একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, ষষ্ঠ অধ্যায় নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Sixth Chapter WBCHSE
একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার ষষ্ঠ অধ্যায় "নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য" mcq প্রশ্ন উত্তর
১. ন্যায় মতে প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি?
(ক) এক প্রকার-লৌকিক
(খ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
(গ) তিন প্রকার-নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা
(ঘ) চার প্রকার-প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ
সঠিক উত্তর: (খ) দুই প্রকার-লৌকিক ও অলৌকিক
২. ন্যায় মতে লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি?
(ক) এক প্রকার-বাহ্য
(খ) দুই প্রকার-বাহ্য ও মানস
(গ) তিন প্রকার-নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা
(ঘ) চার প্রকার-সংযোগ, সমবায়, বিশেষ্য-বিশেষণ, সামান্য লক্ষণ
সঠিক উত্তর: (খ) দুই প্রকার-বাহ্য ও মানস
৩. ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি?
(ক) দুই প্রকার-নির্বিকল্পক ও সবিকল্পক
(খ) তিন প্রকার-নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা
(গ) চার প্রকার-প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ
(ঘ) পাঁচ প্রকার-সংযোগ, সমবায়, বিশেষ্য-বিশেষণ, সামান্য লক্ষণ, যোগজ
সঠিক উত্তর: (খ) তিন প্রকার-নির্বিকল্পক, সবিকল্পক, প্রত্যভিজ্ঞা
৪. “ন্যায়সূত্রে” মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে “অব্যপদেশ্যম” শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক
৫. “ন্যায়সূত্রে” মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে “ব্যবসায়াত্মকম” শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৬. বাৎসায়ন সবিকল্পক বলতে কোন প্রত্যক্ষকে বুঝিয়েছেন?
(ক) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে
(খ) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে
(গ) সংসর্গানবগাহী জ্ঞান
(ঘ) বিশেষণশূন্য জ্ঞান
সঠিক উত্তর: (খ) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে
৭. বাৎসায়নের মতে নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষ কোনটি?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ
৮. বাৎসায়ন নির্বিকল্পক বলতে কি বুঝিয়েছেন?
(ক) নামবিশিষ্ট বিষয়ের প্রত্যক্ষকে
(খ) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে
(গ) সংসর্গাবগাহী জ্ঞান
(ঘ) বিশেষণযুক্ত জ্ঞান
সঠিক উত্তর: (খ) নামহীন বিষয়ের প্রত্যক্ষকে
৯. কাদের মতে আমাদের সব প্রত্যক্ষ সবিকল্পক নয়?
(ক) চার্বাকদের মতে
(খ) নৈয়ায়িকদের মতে
(গ) বৌদ্ধদের মতে
(ঘ) জৈনদের মতে
সঠিক উত্তর: (খ) নৈয়ায়িকদের মতে
১০. গঙ্গেশ উপাধ্যায়ের মতে নির্বিকল্পক প্রত্যক্ষ কোনটি?
(ক) সংসর্গাবগাহী জ্ঞান
(খ) সংসর্গানবগাহী জ্ঞান
(গ) বিশেষণযুক্ত জ্ঞান
(ঘ) নামবিশিষ্ট জ্ঞান
সঠিক উত্তর: (খ) সংসর্গানবগাহী জ্ঞান
১১. গঙ্গেশ উপাধ্যায়ের মতে সবিকল্পক প্রত্যক্ষ কোনটি?
(ক) সংসর্গানবগাহী জ্ঞান
(খ) সংসর্গাবগাহী জ্ঞান
(গ) নিষ্প্রকারক জ্ঞান
(ঘ) নামহীন জ্ঞান
সঠিক উত্তর: (খ) সংসর্গাবগাহী জ্ঞান
১২. অন্নংভট্ট নির্বিকল্পককে কোন জ্ঞান বলেছেন?
(ক) সপ্রকারক জ্ঞান
(খ) নিষ্প্রকারক জ্ঞান
(গ) সংসর্গাবগাহী জ্ঞান
(ঘ) বিশেষণযুক্ত জ্ঞান
সঠিক উত্তর: (খ) নিষ্প্রকারক জ্ঞান
১৩. “বিকল্প” শব্দের অর্থ কি?
(ক) বিশেষণ
(খ) সংযোগ
(গ) সম্বন্ধ
(ঘ) প্রমাণ
সঠিক উত্তর: (ক) বিশেষণ
১৪. নব্য নৈয়ায়িক দার্শনিকেরা বিকল্পকে কোন অর্থে গ্রহণ করেছেন?
(ক) সম্বন্ধ অর্থে
(খ) প্রকার অর্থে
(গ) প্রমাণ অর্থে
(ঘ) সংযোগ অর্থে
সঠিক উত্তর: (খ) প্রকার অর্থে
১৫. প্রকার কাকে বলে?
(ক) বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে
(খ) ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগকে
(গ) সংসর্গানবগাহী জ্ঞানকে
(ঘ) নামহীন জ্ঞানকে
সঠিক উত্তর: (ক) বিশিষ্ট বস্তু জ্ঞানের বিষয় হলে তার বিশেষণকে
১৬. “প্রকার” শব্দের অর্থ কি?
(ক) সংযোগ
(খ) বিশেষণ
(গ) প্রমাণ
(ঘ) সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) বিশেষণ
১৭. “নিষ্প্রকারক” শব্দের অর্থ কি?
(ক) প্রকারযুক্ত
(খ) প্রকারশূন্য
(গ) সংসর্গাবগাহী
(ঘ) বিশেষণযুক্ত
সঠিক উত্তর: (খ) প্রকারশূন্য
১৮. বিশ্বনাথ নির্বিকল্পক প্রত্যক্ষের লক্ষণ নিয়ে কি বলেছেন?
(ক) সংসর্গাবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্
(খ) বৈশিষ্ট্যানবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্
(গ) সপ্রকারক জ্ঞানং নির্বিকল্পকম্
(ঘ) নামবিশিষ্ট জ্ঞানং নির্বিকল্পকম্
সঠিক উত্তর: (খ) বৈশিষ্ট্যানবগাহী জ্ঞানং নির্বিকল্পকম্
১৯. নির্বিকল্পক প্রত্যক্ষ কিরূপ জ্ঞান দেয়?
(ক) বিশিষ্ট বস্তুর জ্ঞান
(খ) অবিশিষ্ট বস্তুর জ্ঞান
(গ) সংসর্গাবগাহী জ্ঞান
(ঘ) নামবিশিষ্ট জ্ঞান
সঠিক উত্তর: (খ) অবিশিষ্ট বস্তুর জ্ঞান
২০. ন্যায় মতে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে কোনটি প্রমাণ?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) উপমান
(ঘ) শব্দ
সঠিক উত্তর: (খ) অনুমান
২১. যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না, অপ্রমাও বলা যায় না সেই প্রত্যক্ষ জ্ঞানের নাম কি?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
২২. কোনটি প্রমাতাকে কার্যে প্রবৃত্ত করে না?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
২৩. কোন প্রত্যক্ষে বস্তুটির কেবল সহজ উপলব্ধি হয় বা সম্বন্ধহীন চেতনা হয়?
(ক) সবিকল্পক প্রত্যক্ষ
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষ
২৪. কোন প্রত্যক্ষে কোনো ধর্ম বা ধর্মীভাব স্পষ্টরূপে প্রকাশিত হয় না?
(ক) সবিকল্পক প্রত্যক্ষে
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) অলৌকিক প্রত্যক্ষে
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষে
২৫. নির্বিকল্পক প্রত্যক্ষ কোন শব্দের সমার্থক?
(ক) ব্যবসায়াত্মকম
(খ) অব্যপদেশ্যম
(গ) সংসর্গাবগাহী
(ঘ) সপ্রকারক
সঠিক উত্তর: (খ) অব্যপদেশ্যম
২৬. কোন প্রত্যক্ষে পূর্বজ্ঞান থাকে না?
(ক) সবিকল্পক প্রত্যক্ষে
(খ) নির্বিকল্পক প্রত্যক্ষে
(গ) প্রত্যভিজ্ঞায়
(ঘ) অলৌকিক প্রত্যক্ষে
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক প্রত্যক্ষে
২৭. কারা নির্বিকল্পক জ্ঞানকে প্রমা ও অপ্রমার অন্তর্ভুক্ত করেননি?
(ক) প্রাচীন নৈয়ায়িকরা
(খ) নব্য নৈয়ায়িকরা
(গ) বৌদ্ধ দার্শনিকরা
(ঘ) অদ্বৈত বেদান্তীরা
সঠিক উত্তর: (খ) নব্য নৈয়ায়িকরা
২৮. “নির্বিকল্পক প্রত্যক্ষ বিশেষণবর্জিত হলেও তা বস্তুর স্বরূপের জ্ঞান”- এই কারণে কারা নির্বিকল্পক প্রত্যক্ষকে প্রমা জ্ঞানে অন্তর্ভুক্ত করেন?
(ক) নব্য নৈয়ায়িকেরা
(খ) প্রাচীন নৈয়ায়িকেরা
(গ) বৌদ্ধ দার্শনিকেরা
(ঘ) অদ্বৈত বেদান্তীরা
সঠিক উত্তর: (খ) প্রাচীন নৈয়ায়িকেরা
২৯. ন্যায় দর্শনের সপ্রকারক জ্ঞানকে কি বলা হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ
৩০. সবিকল্পক প্রত্যক্ষ বস্তুর কিরূপ জ্ঞান দেয়?
(ক) অবিশিষ্ট বস্তুর জ্ঞান
(খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান
(গ) সংসর্গানবগাহী জ্ঞান
(ঘ) নামহীন জ্ঞান
সঠিক উত্তর: (খ) বিশিষ্ট বস্তুর জ্ঞান
৩১. সবিকল্পক প্রত্যক্ষ কি?
(ক) বিশেষণশূন্য
(খ) বিশেষণবিশিষ্ট
(গ) সংসর্গানবগাহী
(ঘ) নামহীন
সঠিক উত্তর: (খ) বিশেষণবিশিষ্ট
৩২. “এটি একটি ঘট”-এই জ্ঞানটি কীরূপ প্রত্যক্ষ?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৩৩. বিশিষ্ট বস্তুর জ্ঞানকে কি বলা হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ
৩৪. “সপ্রকারক” শব্দের দ্বারা কোন সবিকল্পক প্রত্যক্ষকে বোঝায়?
(ক) বিশেষণশূন্য
(খ) বিশেষণযুক্ত
(গ) সংসর্গানবগাহী
(ঘ) নামহীন
সঠিক উত্তর: (খ) বিশেষণযুক্ত
৩৫. “এটি একটি ঘট”- এই প্রত্যক্ষে “ঘটত্ব” কি?
(ক) একটি সংযোগ
(খ) একটি বিশেষণ
(গ) একটি প্রমাণ
(ঘ) একটি সম্বন্ধ
সঠিক উত্তর: (খ) একটি বিশেষণ
৩৬. “ব্রাহ্মণঃ অয়ম্”-এটি কিরূপ প্রত্যক্ষ?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৩৭. প্রত্যক্ষের দ্বিতীয় বা পরিণত স্তর কোনটি?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৩৮. কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষকে
(খ) সবিকল্পক প্রত্যক্ষকে
(গ) প্রত্যভিজ্ঞাকে
(ঘ) অলৌকিক প্রত্যক্ষকে
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষকে
৩৯. কোন প্রত্যক্ষের আগে নির্বিকল্পক প্রত্যক্ষ পূর্বজ্ঞান হিসেবে থাকে?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) সবিকল্পক প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষ
৪০. কোন প্রত্যক্ষের স্মৃতি হয়?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষের
(খ) সবিকল্পক প্রত্যক্ষের
(গ) অলৌকিক প্রত্যক্ষের
(ঘ) প্রত্যভিজ্ঞার
সঠিক উত্তর: (খ) সবিকল্পক প্রত্যক্ষের
৪১. কোন প্রত্যক্ষ প্রমা ও অপ্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৪২. কোন জ্ঞান প্রমাতাকে কার্যে প্রবৃত্ত করে?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৪৩. আমরা যাকে প্রত্যক্ষ বলি তা আসলে কি ধরনের প্রত্যক্ষ?
(ক) নির্বিকল্পক প্রত্যক্ষ
(খ) বিশেষণ বিশিষ্টের প্রত্যক্ষ
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক প্রত্যক্ষ
সঠিক উত্তর: (খ) বিশেষণ বিশিষ্টের প্রত্যক্ষ
৪৪. বৌদ্ধ ও অদ্বৈত বেদান্ত মতে কোন প্রত্যক্ষ যথার্থ?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক
৪৫. অদ্বৈত বেদান্ত মতে পারমার্থিক সত্তার জ্ঞানকে কি বলে?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক
৪৬. অদ্বৈত বেদান্ত মতে ব্যবহারিক সত্তার জ্ঞানকে কি বলা হয়?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৪৭. অদ্বৈত বেদান্ত মতে কোন জ্ঞানে সত্যের উপলব্ধি হয়?
(ক) সবিকল্পক
(খ) নির্বিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) নির্বিকল্পক
৪৮. অদ্বৈত বেদান্ত মতে কোন জ্ঞানে সত্যহানি ঘটে?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (খ) সবিকল্পক
৪৯. কোন দার্শনিক নির্বিকল্পক ও সবিকল্পকের পার্থক্যকে আপেক্ষিক পার্থক্য বলে অভিহিত করেছেন?
(ক) গৌতম
(খ) গঙ্গেশ উপাধ্যায়
(গ) রামানুজ
(ঘ) বাৎস্যায়ন
সঠিক উত্তর: (গ) রামানুজ
৫০. ন্যায় মতে যে প্রত্যক্ষে স্মৃতি, কল্পনা ইত্যাদির ভূমিকা থাকে সেটি কি?
(ক) নির্বিকল্পক
(খ) সবিকল্পক
(গ) প্রত্যভিজ্ঞা
(ঘ) অলৌকিক
সঠিক উত্তর: (গ) প্রত্যভিজ্ঞা