একাদশ শ্রেণী দর্শন প্রথম সেমিস্টার, চতুর্থ অধ্যায় চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন প্রশ্ন উত্তর | Class 11, 1st semester philosophy, Fourth Chapter
একাদশ শ্রেণীর দর্শন প্রথম সেমিস্টার চতুর্থ অধ্যায় "চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন" mcq প্রশ্ন উত্তর
১. ‘চার্বাক’ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে?
(ক) চর্ব ধাতু
(খ) চারু বাক
(গ) লোকায়ত
(ঘ) বিতণ্ডা
সঠিক উত্তর: (খ) চারু বাক
২. লোকায়ত দর্শন কাদের বলা হয়?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) সাংখ্য দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক দর্শন
৩. চার্বাকদের নীতিতত্ত্বটি কী?
(ক) আত্মসুখবাদী
(খ) পরার্থবাদী
(গ) কর্মবাদী
(ঘ) ধর্মবাদী
সঠিক উত্তর: (ক) আত্মসুখবাদী
৪. ‘নাস্তিক শিরোমণি’ কাদের বলা হয়?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাকদের
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাকদের
৫. চার্বাক মতে মুক্তি কী?
(ক) আত্মার মোক্ষ
(খ) দেহের বিনাশ
(গ) স্বর্গপ্রাপ্তি
(ঘ) পুনর্জন্ম
সঠিক উত্তর: (খ) দেহের বিনাশ
৬. কর্মবাদের অর্থ হল?
(ক) জ্ঞানের উৎস
(খ) কর্মের ফলকে সূচিত করা
(গ) ইন্দ্রিয় সন্নিকর্ষ
(ঘ) ব্যাপ্তি জ্ঞান
সঠিক উত্তর: (খ) কর্মের ফলকে সূচিত করা
৭. চার্বাকরা হলেন?
(ক) ধর্মবাদী
(খ) সুখবাদী
(গ) আধ্যাত্মবাদী
(ঘ) কর্মবাদী
সঠিক উত্তর: (খ) সুখবাদী
৮. চার্বাক মতে, জীবনের মুখ্য পুরুষার্থ হল?
(ক) ধর্ম
(খ) অর্থ
(গ) কাম
(ঘ) মোক্ষ
সঠিক উত্তর: (গ) কাম
৯. ‘চার্বাক’ কথাটির অর্থ হল?
(ক) সুন্দর কথা
(খ) তর্কবাদ
(গ) জ্ঞানবাদ
(ঘ) আধ্যাত্মিকতা
সঠিক উত্তর: (ক) সুন্দর কথা
১০. চার্বাক মতে প্রমাণ কয়টি?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
সঠিক উত্তর: (ক) একটি
১১. চার্বাক মতে প্রমাণ কোনটি?
(ক) অনুমান
(খ) প্রত্যক্ষ
(গ) শব্দ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষ
১২. চার্বাক মতে চৈতন্য কী?
(ক) আত্মার গুণ
(খ) দেহের গুণ
(গ) ঈশ্বরের গুণ
(ঘ) প্রকৃতির গুণ
সঠিক উত্তর: (খ) দেহের গুণ
১৩. ‘প্রত্যক্ষই একমাত্র প্রমাণ’ – ভারতীয় দর্শনে এই কথা বলেছেন?
(ক) ন্যায় দার্শনিকরা
(খ) চার্বাক দার্শনিকরা
(গ) বৌদ্ধ দার্শনিকরা
(ঘ) সাংখ্য দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) চার্বাক দার্শনিকরা
১৪. চার্বাক মতে প্রত্যক্ষ কী?
(ক) ব্যাপ্তি জ্ঞান
(খ) ইন্দ্রিয়াথ সন্নিকর্ষ
(গ) বিশ্বাসযোগ্য ব্যক্তির বিবৃতি
(ঘ) সাদৃশ্যজ্ঞান
সঠিক উত্তর: (খ) ইন্দ্রিয়াথ সন্নিকর্ষ
১৫. চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন?
(ক) ব্যাপ্তিনির্ভর বলে
(খ) প্রত্যক্ষ নির্ভর বলে
(গ) শব্দ নির্ভর বলে
(ঘ) উপমান নির্ভর বলে
সঠিক উত্তর: (ক) ব্যাপ্তিনির্ভর বলে
১৬. ‘অনুমান প্রমাণ নয়’ – এ কথা বলেছেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক
১৭. ‘ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়’ – এ কথা বলেছেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক
১৮. ব্যাপ্তিজ্ঞান হল কীসের মূলভিত্তি?
(ক) প্রত্যক্ষ
(খ) অনুমান
(গ) শব্দ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) অনুমান
১৯. চার্বাক মতে, শব্দ এবং উপমান কী নয়?
(ক) প্রমাণ
(খ) জ্ঞান
(গ) বিষয়
(ঘ) সন্নিকর্ষ
সঠিক উত্তর: (ক) প্রমাণ
২০. চার্বাক মতবাদে কয়টি প্রমাণ স্বীকার করা হয় না?
(ক) একটি
(খ) একাধিক
(গ) কোনোটিই নয়
(ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ) একাধিক
২১. ক্ষিতি, অপ, তেজঃ এবং মরুৎ – এই চারটিকে এক সঙ্গে কী বলা হয়?
(ক) চতুভূত
(খ) পঞ্চভূত
(গ) ত্রিভূত
(ঘ) দ্বিভূত
সঠিক উত্তর: (ক) চতুভূত
২২. চার্বাক কার্যকারণবাদের অপর নাম হল?
(ক) জ্ঞানবাদ
(খ) স্বভাববাদ
(গ) আধ্যাত্মবাদ
(ঘ) ধর্মবাদ
সঠিক উত্তর: (খ) স্বভাববাদ
২৩. চার্বাক জড়বাদের অপর নাম কী?
(ক) ভোগবাদ
(খ) সুখবাদ
(গ) আধ্যাত্মবাদ
(ঘ) কর্মবাদ
সঠিক উত্তর: (ক) ভোগবাদ
২৪. কারা চতুর্ভূত স্বীকার করেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাকরা
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) সাংখ্য দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাকরা
২৫. যাঁরা চৈতন্যকে জড়ের উপবস্তু বলেন, তাঁরা হলেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক
২৬. ‘স্বর্গ নেই, পরলোক নেই, আত্মাও নেই’ – অভিমতটি হল?
(ক) ন্যায় দার্শনিকদের
(খ) চার্বাকদের
(গ) বৌদ্ধ দার্শনিকদের
(ঘ) সাংখ্য দার্শনিকদের
সঠিক উত্তর: (খ) চার্বাকদের
২৭. চার্বাক দর্শন হল?
(ক) আধ্যাত্মবাদী দর্শন
(খ) জড়বাদী দর্শন
(গ) কর্মবাদী দর্শন
(ঘ) ধর্মবাদী দর্শন
সঠিক উত্তর: (খ) জড়বাদী দর্শন
২৮. চার্বাক মতে, কীরূপ দেহ হল আত্মা?
(ক) চৈতন্যবিশিষ্ট
(খ) জড়বিশিষ্ট
(গ) অচৈতন্য
(ঘ) অতীন্দ্রিয়
সঠিক উত্তর: (ক) চৈতন্যবিশিষ্ট
২৯. চার্বাক মতে, পরমতত্ত্ব হল?
(ক) আত্মা
(খ) জড়
(গ) ঈশ্বর
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (খ) জড়
৩০. ভূত চতুষ্টয়বাদ মেনেছেন?
(ক) ন্যায় দার্শনিকরা
(খ) চার্বাক দার্শনিকরা
(গ) বৌদ্ধ দার্শনিকরা
(ঘ) সাংখ্য দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) চার্বাক দার্শনিকরা
৩১. চার্বাক দর্শনকে বেদ নিন্দুক বলেছেন কে?
(ক) শঙ্করাচার্য
(খ) মনু
(গ) রামানুজ
(ঘ) গৌতম
সঠিক উত্তর: (খ) মনু
৩২. আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কোনটি?
(ক) জড়বাদ
(খ) সুখবাদ
(গ) কর্মবাদ
(ঘ) ধর্মবাদ
সঠিক উত্তর: (ক) জড়বাদ
৩৩. কোন সম্প্রদায়ের মধ্যে জড়ই চরম ও পরমতত্ত্ব?
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) সাংখ্য
সঠিক উত্তর: (খ) চার্বাক
৩৪. দুর্যোধনের সখারূপে চার্বাক রাক্ষসের উল্লেখ কোথায় আছে?
(ক) রামায়ণে
(খ) মহাভারতে
(গ) বিষ্ণুপুরাণে
(ঘ) উপনিষদে
সঠিক উত্তর: (খ) মহাভারতে
৩৫. কোথায় চার্বাকদের অসূর নামে অভিহিত করা হয়েছে?
(ক) মহাভারতে
(খ) বিষ্ণুপুরাণে
(গ) রামায়ণে
(ঘ) মনুসংহিতায়
সঠিক উত্তর: (খ) বিষ্ণুপুরাণে
৩৬. কোন বেদ থেকে চার্বাক মত শুরু হয়েছে?
(ক) যজুর্বেদ
(খ) ঋকবেদ
(গ) সামবেদ
(ঘ) অথর্ববেদ
সঠিক উত্তর: (খ) ঋকবেদ
৩৭. একজন চার্বাক পণ্ডিতের নাম বলুন।
(ক) শঙ্করাচার্য
(খ) জয়রাশি
(গ) রামানুজ
(ঘ) গৌতম
সঠিক উত্তর: (খ) জয়রাশি
৩৮. চার্বাক দর্শনের একটি উল্লেখযোগ্য গ্রন্থ কী?
(ক) ন্যায়সূত্র
(খ) তত্ত্বোপপ্লবসিংহ
(গ) বেদান্তসূত্র
(ঘ) সাংখ্যকারিকা
সঠিক উত্তর: (খ) তত্ত্বোপপ্লবসিংহ
৩৯. “বার্হ্যস্পত্যসূত্রম” কার লেখা?
(ক) জয়রাশি
(খ) দেবগুরু বৃহস্পতি
(গ) শঙ্করাচার্য
(ঘ) মাধবাচার্য
সঠিক উত্তর: (খ) দেবগুরু বৃহস্পতি
৪০. চার্বাক দর্শন অন্য কোন দর্শন নামে পরিচিত?
(ক) ন্যায় দর্শন
(খ) বার্হ্যস্পত্যদর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (খ) বার্হ্যস্পত্যদর্শন
৪১. কোন দর্শনকে বাস্তবমুখী দর্শন বলা হয়?
(ক) ন্যায় দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (খ) চার্বাক দর্শন
৪২. চার্বাক দর্শনকে “লোকায়ত দর্শন” বলা হয় কেন?
(ক) কারণ তারা বেদের প্রামাণ্য মানে
(খ) কারণ তাদের চিন্তা প্রত্যক্ষ জগতেই সীমাবদ্ধ
(গ) কারণ তারা আধ্যাত্মিকতা মানে
(ঘ) কারণ তারা পুনর্জন্ম মানে
সঠিক উত্তর: (খ) কারণ তাদের চিন্তা প্রত্যক্ষ জগতেই সীমাবদ্ধ
৪৩. লোকায়ত দর্শন অনুযায়ী “লোক” কথার অর্থ কী?
(ক) আত্মা
(খ) জগত
(গ) ঈশ্বর
(ঘ) প্রকৃতি
সঠিক উত্তর: (খ) জগত
৪৪. চার্বাকদের কোন সম্প্রদায়কে “আদি চার্বাক” বলা হয়?
(ক) ধূর্ত চার্বাক
(খ) সুশিক্ষিত চার্বাক
(গ) বৈতণ্ডিক সম্প্রদায়
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (গ) বৈতণ্ডিক সম্প্রদায়
৪৫. “বৈতণ্ডিক” কথাটি কোথা থেকে এসেছে?
(ক) বিতণ্ডা
(খ) চারু
(গ) লোকায়ত
(ঘ) সুখবাদ
সঠিক উত্তর: (ক) বিতণ্ডা
৪৬. সবচেয়ে বেশি পরিচিত চার্বাক উপসম্প্রদায়টি কী?
(ক) সুশিক্ষিত চার্বাক
(খ) ধূর্ত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (খ) ধূর্ত চার্বাক
৪৭. ধূর্ত চার্বাক সম্প্রদায় কোন প্রমাণকে মেনেছেন?
(ক) অনুমান
(খ) শব্দ
(গ) প্রত্যক্ষ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (গ) প্রত্যক্ষ
৪৮. ধূর্ত চার্বাকরা কী কী নামে পরিচিত?
(ক) স্থূল চার্বাক, দেহাত্মবাদী, উচ্ছেদবাদী
(খ) প্রাণাত্মবাদী, মনাত্মবাদী
(গ) বৈতণ্ডিক, সুশিক্ষিত
(ঘ) নাস্তিক, আধ্যাত্মবাদী
সঠিক উত্তর: (ক) স্থূল চার্বাক, দেহাত্মবাদী, উচ্ছেদবাদী
৪৯. সুশিক্ষিত চার্বাক সম্প্রদায়ের মতে আত্মা কী?
(ক) ঈশ্বর
(খ) ইন্দ্রিয়, প্রাণ বা মন
(গ) পরলোক
(ঘ) পুনর্জন্ম
সঠিক উত্তর: (খ) ইন্দ্রিয়, প্রাণ বা মন
৫০. চার্বাক দর্শনের যৌক্তিক ভিত্তি কী?
(ক) ধর্মতত্ত্ব
(খ) জ্ঞানতত্ত্ব
(গ) নীতিতত্ত্ব
(ঘ) মুক্তিতত্ত্ব
সঠিক উত্তর: (খ) জ্ঞানতত্ত্ব
৫১. চার্বাক জ্ঞানবিদ্যার অপর নাম কী?
(ক) অনুমানবাদ
(খ) প্রত্যক্ষবাদ
(গ) শব্দবাদ
(ঘ) উপমানবাদ
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষবাদ
৫২. চার্বাক জ্ঞানতত্ত্বের মূলনীতি কী?
(ক) শব্দই একমাত্র প্রমাণ
(খ) প্রত্যক্ষই একমাত্র প্রমাণ
(গ) অনুমানই একমাত্র প্রমাণ
(ঘ) উপমানই একমাত্র প্রমাণ
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষই একমাত্র প্রমাণ
৫৩. চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস কী?
(ক) শব্দ
(খ) প্রত্যক্ষ
(গ) অনুমান
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষ
৫৪. কোন দর্শনকে “প্রত্যক্ষ প্রমাণবাদী” দর্শন বলা হয়?
(ক) ন্যায় দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (খ) চার্বাক দর্শন
৫৫. “অনুমান প্রমাণ নয়”- একথা কে বলেছেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক
৫৬. চার্বাকরা কিসের দ্বারা অনুমান প্রমাণ অস্বীকার করেছে?
(ক) শব্দের দ্বারা
(খ) প্রত্যক্ষের দ্বারা
(গ) উপমানের দ্বারা
(ঘ) অর্থাপত্তির দ্বারা
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষের দ্বারা
৫৭. অনুমানের অবয়ব কয়টি ও কী কী?
(ক) দুটি— পক্ষপদ, সাধ্য পদ
(খ) তিনটি— প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য, সিদ্ধান্ত
(গ) চারটি— প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান
(ঘ) পাঁচটি— প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান, অর্থাপত্তি
সঠিক উত্তর: (খ) তিনটি— প্রধান আশ্রয়বাক্য, অপ্রধান আশ্রয়বাক্য, সিদ্ধান্ত
৫৮. অনুমানের কয়টি পদ থাকে ও কী কী?
(ক) দুটি— পক্ষপদ, সাধ্য পদ
(খ) তিনটি— পক্ষপদ, সাধ্য পদ, হেতু পদ
(গ) চারটি— পক্ষপদ, সাধ্য পদ, হেতু পদ, ব্যাপ্তি
(ঘ) পাঁচটি— পক্ষপদ, সাধ্য পদ, হেতু পদ, পরামর্শ, অনুমিতি
সঠিক উত্তর: (খ) তিনটি— পক্ষপদ, সাধ্য পদ, হেতু পদ
৫৯. অনুমানের আকারগত ভিত্তি কী?
(ক) প্রত্যক্ষ
(খ) ব্যাপ্তি
(গ) শব্দ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) ব্যাপ্তি
৬০. “ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়”- একথা কে বলেছেন?
(ক) ন্যায় দার্শনিক
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ দার্শনিক
(ঘ) মীমাংসক দার্শনিক
সঠিক উত্তর: (খ) চার্বাক
৬১. কোন সম্প্রদায়ের মতে “শব্দ প্রমাণ নয়”?
(ক) ন্যায়
(খ) চার্বাক
(গ) বৌদ্ধ
(ঘ) সাংখ্য
সঠিক উত্তর: (খ) চার্বাক
৬২. “বেদ-বাক্য অর্থহীন”- একথা কারা বলেছেন?
(ক) ন্যায় দার্শনিকরা
(খ) চার্বাকরা
(গ) বৌদ্ধ দার্শনিকরা
(ঘ) মীমাংসক দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) চার্বাকরা
৬৩. “বেদভণ্ড পুরোহিতদের রচনা”- এটি কাদের উক্তি?
(ক) ন্যায় দার্শনিকদের
(খ) চার্বাকদের
(গ) বৌদ্ধ দার্শনিকদের
(ঘ) সাংখ্য দার্শনিকদের
সঠিক উত্তর: (খ) চার্বাকদের
৬৪. ভারতীয় দর্শনের দুঃসাহসী চিন্তার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
(ক) ন্যায় সম্প্রদায়
(খ) চার্বাক সম্প্রদায়
(গ) বৌদ্ধ সম্প্রদায়
(ঘ) সাংখ্য সম্প্রদায়
সঠিক উত্তর: (খ) চার্বাক সম্প্রদায়
৬৫. মাধবাচার্য কোন গ্রন্থে চার্বাকদের “নাস্তিক শিরোমণি” বলে উল্লেখ করেছেন?
(ক) ন্যায়সূত্র
(খ) সর্বদর্শনসংগ্রহ
(গ) বেদান্তসূত্র
(ঘ) তত্ত্বোপপ্লবসিংহ
সঠিক উত্তর: (খ) সর্বদর্শনসংগ্রহ
৬৬. চার্বাকরা কর্মফল, পাপ, পুণ্য, স্বর্গ-নরক, ঈশ্বর, আত্মা, পুনর্জন্ম কোনো কিছু স্বীকার না করায় তাদের কী বলা হয়?
(ক) আধ্যাত্মবাদী
(খ) নাস্তিক শিরোমণি
(গ) কর্মবাদী
(ঘ) ধর্মবাদী
সঠিক উত্তর: (খ) নাস্তিক শিরোমণি
৬৭. আধ্যাত্মবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ কোন দর্শনের আবির্ভাব লক্ষ্য করা যায়?
(ক) ন্যায় দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (খ) চার্বাক দর্শন
৬৮. যে মতবাদ অনুযায়ী আধ্যাত্মিক সত্তাই জগতের মূল তত্ত্ব তাকে কী বলা হয়?
(ক) জড়বাদ
(খ) সুখবাদ
(গ) আধ্যাত্মবাদ
(ঘ) কর্মবাদ
সঠিক উত্তর: (গ) আধ্যাত্মবাদ
৬৯. “ঈশ্বর, দেহাতিরিক্ত আত্মা, জন্মান্তরবাদ, কর্মবাদ এবং বেদের প্রামাণ্যকে স্বীকার করেন কারা”?
(ক) চার্বাকরা
(খ) আধ্যাত্মবাদীরা
(গ) ন্যায় দার্শনিকরা
(ঘ) বৌদ্ধ দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) আধ্যাত্মবাদীরা
৭০. আধ্যাত্মবাদ, উগ্র-ব্রাহ্মণধর্ম ও পুরোহিততন্ত্র এই সমস্ত কিছু অস্বীকার করেন কারা?
(ক) ন্যায় দার্শনিকরা
(খ) চার্বাকগণ
(গ) বৌদ্ধ দার্শনিকরা
(ঘ) সাংখ্য দার্শনিকরা
সঠিক উত্তর: (খ) চার্বাকগণ
৭১. রামায়ণের “অযোধ্যাকাণ্ড”, মহাভারতের “শান্তিপর্ব”, “মনুসংহিতায়” কোন দর্শনের পরিচয় পাওয়া যায়?
(ক) ন্যায় দর্শন
(খ) চার্বাক দর্শন
(গ) বৌদ্ধ দর্শন
(ঘ) সাংখ্য দর্শন
সঠিক উত্তর: (খ) চার্বাক দর্শন
৭২. জড়বাদীদের নাস্তিক এবং পাষণ্ড বলা হয়েছে কোথায়?
(ক) মহাভারতে
(খ) মনুসংহিতায়
(গ) বিষ্ণুপুরাণে
(ঘ) উপনিষদে
সঠিক উত্তর: (খ) মনুসংহিতায়
৭৩. “অসুরদের বিনাশের জন্য দেবগুরু বৃহস্পতি জড়বাদ প্রবর্তন করেছিলেন” -এটি কোথায় ব্যাখ্যা করা আছে?
(ক) মৈত্রী উপনিষদে
(খ) মহাভারতে
(গ) বিষ্ণুপুরাণে
(ঘ) মনুসংহিতায়
সঠিক উত্তর: (ক) মৈত্রী উপনিষদে
৭৪. “ন্যায়মঞ্জরী” কার লেখা?
(ক) শঙ্করাচার্য
(খ) জয়ন্তভট্ট
(গ) জয়রাশি
(ঘ) মাধবাচার্য
সঠিক উত্তর: (খ) জয়ন্তভট্ট
৭৫. “বেদান্তসূত্র ভাষ্য”-এর রচয়িতা কে?
(ক) জয়রাশি
(খ) শঙ্কর
(গ) মাধবাচার্য
(ঘ) জয়ন্তভট্ট
সঠিক উত্তর: (খ) শঙ্কর
৭৬. “জড়” কে চরম তত্ত্ব বলে ঘোষণা করেছিলেন কে?
(ক) জয়রাশি
(খ) ঋষি বৃহস্পতি
(গ) শঙ্করাচার্য
(ঘ) মাধবাচার্য
সঠিক উত্তর: (খ) ঋষি বৃহস্পতি
৭৭. “চার্বাক দর্শনম্”-এর রচয়িতা কে?
(ক) জয়রাশি
(খ) সায়নমাধব
(গ) শঙ্করাচার্য
(ঘ) জয়ন্তভট্ট
সঠিক উত্তর: (খ) সায়নমাধব
৭৮. “চার্বাক” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) চর্বন
(খ) চারুবাক্
(গ) লোকায়ত
(ঘ) বিতণ্ডা
সঠিক উত্তর: (খ) চারুবাক্
৭৯. “চারু” কথার অর্থ কী?
(ক) তর্ক
(খ) মধুর
(গ) জড়
(ঘ) সংযোগ
সঠিক উত্তর: (খ) মধুর
৮০. “বাক্” শব্দটির অর্থ কী?
(ক) তর্ক
(খ) কথা
(গ) জড়
(ঘ) সংযোগ
সঠিক উত্তর: (খ) কথা
৮১. যাদের কথা শ্রুতিমধুর বা সুন্দর তাদের কী বলে?
(ক) ন্যায় সম্প্রদায়
(খ) চার্বাক সম্প্রদায়
(গ) বৌদ্ধ সম্প্রদায়
(ঘ) সাংখ্য সম্প্রদায়
সঠিক উত্তর: (খ) চার্বাক সম্প্রদায়
৮২. “চার্বাক” শব্দটি কোন ধাতু থেকে এসেছে?
(ক) চর্ব ধাতু
(খ) লোক ধাতু
(গ) বিতণ্ডা ধাতু
(ঘ) সুখ ধাতু
সঠিক উত্তর: (ক) চর্ব ধাতু
৮৩. “চর্ব” কথাটির অর্থ কী?
(ক) তর্ক
(খ) চর্বন
(গ) মধুর
(ঘ) সংযোগ
সঠিক উত্তর: (খ) চর্বন
৮৪. “বিতণ্ডা” কথাটির অর্থ কী?
(ক) মধুর
(খ) তর্ক
(গ) চর্বন
(ঘ) সংযোগ
সঠিক উত্তর: (খ) তর্ক
৮৫. কোন চার্বাক সম্প্রদায় কোনো প্রমাণ স্বীকার করেন না?
(ক) ধূর্ত চার্বাক
(খ) সুশিক্ষিত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (গ) বৈতণ্ডিক চার্বাক
৮৬. সবচেয়ে বেশি পরিচিত চার্বাক উপসম্প্রদায় কোনটি?
(ক) সুশিক্ষিত চার্বাক
(খ) ধূর্ত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (খ) ধূর্ত চার্বাক
৮৭. সবচেয়ে বেশি মার্জিত চার্বাক সম্প্রদায়কে কী বলা হয়?
(ক) ধূর্ত চার্বাক
(খ) সুশিক্ষিত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (খ) সুশিক্ষিত চার্বাক
৮৮. চার্বাক সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিশীল, সামাজিক এবং প্রগতিশীল সম্প্রদায় কোনটি?
(ক) ধূর্ত চার্বাক
(খ) সুশিক্ষিত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (খ) সুশিক্ষিত চার্বাক
৮৯. অনুমানকে স্বীকার করলেও ঈশ্বর, আত্মা, পরলোক, পুনর্জন্ম ইত্যাদি অস্বীকার করেন কোন চার্বাক সম্প্রদায়?
(ক) ধূর্ত চার্বাক
(খ) সুশিক্ষিত চার্বাক
(গ) বৈতণ্ডিক চার্বাক
(ঘ) প্রাণাত্মবাদী
সঠিক উত্তর: (খ) সুশিক্ষিত চার্বাক
৯০. চার্বাক দর্শনের যৌক্তিক ভিত্তি কী?
(ক) ধর্মতত্ত্ব
(খ) জ্ঞানতত্ত্ব
(গ) নীতিতত্ত্ব
(ঘ) মুক্তিতত্ত্ব
সঠিক উত্তর: (খ) জ্ঞানতত্ত্ব
৯১. জ্ঞানের উৎস, সীমা, জ্ঞানের স্বরূপ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায়?
(ক) ধর্মতত্ত্বে
(খ) জ্ঞানতত্ত্বে
(গ) নীতিতত্ত্বে
(ঘ) মুক্তিতত্ত্বে
সঠিক উত্তর: (খ) জ্ঞানতত্ত্বে
৯২. চার্বাক জ্ঞানবিদ্যার অপর নাম কী?
(ক) অনুমানবাদ
(খ) প্রত্যক্ষবাদ
(গ) শব্দবাদ
(ঘ) উপমানবাদ
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষবাদ
৯৩. চার্বাকগণ “প্রত্যক্ষ” শব্দের দ্বারা কাদের বুঝিয়েছেন?
(ক) শব্দ ও উপমান
(খ) প্রমা ও প্রমাণ
(গ) পক্ষপদ ও সাধ্য পদ
(ঘ) ব্যাপ্তি ও হেতু পদ
সঠিক উত্তর: (খ) প্রমা ও প্রমাণ
৯৪. চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস কী?
(ক) শব্দ
(খ) প্রত্যক্ষ
(গ) অনুমান
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষ
৯৫. চার্বাকরা প্রত্যক্ষের বাইরে সমস্ত বিষয়কে কী বলে বিশ্বাস করেন?
(ক) সত্য
(খ) সংশয়াত্মক
(গ) প্রমাণিত
(ঘ) অপ্রমাণিত
সঠিক উত্তর: (খ) সংশয়াত্মক
৯৬. চার্বাক মতে প্রত্যক্ষ জ্ঞান কিসের দ্বারা উৎপন্ন হয়?
(ক) ব্যাপ্তি জ্ঞান
(খ) ইন্দ্রিয় সন্নিকর্ষ
(গ) বিশ্বাসযোগ্য ব্যক্তির বিবৃতি
(ঘ) সাদৃশ্যজ্ঞান
সঠিক উত্তর: (খ) ইন্দ্রিয় সন্নিকর্ষ
৯৭. “অর্থ” বলতে কী বোঝায়?
(ক) তর্ক
(খ) বিষয়
(গ) কথা
(ঘ) সংযোগ
সঠিক উত্তর: (খ) বিষয়
৯৮. “সন্নিকর্ষ” শব্দের অর্থ কী?
(ক) তর্ক
(খ) সংযোগ
(গ) চর্বন
(ঘ) মধুর
সঠিক উত্তর: (খ) সংযোগ
৯৯. “টেবিল নামক বস্তুটি দেখে আমার এরকম জ্ঞান হল, এটি হয় টেবিল”- এই প্রকার জ্ঞানকে কী বলা হয়?
(ক) অনুমান
(খ) প্রত্যক্ষ
(গ) শব্দ
(ঘ) উপমান
সঠিক উত্তর: (খ) প্রত্যক্ষ
(ক) পরোক্ষ অনুভব
(খ) অপরোক্ষ অনুভব
(গ) সংশয়াত্মক অনুভব
(ঘ) বিপর্যয়যুক্ত অনুভব
সঠিক উত্তর: (খ) অপরোক্ষ অনুভব