) হেতু
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (খ) স্বপক্ষ

৫০. ন্যায় দর্শন অনুযায়ী অনুমানের যে স্থানে সাধ্যের অভাবের নিশ্চিত জ্ঞান থাকে তাকে কি বলা হয়?
(ক) স্বপক্ষ
(খ) বিপক্ষ
(গ) হেতু
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (খ) বিপক্ষ

৫১. ন্যায় মতে সৎ হেতুর বৈশিষ্ট্য কয়টি?
(ক) তিনটি
(খ) চারটি
(গ) পাঁচটি
(ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ) পাঁচটি

৫২. ন্যায় মতে বিপক্ষে হেতুর অনুপস্থিতিকে কি বলে?
(ক) পক্ষসত্ত্ব
(খ) বিপক্ষাসত্ত্ব
(গ) স্বপক্ষ
(ঘ) উদাহরণ
সঠিক উত্তর: (খ) বিপক্ষাসত্ত্ব

৫৩. হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে?
(ক) পক্ষসত্ত্ব
(খ) ব্যাপ্তি
(গ) উপাধি
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (খ) ব্যাপ্তি

৫৪. হেতু ও সাধ্যের মধ্যে নিয়ত ও সমানাধিকরণের সম্পর্ককে কি বলে?
(ক) পক্ষসত্ত্ব
(খ) ব্যাপ্তি
(গ) উপাধি
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (খ) ব্যাপ্তি

৫৫. বহ্নি ও ধূমের ব্যাপ্তি সম্বন্ধটি কি ধরনের ব্যাপ্তির উদাহরণ?
(ক) সমব্যাপ্তি
(খ) বিষম ব্যাপ্তি
(গ) উপাধিযুক্ত ব্যাপ্তি
(ঘ) শর্তহীন ব্যাপ্তি
সঠিক উত্তর: (গ) উপাধিযুক্ত ব্যাপ্তি

৫৬. অসমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ তাকে কি বলে?
(ক) সমব্যাপ্তি
(খ) অসমব্যাপ্তি
(গ) উপাধিযুক্ত ব্যাপ্তি
(ঘ) শর্তহীন ব্যাপ্তি
সঠিক উত্তর: (খ) অসমব্যাপ্তি

৫৭. ব্যাপ্তিগ্রহ কি?
(ক) ব্যাপ্তি লাভের জ্ঞান
(খ) হেতুর উপস্থিতি
(গ) সাধ্যের উপস্থিতি
(ঘ) শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (ক) ব্যাপ্তি লাভের জ্ঞান

৫৮. ব্যাপ্তি নির্ণয়ের প্রথম স্তর কোনটি?
(ক) ব্যতিরেক
(খ) অন্বয়
(গ) ব্যভিচারাগ্রহ
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (খ) অন্বয়

৫৯. দুটি বিষয়ের একত্র অনুপস্থিতির ঐক্যকে কি বলা হয়?
(ক) অন্বয়
(খ) ব্যতিরেক
(গ) ব্যভিচারাগ্রহ
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (খ) ব্যতিরেক

৬০. ব্যাপ্তি নির্ণয়ের তৃতীয় স্তর কোনটি?
(ক) অন্বয়
(খ) ব্যতিরেক
(গ) ব্যভিচারাগ্রহ
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (গ) ব্যভিচারাগ্রহ

৬১. দুটি পদার্থের সহচার বারবার দর্শন করাকে কি বলা হয়?
(ক) অন্বয়
(খ) ব্যতিরেক
(গ) ভূয়ো দর্শন
(ঘ) তর্ক
সঠিক উত্তর: (গ) ভূয়ো দর্শন

৬২. পরামর্শ কথার অর্থ কি?
(ক) হেতুর উপস্থিতি
(খ) ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান
(গ) সাধ্যের উপস্থিতি
(ঘ) শর্তযুক্ত সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান

৬৩. ন্যায় মতে পক্ষে হেতুর প্রত্যক্ষ বা অবস্থানকে কি বলা হয়?
(ক) পক্ষসত্ত্ব
(খ) বিপক্ষাসত্ত্ব
(গ) পক্ষধর্মতা
(ঘ) স্বপক্ষ
সঠিক উত্তর: (গ) পক্ষধর্মতা

৬৪. যে অনুমিতিকে ভাষায় প্রকাশ করা যায় না সেটি কোনটি?
(ক) স্বার্থানুমিতি
(খ) পরার্থানুমিতি
(গ) তর্ক
(ঘ) উপাধি
সঠিক উত্তর: (খ) পরার্থানুমিতি

৬৫. পঞ্চাবয়বী ন্যায় মেনেছেন কারা?
(ক) চার্বাকরা
(খ) নৈয়ায়িকরা
(গ) বৌদ্ধরা
(ঘ) জৈনরা
সঠিক উত্তর: (খ) নৈয়ায়িকরা






একাদশ শ্রেণীর দর্শন সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর

একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার সপ্তম অধ্যায় mcq

একাদশ শ্রেণীর দর্শন নতুন সিলেবাস প্রথম সেমিস্টার 

ক্লাস 11 দর্শন অধ্যায় 7 প্রশ্ন উত্তর

WBCHSE Class 11 philosophy New syllabus in bengali west bengal board

Class 11 1st semester philosophy New syllabus WB



একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, সপ্তম অধ্যায়, ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য MCQ প্রশ্ন উত্তর | Class 11, 1st semester, Nay Dorsoner Onuman Somporke Boktobbo


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.